জায়েদ খান এখন টাংগাইলে। ২৪-৩-২৪ ইং তারিখে মি:কাট সেলুন উদ্বোধন করেন।
ব্রাহ্মণবাড়িয়া একটি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বাচ্চা দের একটি অনেক সুন্দর পুতুল নাচ এর ভিডিও।
আজ আপনাদের সাথে একটি নতুন সবজির সাথে পরিচয় করিয়ে দিবো।টাংগাইল ধরের বাড়ি হাটে শুক্রবার।
টাঙ্গাইল লৌহজং নদী উদ্ধার ও পরিষ্কার অভিযান ১ মার্চ ২০২৪ খ্রি. সকাল ৯.১৫ মি:
সবাই নিজের বউ কে এই কথা গুলি বলবেন তাহলে সংসারে আর কখনো অশান্তি হবেনা।
শাকিবের সিনেমা হলে গিয়ে দেখিনি: রুনা খান
#BD
#entertainment
#Runakhan
#ShakibKhan
অনেক সুন্দর একটি মাদ্রাসা।
টাংগাইল জামিয়া আল-হেরা মাদ্রাসা
উওর তারটিয়া,ঘারিন্দা টাংগাইল।
টাঙ্গাইল এনায়েতপুর দক্ষিণপাড়া (এসপি পার্ক) সংলগ্ন প্রবীণ দের নিয়ে গঠিত প্রবীণ কল্যাণ সংঘ এর উদ্যোগে ২১-০১-২০২৪ ইং তারিখে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।প্রচন্ড শীতে কাতর মানুষগুলো কম্বল হাতে পেয়ে আনন্দ অনুভূতি প্রকাশ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুল্লাহ আল মামুন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),টাংগাইল। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো:আবদুল গফুর মিয়া সহ-সভাপতি মো:মাহমুদুল আলম সাধারণ সম্পাদক মো:আমিনুল ইসলাম সহ:সা সম্পাদক মো:আবদুল কাদের (হেড মাস্টার) সাংগঠনিক সম্পাদক মো:সোলাইমান মোল্লা অর্থ সম্পাদক মো:আবদুল কাদের খান ধর্ম সম্পাদক মো:আবদুল গফুর( মাস্টার) সদস্য আলমগীর খান মো: ইব্রাহিম খান মো:সাইফুল ইসলাম মো:সাহানুর হোসেন প্রমুখ।