ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী, তিনি ঈগল মার্কা নিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনে লড়ছেন খুলনা-৩ নম্বর আসন থেকে। বিকেলে নগরের খালিশপুর এলাকায় তাঁকে গণসংযোগে ব্যস্ত সময় পার করতে দেখা যায়।
তথ্যচিত্র- মামুনর রশীদ রাজু
ব্যুরো চিফ (খুলনা)
#Election2024 #দ্বাদশ_সংসদ_নির্বাচন #Khulna
"হয় নৌকায় ভোট দিবি-না হয় মর/বি" এভাবেই নৌকা প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করেন নারায়ণগঞ্জ-১ আসনের লাঙ্গল প্রার্থী সাইফুল ইসলাম।
দেশবার্তা২৪নিউজ ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।
তথ্যচিত্রঃ রাকিব হাসান সাগর, নারায়ণগঞ্জ।
#Narayanganj #Election2024 #জাতীয়পার্টি
খালিশপুরে 'মিসেস কামালের গণসংযোগ’ - খুনলা-৩
তথ্যচিত্র- মামুনর রশীদ, ব্যুরো চিফ, খুলনা।
আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি নগরের ১২ নম্বর ওয়ার্ডের ক্যাম্প ও হাউজিং এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগ সরকার ও এস এম কামালের জন্য দোয়া প্রার্থণা এবং আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
#Khulna #দ্বাদশ_সংসদ_নির্বাচন
শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন! অপ্রিয় হলেও সত্য যে, এটা যদি হয় একটি হসপিটালের অবস্থা, তাহলে অস্বাস্থ্যকর নর্দমা কাকে বলে? যেখানে প্রতিদিন হাজার রোগী চিকিৎসা সেবা নিতে যান।
কর্তৃপক্ষের সুদৃষ্টি ও যথাযথ হস্তক্ষেপের মাধ্যমে হাসপাতালের সুস্থ পরিবেশ তৈরির আহ্বান সাধারণ জনগণের।
"আমরা শ্রমিক নেতা হিসাবে শ্রমিকদের অধিকার আদায়ের কাজ করার সময় দেখেছি গত দশ বছরে ডা. এনামুর রহমান ত্রাণ মন্ত্রী হয়ে করোনার সময় এক পোটলা খাদ্য শ্রমিকদের হাতে ওঠায় দেন নাই।"
শ্রমিক নেতা- লায়ন ইমাম হোসেন৷
তথ্য ও ভিডিও চিত্র- আনোয়ার সুলতান, সাভার প্রতিনিধি।
আশুলিয়ায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা ও র্যালি
ভিডিও চিত্রঃ আনোয়ার সুলতান, সাভার
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৪ টায় জাতীয় শ্রমীক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ লায়ন ইমামের নেতৃত্বে তিন শতাধিক মানুষ আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকার শ্রীপুর বৃহত্তর পাইকারী কাপড়ের মার্কেটের দোকানীরা স্বতন্ত্র প্রার্থীর ট্রাক মার্কা প্রচারণা ও র্যালি করেন তারা।
এসময় তাদের সাথে সাধারণ মানুষরাও যোগ দিয়েছেন এই র্যালিতে।
টাঙ্গাইল জেলা ছাত্রদলের মশাল মিছিল...
দ্বাদশ নির্বাচনে প্রতিক পেয়ে উচ্ছাসিত নারায়ণগঞ্জ ৫ আসনের লাঙ্গল প্রার্থী আলহাজ্ব সেলিম ওসমান।
ভিডিও চিত্র- রাকিব হাসান সাগর, নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিজয় র্যালি করেছেন নারায়ণগঞ্জ -৫ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান।
ভিডিও চিত্র- রাকিব হাসান
নারায়ণগঞ্জে কাদির বেকারীতে অস্বাস্থ্যকর, স্যাঁতস্যাঁতে নোংরা পরিবেশে তৈরি হচ্ছে নিম্নমানের বেকারী পন্য...
ভিডিও চিত্রঃ রাকিব হাসান, নারায়ণগঞ্জ।
"নির্বাচনে জয়ী হলে টাঙ্গাইলে #ইপিজেড আনা হবে, লক্ষ মানুষের কর্মসংস্থান করে দেওয়া হবে এবং মাদক ও সন্ত্রাস -চাঁদাবাজদের নির্মূল করা হবে। যুব সমাজকে পাশে থাকার আহ্বান।"
মুরাদ সিদ্দিকী,
টাঙ্গাইল ৫ (সতন্ত্র)
কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। সিন্ডিকেট প্রতিরোধে ক্রয়ে লাগাম দিতে বলছেন সাধারণ মানুষ। আজ বাজার পরিদর্শনে দেখ যায় ১২০-১৩০ টাকা বিক্রি হচ্ছে পেঁয়াজ।
"রৌদ উঠলে এক সপ্তাহের মধ্যে ৫০-৬০ টাকায় নামবে" জানালেন এক ব্যবসায়ী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
নির্বাচনী আমেজ, পরিকল্পনা ও সমসাময়িক বিষয় নিয়ে দেশবার্তা24নিউজকে দেওয়া বিশেষ সাক্ষাৎকার।
জামিলুর রহমান মিরন (স্বতন্ত্র প্রার্থী)
সাবেক মেয়র ও চেয়ারম্যান,
টাঙ্গাইল পৌরসভা।
ঝালকাঠির সড়ক দুর্ঘটনা, নিহত ৩
বগুড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
তথ্যচিত্র: তৌফিক হাসান, কাহালু, বগুড়া।
৪৮ ঘন্টার দেশব্যাপী অবরোধের সমর্থনে বগুড়া জেলা বিএনপির মিছিল ও সমাবেশ।
হাজার বছরের ঐতিহ্য এনায়েতপুরে মৃত্তিকা শিল্প বিলুপ্তির পথে। যথাযথ ব্যবস্থা না পেলে হারিয়ে যাবে এ শিল্প।
ইয়াহিয়া খানঃ
হাজার বছরের ঐতিহ্য সিরাজগঞ্জে এনায়েতপুর বেতিলের মৃৎশিল্প প্রায় বিলুপ্তির পথে। সরকারিভাবে তেমন কোন উদ্যোগ না থাকায় আধুনিকতার যুগে এ শিল্পকে ধরে রাখা অসম্ভব বলে মনে করছেন মৃৎশিল্প কারিগররা। আধুনিক মেশিনে প্লাস্টিক, সিলভার পণ্যের সহজ-সোলভ হওয়ায় সঠিক দাম পাচ্ছে না মৃৎশিল্পীরা। পরিবেশ বান্ধব এ শিল্পকে ধরে রাখতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা ও সঠিক তদারকি। এনায়েতপুর বেতিলে একসময় অর্ধশত মৃৎশিল্প কারিগরদের ঘর থাকলেও এখন সে সংখ্যায় এসে দাড়িয়েছে মাত্র তিন ঘরে। আধুনিকতার যুগে মৃৎশিল্পকে ধরে রাখতে সরকারি ভাবে উদ্যোগী না হলে বিলুপ্তি হবে এ শিল্প।
ক্ষুদ্র মৃৎশিল্পী শ্যামলী রানী পাল, কমলা রানী পাল,শ্রী লক্ষণ চন্দ্র পাল কে বলেন, আমার পূ
বিএনপির ডাকা ৩য় দফা অবরোধের ১ম দিনের চিত্র। মিরপুর, ঢাকা।