নুর মিডিয়া বল্লা

নুর মিডিয়া বল্লা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নুর মিডিয়া বল্লা, balla Bazar, Tangail.

আসুন জান্নাত পাওয়ার আশায় পেইজটির পাশে থেকে ইসলামের অমীয়বাণী পৌছানোর চেষ্টা করি পৃথিবীর সর্বত্রময়। 👉পেইজটি ফলো এবং চ্যা'নে'ল'টি সা'ব'স্ক্রা'ই'ব করে রা'খু'ন জাযাকুমুল্লাহ।

28/10/2025

🚷পু'লি'শ ধরে নিয়ে গেল নে'শা কারবারি কে-বড় বড় নেতাদের ছেড়ে দেওয়ার ফোন।

“নে'শা'র লাইসেন্স দিয়ে আবার নে'শা খাওয়া বন্ধ করতে বলা -এটাই ভ'ণ্ডা'মি'র চূড়ান্ত রূপ!”

#মাদকমুক্তসমাজ #মাদকবিরোধী_আন্দোলন #ন্যায়বিচার #অপরাধ_ও_রাজনীতি #ইসলামিকবার্তা #সচেতনতামূলক #নুরমিডিয়াবল্লা #দাওয়াতি_বার্তা #সৎনেতৃত্ব #সমাজের_বাস্তবতা #আল্লাহভয় #ইমান_ও_বিবেক #দুনিয়া_ও_আখিরাত #জুলুমের_বিরুদ্ধে_কথা_বলুন #আল্লাহর_আদালত #ভয়করো_আল্লাহকে

📌অনেকেই জানিনা নতুন প্রজন্ম যারা!👉১ম কার্যালয়  বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস পাবনা। 🇧🇩বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এ দেশের আ...
28/10/2025

📌অনেকেই জানিনা নতুন প্রজন্ম যারা!
👉১ম কার্যালয় বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস পাবনা।

🇧🇩বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এ দেশের আহলে হাদীস জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী মূল সংগঠন এবং ঐক্যবদ্ধ তাওহীদী প্লাটফর্ম। ১৯০৬ সালে ভারতবর্ষের উত্তর প্রদেশের আরায় এ উপমহাদেশের আহলে হাদীসদের প্রতিনিধিবৃন্দের ঐতিহাসিক সম্মেলনে গঠিত হয় ‘অল ইণ্ডিয়া আহলে হাদীস কনফারেন্স।’ সেই ধারাবাহিকতায় ১৯১৪ সালে বাংলার বিশিষ্ট আহলে হাদীস আলেমগণের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ‘আঞ্জুমানে আহলে হাদীস বাঙ্গালা।’ পরবর্তীতে এর সাথে আসামকেও সংযুক্ত করা হয়। ভারতবর্ষে প্রতিষ্ঠিত আহলে হাদীসদের খণ্ড খণ্ড জামাআতসমূহ যখন সংকটময় সময় অতিবাহিত করছিল, এমন এক সন্ধিক্ষণে আল্লামা মুহাম্মদ আব্দুল্লাহেল বাকী সভাপতিত্বে ১৯৪৬ সালের ১৮, ১৯ ও ২০ এপ্রিল রংপুর জেলার হারাগাছ বন্দরে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক এক কনফারেন্স; আর এ কনফারেন্সে গঠিত হয় ‘নিখিল বঙ্গ ও আসাম জমঈয়তে আহলে হাদীস’ এবং প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন আল্লামা মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী আল কোরাইশী ।
কনফারেন্সের পর বাংলার তদানীন্তন রাজধানী কোলকাতার ১ নম্বর মারকুইস লেনের মিসরীগঞ্জ আহলে হাদীস জামে মাসজিদে জমঈয়তের সদর দফতর স্থাপিত হয়। দেশ বিভাগের ১৯৪৮ সালের ১৫ ফেব্রুয়ারি কোলকাতার মিসরীগঞ্জ মাসজিদে অনুষ্ঠিত জেনারেল কমিটির সভায় জমঈয়তের দফতর তৎকালীন পূর্ব পাকিস্তানের পাবনায় স্থানান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই পরিপেক্ষিতে সে বছর ৭ মার্চ পাবনায় জমঈয়তের অফিস উদ্বোধন করা হয়। ১৯৪৮ সালের ২ জুলাই পাবনায় জমঈয়তের জেনারেল কমিটির সভায় ‘আল্লামা মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী আল কোরায়শী রচিত জমঈয়তের গঠনতন্ত্র অনুমোদিত হয়। অতঃপর উক্ত গঠনতন্ত্র অনুযায়ী শাখা, ইলাকা ও জেলা জমঈয়ত গঠনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।
দেশ বিভাগজনিত কারণে পরবর্তীতে উপমহাদেশে অঞ্চল ভিত্তিক জমঈয়তে আহলে হাদীসের নামকরণ করা হয়। যেমন-পূর্বপাক জমঈয়তে আহলে হাদীস, পশ্চিমবঙ্গ জমঈয়তে আহলে হাদীস, অল ইণ্ডিয়া জমঈয়তে আহলে হাদীস, পশ্চিম পাকিস্তান জমঈয়তে আহলে হাদীস, আসাম জমঈয়তে আহলে হাদীস এবং নেপাল জমঈয়তে আহলে হাদীস। ১৯৪৯ সালের ২৭ মে পাবনায় ‘আল্লামা মুহাম্মদ আব্দুল্লাহেল বাকী জমঈয়তের মুদ্রণ ও প্রকাশনা সংস্থা ‘আল হাদীস প্রিন্টিং এণ্ড পাবলিশিং হাউজ’ এর দ্বারোদঘাটন করেন। একই বছরে অক্টোবর মাসে জমঈয়তের মুখপত্ররূপে “মাসিক তর্জুমানুল হাদীস”-এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়। সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন স্বয়ং ‘আল্লামা মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী আল কুরায়শী। ১৯৫৩ সালের ১০ ডিসেম্বরে পাবনায় অনুষ্ঠিত জেনারেল কমিটির সভায় নিখিল বঙ্গ ও আসাম জমঈয়তে আহলে হাদীসের নতুন নামকরণ করা হয় “পূর্ব পাকিস্তান জমঈয়তে আহলে হাদীস।”
একইসময়ে ‘আল্লামা মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী আল কুরায়শীর নেতৃত্বে ইসলামপন্থী দলগুলোর সমন্বয়ে এক সাফল্যমণ্ডিত ‘ইসলামী ঐক্যফ্রন্ট’ সম্মেলনের আয়োজন করা হয়। ১৯৫৬ সালের অক্টোবর মাসে জমঈয়তের দফতর পাবনা হতে ঢাকায় স্থানান্তরের পর হতে ১৯৬০ সালের ৪ জুন জমঈয়তের প্রতিষ্ঠাতা সভাপতি ‘আল্লামা মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী আল-কুরায়শীর ইন্তিকালের পূর্ব পর্যন্ত সময়টি জমঈয়তের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মাসিক তর্জুমানুল হাদীস-এর প্রকাশনা অব্যাহত রেখেই ১৯৫৭ সালের ৭ অক্টোবর মুসলিম সংহতির দৃপ্ত নকীবরূপে ‘সাপ্তাহিক আরাফাত’-এর আত্মপ্রকাশ ঘটে। যোগ্য আলেম তৈরির উদ্দেশ্যে ১৯৫৯ সালে দিল্লীর রাহমানিয়া মাদরাসার আদলে ঢাকার কাজী আলাউদ্দীন রোড-নাজির বাজারে প্রতিষ্ঠা করেন মাদরাসাতুল হাদীস।

(তথ্য সূত্র জমঈয়তে আহলে হাদিস ওয়েবসাইট)

27/10/2025

🇧🇩রুপপূর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
এবং পাশেই হার্ডিং ব্রিজ, লালন ব্রিজ,
ওপার কুষ্টিয়া।
পাবনা,রাজশাহী

🚆 টাংগাইল To পাবনা... নিরাপদ সফরের জন্য দোয়া চাই। 📖সুবহানাল্লাজি সাখখারা লানা হাজা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ...
27/10/2025

🚆 টাংগাইল To পাবনা...
নিরাপদ সফরের জন্য দোয়া চাই।

📖সুবহানাল্লাজি সাখখারা লানা হাজা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনকলিবুন।

26/10/2025

সত্যিকারের সালাত মানুষকে চু'রি, জু'লু'ম, ঘু'ষ ও অ'ন্যা'য়ে'র পথ থেকে ফিরিয়ে আনে।

🎤ড. মোজাফফর বিন মহসিন হাফিঃ।

#সালাত #নামাজ #ইমান #দাওয়াত #তাকওয়া #পরিবর্তন #নুরমিডিয়াবল্লা #ইসলামিকবার্তা #ইসলামিকভিডিও #চুরি_হারাম #দুর্নীতি #হারাম #ন্যায়নীতি #আখলাক #আল্লাহভীতি #পরিশুদ্ধতা #সততা #দাওয়াতইসলাম

25/10/2025

🕋 তাশাহহুদের সময় দৃষ্টি থাকবে শাহাদাত আঙুলে - এটাই রাসুল ﷺ এর শিক্ষা।

#সলাত #তাশাহহুদ #সুন্নাহ #রাসুলেরসুন্নাহ #ইসলামিকরিলস #নুরমিডিয়াবল্লা #খুশু #তাওহিদ #মসজিদ #দাওয়াহ

24/10/2025

🔴🔴২৪/১০/২৫ LIVE জুম'আর খুৎবা, ঐতিহ্যবাহী বল্লা কেন্দ্রীয় আহলে হাদীস জামে মাসজিদ থেকে।🕌
🎙️খুৎবা প্রদান করছেন - শাইখ ওবায়দুল্লাহ বিন আব্দুল ওয়াহিদ হাফিঃ।

📚বিষয়-
"তামাক জাতীয় দ্রব্য গ্রহণে ক্ষতিকর দিকসমূহ ও ইসলামী দৃষ্টিকোণ"।

🌏 বল্লা,কালিহাতী,টাংগাইল।

23/10/2025

⛔আলেমদের গো'শ'ত বি'ষা'ক্ত
যে এটা ভক্ষণ করে, সে ধীরে ধীরে মৃ'ত্যু'ব'রণ করে!
অর্থাৎ, যারা আলেমদের নিয়ে ক'টু'ক্তি করে, গীবত করে বা বি'দ্বে'ষ ছ'ড়া'য়
তাদের অন্তর ম'রে যায়, ঈমান ন'ষ্ট হয়, আখিরাত ধ্বং'স হয় 💔

#আলেমদের_গোশত_বিষাক্ত
#আলেমদের_সম্মান_করুন
#জবান_হেফাজত_করুন
#গীবত_থেকে_বাঁচুন
#ইলমের_গরিমা
#দ্বীনের_সম্মান
#ইমানের_পরিচয়
#আখিরাতের_চিন্তা
#দাওয়াতিলাল্লাহ
#ইসলামিক_রিলস
#ইলমের_আলো
#নুর_মিডিয়া_বল্লা

🕌 সপ্তাহের সেরা দিন রাসূলুল্লাহ ﷺ বলেছেন:“সূর্য যে দিন উদিত হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিনেই আদম...
23/10/2025

🕌 সপ্তাহের সেরা দিন

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“সূর্য যে দিন উদিত হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিনেই আদম (আঃ) সৃষ্টি হয়েছেন, এই দিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাঁকে পৃথিবীতে নামানো হয়েছে। কিয়ামতও হবে জুমার দিনেই।”
(সহিহ মুসলিম: 854)

📌 জুমার দিনের ফজিলত

🕌 জুমার সালাতের গুরুত্ব

আল্লাহ তা’আলা বলেন:
“হে ঈমানদারগণ! জুমার দিনের নামাজের জন্য আহ্বান করা হলে, তোমরা আল্লাহর স্মরণের দিকে দ্রুত ছুটে যাও এবং ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দাও। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানতে।”
(সুরা জুমু‘আ: 62:9)

🕌 জুমার দিনে দরুদ পাঠ

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা এই দিনে তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে যায়।”
(সুনান আবু দাউদ: 1531)

🕌 দোয়া কবুলের বিশেষ সময়

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“জুমার দিনে এমন একটি সময় আছে, যখন বান্দা আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ তা তাকে অবশ্যই দান করবেন।”
(সহিহ বুখারি: 935, সহিহ মুসলিম: 852)

🕌🌿রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করল, আগে আগে মসজিদে গমন করল, হেঁটে মসজিদে গেল, ইমামের কাছাকাছি বসল, মনোযোগ দিয়ে খুতবা শুনল, কোনো কথা বলল না, আল্লাহ তায়ালা তাকে প্রতি কদমে এক বছরের নফল ইবাদতের সওয়াব দান করবেন সুবহানাল্লাহ। (মুসনাদে আহমাদ ৫৮১ হাঃ)।
🕌ঐতিহ্যবাহী বল্লা কেন্দ্রীয় আহলে হাদিস জামে মাসজিদ। বল্লা বাজার,কালিহাতী,টাংগাইল।

👉পেইজটিতে আপনার বন্ধুদের ইনভাইট করুন।
📍🔄লাইক,কমেন্ট,শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।
#জুমারখুতবা #নুরমিডিয়াবল্লা #ইসলামিকলেকচার
#বল্লা #বাজার
#আলহামদুলিল্লাহ



#জুমা_মুবারক 🕌

#বরকতের_দিন

#আল্লাহর_স্মরণ

#ইবাদতের_সেরা_দিন

#সপ্তাহের_শ্রেষ্ঠ_দিন


#জুমার_সালাত


#ইবাদতের_প্রেরণা

22/10/2025

📍প্রবাসে জীবিকার তাগিদে অনেক ভাই হোটেল–বারে কাজ করেন।
কিন্তু মনে রাখবেন❗
☝️ হারাম কাজে সহযোগিতা করাও গুনাহ।
রাসুল ﷺ বলেছেন—
“মদ পরিবেশনকারী, বিক্রেতা ও ক্রেতা-সবাই অভিশপ্ত।” (সহিহ মুসলিম)
👉 তাই চাকরি হলেও, হারাম কাজের সাথে জড়িত হওয়া থেকে বেঁচে চলা জরুরি।

#ইসলামিক_বার্তা #হারাম_রিজিক #হালাল_রিজিক #প্রবাসী_ভাই #ইমান_ও_আমল #ইসলামিক_উক্তি #তাওবা_করো #আল্লাহ_ভরসা #দাওয়াতি_পোস্ট #নুর_মিডিয়া_বল্লা

🕊️ নেশা শুধু শরীর নয়,একটা পরিবার, একটা সমাজ, একটা ভবিষ্যৎ ধ্বংস করে দেয়।🌸 আজ কাউলজানী ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত...
21/10/2025

🕊️ নেশা শুধু শরীর নয়,
একটা পরিবার, একটা সমাজ, একটা ভবিষ্যৎ ধ্বংস করে দেয়।
🌸 আজ কাউলজানী ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো
"মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক আলোচনা সভা"

🇧🇩কাউলজানী,বাশাইল,টাংগাইল।
👉উপস্থিত ছিলেন
টাংগাইল জেলা ডিসি এসপি ওসি সহ
রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার সকল প্রকার জনগণ।

*মাশাআল্লাহ 🌿 নিঃসন্দেহে এটি একটি দারুণ ও কল্যাণকর উদ্যোগ।
মাদকবিরোধী আলোচনা সভা শুধু একটি অনুষ্ঠান নয় -এটি যুব সমাজকে জাগানোর এক মহান প্রচেষ্টা।

🌿 প্রত্যেক এলাকায় যদি যুবকরা মাদকবিরোধী আলোচনা,
ইসলামিক শিক্ষা ও সচেতনতা ছড়িয়ে দেয় -
তবে একদিন বাংলাদেশ হবে নেশামুক্ত, নৈতিকতায় ভরপুর এক দেশ ইনশাআল্লাহ।
🌿 সমাজের মেরুদণ্ড হলো যুবক।
যদি সে দুর্নীতিতে বা নেশায় লিপ্ত হয় -
তবে সমাজ ধ্বংস হয়ে যায়।
তাই আজকের এই উদ্যোগ নিঃসন্দেহে
একটি নেক কাজ ও সমাজ সংস্কারের বাস্তব দৃষ্টান্ত।
🤲 আল্লাহ তায়ালা এই প্রচেষ্টাকে কবুল করুন আমিন।

💻বিঃদ্রঃ-প্রজেক্টর এবং মাল্টিমিডিয়ার দায়িত্বে নুর মিডিয়া বল্লা

#মাদকমুক্তসমাজ
#যুবসমাজজাগো
#মাদকবিরোধী_আলোচনা






#মাদককে_না_বলি
#নুর_মিডিয়া




#মাদকমুক্তযুবসমাজ

#মাদকবিরোধীউদ্যোগ
#দাওয়াতুলহক





20/10/2025

💭 বাজারে ঠিকই হাঁটে-কিন্তু সালাতে এলেই চেয়ার দরকার পড়ে! নামাজে মনোযোগ মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ।
✨ নামাজ এমন এক আমল -যে দাঁড়িয়ে পড়লে জান্নাতের দরজা খুলে যায়। দাঁড়িয়ে সালাত আদায়ের চেষ্টা করুন।

#নামাজ #সলাত #মসজিদ #ইবাদত #তাকওয়া #আল্লাহ #ইসলামীপোস্ট #দাওয়াত #আখিরাত #জান্নাত #ইসলাম

Address

Balla Bazar
Tangail
1973

Alerts

Be the first to know and let us send you an email when নুর মিডিয়া বল্লা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নুর মিডিয়া বল্লা:

Share