Mamun's Dairy

Mamun's Dairy আমি ধ্বংসের বাহিরে কিছু নই�

16/11/2024

_কখনো না ফেরার চেয়ে,
দেরিতে ফেরা অনেক ভালো।

14/11/2024

#পড়ন্তবিকেল
#মনজুড়ানোপরিবেশ
#নজরুলবিশ্ববিদ্যালয়

মানুষ তার ভুল গুলো এবং অজ্ঞাত বিবেক সম্পর্কে বুঝতে পারে দুইটা সময়!       সফরে ও সবরে💥
14/11/2024

মানুষ তার ভুল গুলো এবং অজ্ঞাত বিবেক সম্পর্কে বুঝতে পারে দুইটা সময়!
সফরে ও সবরে💥

19/07/2023

সফল হলে সবাই আপনার গল্প শুনবে, আর ব্যার্থ হলে সবার গল্প আপনাকে শুনতে হবে ।

27/03/2023

প্রিয়জনদের মনে পড়লেও হঠাৎ করে যখন মনে হয় তখন বড্ড বেশি খারাপ লাগে। আজ ২৭ মার্চ ২০২৩, ইফতার করার সময় হঠাৎ মনে পড়লো আব্বার কথাটা, কোনো এক সিনিয়র ভাইয়ের কথার সাথে সামঞ্জস্যতা ছিল আব্বার কোনো এক কথার🥲 হঠাৎ স্তব্ধ হয়ে গেলাম😟মনে হলো আব্বার বাস্তবিক অর্থের প্রমাণ পেয়ে গেলাম। যায়হোক,,পরপারে ভালো থাকো আব্বা।আল্লাহ তোমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন দোয়া করি। তুমিও দোয়া করিও তোমার এই অধমের জন্য 😢

বড় হওয়ার এবং সত্যিকারের মানুষ হয়ে উঠতে সাহস লাগে । খুবই কম লোক আছে যারা তাদের নিজের ভুলগুলি ধরার সাহস রাখে এবং সেগুলো...
03/02/2023

বড় হওয়ার এবং সত্যিকারের মানুষ হয়ে উঠতে সাহস লাগে । খুবই কম লোক আছে যারা তাদের নিজের ভুলগুলি ধরার সাহস রাখে এবং সেগুলোকে সংশোধন করার জন্য যথেষ্ট চেষ্টা করে যায় । মানুষের সাহস হলো সকল গুণের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ , কারণ সাহস ছাড়া আপনি অন্য কোনও ভালো কাজকে ধারাবাহিকভাবে করে যেতে পারবেন না। তীর হতে দৃষ্টি হারাতে আপনার এবং নতুন দিগন্তের জন্য সাঁতার কাটতে সাহস অপরিহার্য । আপনি শুধুমাত্র শক্ত ও সাহসী হোন, তবেই আপনি আপনার পথকে সমৃদ্ধি করতে পারবেন এবং তারপর একটি সুন্দর সফলতা আসবে।

#আমার_আমি_সংজ্ঞায়িত>>>

প্রত্যেকেরই প্রতিভা আছে, কিন্তু খুব কম আছেন যারা অন্ধকারের মধ্যে এগিয়ে যাওয়ার সাহস রাখে ।

পৃথিবীতে সবচেয়ে সাহসিকতার পরীক্ষা হচ্ছে পরাজিত হয়েও কষ্ট না পাওয়া ।

একজন একা মানুষ, কিন্তু তার ডান হাতে সাহস এবং বাম হাতে বিশ্বাস রয়েছে। তখন সে একজনই একশো জনের সমান।

ভুলগুলি সর্বদা ক্ষমাযোগ্য, যদি সেগুলি স্বীকার করার সাহস আমাদের থাকে।

31/01/2023

ঘড়ির কাঁটা থেমে নেই। প্রতিটি মুহূর্তেই জীবন থেকে একটি একটি করে সেকেন্ড হারিয়ে যাচ্ছে। যারা সেকেন্ড ধরে ধরে জীবনকে রাঙাতে পারে তারাই একসময় সাফল্যের শীর্ষে পা রাখে। প্রতিটি মুহূর্তকে রাঙিয়ে জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই সংগ্রাম। সেই সংগ্রামের গল্প মানুষ আর মননভেদে নানা রকম। একেক জনের গল্প একেক রকম হলেও সবার জীবন সামনে এগিয়ে চলছে। কেউ বা ধীরে আবার কেউ বা দ্রুত-সবাই সামনে এগোনোর প্রচেষ্টায় প্রহর গুনছে। জীবন থেকে কিছু বাস্তব শিক্ষা নিতে পারেন।

21-01-2023ঢাবিতে পথযাত্রা 🙂আনন্দের চেয়ে বাস্তবতার শিক্ষাও অনেকাংশেই কম পাওয়া হয় নি!!যদিও পূর্বপরিকল্পনায় ছিল ভ্রমণের, বা...
25/01/2023

21-01-2023
ঢাবিতে পথযাত্রা 🙂
আনন্দের চেয়ে বাস্তবতার শিক্ষাও অনেকাংশেই কম পাওয়া হয় নি!!যদিও পূর্বপরিকল্পনায় ছিল ভ্রমণের, বাট লো মেরিডিয়ান'এ প্রোগ্রাম শেষে গন্তব্যে আসার কথাই মাথায় আসলো। যাই হোক মিনিবাস পেয়ে চলে গেলাম। পরিচিতজনদের ফোন দিয়েও পেলাম না। যাই হোক বাকিটা ইতিহাস হয়ে থাক্! অবশেষে এক রাত যাপন করে, বন্ধুদের আতিথিয়তার কমতি ছিল না। সকালে চলে আসলাম। এই ছিল ঢাবিতে পথযাত্রা। উত্তরা জসিমউদ্দিন রোড এর বন্ধুও কম করেনি আপ্পায়ন। তোমাদের প্রতি কৃতজ্ঞ। বাস্তবতা মানুষ চিনতে শেখায়, যাই হোক আলহামদুলিল্লাহ ভ্রমণ সাকসেসফুল🥰

22/11/2022

বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই। কত অপূর্ব দৃশ্য চারদিকে। মন দিয়ে আমরা তা কখনো দেখি না।যখন সময় শেষ হয়ে যায়, তখনি শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়।🙂

15/09/2022

.
- অহংকার ছাড়া জীবন যাপন করো!🏠🌼

- ইনশাআল্লাহ একদিন তুমি সফল হবে!🥰

03/09/2022

১৩ বছরের শিক্ষা জীবনে যা ব্যায় হলো তার সুফল এ শিক্ষাজীবনেই পেয়েছি। আলহামদুলিল্লাহ।

31/07/2022

" বান্দার জন্য অন্যতম ক্ষতিকর বিষয় হলো অলস ও অবসর থাকা। কারণ আত্মা কখনও অলস বসে থাকেনা। উপকারী কোন কিছুতে যদি তাকে ব্যস্ত রাখা না হয় তাহলে ক্ষতিকর কোন কিছুতে সে ব্যস্ত হয়ে পড়ে।"

--- ইমাম ইবনুল কায়্যিম রহিমাহুল্লাহ।

31/07/2022

রূপ ও অরূপ -

যাহা অনন্ত সত্য, অর্থাৎ অনন্ত স্থিতি, তাহা অনন্ত গতির মধ্যেই আপনাকে প্রকাশ করিতেছে। এই জন্য সকল প্রকাশের মধ্যেই দুই দিক আছে। তাহা একদিকে বদ্ধ, নতুবা প্রকাশই হয় না, আর একদিকে মুক্ত, নতুবা অনন্তের প্রকাশ হইতে পারে না। একদিকে তাহা হইয়াছে আর একদিকে তাহার হওয়া শেষ হয় নাই, তাই সে কেবলই চলিতেছে। এই জন্যই জগৎ জগৎ, সংসার সংসার। এই জন্য কোনো বিশেষরূপ আপনাকে চরমভাবে বদ্ধ করে না--যদি করিত তবে সে অনন্তের প্রকাশকে বাধা দিত।

তাই যাঁহারা অনন্তের সাধনা করেন, যাঁহারা সত্যকে উপলব্ধি করিতে চান, তাঁহাদিগকে বারবার একথা চিন্তা করিতে হয়, চারিদিকে যাহা কিছু দেখিতেছি জানিতেছি ইহাই চরম নহে, স্বতন্ত্র নহে, কোনো মুহূর্তেই ইহা আপনাকে আপনি পূর্ণ করিয়া প্রকাশ করিতেছে না। যদি তাহা করিত তবে ইহারা প্রত্যেকে স্বয়ম্ভু স্বপ্রকাশ হইয়া স্থির হইয়া থাকিত। ইহারা অন্তহীন গতি দ্বারা যে অন্তহীন স্থিতিকে নির্দেশ করিতেছে সেইখানেই আমাদের চিত্তের চরম আশ্রয় চরম আনন্দ।

Address

Dhaka
Tarakanda

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mamun's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share