GCPSC Memories

GCPSC Memories Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from GCPSC Memories, Magazine, Tangail.

মেহেদী হাসান (২০২২) কে জন্মদিনের শুভেচ্ছা!!! 💐💐💐
03/11/2023

মেহেদী হাসান
(২০২২) কে জন্মদিনের শুভেচ্ছা!!! 💐💐💐

19/10/2023

Enjoy Good Times

13/10/2023

আসসালামু আলাইকুম,
আশা করি সকলে ভালো আছেন।আসছে আগামী ১৪ ই অক্টোম্বর ঘাটাইল ক্যান্টমেন্ট পাবলিক স্কুল ও কলেজের কিছু প্রাক্তন ও কিছু বর্তমান শিক্ষার্থীদের উদ্যেগে একটি সেলিব্রেশন প্রোগ্রাম।অতিথি হিসেবে থাকবেন সকলের প্রিয় স্যার আশরাফ স্যার,শাহআলম স্যার,আকরাম স্যার,সকলের প্রিয় ম্যাম কামরুন নাহার ম্যাম ও প্রিয় ম্যাম মনোয়ারা বেগম ম্যাম।

এই সেলিব্রেশন প্রোগ্রামে জয়েন করতে চান। শিক্ষার্থীদের রেজি:করার জন্য ১৫০ টাকা।
বিকাশ:-০১৬২৯৩৫৮০৭৯.

জঙ্গলের রাজা বাঘ মশাই ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিলো - "কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না।। সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত ক...
13/10/2023

জঙ্গলের রাজা বাঘ মশাই ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিলো - "কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না।। সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে।।"

সব ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে হবে।। পড়াশুনা শেষ হলে,, সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে।।

সব বাচ্ছারা স্কুলে এ্যডমিশন হয়ে গেলো।। রাজামশাইয়ের পার্সোনাল স্কুল ,, সবাইকে যথাযথ শিক্ষা দেওয়া হবে।।

শুরু হলো সর্ব শিক্ষা অভিযান!!

হাতির বাচ্চা স্কুলে এলো।‌। বাঁদর,, মাছ,, কচ্ছপ,, বিড়াল,,উঁট ,, জিরাফ,, সবার বাচ্ছা স্কুলে পৌঁছে গেলো।।

শুরু হলো ধুমধাম করে পড়াশোনা।‌।

"ফাষ্ট ইউনিট টেষ্ট" হলো।। হাতির বাচ্ছা ফেল।।

- "কোন সাবজেক্টে ফেল ??" হাতি এসে প্রশ্ন করে।‌।

-- "গাছে ওঠা" সাবজেক্টে ফেল করেছে।।"

হাতি পড়লো মহা চিন্তায়।। তার ছেলে ফেল ?? এটা কোনো ভাবেই মেনে নেওয়া যাবে না।।

শুরু হলো খোঁজাখুঁজি,, ভালো টিউটর পেতেই হবে।। সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না।।

হাতির এখন একটাই টেনশন,, যেভাবেই হোক,, ছেলেকে গাছে চড়া শেখাতে হবে !! "গাছে ওঠা' সাবজেক্টে টপার করে তুলতে হবে।।

ফাষ্ট সেশন অতিক্রান্ত।। ফাইনাল রেজাল্ট আউট হলো।। দেখা গেলো - হাতি,, উঁট,, জিরাফ,, মাছ,, সবার বাচ্ছা ফেল।। বাঁদরের বাচ্ছা টপার হয়ে গেছে।।

প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেষ্টদের আমন্ত্রিত করে,, বিরাট অনুষ্ঠান আয়োজন করা হলো।। সেখানে টপার হিসাবে বাঁদরের বাচ্ছার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো।।

বাঁদর আনন্দে আত্মহারা।। তার ছেলে টপার হয়েছে।। এ গাছ থেকে সে গাছে,, কি ভীষণ লাফালাফি করে চলেছে।।

চুড়ান্ত অপমানিত হয়ে হাতি,, উঁট,, জিরাফ,, নিজ নিজ সন্তানকে দারুণ পিটুনি দিলো।। এতো টিউশন,, এতো খরচ,, এর পরেও চূড়ান্ত অসম্মান!!
তারা মেনে নিতে পারলো না।।

-- "ফাঁকিবাজ,, এতো চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া সম্ভব হলো না ?? নিকম্মা কোথাকার।। শেখ,, বাঁদরের বাচ্ছার কাছে শিক্ষা নে,, কিভাবে গাছে চড়তে হয়।।"

ফেল কিন্তু মাছের ছেলেও হয়ে গেছে।। সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল,, কেবলমাত্র "সাঁতার" কাটা ছাড়া।।

প্রিন্সিপাল বললো -- "আপনার সন্তানের এ্যটেন্ডেন্স প্রবলেম।। পাঁচ মিনিটের বেশী ক্লাসে থাকতে পারে না।।"

মাছ নিজের সন্তানের দিকে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে রইলো।।

বাচ্ছা বলে --" মা-গো,, দম নিতে পারি না,, ভীষণ কষ্ট হয়।। আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে হতো না ??"

মাছ বলে -- "চুপ কর বেয়াদব।। এতো ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না।। পড়াশোনায় মন দে,, স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না।।"

হাতি,, উঁট,, জিরাফ,, নিজের নিজের ফেলিওর বাচ্ছাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে চলেছে।। পথিমধ্যে বুড়ো খেঁকশিয়ালের সঙ্গে দেখা।।

শিয়াল বলে -- "আহা,, তোমরা মারো কেনো,, ছোট ছোট বাচ্ছাদের ??"

উঁট বলে - "মেরেই ফেলবো একে।। আমার মানসম্মান কিছু বজায় রাখলো না।।"

শিয়াল বলে -- "কি হয়েছে সেটা তো বলো ??"

হাতি বলে -- "এত বড়ো শরীর নিয়ে,, গাছে চড়তে পারলো না।। বাঁদরের ছেলে টপার হলো,, মান ইজ্জত কিছুই অবশিষ্ট থাকলো না।।"

শিয়াল অট্টহাসিতে ফেটে পড়ে।।
-- "আচ্ছা,, তোমরা গাছে চড়তে পারো?? "

জিরাফ বলে -- "আমরা তো নিরক্ষর।। তখন এসব স্কুল-টুল ছিলো না।। থাকলে শিখে নিতাম,, অবশ্যই গাছে চড়তে পারতাম।।"

শিয়াল বলো -- "তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন সেটাই বুঝতে পারলাম না‌।। শোনো হাতি,, তুমি নিজের বিশালাকার শুঁড় উঠিয়ে ধরো,, গাছের সবচেয়ে বড়ো ফলটি পেড়ে ভক্ষণ করো।। তোমার গাছে ওঠা লাগবে না।।"

-- "উঁট ভাই,, তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে।। ঘাড় বাড়িয়ে দাও,, গাছের সর্বশ্রেষ্ঠ ফল,, পাতা পেড়ে খাও।।"

-- "বোন মাছ,, তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও।। ওকে মনভরে সাঁতার কাটতে শেখাও।। দেখবে,, একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে।। সাত সমুদ্র পার করে,, তোমার নাম উজ্জ্বল করে দেবো।। ওকে রাজার স্কুলে মোটেও পাঠিও না।। ও মারা যাবে।।"

❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

মনে রাখতে হবে,, *শিক্ষা আপনার সন্তানের জন্য,, শিক্ষার জন্য আপনার সন্তান নয়*
প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি আছে ।
আমাদের দায়িত্ব হলো, সেটা খুঁজে বের করা। তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। তাহলেই দেখবেন,, সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নেবে।

হাতির বাচ্ছাকে জোর করে গাছে চড়াতে যাবেন না। মনে রাখবেন , মাছের বাচ্ছা জল বিহীন স্কুলে গেলে দম ফেটে মারা যাবে।

শিক্ষা-দীক্ষা , খেলা-ধুলা, নাচ-গান, শিল্প-কলা, অভিনয়, ব্যাবসা,যে কোনো ক্ষেত্রেই হোক, সন্তানের প্রতিভার মূল্যায়ন করে নিন।‌ ওদের ইচ্ছেগুলো চিনে নিন, ওদের প্রতিভার মূল্য দিন।

আপনার দায়িত্ব শুধু একটাই, *সন্তানকে সদাচারণ, নৈতিকতা, মূল্যবোধ ও মানবতার শিক্ষা দিয়ে যাওয়া।*

লেখাটি সংগৃহীত

অভিনন্দন ম্যাম
25/09/2023

অভিনন্দন ম্যাম

শুভ জন্মদিন ২০২১ ব্যাচের শাহরিয়ার সাকিব
20/09/2023

শুভ জন্মদিন ২০২১ ব্যাচের শাহরিয়ার সাকিব

শুভ জন্মদিন ঘাটাইল ক্যান্টনমেন্ট কলেজের কৃতি শিক্ষার্থী জুবায়ের আহমেদ।অতিরিক্ত জেলা প্রশাসক,গোপালগন্জ
20/09/2023

শুভ জন্মদিন ঘাটাইল ক্যান্টনমেন্ট কলেজের কৃতি শিক্ষার্থী জুবায়ের আহমেদ।
অতিরিক্ত জেলা প্রশাসক,গোপালগন্জ

শুভ জন্মদিনঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রাক্তন কৃতি  শিক্ষার্থী Dr.Seema Dey.
18/09/2023

শুভ জন্মদিন
ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রাক্তন কৃতি শিক্ষার্থী Dr.Seema Dey.

11/09/2023

''*অভিনন্দন সকলকে

আন্ত: ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ফুটবল প্রতিযোগিতা ২০২৩ ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ( কলেজ শাখা) বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কে ৫ - ০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

""অভিনন্দন সকলকে আন্ত: ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৩ ঘাটাইল অঞ্চল এ ঘাটাইল ক্যান্টন...
04/09/2023

""অভিনন্দন সকলকে
আন্ত: ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৩ ঘাটাইল অঞ্চল এ ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেনশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে ৯ -৮ গোলে (কলেজ) ৪ - ৩ গোলে (স্কুল) পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন। এক কথায় আমরাই সেরা।

সূত্র: শ্রদ্ধেয় Monowara Bagum ম্যাম

29/08/2023

আজকের পরীক্ষা কেমন হলো?

21/08/2023

Hey GCPSC's students,,,,
চল স্মৃতির পাতায় ঘুরে আসি।😊......
মনে পরে কি সেই কালজয়ি Dialogue গুলো??

সিরাজ স্যার : বসেছ তো মেয়েদের পাশে,পড়াশোনায়
মনোযোগ আসবে কি করে, মনে ভাব
থাকলে যা হয় আরকি। 😜🙈

শহিদুল স্যার : My dear learners,কি?আমার কথা কি
বোঝা যায়? 🙋👍
রাজ্জাক স্যার: (ক্লাসে এসে)ক্যাপ্টেন, আমার বেতটা
কে সরিয়েছে? 😶🤔
(ক্লাস শেষে)Have u understood? 🙄
আক্তার স্যার: বুলুটুথ, বুলু, গিরিন 🤣
North side এর Middle Column এর
মেয়েটা দাঁড়াও।
পিযুষ স্যার : মেয়েদের প্রতি আমার সফট কর্ণার একটু
বেশি। কারন, আমার family তে ৪ জনের
৩ জনই মেয়ে। 😍😍😍
আশরাফ স্যার: আমার ক্লাসে side talk করবানা,কান
ধরে বের করে দিব। 😰
"কাল আসনি কেন?" " অসুস্থ ছিলাম।"
"Medical certificate দেখাও" 😂
শাহ্আলম স্যার:(1 hour ক্লাস নেওয়ার পর)তোমাদের
টিফিনের টাকা বাঁচিয়ে দিলাম। 😭
শুভ্রা ম্যাম(😍): গাঁধা গুলা সব কয়টা fail করবে।😥

Miss these dialogues and all the teachers of GCPSC.. We are grateful to all of you for teaching us so much carefully and sincerely

কার্টেসী :- jahan

শ্রদ্ধেয় প্রিয় আবুল হাসিব স্যার।দেশে এসে শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ। তিনি শিক্ষার্থীদের অনেক ভালোবাসে।
16/08/2023

শ্রদ্ধেয় প্রিয় আবুল হাসিব স্যার।দেশে এসে শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ। তিনি শিক্ষার্থীদের অনেক ভালোবাসে।

অভিনন্দন ও শুভকামনা। ২০০৮ ব্যাচের ডা: হিমিডা.হিমি অফথ্যালমোলজি তে  এফসিপিএস পার্ট ১ করে ইতিপূর্বে BIRDEM হাসপাতালে  ১ বছ...
16/08/2023

অভিনন্দন ও শুভকামনা।
২০০৮ ব্যাচের ডা: হিমি

ডা.হিমি অফথ্যালমোলজি তে এফসিপিএস পার্ট ১ করে ইতিপূর্বে BIRDEM হাসপাতালে ১ বছর এফসিপিএস ট্রেনিং সম্পন্ন করে। পরবর্তীতে ৩৯ তম বিসিএস নিয়োগপ্রাপ্ত হয়ে মেডিকেল অফিসার হিসাবে ৩ বছর ৮ মাস যাবত যথাক্রমে কালিহাতি ও ঘাটাইল উপজেলা হেলথ কমপ্লেক্সে কর্মরত আছে। আজ সকালে জাতীয় চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউটে তার পোস্টিং অর্ডার হয়। আশা করি বাকী ৩ বছর জাতীয় চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউট থেকে এফসিপিএস ট্রেনিং সম্পন্ন করে একজন ভাল ও সুদক্ষ চক্ষু বিশেষজ্ঞ হিসাবে ডা.হিমির আত্নপ্রকাশ ঘটবে।

We both r proud student of GCPSC....

তোমরা যারা জিসিপিএসসিতে এ নতুন ভর্তি হবে বা বর্তমানে যারা আছো তাদের উদ্দেশ্যে কিছু কথা, জিসিপিএসসিতে কলেজ এ পড়ে অনেকে অন...
12/08/2023

তোমরা যারা জিসিপিএসসিতে এ নতুন ভর্তি হবে বা বর্তমানে যারা আছো তাদের উদ্দেশ্যে কিছু কথা, জিসিপিএসসিতে কলেজ এ পড়ে অনেকে অনেক মন্তব্য করে | বর্তমানে অনেকে জিসিপিএসসিতে এর নামে অনেক কিছু বলে বেড়ায়, আজ পর্যন্ত যারা এই জিসিপিএসসিতে পড়েছে তারাই ভালো জানে জিসিপিএসসিতে থেকে পাওয়া স্মৃতি ও ভালোবাসা | এই কলেজ এর প্রত্যেকটা স্যার-ম্যাডাম দের সাথে যে সম্পর্ক তৈরী হয়, তাদের সাথে একধরণের ভালোবাসা ও আবেগও তৈরী হয় | তারা শাসন করবেন, তাদের কারণেই আমরা জীবন শিখি | ১০ বছর আগের বা তারও আগের যে জিসিপিএসসিতে ছিল, বর্তমানে অনেকটাই পরিবর্তন হয়েছে, তার পরেও স্মৃতি গুলো রয়ে যায় | জিসিপিএসসিতে কলেজ এ পড়ে ভালো-খারাপ দিন কাটবেই | শুধু এই কলেজেই নয়, যেকোনো কলেজে ছাত্র জীবনেই খারাপ সময় যাবে | হোক সেটা পড়ালেখা বা অন্য কিছু, তবে এই জিসিপিসসিতে এর স্কুল বা কলেজ জীবন শেষ হওয়ার কয়েক বছর পর যখন জিসিপিসসি নিয়ে ভাববে তখন মনে পড়বে জিসিপিএসসি থেকে পাওয়া সেই সব বন্ধু-বান্ধব ও শিক্ষকগণ যারা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব পালন করেছেন | প্রত্যেকটা স্কুল-কলেজই একজন ছাত্রের আবেগ, সম্মান জানাই সেই সব শিক্ষক দের যাদের শাসনে ২ টি বছর কাটিয়েছি।
তাই যারা নতুন ভর্তি হবে, তোমাদের মেধা এবং আগ্রহ কে সম্মান করে তোমাদের আমন্ত্রন জানাই | যারা মন্তব্য করছে তাদের উপেক্ষা করে নিজের আগ্রহ কে এগিয়ে নিয়ে যাও, তুমি সফল হবে ||

নতুন শিক্ষার্থী যারা ভর্তি হতে চাও তাদের জন্য
২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১০ আগস্ট ২০২৩ থেকে ২০ আগস্ট ২০২৩ পর্যন্ত ১ম পর্যায়ে অনলাইনে আবেদন চলবে । Backpack তে চান্স পাওয়ার জন্য GCPSC কে ১ম চয়েস দিয়ে আবেদন করতে হবে। www.xiclassadmission.gov.bd সাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে।
ধন্যবাদ।

(ফাইল ছবি)

আমাদের সকলের প্রিয় একজন অধ্যক্ষ। সকলের মনে রয়েছে তার স্থান।যদি কোন শিক্ষার্থী তাকে ফোন দেয় শত ব্যস্ততার  মাঝেও শিক্ষা...
11/08/2023

আমাদের সকলের প্রিয় একজন অধ্যক্ষ। সকলের মনে রয়েছে তার স্থান।যদি কোন শিক্ষার্থী তাকে ফোন দেয় শত ব্যস্ততার মাঝেও শিক্ষার্থীর কথা শুনে । সব সময় হাসিখুশি থাকে।যে শিক্ষার্থীরা তাকে চিনে তারা সবাই তাকে মন থেকে শ্রদ্ধা, ভালোবাসে। কারণ স্যারের মধ্যে কোন ইগু নেই।স্যারের মধ্য অহংকার বা হিংসা এরকম নেই । শিক্ষার্থী ভালো হোক আর মন্দ হোক শিক্ষার্থীর প্রতি ছিল অন্যরকম ভালোবাসা। যতদিন আছেন শিক্ষার্থীদের অন্তরেই থাকবেন ।

বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ঘ গ্রুপে  প্রথম স্থান অর্জন করেছে O L...
05/08/2023

বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ঘ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে O Li.

বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে ইসমা।
05/08/2023

বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে ইসমা।

বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আবৃওি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে রায়সা রশিদ রুহি
05/08/2023

বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আবৃওি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে রায়সা রশিদ রুহি

02/08/2023

অভিনন্দন ও শুভকামনা

দেশব্যাপি প্রতিভা অন্বেশন জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ চুড়ান্ত পর্যায়ে লোক সঙ্গীত 'ক' গ্রুপে রানার আপ ও পঞ্চগীত কবির গান 'ক' গ্রুপে রানার আপ হয়েছে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ৩য় শ্রেণীর শিক্ষার্থী তাপশি রহমান প্রান্তি(৮)।

সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা এসএসসি পরীক্ষার ফলাফল -২০২৩মোট পরীক্ষার্থী - ১৯২ জনমোট জিপিএ ৫ - ১৮০ জন
28/07/2023

সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা

এসএসসি পরীক্ষার ফলাফল -২০২৩
মোট পরীক্ষার্থী - ১৯২ জন
মোট জিপিএ ৫ - ১৮০ জন

২০১৫ ব্যাচের মামুন (দেওলাবাড়ী)  গত রাত ৯.৩০টার দিকে মোটরসাইকেল এক্সিডেন্ট করে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি...
23/07/2023

২০১৫ ব্যাচের মামুন (দেওলাবাড়ী) গত রাত ৯.৩০টার দিকে মোটরসাইকেল এক্সিডেন্ট করে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সবাই ওর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওকে জান্নাত দান করেন। আমিন

নিয়োগ বিজ্ঞপ্তি
21/07/2023

নিয়োগ বিজ্ঞপ্তি

'''অভিনন্দন সকলকে জাতীয় শিশু পুরস্কার  প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ এ তাপশি রহমান প্রান্তী লোকসংগীত,নজরুল গীতি এবং হামদ নাতে ...
16/07/2023

'''অভিনন্দন সকলকে

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ এ তাপশি রহমান প্রান্তী লোকসংগীত,নজরুল গীতি এবং হামদ নাতে চারটি বিষয়ে ১ম,মিথিলা আকতার (লোক সংগীতে) ১ম হয়ে বিভাগীয় পর্যায়ে টাঙ্গাইল জেলার প্রতিনিধিত্ব করবে।যারা ২য় ও ৩য় স্থান অর্জন করেছ তোমাদের জন্যও শুভকামনা রইল

বিভাগীয় পর্যায়ে জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩.রবিবার (৯ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর এয়ারপ...
09/07/2023

বিভাগীয় পর্যায়ে জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩.

রবিবার (৯ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর এয়ারপোর্ট সংলগ্ন হজ্জ ক্যাম্পে এ বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। এতে টাঙ্গাইল ছাড়াও দেশের অন্যান্য জেলার আগ্রহী শিক্ষার্থীরা অংশ নেন।প্রথমে উপজেলা পর্যায়ে বাছাই হয়ে জেলা পর্যায়ে হয়। তারপর জেলা পর্যায়ে থেকে বিভাগীয় পর্যায়ে বাছাইয়ে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও ও কলেজ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী উপস্থিত বক্তৃতা ছেলে "খ" বিভাগ : সাদমান সাইফ(২য় স্থান) রচনা "খ" বিভাগ ছেলে : রায়হান ইসলাম রাফি(২য় স্থান)উপস্থিত বক্তৃতা "খ" বিভাগ মেয়ে : জান্নাতুন আরেফিন (৩য় স্থান) হয়।
এখন এই তিনজন ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ থেকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।

"অভিনন্দন, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী Mostafiz Khan ভাই। পিএইচডিডক্টরেট ডিগ্রী লাভ কর...
13/05/2023

"অভিনন্দন,
ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী Mostafiz Khan
ভাই। পিএইচডি
ডক্টরেট ডিগ্রী লাভ করায়।

শুধুমাত্র পারিবারিক অশান্তিই জীবনকে নরকে পরিনত করতে যথেষ্ট!!ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর  সাবেক উপাধ্যক্ষ...
10/05/2023

শুধুমাত্র পারিবারিক অশান্তিই জীবনকে নরকে পরিনত করতে যথেষ্ট!!

ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর সাবেক উপাধ্যক্ষ জনাব মোস্তাব আলী স্যার বিগত রাতে আত্মহত্যা করেছেন!!
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!!!
আল্লাহ স্যারকে ক্ষমা করে জান্নাতে স্থান দিন! !
আমীন৷

সুত্রঃ Md Alamgir Mia স্যার

02/05/2023

শুভ জন্মদিন ম্যাম। আজকের এই আনন্দঘন মুহূর্তেে আপনাকে জন্মদিনের অসংখ্য শুভকামনা ও অভিনন্দন জানাই। জন্মদিনে আপনার সুস্থতা ও দীর্ঘজীবী হোন সেই কামনা করছি।

01/05/2023

ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রাক্তন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যাদের ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় সিট পড়বে।
ঢাবি ভর্তি পরীক্ষায় যাদের পরীক্ষার কেন্দ্র ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তারা কোন প্রয়োজন মনে করলে যোগাযোগ করবেন।
শেখ জাফর আহমেদ
01726400437
ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রাক্তন শিক্ষার্থী

মো: তাজবীর হক ।এসএসসি  ২০০৩ এবং এইচএসসি ২০০৫ তে।সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক হয়েছি BUET থেকে।পরবর্তিতে ব্যবসা করতে এসে, ...
19/04/2023

মো: তাজবীর হক ।
এসএসসি ২০০৩ এবং এইচএসসি ২০০৫ তে।
সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক হয়েছি BUET থেকে।
পরবর্তিতে ব্যবসা করতে এসে, ব্যবসা শিখতে এমবিএ করেছি IBA, DU থেকে।
পেশা তো বলা হয়েই গেলো। আমি Structural Engineering Ltd. এর ব্যবস্থাপনা পরিচালক।
বিসিক্যালি আমি ইন্ডাস্ট্রিয়াল/ কমার্শিয়াল সেক্টরে কাজ করি।
স্টীল এর বিল্ডিং ফাব্রিক্যাট ও ইন্সটল করি।
ঢাকার বিজয় সরণিতে rangs এর বিল্ডিং( ব্যাংক এশিয়া আর থাই চি রেস্টরেন্ট), দীপ্ত টিভি ভবন আমার ডিজাইন করা।আমার ফ্যাক্টরি মাওনা, গাজীপুরে আর অফিস বাংলামোটর, ঢাকায়।
রক্তের গ্রুপ আমার স্বভাবের মতো বি পজিটিভ 😛।
ইমেইল ও ফেইসটাইম: [email protected]

আমি ১৯৯৭ সালে ভর্তি হই পঞ্চম শ্রেণিতে। তারপর সুদীর্ঘ যাত্রাপথে একেবারে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ার সুযোগ হয়েছিল এখানে।
জীবনে যদি কিছু শিখে থাকি তবে সেটা এখান থেকেই। ডানপিটে হিসেবে স্কুলে ভর্তি হয়ে কলেজ থেকে বেরিয়েছি শান্ত হিসেবে! মানবিকতা আর সহমর্মিতা শিখেছি এখান থেকেই। যেকোনো বুলিং আর বডি সেমিং এর কোনো স্থান নেই এখানে।এখানে ডিসিপ্লিন আর পড়াশুনা দেশের সর্বোচ্চ মানের।

পঞ্চম শ্রেণিতে ভর্তি হয়ে আসলাম এখানে। আমাদের ক্লাস টিচার এসেই সিট প্ল্যান করে দিলেন। প্রথমে আমি Sumonআর ওরই আপন ভাই Sujonএর সাথে পরিচিত হলাম। আসলে প্রথম কথা সুমনের সাথেই হয়েছিলো। প্রতি সপ্তাহ পর পর আমাদের সামনের বেঞ্চে বসতে হতো। আর যারা একেবারে সামনে বসতো তারা সবার পিছনে চলে যেত। ক্লাসমেট হিসেবে Rana ,মিশু, স্বাগত, সুইট, সোহেল, সবুজ, আব্দুল্লাহ, শাওন,সফিউল্লাহ, এলিজা, নির্ঝর, ফেরদৌসি, হ্যাপি, এনি আর সাইদুল কেও মনে পরে।এখানেই পেলাম রাকিব স্যার ( ম্যাথ পড়াতেন), বাতেন স্যারদের। রাকিব স্যার চলে যাওয়াতে জামান স্যার ক্লাস নিতেন। আরো পেছিলাম Pijush স্যার আর অজিত স্যারকে।উত্তম স্যার ইংরেজি পড়াতেন। কি যে সুন্দর পড়াতেন !!
ফজরের নামাজ না পরলে বাতেন স্যার এর ডাস্টার এর মার। তারপরও কেউ মিথ্যা বলতাম না।

ষষ্ঠ শ্রেণীতে পেলাম ফজলুর রহমান স্যার, কোমর স্যারদের। দুইজনই আমাদের বাংলা পড়াতেন। মাঝে মাঝে Irin ম্যাম ক্লাস নিতেন। এখানেই পেয়েছিলাম Ratan Shastry
স্যারকে। আমার লাইফকে মোল্ড করার জন্য এই একজনকে যদি আমার জীবনও দিয়ে দেই তাহলেও কম হয়। উনি আমাক

এসএসসি- ২০২৩ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের কিছু খন্ডচিত্র।
16/04/2023

এসএসসি- ২০২৩ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের কিছু খন্ডচিত্র।

03/04/2023

Thanks For Asian Tv

01/04/2023

ইফতার মাহফিল ২০২৩ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি ।

বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যারা সময় ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন-নাজমুল করিম ভাই,মাহমুদুল হাসান গাজ্জালী ভাই, মাসুদ ভাই ও সম্রাট ভাই, মেহেদী হাসান রুবেল ভাই

ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা আশরাফ স্যার,জিএম সারওয়ার স্যার,কাজী শাহাবুদ্দিন স্যার। মহোদয়দের শত ব্যস্ততার মাঝে সময় বের কে আমাদের অনুষ্ঠানটির অতিথির আসনগুলো অলংকৃত করেছেন।

আসসালামুআলাইকুমঘাটাইল ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ হতেপাস কৃতগন ঢাকাস্ত শিক্ষার্থীদের ১লা এপ্রিল ইফতার মাহফিল।স্থান :ইওন ক...
27/03/2023

আসসালামুআলাইকুম
ঘাটাইল ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ হতে
পাস কৃতগন ঢাকাস্ত শিক্ষার্থীদের ১লা এপ্রিল ইফতার মাহফিল।
স্থান :ইওন কনভেনশন সেন্টার, তেজগাঁও,ঢাকা।
রেজিষ্ট্রেশন করতে:-
আয়োজক কমিটি:-
মাসুদ আহমেদ শিকদার -0 1716-604690
নাজমুল করিম -880 1911-023388
সম্রাট কবির:-01680-139540
মাহমুদুল হাসান গাজ্জালী:-+880 1756-555500
রোহান খান:-০১৬২৯৩৫৮০৭৯

নবীন বরণ ২০২৩
14/03/2023

নবীন বরণ ২০২৩

11/03/2023

""Dear Ex-GCPSCian
Senior & Junior Brother & Sisters and Classmates,

Assalamu alaikum. Hope you are doing well. I am glad to inform you that we are arranging an Ifter party for ex-GCPSCian on 1 April 2023 at Dhaka. You are all cordially invited in the party. Hope your appreciation will be with us.

Venue and contribution amount will be declared soon insha Allah.

Thank you
Masud Ahmed Sikdar
SSC99 & HSC2001 batch.

Nazmul Karim
SSC99 &2001

Mahmudul Hasan Gajjaly Talukdar
Batch-2003

23/02/2023

অনুপ্রেরণা

21/02/2023

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩

20/02/2023
13/02/2023

আন্ত:হাউজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when GCPSC Memories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category