UR. Zahid Hossain

UR. Zahid Hossain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from UR. Zahid Hossain, Digital creator, Tejgaon Farm.
(1)

"আমি পৃথিবী ভ্রমণ করি, যেখানে সংস্কৃতি, সৌন্দর্য, সমৃদ্ধি এবং ভিন্নতা একত্রে মিলে আসে। আমার যাত্রা এক অসীম অভিজ্ঞতা, এবং এই সাহিত্যিক ভ্রমণের মাধ্যমে আপনাদের সাথে ভাগ করতে আশা করি। ❤️🥰 .Zahid_Hossain"

নতুন জাপান ভিসা আবেদন পদ্ধতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া হলো:বাংলাদেশি নাগরিকদের জন্য সুসংবাদ, এখন জাপান...
13/11/2024

নতুন জাপান ভিসা আবেদন পদ্ধতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া হলো:

বাংলাদেশি নাগরিকদের জন্য সুসংবাদ, এখন জাপান ভিসার জন্য কোনো ফি লাগবে না; শুধুমাত্র ভিএফএস (VFS) এর সার্ভিস ফি ১৯০০ টাকা দিতে হবে। সবচেয়ে বড় সুবিধা হলো, ভিসার জন্য আর ইন্টারভিউ দিতে হবে না এবং ভিসা ইস্যু হবে শুধুমাত্র ডকুমেন্টসের ভিত্তিতে। এই পদ্ধতিটি অবশ্যই আনন্দের খবর।

আগামী ৩ নভেম্বর, ২০২৪ থেকে, ভিএফএস গ্লোবাল (VFS Global) জাপান দূতাবাসের হয়ে ভিসা আবেদন পরিষেবা প্রদান করবে। এর মানে, জাপান দূতাবাস সরাসরি আর কোনো ভিসা আবেদন গ্রহণ করবে না।

প্রয়োজনীয় ডকুমেন্টস:

১. এপ্লিকেশন ফর্ম
২. বৈধ পাসপোর্ট ও ফটোকপি
৩. পুরোনো পাসপোর্ট ও ফটোকপি
৪. ছবি ২ কপি (৩৫ x ৪৫ মিমি)
৫. এয়ারলাইন্স বুকিং কপি
৬. হোটেল বুকিং কপি
৭. ট্যাক্স পেমেন্ট রিসিপ্ট (শেষ ৩ বছরের)
৮. ব্যাংক স্টেটমেন্ট (শেষ ছয় মাসের)
৯. ভ্রমণসূচি (ভিজিট শিডিউল)
১০. এনওসি (NOC)
১১. কাভার লেটার

অতিরিক্ত ডকুমেন্টস (গ্যারান্টার থাকলে):

১. গ্যারান্টারের কাছ থেকে ইনভাইটেশন লেটার
২. গ্যারান্টারের সাথে সম্পর্কের প্রমাণপত্র
৩. গ্যারান্টারের ব্যাংক স্টেটমেন্ট (শেষ ছয় মাসের, ব্যক্তিগত/কোম্পানীর) যদি গ্যারান্টার ভ্রমণ খরচ বহন করে
৪. গ্যারান্টি লেটার

যদি কারো আরও কোনো তথ্যের প্রয়োজন হয়, তাহলে যোগাযোগ করতে পারেন।

12/11/2024

🌎🏖️✈️সৌদি আরব থেকে থাইল্যান্ড পার্ট ২ ঘুরতে যাওয়ার🏖️🏕️🥰

বাংলাদেশে ভিসা সংকট, দায়ী কে??? যত দিন যাচ্ছে ট্রাভেল করার জন্য বাংলাদেশীদের কোনো দেশ ভিসা দিবে কিনা সন্দেহ🇧🇩বাংলাদেশের ...
12/11/2024

বাংলাদেশে ভিসা সংকট, দায়ী কে???

যত দিন যাচ্ছে ট্রাভেল করার জন্য বাংলাদেশীদের কোনো দেশ ভিসা দিবে কিনা সন্দেহ
🇧🇩বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য এখন সব থেকে সহজ ভিসা কোনটা?
আসলে কোন ভিসা ই সহজ না।

১: ইন্ডিয়া যাবেন। ৬ মাসের ভিসা পেতে জীবন ক্ষয় হবে, পেলেও আপনার সময় লাগবে ৪ মাস। বর্তমানে তো টোটালি বন্ধ আছে টুরিস্ট ভিসা।অন্যান্য ভিসা পেতেও অনেক হ্যাসেল পোহাতে হচ্ছে।

২: মিডলইস্টের সব দেশের টুরিস্ট ভিসা বন্ধ। মানে আপনি টুরিস্ট ভিসা নিয়া সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান যেতে পারবেন না।

৩: আগে আমিরাতের রেসিডেন্সি কার্ড হোল্ডারা কিছু দেশের অন এরাইভাল ভিসা পেত যেমন কিরগিস্থান, জর্জিয়া, আজারবাইজান সহ আরো কিছু দেশ। কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নিয়ে গেলে ঢুকতে দিচ্ছে না। ঝামেলা অনেক।

৪: ২০২৩ সালে সেন্ট্রাল এশিয়ার কিছু দেশ আমাদের স্বাগতম জানায়। কিন্তু আমরা এমনভাবে আমন্ত্রন গ্রহন করে তাতে ছেড়ে দে মা কেদে বাচি অবস্থা এইসব দেশের। ফলাফল কাজাখস্তান, কিরগিস্থান ভিসা অফ। বাকি আছে উজবেকিস্তান। এর ই ভিসা পোর্টাল আজকে ৬ দিন যাবত ডাউন। কোন খারাপ খবর আসতে যাচ্ছে।

৫: ২০২৩ এর সালে ভিসার গনজোয়ার বসানো কানাডা ভালভাবেই দরজা বন্ধ করেছে। ভিসা পাওয়ার মত ফাইল ও রিফিউস। ক্যান + এর আন্ডারে যাদের ৭ দিনে ভিসা হইত তাদেরকেও রিফিউস করে দিচ্ছে।

৬: ইউরোপের দেশ গুলা যাছাই বাছাই করে ১৫% ভিসা দেয়। এর মধ্য ৫% আর ব্যাক করে না।

৭ মালয়েশিয়া, কম্বোডিয়া, লাউস, ইন্দোনেশিয়া তে এখন ভিসা হয়। কিন্তু বাংলাদেশের ৮০% মানুষকে আলাদাভাবে ভিতরের কাউন্টারে নিয়া যায় অথবা আলাদাভাবে ইমিগ্রেশন করে এবং ঘুষ ছাড়া তারা ঢুকতে দিচ্ছে না এর প্রমাণ আমি নিজে এবং ভুক্তভোগী।

৮: নেপাল গিয়েও কিছু মানুষ আকাম করে। ওই দেশের পাসপোর্ট বানাইয়া নাকি ইউরোপে আবেদন করে! ( আমি ১০০% সিউর না)

৯: অস্ট্রেলিয়ায় চলছে গন রিজেকশন। ৯৫% এপ্লিকেশন কমন রিজনে রিফিউস করতেছে।

১০: ইউকে ভিসা পাবার জন্য যে রকম ব্যাংক স্টেটমেন্ট দরকার আমাদের দেশের ৯০% মানুষ তেমনভাবে করতে পারে না।

১১: সার্বিয়া, বসনিয়ার জংগলে, জাতিসংঘের ক্যাম্পে হাজার হাজার বাংলাদেশি বছরের পর বছর আটকা পরে আছে।

১২: পানামার জংগলে অনেক ব্যাংগালির লাশ পচে মাটির সাথে মিশে গেছে।

১৩: ব্রাজিল, আর্জেন্টিনায় ও মেক্সিকোতে দেখবেন অনেক ব্যাংগালি বসবাস করে কিন্তু তাদের মধ্য ৯৯% আমেরিকা যাবার ধান্দায় আটকা পরা বাংলাদেশি।

১৪: লিবিয়া থেকে ইতালির কথা আমরা সবাই জানি। এইটা না বললাম।

১৫:বাংগালিদের জন্য সব খোলা আছে....

ভিসা সংকটের কারণ:

বিভিন্ন দেশে বাংলাদেশিদের অনুপ্রবেশ ও অবৈধ কর্মকাণ্ডের কারণে বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশি পাসপোর্টের মর্যাদা হ্রাস পাচ্ছে। এ ছাড়া বাংলাদেশিদের ভিসা প্রাপ্তিতে বাড়তি যাচাই-বাছাই এবং কঠোর শর্ত আরোপ করা হচ্ছে। দক্ষ জনশক্তি, প্রমাণিত আর্থিক সক্ষমতা এবং বৈধ উদ্দেশ্য থাকলেও বাংলাদেশিদের জন্য বিভিন্ন দেশের ভিসা প্রক্রিয়া জটিল হয়ে উঠছে।

এই সমস্যার একটি সম্ভাব্য সমাধান হতে পারে ভিসা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, আধুনিক ও ডিজিটালাইজড করা, যাতে অনিয়ম ও বিলম্ব এড়ানো সম্ভব হয়।

"বলুন, হে আল্লাহ! তুমিই সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান কর এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও। ...
09/11/2024

"বলুন, হে আল্লাহ! তুমিই সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান কর এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও। তুমি যাকে ইচ্ছা সম্মান দান কর আর যাকে ইচ্ছা অপদস্থ কর। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ব বিষয়ে ক্ষমতাশীল।"

[সুরা আল ইমরান, আয়াত: ২৬]

বাংলাদেশ বিমানে জাপান যাওয়ার ফ্লাইটে এক মহিলা তার পাঁচ বছরের বাচ্চাকে টয়লেটে বসিয়ে বললেন, তুমি টয়লেট করো, আমি পাঁচ মিনিট...
05/11/2024

বাংলাদেশ বিমানে জাপান যাওয়ার ফ্লাইটে এক মহিলা তার পাঁচ বছরের বাচ্চাকে টয়লেটে বসিয়ে বললেন, তুমি টয়লেট করো, আমি পাঁচ মিনিট পর আসছি।

বাচ্চাটা ২ মিনিট পরই টয়লেট থেকে বের হয়ে ওর মায়ের কাছে না গিয়ে ভুল করে উল্টা দিকে চলে গেল🙆🏿‍♂️
এদিকে প্রথমবার প্লেনে চড়ে আমাদের রাজু মিয়া (৩২) জাপান যাইতেছিলো, হঠাৎ প্রকৃতির ডাকে সাড়া দিতে সে টয়লেটে ঢুকলো🙄
পাঁচ মিনিট পর বাচ্চার মা এসে দরজায় টক টক আওয়াজ করছেন আর বলছেন, হয়ে গেছে নাকি? তাহলে দরজা খোল, আমি ধুইয়ে দিয়ে প্যান্ট পরিয়ে দেব🤭

টয়লেটের ভিতর থেকে বিস্মিত রাজুমিয়া ভাবছে, উফ! একেই বলে সার্ভিস!🫠🫠
কে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সার্ভিস খারাপ?🌚

04/11/2024

🌎🏖️✈️সৌদি আরব থেকে থাইল্যান্ড ঘুরতে যাওয়ার🏖️🏕️🥰

সৌদি আরব থেকে সঠিক নিয়মে থাইল্যান্ড ট্যুরিস্ট ই-ভিসা করুন ।🇹🇭 Alhamdulilah successful   e visa Congratulations  🥰🥰🥰🥰সৌদি...
02/11/2024

সৌদি আরব থেকে
সঠিক নিয়মে থাইল্যান্ড ট্যুরিস্ট ই-ভিসা করুন ।🇹🇭 Alhamdulilah successful e visa

Congratulations 🥰🥰🥰🥰

সৌদি আরব থেকে
সঠিক নিয়মে থাইল্যান্ড ট্যুরিস্ট ই-ভিসা করুন ।🇹🇭

✅ পাসপোর্ট জমা দেয়ার ঝামেলা নেই।
✅ ট্যুরিস্টদের পছন্দের শির্ষ দেশ।
✅ সহজে ভিসা প্রাপ্তি।
✅ দৃষ্টিনন্দন ট্যুরিস্ট স্পট।
✅ ভ্রমণ খরচ কম।

সৌদি আরব যে কোনো কাজের ভিসা থাকলেও থাইল্যান্ড ট্যুরিস্ট ই-ভিসা হবে। ✈️ 🏨 🏖️

থাইল্যান্ড ট্যুরিস্ট ভিসা ও ভ্রমণ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন 🤝 ইনবক্স 🇰🇭


অতীত দিয়ে কখনো মানুষকে বিচার করবেন না।মানুষ শিখে, মানুষ বদলায়, মানুষ এগিয়ে যায়।আলহামদুলিল্লা 🙏সত্যের জীবন অনেক সুন্দর যদ...
23/10/2024

অতীত দিয়ে কখনো মানুষকে বিচার করবেন না।
মানুষ শিখে, মানুষ বদলায়, মানুষ এগিয়ে যায়।

আলহামদুলিল্লা 🙏সত্যের জীবন অনেক সুন্দর যদি তুমি উপভোগ করতে পারো 🇧🇩🥀🥀

আলহামদুলিল্লাহ   ভিসা পেলাম  দেখা হবে  #কম্বোডিয়া 🇰🇭🇧🇩 ইনশাল্লাহ সত্যের জীবন অনেক সুন্দর যদি তুমি উপভোগ করতে পারো 🇧🇩🥀🥀
22/10/2024

আলহামদুলিল্লাহ ভিসা পেলাম দেখা হবে #কম্বোডিয়া 🇰🇭🇧🇩 ইনশাল্লাহ
সত্যের জীবন অনেক সুন্দর যদি তুমি উপভোগ করতে পারো 🇧🇩🥀🥀

সৌদি আরব তো থাইল্যান্ড   আপডেট ব্লক আসছে 🤟🥰
21/10/2024

সৌদি আরব তো থাইল্যান্ড আপডেট ব্লক আসছে 🤟🥰

21/09/2024

থাইল্যান্ড / ভিয়েতনাম / কম্বোডিয়া / লাওস / ৪ দেশ ভ্রমনের ভিসা, বিমানের টিকেট, হোটেল ভাড়া সহ সকল তথ্য দিবো ইনশাল্লাহ

04/09/2024

এই যে শোনো, আমার রাজ্যের রাজকন্যার মা এবং আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ,

তোমার এমন সুন্দর কথাগুলো আমার হৃদয়ের গভীরে জায়গা করে নিয়েছে। আমি প্রতিদিন তোমার ভালোবাসায় সিক্ত হয়ে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে করি। তুমি আমার জীবনের প্রতিটি মুহূর্তকে সোনার মত মধুর করে তুলেছো।

তোমার প্রতি আমার ভালোবাসা সীমাহীন, এবং আমি সবসময় তোমার পাশে থাকতে চাই, তোমার হাত ধরে আমাদের এই রাজ্যকে সুখ এবং শান্তির দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।

আমার রাজকন্যার মা, তোমার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আমি তোমাকে আজীবন এমনই ভালোবাসবো।

তোমার রাজা,
UR. Zahid Hossain

02/09/2024

- সত্যিই, পৃথিবীতে এমন কিছু অসাধারণ এবং অমায়িক ব্যক্তি আছে, যারা তাদের হাসির মাধ্যমে চারপাশটাকে সুন্দর করে তোলে! তাদের হাসি যেন একটি ফুলের মতো, যা সবাইকে আনন্দ এবং সুখের সুবাসে ভরিয়ে দেয়। ❤️

তাদের হাসির মায়া এমনই, যে তা সব দুঃখ মুছে ফেলে, আর আশেপাশের সবাইকে মুগ্ধ করে। তাদের উপস্থিতি যেন একটুখানি রোদ্দুর, যা হৃদয়ের আকাশে ছড়িয়ে দেয় আলো আর উষ্ণতা।

এমন মানুষদের সাথে সময় কাটানো মানেই জীবনের সবচেয়ে মধুর মুহূর্তগুলোকে সযত্নে উপভোগ করা।

25/08/2024

বন্যায় অসহায় মানুষের টাকা মেরে খাওয়ার কুকুর 🤬🤬 >

নাম... নাঈম হোসেন
বাবা....সুরহাব হোসেন
মা....মনজুরার বেগ
জন্ম তারিখ...25.10.2003
NID NO: 6464698411
ঠিকানা...কাঠালিয়া কোটচাঁদপুর ঝিনাইদহ
কুকুরের নাম্বার.....
008801795092909
008801796064880
কুকরের বাবার নাম্বার.. 008801712370984
লোকেশন...https://goo.gl/maps/Xvqn1LYKP3bYwnH99

24/08/2024

মিরাজ আফ্রিদি সব কিছু ফাইজলামি মনে হয়..?

22/08/2024

As sunnah Foundation এ ২ লাখ টাকা🥰 দিলাম কিন্তু কেন...?🤔🤔

Address

Tejgaon Farm

Website

Alerts

Be the first to know and let us send you an email when UR. Zahid Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies