Daily Banglar Somoy

Daily Banglar Somoy এটি একটি জনপ্রিয় অনলাইন সংবাদ পত্রিকা। আমরা সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।

21/12/2023

মির্জাপুরে স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার সংবাদ,,,

19/10/2023

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে কেমন নেতৃত্ব চাই জনগণ?

15/10/2023

গোলকিপার লাইন ছেড়ে আগানোর জন্য যে গোলটি বাতিল করেন রেফারি,ফলে জয়ী হয় বাসাইল উপজেলা।

06/10/2023

টানা বৃষ্টিতে টাঙ্গাইলের মির্জাপুরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

সারাদেশের ন্যায় টাঙ্গাইলের মির্জাপুরেও টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

গত ৩-৪ দিন ধরে টিপ টিপ বৃষ্টি হলেও বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরের পর থেকে টানা বৃষ্টি ও মাঝে মাঝে বাতাস বয়ে গেছে।এতে প্রচুর পরিমান পানি প্রবাহিত হওয়ার ফলে ডুবে যায় মাছের চাষ করা অনেক পুকুর,ভেঙ্গে গেছে বড় বড় গাছ,নষ্ট হয়েছে শাকসবজি,কৃষকের ধান ক্ষেত,অনেক জায়গায় ভেঙ্গে গেছে রাস্তা। ফলে ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার।

উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর এলাকায় সরেজমিনে গেলে দেখা যায়,আনোয়ার নামের এক মাছ চাষির ২ টি পুকুর ডুবে প্রায় ২-৩ লক্ষ টাকার মাছ চলে গেছে বলে জানান আনোয়ার।পরে জাল দিয়ে পুকুরের চারিদিকে বেড়া দিয়ে মাছ আটকানোর চেষ্টা করেন তিনি।

অমিত রাজ নামের আরেক মাছ চাষি বলেন,আমার পুকুরে প্রায় ২৫-২৬ লক্ষ টাকার মাছের পোনা দিয়েছি।অনেকদিন খাবারো খাইয়েছি।টানা এই বৃষ্টিতে আমার পুকুরের মাছ বেরিয়ে গেছে।পরে জাল দিয়ে আটকিয়েছি কিন্তু তার আগেই তো মাছ বেরিয়ে গেছে।

পেকুয়া এলাকার নেহাজ নামের এক মাছ চাষি বলেন,আমার পুকুর ডুবে প্রায় দের লক্ষ টাকার মাছ চলে গেছে।

অন্যদিকে পেকুয়া-অভিরামপুর ব্রিজের পাশের রাস্তাটি পানির স্রোতে ভেঙ্গে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে।

জানা যায়,এরকম ক্ষয়ক্ষতি সারাদেশেই হয়েছে।যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সরকারের নিকট সহযোগিতা কামনা করেছেন।তাহলেই তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে বলে আশাবাদি তারা।

05/10/2023

বালিয়াজান উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুল ছাত্রীর নৃত্য।

04/10/2023

ভাবীকে মা*র*ধরের ঘটনায় ভিডিও ভাইরাল হলেও অ*ভি*যু*ক্ত জাকির ধরাছোঁয়ার বাইরে।যা বললেন ভুক্তভোগী ওই মহিলা।

ঘটনাটি ঘটেছে শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭ টার সময় মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের কুড়িপাড়া মধুরটেকি এলাকায়।অ*ভি*যু*ক্ত জাকির হোসেন (৪০) ওই এলাকার বাদশা মন্ডলের ছেলে।ভুক্তভোগী ওই মহিলা জাকির হোসেন সহ ৬ জনের নামে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা যায়।জানা যায়,জাকির হোসেন এর আগেও এরকম ঘটনা ঘটিয়েছে কিন্তু কেউ মুখ খুলতে সাহস পায় নি।পরে টাকা দিয়ে সব মিটমাট করে ফেলেছে।

জাকির হোসেনের সাথে যোগাযোগ করার জন্য তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায় নি।

এর সুষ্ঠু বিচার চাই ভুক্তভোগী ওই পরিবার।

03/10/2023

অভিরামপুর বাজার হতে খাটিয়ার হাট রাস্তার কাজের উদ্বোধন।

02/10/2023

অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হোক।

মহিলাটিকে মারধরের ঘটনাটি ঘটেছে মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের কুড়িপাড়া এলাকায়।

01/10/2023

মানুষের চোখে পানি দেখলে আমি ঠিক থাকতে পারি না- নির্বাচনী জনসংযোগকালে আবুল কালাম আজাদ লিটন,সহ-সভাপতি,মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ।

30/09/2023

ফোর এস ট্রাভেলস লিংক এর উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ২য় ম্যাচ,,,,,

30/09/2023

তোমার ঘরে বসত করে কজনা

25/09/2023

এই রকম ডিসপ্লে বারবার দেখতে মন চাই।

21/09/2023

এই রকম ডিসপ্লে করতে মন চাইতেই পারে।

20/09/2023

আওয়ামী লীগের কর্মী সভায় যোগদানের পূর্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ।

20/09/2023

DXN কোম্পানিতে কত ধরনের পণ্য আছে এবং কোথায় এগুলো উৎপাদন হয়?

19/09/2023

DXN করতে টাকা লাগে না!

17/09/2023

ঝগড়াটে রিপনকে আশ্রয়ন প্রকল্পের ঘর তক্তারচালা গ্রামে না দেয়ার দাবিতে মানববন্ধন।

16/09/2023

মসদই খেলার মাঠের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

16/09/2023

ফাইনাল খেলার বাকী অংশ,,,,,

16/09/2023

মসদই মাঠে গোল নিয়ে বিতর্ক চলছে,,,,,

16/09/2023

ঐতিহাসিক খালেদ খান স্মৃতি ফুটবল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে.

পার্ট- ৪

16/09/2023

ঐতিহাসিক খালেদ খান স্মৃতি ফুটবল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে.

পার্ট- ৩

16/09/2023

ঐতিহাসিক খালেদ খান স্মৃতি ফুটবল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে মির্জাপুরের মসদই মাঠে,,,,,,

পার্ট- ২

16/09/2023

ঐতিহাসিক খালেদ খান স্মৃতি ফুটবল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে মির্জাপুরের মসদই মাঠে,,,,,,
পার্ট - ১

16/09/2023

বিশ্বের যেকোন স্থান থেকে DXN ব্যাবসা করে সফল হওয়া যায়।

বহুল আলোচিত মসদই খেলার মাঠ।সেই মাঠে আগামীকাল শনিবার বিকাল ৩ টায় ফুটবল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।খেলার বাহিরেও থাকছে নানা ...
15/09/2023

বহুল আলোচিত মসদই খেলার মাঠ।সেই মাঠে আগামীকাল শনিবার বিকাল ৩ টায় ফুটবল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।খেলার বাহিরেও থাকছে নানা আয়োজন।খেলার পৃষ্ঠপোষকতায় কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য মনিরুল ইসলাম কবির।

এই মাঠ মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নে অবস্থিত।সকলেই আমন্ত্রিত।

খেলার বিশেষ অংশ এই পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।পেইজটি ফলো দিয়ে সাথেই থাকুন।ধন্যবাদ

09/09/2023

DXN কেন করবেন?অবাক করা তথ্য!!
পার্ট- ২

08/09/2023

বিয়ের দাবি করায় সেই ধ*র্ষি*তা মেয়েকে টানাহেঁচড়া ও ব্যাপক মা*র*ধর করেছে আশিকের মা-চাচি।

হু*ম*কি দিয়ে প্রেম,প্রলোভনে ধ*র্ষ*ণ,মেনে না নেয়ায় ৪ জনকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেছেন এক মেয়ে (১৮)।

ঘটনাটি ঘটেছে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের জাথালিয়া এলাকায়।অভিযুক্ত আশিকুর রহমান (২৫) ওই এলাকার মো. রফিক মিয়ার ছেলে।

আজ শুক্রবার সকাল বেলা মেয়েটি আশিকের বাড়িতে বিয়ের দাবি করতে গেলে আশিকের মা-চাচি মিলে মেয়েটিকে নিয়ে টানাহেঁচড়া ও ব্যাপক মারধর করেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মেয়েটি এখন আশিকের বাড়িতে তাদের গেটের বাহিরে দাঁড়িয়ে আছে।

07/09/2023

DXN কি?অল্পতেই যা জানালেন এই প্রবাসী?!!
পার্ট- ১

04/09/2023

সখিপুরে এক ব্যাক্তির রহস্যজনক লা*শ উদ্ধার করেছে পুলিশ।

সখিপুরের হতেয়া গ্রামের উলিয়াচালায় নিজ বাড়ির পেছনে ঘাস খেতে আরফান (৬০) নামের এক ব্যাক্তির রহস্যজনক লা*শ উদ্ধার করেছে পুলিশ ।

03/09/2023

এত রিস্ক নেয়ার প্রয়োজন কি?

03/09/2023

পুলিশের পাহাড়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সখিপুর উপজেলা বিএনপি।

বিশাল মিছিল দিয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে মির্জাপুর উপজেলা বিএনপি। হাজার হাজার লোকের সমাগমে বাংলাদেশ জাতীয়ত...
02/09/2023

বিশাল মিছিল দিয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে মির্জাপুর উপজেলা বিএনপি।

হাজার হাজার লোকের সমাগমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মির্জাপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনসমূহের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সমাবেশ করা হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২ টার সময় উপজেলার বাইপাস এলাকায় এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।এ সময় টাঙ্গাইল-৭ মির্জাপুরের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাসার সামনে থেকে হাজার হাজার লোকের সমন্বয়ে একটি মিছিল নিয়ে বাইপাস এলাকা দিয়ে মির্জাপুর বাজার প্রদক্ষিন হয়ে উপজেলা বিএনপি অফিসের সামনে এসে শেষ করে। পরে উক্ত স্থানেই সমাবেশ করেন নেতৃবৃন্দরা।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ মির্জাপুরের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী,টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ সহ উপজেলার ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল নেতৃবৃন্দ।

02/09/2023

মির্জাপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনের উদ্দেশ্যে দলে দলে মিছিল,,,,,

01/09/2023

স্কুলে বহিরাগত মেয়ের নাচ ভাইরাল।

31/08/2023

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করেছে মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহ।

26/08/2023

গানের তালে তালে ডিসপ্লে।

- গায়রাবেতীল উচ্চ বিদ্যালয়

25/08/2023

মির্জাপুরের গোড়াই এলাকায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ।

Address

Mirzapur
Tangail

Alerts

Be the first to know and let us send you an email when Daily Banglar Somoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Banglar Somoy:

Videos

Share