Village Ground

Village Ground বিভিন্ন রকম প্রকৃতির ছবি।

16/04/2023
26/03/2023

হযরত আবু হোরায়রা (রাযিঃ)বর্ণনা করেন যে ,নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ,এক ব্যক্তি তার মুসলমান ভাইয়ের সহিত অন্য বস্তিতে সাক্ষাৎ করিবার জন্য রওনা হলো আল্লাহ্ তায়ালা ঐ ব্যক্তির পথে একজন ফেরেস্তাকে পাঠিয়ে দিলেন (পরীক্ষা করার জন্য)ফেরেস্তা ঐ ব্যক্তিকে জিজ্ঞাসা করল। তোমার কোথায় যাওয়া ইচ্ছা ? সেই ব্যক্তি বললো আমি ঐ বস্তিতে বসবাসকারী একজন মুসলমান ভাইয়ের সহিত সাক্ষাৎ করার জন্য যাচ্ছি ।ফেরেস্তা বললো ,তার কাছে কী তুমি কেন পাওনা আছে কি? ঐ ব্যক্তি বললো না। আমার যাওয়ার কারণ শুধু এই যে তার সঙ্গে আমার আল্লাহ্ জন্য মহব্বত রয়েছে। তখন ঐ ফেরেস্তা বললো আল্লাহ্ তায়ালা তোমার নিকট এই কথা বলবার জন্য পাঠাইয়াছেন যে তুমি যেমন ঐ ভাইকে শুধু আল্লাহ্ জন্য মহব্বত করো আল্লাহ্ তায়ালাও তোমাকে মহব্বত করেন।

22/03/2023

মহান আল্লাহ্ বলেন ""তোমরা ঐ কিতাবকে শ্রবন কর। যাহা আমার প্রিয় রসূল (সাঃ)উপর অবতীর্ণ হয়েছে। তখন আপনি তাদের চক্ষুসমূহকে অশ্রু প্রবাহিত অবস্থায় দেখবেন। কারণ তারা সত্যকে চিনতে পেরেছ।

17/03/2023

আলহামদুলিল্লাহ্

আমাদের প্রিয় নবী করিম (সাঃ) বলেছেন, """"আমার উম্মতকে কেয়ামতের দিন এমন অবস্থায় ডাকা হইবে যে, তাদের হাত, পা ও মুখমন্ডল অযুর পানি দ্বারা ধৌত হওয়ার কারণে উজ্জ্বল ও চমকদার হইবে সুতরাং যে তাহার উজ্জ্বলতা বৃদ্ধি করিতে চায় সে যেন তাহা বৃদ্ধি করিয়া লয়। """"
ওহে মানব জাতি তোমরা মহান রবের নিকট দোয়া করো যেন মহান আল্লাহ কিয়ামতের দিন আমাদের পূর্ণনূরের সুসংবাদ দান করেন (আমিন)

16/03/2023

পৃথিবীতে মানুষ গুলো বড় নির্বোধ কারণ তারা জানে কিছু দিন পর তাদের স্থান হবে মাটির গহিনে তবুও মানুষ সুউচ্চ পর্বতশ্রেণী সমান দালান তৈরি করতে প্রতিযোগিতা করে। হায়! আমাদের জানা নেই ঐ গহিন মাটির ঘরে জান্নাতের হাওয়ায় থাকবো না জাহান্নামের আগুনের হাওয়া থাকবে দুনিয়ায় সুখ অল্প কিছু সময়ের জন্য । আসুন আমর সেই রবের দিকে ফিরে যাই।
# মুসলিম জাতি
# আবার ফিরে চল দ্বীনের পথে

21/12/2022

হে মুসলিম জাতি আজ দেখো তোমার ভাইদের কী অবস্থা। এই দায় কী তুমি এড়াতে পারবে। হে মহান রব আপনি সাহায্য করুন

https://fb.watch/hyBRfq6j3c/?mibextid=NnVzG8

যে ব্যক্তি জুমু‘আর দিনে ছয়টি কাজ করবে, সে জুমু‘আর নামাযের যাওয়ার পথে প্রতি কদমে (পা ফেলায়) এক বছরের নফল নামায ও এক বছরের...
11/11/2022

যে ব্যক্তি জুমু‘আর দিনে ছয়টি কাজ করবে, সে জুমু‘আর নামাযের যাওয়ার পথে প্রতি কদমে (পা ফেলায়) এক বছরের নফল নামায ও এক বছরের নফল রোযার সওয়াব পাবে।
ছয়টি কাজ এই- ১. জুমুআর নামাযের উদ্দেশ্যে ভালভাবে গোসল করা।
২. ওয়াক্ত হওয়ার সাথে সাথে (আযানের অপেক্ষা না করে) মসজিদে যাওয়া।
৩. পায়ে হেঁটে মসজিদে যাওয়া।
৪. ইমাম সাহেবের নিকটে বসা। অর্থাত, যতদূর সম্ভব সামনের কাতারে বসা।
৫. মনোযোগ সহকারে খুতবা শুনা।
৬. খুতবার সময় কোন কথা না বলা ও কোন কাজ না করা।

হে আল্লাহ্ সবাইকে জুমু' আর দিন নামাময পড়ার তৌফিক দান করুন (আমিন?

Address

Kalihati, Kustia
Tangail
1970

Telephone

+8801521508646

Website

Alerts

Be the first to know and let us send you an email when Village Ground posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Village Ground:

Share

Category