Aditi Mree

Aditi Mree Dynamic Digital marketer

"কিরে ক্যাম্পাসে আসিস কিন্তু একটা কলও দেসনা।"এটা ভুল করেও কাউকে বলবেন না। একা থাকবেন, নিজের কাজ করে চলে আসবেন, বই পড়বেন...
26/01/2024

"কিরে ক্যাম্পাসে আসিস কিন্তু একটা কলও দেসনা।"

এটা ভুল করেও কাউকে বলবেন না। একা থাকবেন, নিজের কাজ করে চলে আসবেন, বই পড়বেন, সিনেমা দেখবেন, জিম করবেন, নিজের আল্টিমেট গোলের পেছনে সময় ইনভেস্ট করবেন কিন্তু ভুল করেও কাউকে বলবেন না আপনাকে সঙ্গ দিতে। ওরা ট্যুরে গেলো আপনাকে বললো না, একটা সুন্দর রেস্টুরেন্টে গেলো আপনি জানেন না।

আমার কথা মানেন, অসহায়ের মতো তাদেরকে জিজ্ঞেস করতে যাবেন না; আপনাকে কেন বলেনি।

মনে রাখবেন,

বন্ধুত্ব চেয়ে নেবার বিষয় নয়।

যে আপনার বন্ধু সে আপনাকে রেখে এক ঢোক জলও পান করবেনা। বাবা-মা, চাচা-চাচি, ভাইবোনদের সম্পর্কে সময় ইনভেস্ট করেন। মানসিকভাবে সুস্থ থাকবেন, আপনার আর বাইরে বন্ধু খোঁজা লাগবেনা ।

collected

25/01/2024

আচ্ছা আমি যে এতো প্রজেক্ট এর সাথে কাজ করছি, আপনারা কি কেউ সেটা জানেন???

আমি কি পাপী, আমি যে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করিনা??

আচ্ছা যাই হোক, আর নয় পাপ, আজ কাল আগামীকাল থেকে ছোট ছোট করে আপডেট দিবো প্রজেক্টের, যাতে আমি অন্য গ্রহের সেটা ফিল না পাই।

ওকে😎😎😎😎

একবার আমন্ত্রণ করেই দেখো, যাই কিনা???হুম....লাইফের বেস্ট চটপটি -ফুচকার সন্ধান পেলাম।
24/01/2024

একবার আমন্ত্রণ করেই দেখো, যাই কিনা???

হুম....

লাইফের বেস্ট চটপটি -ফুচকার সন্ধান পেলাম।

ছোট একটা প্রজেক্ট করেছিলাম। প্রজেক্ট শেষে নিজ দায়িত্বে পেমেন্টও করে দিয়েছেন।এখন উনি আমাকে আরও বড় প্রজেক্ট এর জন্য পরবর্ত...
23/01/2024

ছোট একটা প্রজেক্ট করেছিলাম। প্রজেক্ট শেষে নিজ দায়িত্বে পেমেন্টও করে দিয়েছেন।

এখন উনি আমাকে আরও বড় প্রজেক্ট এর জন্য পরবর্তী মাস থেকে হায়ার করতে চাচ্ছেন।

প্রজেক্ট ফাইনাল করার ব্যাপারে শলা পরামর্শ বা আলাপাদি চলে😎❤️
23/01/2024

প্রজেক্ট ফাইনাল করার ব্যাপারে শলা পরামর্শ বা আলাপাদি চলে😎❤️

টানা কয়েকধাপ মিটিং এর পর অবশেষে সুখবর। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সাথে Nokrek It Institute এইবার একযোগে ফ্রিল্য...
23/01/2024

টানা কয়েকধাপ মিটিং এর পর অবশেষে সুখবর।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সাথে Nokrek It Institute এইবার একযোগে ফ্রিল্যান্সিং-এ দক্ষ কারিগর তৈরী করার মিশনে নামবে।

খুব আশ্চর্য না ব্যাপারটা?হাসির কথা পড়লে কিংবা শুনলে মানুষ হাসবে- কেউ হাসবে তবে!হাসবার মতো কিছু হাতের কাছে না থাকলে কেউ ম...
07/01/2024

খুব আশ্চর্য না ব্যাপারটা?
হাসির কথা পড়লে কিংবা শুনলে মানুষ হাসবে- কেউ হাসবে তবে!হাসবার মতো কিছু হাতের কাছে না থাকলে কেউ মরলেও হাসতে পারবেনা।
হাসির উপলক্ষটা সবসময় থাকবে বাইরে, আবার তা থেকে তার নিজেকে বাদ থাকতে হবে। এসব কথা ভাবলে আমি আশ্চর্য হয়ে যাই।
হাসি এমন ভালো জিনিস, নিজের জন্য কেউ নিজে তা তৈরি করতে পারবে না! সাধে কি মানুষ দিনরাত মুখ গোজ করে থাকে!
মাঝে মাঝে একটু একটু না হেসে মানুষ যদি সবসময় হাসতে পারত!!!!

~দিবারাত্রির কাব্য

বন্ধু বান্ধব নেই ,কথা বলার কেউ নেই।এরকম একটা অবস্থায় , নিজেকে কন্ট্রোল করেন কিভাবে?
02/01/2024

বন্ধু বান্ধব নেই ,
কথা বলার কেউ নেই।
এরকম একটা অবস্থায় , নিজেকে কন্ট্রোল করেন কিভাবে?

02/01/2024

প্রিয় ২০২৩,
ভালো থেকো। আজ ২০২৪ এর ২রা জানুয়ারি। তোমাকে মিস করছি।
আমি তোমার কাছে দু:খিত, কারন আমার নিজের করা ব্যর্থ গল্পের ছাপ তোমার গায়ে জড়িয়ে দিয়েছি।
কত শত সপ্ন দেখিয়েছি তোমাকে, কত শত পরিকল্পনার রোডম্যাপ একেছিলাম তোমার গায়ে, কত দিব্বি খেলাম তোমার হয়ে, কত রাত জাগলাম তোমার দিনগুলোতে, শুধুমাত্র তোমাকে একটা গৌরব - দীপ্ত সাল হিসেবে নিজের করে নিতে।
আমি সত্যিই দু:খিত তোমার কাছে এতো এতো সব মিথ্যে প্রতিশ্রুতির জন্য। আমাকে ক্ষমা করো। ব্যক্তিগত জীবনটাও একদম রঙিন করে রাখিনি। কি স্মৃতি যে আছে তোমার সাথে....!!!
তোমার ভ্রাতা ২০২৪ এর কাছে আমার আর কোনো কিছু চাইতে সাহস করেনা। জানি হয়তো আবার ব্যর্থ হবো। কিন্তু তবুও আর তোমাকে কোনো সপ্নের বেড়াজালে না আটকে রেখে বিদায় দিলাম।
ভালো থেকো।
তোমার ভ্রাতা ২০২৪ এর সাথে আমার অন্য দেনাপাওনার হিসেব তোলা রইলো।

ইতি,
তোমার ব্যর্থ অনুসারী

No more Dreams,No more Plans, It’s over now,I'm done,2024.
01/01/2024

No more Dreams,
No more Plans,
It’s over now,
I'm done,
2024.

Unexpected bonus🫠
20/12/2023

Unexpected bonus🫠

"মেনে নেয়া" is one of the most wonderful habits."আমি সব বিষয় জানবো না, আমার মধ্যে অনেক কমতি থাকতে পারে, আমি ভুল হতেও পার...
20/12/2023

"মেনে নেয়া" is one of the most wonderful habits.

"আমি সব বিষয় জানবো না, আমার মধ্যে অনেক কমতি থাকতে পারে, আমি ভুল হতেও পারি, আমার সামনের জন এই বিষয়টা ভালো জানতেই পারে" এই জিনিসগুলো মেনে নেয়া এই পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অভ্যাস। আমি নিজে শতভাগ পারফেক্ট হতে পারবো না, এই বিষয়টা যারা মেনে নেয় তারা এই পৃথিবীর সবচেয়ে কম্ফোর্টেবল মানুষ।

২০২৩ সাল তো শেষের পথে🥲২০২৪ সালও কি এভাবেই কেটে যাবে?????কি করলাম, কি করতেসি, কি শিখতেসি, কি করবো এই ভেবে...এখন যুগটাই তো...
19/12/2023

২০২৩ সাল তো শেষের পথে🥲

২০২৪ সালও কি এভাবেই কেটে যাবে?????
কি করলাম, কি করতেসি, কি শিখতেসি, কি করবো এই ভেবে...

এখন যুগটাই তো টিকে থাকার, প্রতিযোগিতার।
যত বেশি স্কিলড, টিকে থাকার সুযোগ তত বেশি।

Where flowers bloom so does hope❤️- Lady Bird Johnson
12/12/2023

Where flowers bloom so does hope❤️

- Lady Bird Johnson

Peter Piper picked a peck of pickled peppers. A peck of pickled peppers Peter Piper picked. If Peter Piper picked a peck...
11/12/2023

Peter Piper picked a peck of pickled peppers. A peck of pickled peppers Peter Piper picked. If Peter Piper picked a peck of pickled peppers, where’s the peck of pickled peppers Peter Piper picked?

Picked the picture from the peanut bar basket.

এই আনন্দ উৎসবের মাসে একই সাথে বিজয় দিবস, ক্রিসমাস সব মিলিয়ে একটা অর্থবহ মাস।এই মাসে Nokrek It Institute তরুণদের দক্ষ করে...
10/12/2023

এই আনন্দ উৎসবের মাসে একই সাথে বিজয় দিবস, ক্রিসমাস সব মিলিয়ে একটা অর্থবহ মাস।
এই মাসে Nokrek It Institute তরুণদের দক্ষ করে তুলতে, তাদের নতুন পথের অনুপ্রেরণা হিসেবে ফ্রিল্যান্সিং কোর্সে দিচ্ছে ৭,০০০/- টাকা ক্যাশব্যাক অফার।

আমরা যারা জীবনটাকে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি, নতুন কিছু এক্সপ্লোর করতে ভালোবাসি, নিজের মধ্যে আলাদা মাত্রা যোগ করতে চাই, তাদের জন্য নিজেদেরকে দক্ষ করে তোলার বিকল্প নাই।
যত বেশি দক্ষ হবেন, এবং সেই দক্ষতাকে জীবনে বাস্তব প্রয়োগ করা শিখবেন, ততই নিজেকে একজন দক্ষ মানব সম্পদে পরিনত করতে পারবেন।

জীবন একটাই, এটাই এক্সপেরিমেন্ট করার সময়।

এটাই সত্যি যে মানুষ প্রয়োজন ফুরালে আপনাকে দূরে ঠেলে দিবে।তাই বলে, তার প্রয়োজনের সময় তাকে সময় দিতে গিয়ে নিজের কথা ভুলে যা...
10/12/2023

এটাই সত্যি যে মানুষ প্রয়োজন ফুরালে আপনাকে দূরে ঠেলে দিবে।
তাই বলে, তার প্রয়োজনের সময় তাকে সময় দিতে গিয়ে নিজের কথা ভুলে যাবেন না, নিজের অস্তিত্ব, নিজের শিকড় টাকে ভুলে যাবেন না।

নিজেকে এমনভাবে গড়ে তোলা উচিত, কেউ দূরে ঠেলে দিলেও যেনো আপনি হোচট খেয়ে পড়ে না যান।নিজের নিজস্ব গতির ধারা যেনো অব্যাহত থাকে।

পুরাতন বছর, আসছে নতুন বছর।পুরাতন বছরের যত ভুল আস্তে ধীরে শোধরানোর পালা এইবার।

08/12/2023

উবাসাই মার্মা প্রথমে একসঙ্গে দুটি কাজ পান, আয় হয় ১৬৫ ডলার। এখন ফ্রিল্যান্সার হিসেবে মাসে প্রায় ১ হাজার ২০০ থেকে ১ .....

08/12/2023

Friday special outfit ❤️🥹
Carrying the simplicity.

মল্লিকার বনে মৌমাছি'র মন খারাপের দল......
07/12/2023

মল্লিকার বনে মৌমাছি'র মন খারাপের দল......

TEA TIME ❤️
29/11/2023

TEA TIME ❤️

29/11/2023

Credit - Niko Di Mukhim..................................................................................................
🎯 চলুন SEO নিয়ে খুটিনাটি বিষয় গুলো জেনে আসি 🎯 .....................................................................................................

🔰 SEO কি?
উত্তর: Google এবং Bing এর মতো search engine গুলিতে সবচে প্রথম সার্চ রেসাল্ট পেজে (প্রথম ১০টি সার্চ রেসাল্ট) দেখাতে বা rank করতে করার প্রসেস।
🔰 Keyword কি ?
উত্তর: গুগলে যা লিখে বা যে শব্দ ব্যবহার করে অনুসন্ধান করে থাকি সেটাই Keyword.
🔰 KD কি ?
উত্তর: KD Full Meaning Keyword Difficulty. একটা কিওয়ার্ড গুগলে র‍্যাঙ্ক করতে পারবে কি পারবে না এই KD তাই ইন্ডিকেট দিয়ে থাকে।
🔰SV কি ?
উত্তর: SV full Meaning Search Volume. একটা কিওয়ার্ড দিয়ে কত জন মানুষ অনুসন্ধান করেছে তার পরিসংখান দেখানো।
🔰 Technical Seo কি?
উত্তর: একটা নতুন বা পুরাতন Website কে Google এ Submitted করা থেকে শুরু করে Google এর নিজস্ব Database নেওয়ার আগ পর্যন্ত যেProcess তাকে বলে Technical Seo
🔰 Google প্রথমে Crowling করে তারপরে Indexing করে তারপরে Rank করে অথ্যাৎ (CIR)
🔰 Robot.Txt কি??
উত্তর: একটা Website এর কোন page Allow করবো কোন পেজ Disallow করবো এটা নির্দেশ করে।
🔰 Google Sitemap কি?
উত্তর: Sitemap হলো Important page বা Website Url গুলো সাজিয়ে রেখে দেওয়া যেনোGoogle এর Robot এর সহজ হয় ঐ পেজগুলো বা Url গুলো Index করতে।
🔰 Canonical কি?
উত্তর: একের অধিক Page হলে বা Post হলেOnly একটা Page বা Post Index করার জন্য Google এ যে Code বাTag ব্যবহার করা হয় ঐটাই হচ্ছেCanonical.
🔰 Index কি?
উত্তর: যেকোনো নতুন Website কে google এর। database এ সংরক্ষণ করে রাখাকে বলে Indexing.
🔰 Index Request কি?
উত্তর: Google এর রোবট কে বলা বা রিকোয়েষ্ট করাকে Index রিকোয়েস্ট বলে।
🔰 Check Indexing কি?
উত্তর: নতুন অবস্থায় কোনো Website google এ index আছে কিনা এটা দেখার জন্য যেটা ব্যবহার করা হয় তাকে বলেCheck indexing...এটা চেক করতে হলেSite:Website Url তারপরেEnter press করতে হয়
🔰 Crawl কি?
উত্তর: Google এর যে Robot বা Spider বিভিন্ন Website এর বিভিন্ন স্থান থেকে যে Data সংরক্ষণ করে তাকে বলেCrawl. Crawl google যেprocess টা করে তাকে বলেCrawlity
🔰 Schama Markup কি?
উত্তর: এটা একটা কোডিং সিস্টেম যে কোডিং এর মাধ্যমে বুঝতে পারবো একটা পোস্টকে সেটা আসলে Blog Post নাকি Article post, নাকিEvent post, নাকিschedule পোস্ট এটা Google কে বুঝানো।
🔰 HTTPS কি?
উত্তর: HTTPS এর পুর্ণরুপ হলো Hyper Text Transfer Protocol Secure.
এটা হলো Server এর সাথে World Wide web এর সম্পর্ক। HTTPS একটা Website Secure কিনা এটা বুঝার জন্যHttps বা SSL Certificate ব্যবহার করা হয়
🔰 Google Search Console কি?
উত্তর: একটা Website index করার জন্য Google Search Console ব্যবহার করা হয়। Google Search Console এর আগের নাম ছিলো Web Muster Tools
🔰 Hreflang কি?
উত্তর: Hreflang মানে হচ্ছে Multiple Language অথ্যাৎ একটাWebsite অনেকগুলোLanguage এ হয়ে থাকে যেমনFrance, Japan Etc..এটাতে Multiple Language set up আছে কিনা এটা চেক করার জন্য Hreflang ব্যবহার করা হয়। এটার মাধ্যমে Website এর Language auto generate হয়ে যায় যাতে ভিসিটর রা সুন্দর ভাবে সেটা পড়তে পারে।

❤❤ ধন্যবাদ

A great meeting with DoICT.Earn++ project season.
27/11/2023

A great meeting with DoICT.

Earn++ project season.









17/11/2023

১৭ বছর বয়সে, তিনি কলেজ থেকে বহিষ্কৃত হন।
২৫ বছর বয়সে, তাঁর মা মারা যান।
২৬ বছর বয়সে, তিনি ইংরেজি শেখানোর জন্য পর্তুগালে চলে যান।
২৭ বছর বয়সে, তিনি বিয়ে করেন।
তাঁর স্বামী তাঁর সাথে দুর্ব্যবহার করতেন। তাদের ঘরে একটি কন‍্যা সন্তানের জন্ম হয়।
২৮ বছর বয়সে, তাদের বিবাহবিচ্ছেদ হয় এবং তিনি গুরুতর বিষণ্নতায় ডুবে যান।
৩০ বছর বয়সে, তিনি এই পৃথিবীতে থাকতে চাননি।

তবে, তিনি তাঁর সমস্ত আবেগকে একটি জিনিস করার জন্য নির্দিষ্ট করেছিলেন যা তিনি অন্য কারও চেয়ে ভাল করতে পারেন।
আর সেটা ছিল 'লেখালেখি করা'।
৩১ বছর বয়সে, তিনি অবশেষে তাঁর প্রথম বই প্রকাশ করেন।
৩৫ বছর বয়সে, তিনি ৪টি বই প্রকাশ করে ফেলেন এবং তাঁকে বছরের সেরা লেখক হিসাবে মনোনীত করা হয়েছিল।
৪২ বছর বয়সে, প্রকাশের প্রথম দিনে তার নতুন বইটির ১১ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল।

এই মহিলা হলেন জে.কে. রাউলিং। ৩০ বছর বয়সে কীভাবে তিনি আত্মহত্যার কথা ভেবেছিলেন তা মনে আছে?
৩০ বছর বয়সে যদি আত্মহত্যা করতেন জে কে রাউলিং, তবে আমরা কি হ্যারি পটার পেতাম?
আজ, হ্যারি পটার হলো একটি বিশ্বব্যাপী ব্র্যান্ড যার মূল্য $১৫ বিলিয়ন ডলারেরও বেশি।

রাউলিং জনপ্রিয় কল্পকাহিনী হ্যারিপটার সিরিজের রচয়িতা, যা তাকে বিশ্বজুড়ে সম্মান ও জনপ্রিয়তা এনে দিয়েছে। এ সাহিত্য কর্মের জন্য তিনি একাধিক পুরস্কার জিতেছেন। সারা বিশ্বে হ্যারি পটার সিরিজের ৫০০ মিলিয়নেরও অধিক কপি বিক্রি হয়েছে।

তাই কখনো হাল ছেড়ে দেবেন না। নিজের ওপর বিশ্বাস রাখুন, কঠোর পরিশ্রম করুন, সাফল্য আসবেই আসবে।

15/11/2023

"Any mistake is a wonderful revenue" - Jack Ma, Alibaba

14/11/2023

ক্যারিয়ার গড়ার বয়সে কখনো চেহারার দিকে তাকাতে নেই।
ভালো ক্যারিয়ার হলে চেহারা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে।

কিন্তু ভালো ক্যারিয়ার না হলে অনেক ভালো চেহারাও বিবর্ণ ও নষ্ট হয়ে যায়। আবার ভালো চেহারার সবসময় দাম নাও থাকতে পারে। কিন্তু ভালো ক্যারিয়ারের সবসময় ও সর্বকালে দাম বিদ্যমান।

Winter is calling 💥Good Morning ✴️
14/11/2023

Winter is calling 💥

Good Morning ✴️

We all have dreams ❤️Nokrek It Institute a strong and dedicated team ever✴️
12/11/2023

We all have dreams ❤️

Nokrek It Institute a strong and dedicated team ever✴️



"প্রোডাক্টিভ আউটপুট"আমি যখন অনেক স্ট্রেস নিয়ে থাকি, চারপাশের সবকিছু ঝড়ের বেগে আমাকে উড়িয়ে নিয়ে যেতে চাইছে। তখন আমি নিজেক...
12/11/2023

"প্রোডাক্টিভ আউটপুট"

আমি যখন অনেক স্ট্রেস নিয়ে থাকি, চারপাশের সবকিছু ঝড়ের বেগে আমাকে উড়িয়ে নিয়ে যেতে চাইছে। তখন আমি নিজেকে শুধু এইটাই বলি "Calm Down Aditi, everything will be Okay".

তারপর কালেকশনে থাকা এই ছোট ছোট বইগুলো নিয়ে পড়া শুরু করি। আর ঐ সময়ের জন্য নিজেকে সবচেয়ে সুখী ভাবতে শুরু করি আর নিজেকে হালকা করে আবার কাজে ডুব দেই।

কারণ, জীবন যেভাবেই চলুক না কেনো, দিনশেষে প্রোডাক্টিভ আউটপুট টাই মুখ্য।

"Productive Output"

When I'm under a lot of stress, everything around me wants to go away at the speed of the storm. All I say to myself is "Calm Down Aditi, everything will be Okay".

Then I started reading about these little books in the collection. And for that time, I started to think of myself as the happiest and lightened myself up and dived back into work.

Because, no matter how life goes, at the end of the day, productive output matters.

Note: These books were purchased a few days ago from "Prathama" publication of Prothom Alo Office.

“Work hard, be kind, and amazing things will happen.”And yes, hope for the best🙏
11/11/2023

“Work hard, be kind, and amazing things will happen.”

And yes, hope for the best🙏






Address

Modhupur
Tangail
1997

Telephone

+8801782940035

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aditi Mree posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share