Ittadi_bangla_tv

Ittadi_bangla_tv etc

তাড়াইল উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালনইত্যাদি বাংলা টিভি ডেস্কঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রেসক্লাবের প্রতি...
18/07/2023

তাড়াইল উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ইত্যাদি বাংলা টিভি ডেস্কঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উক্ত প্রতিষ্ঠান সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন।

জানা যায়,আজ ১৮ জুলাই ২০২৩ মঙ্গলবার তাড়াইল উপজেলা প্রেসক্লাবের মিলনায়তনে প্রতিষ্ঠানটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুকুট দাস মধু। ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সম্মানিত সদস্য ও তাড়াইল থানা পুলিশিং কমিটির সভাপতি জননেতা এ কে এস জামান সম্রাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব ও জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম তুষার।

উপস্থিত ছিলেন আনন্দ টিভির জেলা প্রতিনিধি আজহারুল ইসলাম চুন্নু। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন শরীফ থেকে পাঠ করে শুনানো হয়। তারপর উপস্থিত সকলের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে বিশাল আকৃতির একটি কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সুচনা করা হয়। পরে মাহফুজুল হক আল মুরাদের কন্ঠে জীবনানন্দের "বনলতা সেন" ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর সাড়া জাগানো "বিদ্রোহী" কবিতা পাঠ করে শুনানো হয়। দ্বিতীয়ার্ধে সংস্কৃতি অনুষ্ঠান শেষে ভোজন পার্টি আয়োজন করা হয়। সকলের অংশগ্রহনে অনুষ্ঠানটি ছিল যেন প্রানবন্ত একটি মিলনমেলা । উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সাবেক আহবায়ক ও বর্তমান সিনিয়র সহসভাপতি ওয়াসিম উদ্দিন সোহাগ, সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন কাঞ্চন, মাওলানা জুবায়ের আহমেদ, মাহবুবুর রহমান রানা,জাকির হোসেন মিঠুন, আলী হোসেন প্রমূখ।

এরকম একটি প্রোগ্রাম আবারো দরকার। একশত রোগী অপারেশন শেষে ফিরে এলো। ভিডিও টি দেখতে টাচ করুন,,,,
18/05/2023

এরকম একটি প্রোগ্রাম আবারো দরকার। একশত রোগী অপারেশন শেষে ফিরে এলো। ভিডিও টি দেখতে টাচ করুন,,,,

স্বেচ্ছাসেবী সংগঠন “প্রিয়ভূমি তাড়াইল” এর উদ্যোগে এলাকার দরিদ্র ও অসহায় মানুষদের জন্য চক্ষু শিবির ও হেলথ ক্যাম্.....

 #পরিমনিকে_বিয়ে_করতে_চায়!!!!!রুচিহীনতায় ভুগছে যুব সমাজ আজ ফেসবুক গ্রুপে একটি পোস্ট দেখতে পাই, পোস্টটি  ছিল এ রকম -  # সু...
21/01/2023

#পরিমনিকে_বিয়ে_করতে_চায়!!!!!
রুচিহীনতায় ভুগছে যুব সমাজ
আজ ফেসবুক গ্রুপে একটি পোস্ট দেখতে পাই, পোস্টটি ছিল এ রকম -
# সুযোগ পেলে আপনি কোন সেলিব্রেটিকে বিয়ে করতে চান?
এ পর্যন্ত 792 জন কমেন্ট করেছে। আরো দ্রুত কমেন্ট পড়ছে,,,,,।
এরমধ্যে বেশিরভাগ কমেন্টে সবাই পরিমণিকে বিয়ে করতে চায়।
এবার বুজুন আমাদের ছাত্রসমাজ,যুবসমাজ বা ফেসবুক ইউজারদের রুচি কোথায় গিয়ে টেকেছে!!!

বিশ্বকাপ শেষে গ্রামের টং দোকানে চায়ের আড্ডায় মেসি এমবাপ্পে,, এমবাপ্পেঃ- ভাই তুমিতো ইচ্ছে করলে পারতা ছোটভাইকে বিশ্বকাপটা ...
21/12/2022

বিশ্বকাপ শেষে গ্রামের টং দোকানে চায়ের আড্ডায় মেসি এমবাপ্পে,,
এমবাপ্পেঃ- ভাই তুমিতো ইচ্ছে করলে পারতা ছোটভাইকে বিশ্বকাপটা দিতে!!
মেসিঃ-দুর বেডা- ছোট ভাইয়েরে চায়ের কাপ দেওয়া যায় বিশ্বকাপ না বুঝলে,,,,,!!!

28/11/2022

হাওলাপুরী হুজুরের বয়ান ০১

26/11/2022

কাতার বিশ্বকাপ ২০২২- আজ দিবাগত রাত ১ ঘটিকায় লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফুটবলের মহারণ। এই রণে আর্জেন্টিনা - মেক্সিকোর বিপক্ষে বিজয় টা মামা বাড়ীর কলা খাওয়ার মতো হবেনা। অনেক ছড়াই উতরাই পার করে বিজয়টা অর্জন করে নিতে হবে মেসিদের। এই খেলায় আর্জেন্টিনা টিমকে তাদের সেরা খেলাটা উপহার দিতে হবে। নতুবা আগামীকাল থেকেই দুদিন ট্রলের স্বীকার হয়ে, কাতার বিশ্বকাপ নিথর হয়ে পড়বে। তবে আজ মেসিরা তাদের ভক্তদের না কাঁদানোর সম্ভাবনাই বেশি। বিজয়ের হাসি হাসতে পারে আর্জন্টিনার ভক্তরা।

আমরা না জেনে যারা, শুধু শুধু নিজেদের মধ্যবিত্ত ভাবি। তাদের জন্য এই লেখাটা। জানেন, মধ্যবিত্ত হতে গেলে দৈনিক কতটাকা আয় করা...
25/11/2022

আমরা না জেনে যারা, শুধু শুধু নিজেদের মধ্যবিত্ত ভাবি। তাদের জন্য এই লেখাটা। জানেন, মধ্যবিত্ত হতে গেলে দৈনিক কতটাকা আয় করা লাগে? আসলে কি আমরা মধ্যবিত্ত? সব রকমের বিত্তশ্রেণী জানতে পড়ুন এবং জেনে নিন।
২০১৫ সালে জুলাই মাসে এক সমীক্ষায় দৈনিক আয়ের উপর ভিত্তি করে বিশ্বের জনগোষ্ঠীকে ৫ ভাগে ভাগ করা হয়েছে। আর তা হলো-
১। দরিদ্র শ্রেণী
২।নিম্ন বিত্ত
৩। মধ্যবিত্ত
৪। উচ্চবিত্ত ও
৫। উচ্চবিত্ত শ্রেণী
*** ১ ডলার সমান ১০২ টাকা ( ডলারের মান উঠানামার কারণে কম বেশি হয়)

(ক) দরিদ্র শ্রেণীঃ দৈনিক ২ ডলার বা তার নিচে আয় করলে তাকে দরিদ্রশ্রেণী বলে ধরা হয়।

(খ) ২ থেকে ১০ ডলার দৈনিক আয় করলে তাকে নিম্নবিত্ত হিসাবে ধরা হয়।

(গ) মধ্যবিত্ত হলো সেই ব্যক্তি যিনি অর্থ যশে পরিপূর্ণ নন। আবার দারিদ্রতাও তাকে স্পর্শ করতে পারেনি। তার দৈনিক আয় ১০ থেকে ২০ ডলার। অর্থাৎ ১০০৬ টাকা থেকে ২০১২ টাকা পর্যন্ত রোজ আয় করেন।

(ঘ) উচ্চবিত্তঃ উচ্চবিত্তরা সমাজে স্বয়ং সম্পূর্ণ। তাদের দৈনিক আয় ২০ থেকে ৫০ ডলার।

(ঙ) উচ্চবিত্ত শ্রেণীঃ অর্থ,যশ,প্রতিপত্তিতে এদের জুড়ি মেলা ভার। ভোগ বিলাসিতা করতে তাদের অর্থনৈতিক সমস্যা হয়না। বিত্তের বৈভবে বৈভবশালী। অর্থের যশে ঐষর্যশালী। এদের দৈনিক আয় ৫০ ডলারের উপরে... যত পারে তত।

মধ্যবিত্তরা বেকায়দা থাকে না। আমরা কিছু মানুষ নিজেদেরকে মধ্যবিত্ত ভাবি। তারা আসলে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর।
এখন আমরা কোন বিত্তের মধ্যে পড়েছি সেটা উপরের লেখা থেকে অনুমেয়।
আর সহজ করে বলতে গেলে শ্রেণী পাঁচটি এভাবেও বলা যায়--
১. উচ্চবিত্ত শ্রেণী
২. উচ্চবিত্ত
৩. মধ্যবিত্ত
৪. নিম্ন মধ্যবিত্ত
৫. নিম্নবিত্ত।
যারতার শ্রেণী বাছাই করে শুকরিয়া আদায় করুন। কারণ আপনি যে শ্রেণীতে আছেন তার চেয়েও নিচে লক্ষ মানুষের বসবাস আছে। এই পাঁচ টি শ্রেণীর মধ্যে পরেনা এরকম মানুষের অভাব নেই।

21/11/2022

ওয়াসিম উদ্দিন সোহাগ, স্টাফ রিপোর্টার তাড়াইল : কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা মাখনার বন আবাসন বাসীর দূর্দশার যেন শেষ ন.....

09/11/2022

পুরো ভিডিওটি দেখতে ইউটিউব লিংকে ক্লিক করুন
https://youtu.be/HCRIfcyDRDs

09/11/2022

#তাহেরির ওয়াজ চলাকালীন সময়ে মাইক নিয়ে নিলেন চেয়ারম্যান।

https://youtu.be/ilMp1TfQGmo

07/11/2022

তোমরা কেরে আমারে গুতা দিছ হেইডে আমি বুজছি। #তাহেরি আকুবপুর, তাড়াইল

https://youtu.be/snMMI6_VnmU

18/10/2022

https://youtu.be/lM11cfpvDCM
#তাড়াইল_উপজেলা_চেয়ারম্যান_জহিরুল_ইসলাম_ভূইয়া_শাহীন

সালমান শাহ প্রিয় অভিনেতা
02/10/2022

সালমান শাহ প্রিয় অভিনেতা

তাড়াইল উপজেলা প্রেসক্লাবের আহবায়ক ওয়াসিম উদ্দিন সোহাগ ও সদস্য সচিব জুবায়ের হোসেন খান দায়িত্ব বুজে নিচ্ছেন।
02/10/2022

তাড়াইল উপজেলা প্রেসক্লাবের আহবায়ক ওয়াসিম উদ্দিন সোহাগ ও সদস্য সচিব জুবায়ের হোসেন খান দায়িত্ব বুজে নিচ্ছেন।

27/09/2022

https://youtu.be/p5sjZivbQlg
শেখ হাসিনারে আমরা এখনো ভালোবাসি কিন্ত ভালোবাসলে কি অইব আমরা তো কিছু পাইনা।

27/09/2022
বুঝতে পারলে নিজের অনেক কিছু বদলাতে ইচ্ছা করবে। ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী। পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়। ব্যাটেল জুইস এক...
23/09/2022

বুঝতে পারলে নিজের অনেক কিছু বদলাতে ইচ্ছা করবে।
২২৮ টি দেশ নিয়ে পৃথিবী।
পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়।
ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।
প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই,ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।
আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।
পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11.
সেকেন্ডে চলে ১১ কিঃমিঃ বেগে।
মিনিটে চলে ৬৬০ কিঃ মিঃ বেগে
ঘন্টায় চলে ৩৯ হাজার কিঃমিঃ বেগে।
যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যাহা কোন ক্রমেই সম্ভব নহে।
গ্যালাক্সি, সুপার নোভা,ব্লাক হোল এগুলো ১ম আকাশ নয়,
১ম আকাশের মহাশূন্য।
তারপর ১ম আকাশ।
তারপর ২য় আকাশের মহাশূন্য।
তারপর ২য় আকাশ।
তারপর ৩য় আকাশের মহাশূন্য,
তারপর ৩য় আকাশ।
তারপর ৪র্থ আকাশের মহাশূন্য,
তারপর ৪র্থ আকাশ।
তারপর ৫ম আকাশের মহাশূন্য,
তারপর ৫ম আকাশ।
৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।
গাছটির নাম সিদরাতুলমুনতাহা।
বিশ্ব নবী( সাঃ)বলেছেন, তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়, বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর।
৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ।
আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন।
আল্লাহর সিংহাসন কত বড়?
আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে।
আল্লাহু আকবার।
মালিক তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তাওফিক নসিব করো।
আমীন।
(কপি পোস্ট)

Address

Kishoreganj District
Tarail
1316

Telephone

+8801712444917

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ittadi_bangla_tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Tarail media companies

Show All

You may also like