বাঁশ রঙ্গ

বাঁশ রঙ্গ বাঁশ রঙ্গ পরিবারে আপনাকে স্বাগতম

02/01/2025

আমার সাথে যারে মানাবে
তারে মেনশন দিন

31/12/2024

বন্ধুর মতো বন্ধু একটা হলেই যথেষ্ট 🫂 বিশ্ব জয় ও হাতের নাগালে চলে আসে।💖

30/12/2024

হুডির ফিতা ধরে টান দেয়া বন্ধুদের, যৌ**ন*শক্তি নষ্ট হোক 😶

29/12/2024

বছরের শেষ রাতে কথা বলার মতো কাউকে না পেলে আমাকে sms দিন।
রিপ্লাই করতে দেরি হলে অপেক্ষা করুন

25/12/2024

দুঃখ বলার জায়গাটা কমফোর্টজোন হতে হয়, শোনার আকুতি থাকতে হয়, হাতে সময় থাকতে হয়, ধৈর্য থাকতে হয়। চোখের শীতলতা থাকতে হয়। যার এই কমফোর্টজোন আছে, সে.....

24/12/2024

২০১৯, ২০২০, ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪ কোন সাল টি আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকবে? ❤️

22/12/2024

নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো।
হাত লাগলেই শেষ। সেটা স্বামীর হাত হোক বা অন্য কোন পুরুষের। এই হাত লাগা মানে শুধুই শারীরিক স্পর্শ না, একজন পুরুষের সঙ্গতায় ও নারীর লজ্জা কেটে যায়।

যে মেয়ে যত বেশি পুরুষের সংস্পর্শে যাবে, তার লজ্জা তত কমবে। যেমন চিত্র নায়িকারা, ওরা শুধু ব্রা-পেন্টি পরে অর্ধনগ্ন দেহ নিয়েও পুরুষের সামনে ঘুরতে দ্বিধা করে না। কারন- পুরুষের মাঝ থেকে চক্ষু লজ্জা উঠে গেছে তাদের। অথচ কনজারভেটিভ ফ্যামিলির একটা মেয়েকে ওড়না ছাড়া দাঁড়াতে বললেও সে লজ্জায় মরে যাবে।

আর ইদানীং ফেসবুক এই লজ্জা নিবারণের বড় মূখ্য ভূমিকা পালন করছে।

উদাহরণঃ
ফেসবুকে বন্ধু বেশি। আর অতি আধুনিক মেয়েরা ছেলে বন্ধুদেরর সঙ্গে পিরিয়ড নিয়ে কথা বলে। ফ্ল্যার্ট করতে গিয়ে শরীর নিয়ে নগ্ন কথা বলে।
আর মাইন্ড করলে বলে ''জাস্ট কিডিং, টেক ইট ইজি"।
এই ইজিলি নিতে নিতে সেসব অশালীন বিষয় আর
অশালীন লাগে না। মানে লজ্জা শেষ!

আবার এখন ফেসবুকে প্রেমিক বেশি! কেউ প্রেমে পড়েছে তো প্রেমিক রোমান্সের ছলে অশ্লীল কথা বলে।
একদম স্বামীর মতো। এরপর ব্রেকআপ হয়। আবারও কারও প্রেমে পড়ে। আর আবারও চুম্মা-চাটি আরও কত কী করে! অতঃপর আবারও ব্রেকাপ! তখন লজ্জা-শরমের মাথা খেয়ে মেয়েটা এক সময় নির্লজ্জ হয়ে যায়। অশ্লীল প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে ,
ফলে- নির্দিষ্ট একজন পুরুষের প্রতি আকর্ষণটা বিলীন হয়ে যায়।
জাগে বহু পুরুষের স্বান্নিধ্য পাওয়ার ইচ্ছা।

একজন নারীর কাছে পুরুষের উপস্থিতি হচ্ছে ইয়াবার মত। প্রথমে একটা খেলেই পিনিক আসে। পরে ২০-২৫টা খেলেও কাজ হয় না। ব্যাস!
এক সময় পুরুষের প্রতি তার আর ফিলিংস কাজ করে না। প্রেমিকের ভালোবাসা তার কাছে পানসে লাগে। একটার পর একটা পুরুষ বদল করে। কিন্তু স্থির হতে পারে না কোনোটাতেই। জানা-শোনা শেষ হলেই আর ভালো লাগে না কাউকে। বোরিং লাগে। কারণ, ডিফারেন্ট টেস্ট নিতে নিতেই তার ভালোবাসার অনুভূতিই শেষ। তখন বর্তমান হয়ে যায় এক্স। তারপর আবারও খোঁজা শুরু নতুন মুখ, নতুন প্রেমিক।

আগে মুরব্বীরা বলতেন, বিয়ের পরে মেয়েদের লজ্জা
কমে। বাচ্চা হওয়ার পরে আরও কমে যায়। তখন আমি বুঝতাম না। ভাবতাম লজ্জা 'ফোঁড়ার' মতো কিছু।
বিয়ের পরে গলে যায়।
কিন্তু এখন বুঝি। আগে মেয়েদের কাছে স্বামীই ছিল পুরুষ। তাই বিয়ের পরের কথা এসেছে। এখন বিয়ে লাগে না, পুরুষের কাছে আসতে ফেসবুক হলেই চলে। এখন ফেসবুক-ই সেই স্বামীর ভূমিকা পালন করে।
যাইহোক, সবশেষে নারীদের মাথায় রাখা উচিতঃ
এভাবে বাসা বদলের মতো প্রেমিক বদলের খেলাটা
নিজেকে খুবই সহজলভ্য করে দেয়। আর যে জিনিস সহজে পাওয়া যায় তার কদর থাকে না। সৃষ্টি কর্তা কে ভয় করে এই সব অনৈতিক কাজ থেকে বেরিয়ে আসুন

লেখাটি না বুঝলে আরেকবার পড়ুন। তবুও না বুঝলে মাথা খাটিয়ে একটু ভাবুন, তারপর মন্তব্য করুন।

বিঃদ্রঃ কথালগুলো নারীদের উদ্দেশ্য হলেও, নারী পুরুষ উভয়ের জন্যই শিক্ষণীয়।

21/12/2024

আসো আজকে রাতে গল্প করি

21/12/2024

আজ দীর্ঘতম রাত, ভালোবাসার মানুষকে সময় দিন! কার ভালোবাসার মানুষ সেটা দেখার দরকার নেই!'🙂

20/12/2024

যে তোমাকে মনে রাখে না,তুমিও তাকে মনে রাখবে না; জীবন সুন্দর!❤️

19/12/2024

রাত জাগা মানুষদের দেখলে আপন আপন লাগে,, ☺️ কারন অধপতনে একা আমিই যাচ্ছি না, তারাও সঙ্গী।

19/12/2024

রাত গভীর হচ্ছে, আর মনটা আরও ভারী। তবুও স্বপ্ন দেখি নতুন দিনের। 💖

19/12/2024

পুরুষের ভালোবাসা মারাত্মক সুন্দর।যে নারী পেয়েছে সে গর্ভবতী!

17/12/2024

পরিস্থিতি যেমনই হোক কখনও ভেঙ্গে পড়বেন না, ঘুমিয়ে পড়বেন।

14/12/2024

সময় হলে বু্ঝতে পারবেন কি হারাইছেন । 😅❤️‍🩹

14/12/2024

সব আ'কাম নিজে করি
আর দোষ দিই কপালের 🙂

14/12/2024

আজকাল প্রেম করে বিয়ে করে ও বেশি বিচ্ছেদ ও হয় বেশি 😅
বাস্তব একটা কথা 😔

13/12/2024

তুমি এখন কম্বলের নিচে তাই না? 🙂

Address

Tangail
Tangail
1903

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাঁশ রঙ্গ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share