![আজকে বলবো আমার মেজো ছেলে রোমিও এর জীবন কাহিনী।সে এক বছর আগে আমার বাসার পাশে এক ড্রেনে পরে গিয়েছিলো। আমি ওকে রেস্কিউ করি।...](https://img4.medioq.com/665/803/122107877636658033.jpg)
10/12/2024
আজকে বলবো আমার মেজো ছেলে
রোমিও এর জীবন কাহিনী।
সে এক বছর আগে আমার বাসার পাশে এক ড্রেনে পরে গিয়েছিলো। আমি ওকে রেস্কিউ করি। গলায় বেল্ট ছিল দেখে বোঝা যাচ্ছিলো কেউ পালতো। (যারা বিড়াল শখের বসে নেন, পরে ফালায় দেন তাদের বলছি দয়া করে মাসুম বাচ্চাদের এইভাবে এডোপশন নিবেন না।)
পরে বাধ্য হয়ে ওকে আমার বাসায় আনতে হয়। রাস্তায় সেভাবে ফালায় রেখে আসলে বাচতো না অনেক অসুস্থ ছিল তার মধ্যে শীতের সময় ছিল। ওকে ট্রিটমেন্ট করাই। ছবিতে দেখতে পারছেন যখন তাকে পাই তার কি অবস্থা ছিল। অনেক রোগা পটকা শরীর ছিল। এজন্যই বলি যে শখের বসে বিড়াল কেউ না নিতে। আপনারা নিয়ে যখন হারায় ফেলেন, আবার ফালায় দেন তখন তারা রাস্তায় থাকতে পারে না। এতো কাল বাসায় ভালো খাবার খেয়ে বিড়াল হঠাৎ ছেড়ে দিলে সে কখনই বাহিরের পরিবেশের সাথে খাপ খাওয়ায় নিতে পারবে না। নিজে নিজে খাবার খুজতে পারবে না। যাই হোক, তখন ওকে সুস্থ করানোর পর এডোপশন পোস্ট করি বাট এডোপশন হয়নি। অনেক বার পোস্ট করেছিলাম হয়নি। কেন হয়নি জানেন? কারন আমরা শুধু সুন্দর খুজি। তখন সে এতো সুন্দর ছিল না। মুখে ক্ষত ছিল দেখতে রোগা ছিল তাই তাকে কেউ নেয়নি। কিন্তু আমি তার বদলে একটা হেলদি কিউট বাচ্চার এডোপশন পোস্ট করতাম অবশ্যই সবাই হুমরি খেয়ে নিত, এটাই বাস্তব। এখন সে ১ বছর হলো আমার সাথে। তাকে ফ্লু, র্যাবিস ভ্যাক্সিন দিয়ে দিছি। বার বার বাহিরে চলে যাওয়ার কারনে নিউটার করিয়ে দিছি। সে আমার বাসার সবচেয়ে দুষ্টু বিড়াল। তাকে কোনো ভাবেই বাসায় রাখা যায় না, সব সময় দেখে দেখে রাখতে হয়। ক্যাট প্রুফ বাসা হওয়া সত্তেও সে নেট,লোহা ভেংগে বের হতে পারে এতো শক্তি। তারপরও তাকে আবার বাসায় নিয়ে আসি। এভাবেই সে আজ এক বছর ধরে বিন্দাস জীবন পার করতেছে। এখন তাকে আমরা সবাই লুইচ্চা বেটা বলেই ডাকি। নিউটার করানোর আগে দুইবার বাবাও হয়েছে উনি। জন্ম না দিলাম, কোনো অংশে ভালোবাসা কম রাখিনি। এজন্যই এতো জ্বালানোর পরও তাকে আমি খুজে খুজে নিয়ে আসি। সে এখন দেখতে ভারি স্মার্ট হয়েছে + অনেক নাদুস নুদুস ও হয়েছে। এখন যে কেউ নিতে চাবে ওকে কারন সে এখন অনেক সুন্দর যা আগে ছিল না। আসলে আমরা মানুষ অনেক অদ্ভুত। ওদের একটু যত্ন করলে তারাও সুন্দর, মিশুক হয়ে উঠে। কিন্তু আমরা সেই সুন্দর এর পিছেই ছুটি😊
সবাই আমার এই লুইচ্চা বেটার জন্য দোয়া করবেন❤️