সুখের আলো দেখার আসায় আছি

সুখের আলো দেখার আসায় আছি Welcome To My gig I am Here To Assist You as a virtual assistant With any kind of Data Entry .Web Re

"সুখের আলো দেখার আসায় আছি " পেজ এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আমি এই পেজের মাধ্যমে বিভিন্ন প্রকার-

🔰- শর্ট ভিডিও ,
🔰- ফানি ভিডিও ,
🔰- কমেডি ভিডিও
🔰- পার্সোনাল ব্লগ ভিডিও ,
🔰-টিক টক ভিডিও ,
🔰- স্নেক ভিডিও ,
🔰-রিলস ভিডিও ,
🔰-পোষ্ট করব।

" সুখের আলো দেখার আসায় আছি " পেইজে লাইক দিয়ে পাশে থাকবেন।
❤ ধন্যবাদ সবাইকে ❤

21/12/2024
16/12/2024

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যানেল-১৮ (যৌক্তিকতা)
১. রিট জটিলতায় দীর্ঘ ৪ বছর পরে ১টি মাত্র সার্কুলার। যার কারনে অনেকেই মাত্র ১বার আবেদনের সুযোগ পেয়েছে।
২. শূন্য পদে নিয়োগ হবে মর্মে, সার্কুলারে উল্লেখ থাকা সত্বেও ২৮ হাজার পদ শূন্য রেখে নিয়োগ বাণিজ্যের বিশাল সুযোগ করা হয়। যার ফলশ্রুতিতে তৎকালীন সরকারের প্রতিমন্ত্রী জাকির হোসেনকে পরবর্তী সংসদ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।
৩. ২০১৮ এর আগে ও বর্তমান প্যানেল নিয়োগ বিদ্যমান, তাহলে ২০১৮ সালের গুলো বঞ্চিত?
৪. ১৮৪ জন সংসদ সদস্য ও মন্ত্রীবর্গের সুপারিশ।
৫. সাবেক সচিব নজরুল ইসলাম খান ও তৎকালীন মহাপরিচালক ফসিউল্লাহ মহোদয় সহ সুশীল সমাজের বিপুল সমর্থন।
৬. ২৪ লক্ষ পরিক্ষার্থীর সাথে বিশাল প্রতিযোগীতায় উত্তীর্ণ।
৭. বর্তমানে অনেকের বিভিন্ন স্থানে চাকুরী হয়েছে। এখন যাদের বয়স শেষ এরকম ৬-৭ হাজার মাত্র অবশিষ্ট রয়েছে।
৮. দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে প্যানেল নিয়োগের চেষ্টা, সুপারিশ ও দেশব্যাপী জোরদার আন্দোলন।
৯. হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ।
১০. কভিট-১৯ পরবর্তী জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্যানেল নিয়োগের সুপারিশ।
অতএব, সংশ্লিষ্ট সকলের নিকট অনুরোধ রইল আপনারা বিষয়টি বিবেচনা করবেন। সবাইকে শেয়ার করে ছড়িয়ে দিন সবখানে। ইনশাআল্লাহ শুভকামনা রইল।

বন্ধুরা লাল হওয়ার মানে কি কেউ কি বলতে পারেন
10/12/2024

বন্ধুরা লাল হওয়ার মানে কি কেউ কি বলতে পারেন

09/12/2024
08/12/2024

Reyel
ঘুম আসছিলনা তাই একটু চেষ্টা করলাম।

07/12/2024
কেউ কি বলতে পারবেন এই চোখের ভাষা।
18/11/2024

কেউ কি বলতে পারবেন এই চোখের ভাষা।

Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when সুখের আলো দেখার আসায় আছি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share