Zih Tv

Zih Tv সবার আগে সত্যের সঙ্গী →Zih Tv

11/09/2024
29/08/2024

ড. ইউনুসকে অক'থ্য গা'লা'গা'ল | শেখ হাসিনার ফোনালাপ ফাঁ'স!

29/08/2024

আজ থেকে ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১০৭৪ টাকা।
বিস্তারিত ভিডিও সোর্স কমেন্টে

27/08/2024

সালমান এফ রহমানের কাছে ডিবির জিজ্ঞাসা-‘গত নির্বাচনের আগেই তো আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার কথা ছিল। তখন হয়নি কেন?’ উত্তরে সালমান বলেন, আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে ঝুঝাতে পেরেছিলাম যে, আমরা আমেরিকার পক্ষেই আছি।

বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। তখন আমাদের এবং ভারতের কথায় আমেরিকা কনভিন্স হয়েছিল। না হলে তখনই আমাদের পতন হয়ে যেত।’

25/08/2024

দুর্গতদের সেবায় দেশ গঠনে ব্যস্ত শায়খ আহমাদুল্লাহ ও আস সুন্নাহ ফাউন্ডেশন

25/08/2024

Live: বন্যা দূর্যোগে বাংলাদেশ, অন্যদিকে আনসার বাহিনী মহা সমাবেশ। কতোটুকু যৌক্তিক এসময়ে আ'ন্দো'লন করা?
https://www.facebook.com/share/v/6GKPB1QKk2CDpVmG/?mibextid=oFDknk

25/08/2024

সুতরাং সাধু সাবধান!!

স্মরণকালের ভয়াবহ বন্যায় যেভাবে সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছে সহযোগিতার জন্য।
এটি প্রমান করেছে বাংলাদেশের মানুষকে আর টেনে ধরে রাখা যাবেনা।

আন্দোলনে যেমন বুক পেতে ইতিহাস তৈরি করেছি আমরা। কথিত প্রাকৃতিক অথবা ষড়যন্ত্রের পানিতে ডুবে যাওয়া বিস্তীর্ণ অঞ্চল ও লাখো বানভাসি মানুষকে বুকে আগলে রেখে আবারও প্রমান করেছি, কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবেনা।

23/10/2023

বর্তমান বাজার অবস্থা নিয়ে বরিশাইল্লা সবুজ গানে গানে কি বলে দেখুন..

20/09/2023

গরুর মাংস দূরে থাক,মুরগির ঠ্যাং এর কাছেও যাইতে পারি না,রিক্সা চালক।

15/08/2023
15/08/2023

সাঈদির মরদেহ দেখতে মামলার প্রধান সাক্ষী সুরঞ্জনবালি,, আসুন তার মুখ থেকে সত্য শুনি তিনি কি দেখেছিলেন ৭১ সালে!

17/07/2023

হিরো আলমকে যে ভাবে পিটানো হলো!!!

06/07/2023

১ বছরের জন্য ক্ষমতা দিচ্ছে সেনাবাহিনীর হাতে !!
নির্বাচনকে হাতের মুঠোয় নিচ্ছে আমেরিকা !! #ব্রেকিং_নিউজ

টাঙ্গাইল জেলা প্রশাসনের বাস্তবায়নে জাতির জনকের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ম্যুরাল এর ভিত্তি প্রস্তর স্থাপন।
19/10/2021

টাঙ্গাইল জেলা প্রশাসনের বাস্তবায়নে জাতির জনকের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ম্যুরাল এর ভিত্তি প্রস্তর স্থাপন।

***হারানো মোবাইল খুঁজে বের করাই যার নেশা*** াদের, গুলশান থানা।কেউ তাকে ডাকেন মোবাইলের যাদুকর কেউবা মোবাইল কাদের। তিনি গু...
12/09/2021

***হারানো মোবাইল খুঁজে বের করাই যার নেশা***

াদের, গুলশান থানা।
কেউ তাকে ডাকেন মোবাইলের যাদুকর কেউবা মোবাইল কাদের। তিনি গুলশান থানার এএসআই আব্দুল কাদের। হারানো মোবাইল খুঁজে বের করাই যার অন্যতম নেশা। কর্মজীবনে ছিনতাই অথবা হারিয়ে যাওয়া অন্তত তিন হাজার মোবাইল খুঁজে তিনি তুলে দিয়েছেন প্রকৃত গ্রাহকের হাতে।

মোবাইল হারানোর সাধারণ ডায়েরি হলেই ডাক পড়ে তার। মরুভূমিতে সুই খোঁজার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমে পড়েন তিনি। কর্মক্ষেত্রের ব্যস্ততায় কখন সকাল গড়িয়ে দুপুর বা বিকেল হয় তা খুব একটা টের পান না।

২০০৫ সালে কনস্টেবল হিসেবে কর্মজীবন শুরু কাদেরের। ষোল বছরের চাকরী জীবনের অর্ধেকের বেশী সময় পার করেছেন হারানো মোবাইল উদ্ধারের নেশায়। কোনোটিতে সময় নিয়েছেন পাঁচ দিন, কোনোটির জন্য লেগে ছিলেন দুই বছর। মোবাইল খোঁজার ক্ষেত্রে বাজারমূল্য তার কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়।

তিনি বলেন, অনেকসময় গরীব রিক্সাওয়ালা কিংবা শ্রমিকরা তাদের হারানো ফোন উদ্ধারের আশায় আমার কাছে এসে জিডি করেন। সমান গুরুত্বের সাথেই আমি তাদের হারানো মোবাইল উদ্ধারের চেষ্টা করি।

২০১৩ সাল থেকে প্রায় তিন হাজার হারানো মোবাইল উদ্ধার করেছেন তিনি। বিগত আড়াই বছরে শুধু গুলশান থানার জিডির বিপরীতেই ৬০০ মোবাইল গ্রাহককে ফিরিয়ে দিয়েছেন তিনি।

তিনি বলেন, অনেক দামি জিনিস হারানোর চাইতে মোবাইল হারানোর কষ্ট অনেক বেশী। জিডি করার পর ফোন উদ্ধার করে ভুক্তভোগীকে ফোন দিলে তারা অনেকে বিশ্বাসই করতে চায়না।

প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ শতাধিক অভিযোগ আসে কাদেরের কাছে। নিজ থানা ছাড়াও নানা স্থান থেকে হারানো মোবাইল খুঁজে পেতে ভুক্তভোগীরা আসেন গুলশান থানায়।

এরই মধ্যে পুলিশ থেকে ১৬ বার পুরস্কৃত হয়েছেন এএসআই কাদের।

অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য।❤️🇧🇩😊।

#©।।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Zih Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share