Saraf's World

Saraf's World ASSALAMU ALAIKUM..welcome to my page.it’s me Saraf from "Saraf's World"
(1)

09/12/2023

🌱🌻💚

08/12/2023

ইনশাআল্লাহ

রাগ সময়ের সাথে কমতে থাকে,কিন্তু অভিমান সময়ের সাথে ক্রমশ বাড়তে থাকে....!!
07/12/2023

রাগ সময়ের সাথে কমতে থাকে,
কিন্তু অভিমান সময়ের সাথে ক্রমশ বাড়তে থাকে....!!

07/12/2023

🙂🙂

আলহামদুলিল্লাহ
06/12/2023

আলহামদুলিল্লাহ

05/12/2023

🌿


আমি মানুষটা পুরাতন হলেও এই অধ্যায় টাতে নতুন।দয়াকরে আমার ভূলত্রুটি গুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
জাযাকিল্লাহখাইরান🌱💚🥰

30/11/2023
দারুণ জিনিস তো!!😍
02/11/2023

দারুণ জিনিস তো!!😍

31/10/2023

*আগামীকাল থেকে বাংলাদেশে হোয়াটসঅ্যাপ এবং ফোন কলের নতুন যোগাযোগের নিয়ম কার্যকর করা হবে:-*

01। সব কল রেকর্ডিং হবে.
02। সমস্ত কল রেকর্ডিং সংরক্ষণ করা হবে.
03 । হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারসহ সব সোশ্যাল মিডিয়ার ওপর নজরদারি করা হবে।
04 । যারা জানেন না সবাইকে জানিয়ে দিন।
05। আপনার ডিভাইসগুলি মন্ত্রণালয় সিস্টেমের সাথে সংযুক্ত হবে।
06 । কারো কাছে যেন ভুল বার্তা না যায় সেদিকে খেয়াল রাখুন।
07। আপনার সন্তান, ভাই, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পরিচিতদের জানান যে আপনি তাদের যত্ন নিন এবং খুব কমই সোশ্যাল সাইট চালান।
08। রাজনীতি বা বর্তমান বিষয় নিয়ে সরকার বা প্রধানমন্ত্রীর সামনে আপনার কোনো অসংলগ্ন পোস্ট বা ভিডিও...ইত্যাদি প্রেরণ করবেন না।
09। বর্তমানে কোনো রাজনৈতিক বা ধর্মীয় বিষয়ে বার্তা লেখা বা পাঠানো অপরাধ...এটি করলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার হতে পারে।
10 । পুলিশ বিজ্ঞপ্তি জারি করবে... এর পর সাইবার ক্রাইম... এর পর অ্যাকশন হবে এটা খুবই গুরুতর।

উৎস : সাইবার ক্রাইম

লাঞ্চ করার জন্য শহরের নামকরা এক ফাইভ স্টার হোটেলে গেছিলাম। মেন্যু কার্ড দেখে ইংলিশ একটা রেসিপি অর্ডার করলামবারবিকিউ ব্রি...
15/10/2023

লাঞ্চ করার জন্য শহরের নামকরা এক ফাইভ স্টার হোটেলে গেছিলাম।
মেন্যু কার্ড দেখে ইংলিশ একটা রেসিপি অর্ডার করলাম

বারবিকিউ ব্রিন্ঞ্জল উইথ চপড অনিয়ন এন্ড গ্রিন চিলি এলং উইথ ফিউ চপড পার্সলে এন্ড রেড টম্যাটো কিউব।

খাবার হাতে পাওয়ার পর দেখি বেগুন ভর্তা 🙂

কপি পোস্ট

হাত তুলুন...যদি আপনিও জীবনে একবার হলেও তন্দুরি রাইস বানিয়েছেন...🤭🤭😆😂
13/10/2023

হাত তুলুন...যদি আপনিও জীবনে একবার হলেও তন্দুরি রাইস বানিয়েছেন...🤭🤭😆😂

এক গর্ভবতী স্ত্রী তার স্বামীকে জিগ্যেস করলো, “তোমার কি মনে হয়, ছেলে হবে না মেয়ে হবে ?”স্বামী – যদি ছেলে হয় তাহলে ওকে আমি...
12/10/2023

এক গর্ভবতী স্ত্রী তার স্বামীকে জিগ্যেস করলো, “তোমার কি মনে হয়, ছেলে হবে না মেয়ে হবে ?”
স্বামী – যদি ছেলে হয় তাহলে ওকে আমি অঙ্ক পড়াবো, ওকে নিয়ে রোজ খেলতে যাবো, মাছ কিভাবে ধরতে হয় সেটা শেখাবো…
স্ত্রী- আর যদি মেয়ে হয় ?
স্বামী - আর যদি মেয়ে হয় তাহলে তাকে কোন কিছু শেখানোর দরকার নেই।
স্ত্রী- কেন ?

স্বামী - কারন, আমার মেয়ে আমাকে দ্বিতীয়বার নতুন করে সবকিছু শেখাবে… কি পরতে হবে…কিভাবে খেতে হবে… কোথায় কি বলতে হবে না বলতে হবে… একদিক থেকে দেখলে সে আমার দ্বিতীয় মায়ের মতই…আমি তার জন্য কিছু করতে পারি আর নাই পারি সে আমাকে চিরদিন নিজের হিরো মনে করবে… … যখন আমি কোন কিছু করতে তাকে নিষেধ করবো সে আমাকে বুঝতে চেষ্টা করবে। আর সবসময় তার স্বামীর সঙ্গে আমার তুলনা করবে। সে যে বয়সেই পৌঁছাক, সারাজীবন এটাই চাইবে যে আমি তাকে একটা Baby Doll এর মতই ভালবাসি। মেয়ে বলেই সে আমার জন্য পুরো সংসারের সাথে ল'ড়াই করবে, যখন কেউ আমাকে দুঃখ দেবে সে তাকে কোনদিন ক্ষমা করবে না।

স্ত্রী- তার মানে হচ্ছে, তোমার মেয়ে তোমার জন্য যা কিছু করবে তা তোমার ছেলে করতে পারবে না ?
স্বামী- সেটা না… এমন হতে পারে আমার ছেলেও এসব করতে পারে… কিন্তু সে শিখবে। আর মেয়ে এই সব গুন নিয়েই পৃথিবীতে জ'ন্ম নেবে।
স্ত্রী- কিন্তু সে তো চিরকাল আমাদের সাথে থাকবে না।
স্বামী- কিন্তু আমরা তার মনের ভেতরেই থাকবো। এতে কোন কিছু যায় আসে না সে কোথায় গেল না গেল…কারন মেয়েরা সবসময় বিনাশর্তে ভালবাসা আর দেখাশোনার জন্যই জন্ম নেয়। একটা কথা মনে রাখবে মেয়ে ভাগ্য সবার হয় না… যে ঘর সৃষ্টিকর্তার পছন্দ সে ঘরেই মেয়ের জন্ম হয়।। ❤️🌼

বনফুল .... ঘেঁটু , রক্তদ্রোন , ভুইঁওখরা , ঘাসফুল , ত্রিধারা আর বনওকরা 🌱🌻💚 #ফুলেরকথা
12/10/2023

বনফুল .... ঘেঁটু , রক্তদ্রোন , ভুইঁওখরা , ঘাসফুল , ত্রিধারা আর বনওকরা 🌱🌻💚

#ফুলেরকথা

10/10/2023

চাঁদের লিঙ্গ নিয়ে গবেষণা হওয়া উচিৎ। ছোট বেলায় চাঁদকে #মামা ডেকে বড় হওয়া মানুষ স্ত্রীকে চাঁদের সাথে তুলনা করে। 🤣😂

কপি পোস্ট
#ফানি পোস্ট

বনফুল.... হাতিশুঁড় -বনগাঁদা-পুটুস-কন্টিকারি -কাকমাছি-পটপটি-কালকাসুন্দা....😍
08/10/2023

বনফুল.... হাতিশুঁড় -বনগাঁদা-পুটুস-কন্টিকারি -কাকমাছি-পটপটি-কালকাসুন্দা....😍

04/10/2023
😭😭আপনি জীবনসঙ্গী হয়েছেন, কিন্তু মনসঙ্গী হতে পারেননি💔💔💔স্ত্রীর সাথে রাগারাগি করে ঘর ছেড়ে বের হয়ে যাওয়ার আগে তার স্বাম...
04/10/2023

😭😭আপনি জীবনসঙ্গী হয়েছেন, কিন্তু মনসঙ্গী হতে পারেননি💔💔💔

স্ত্রীর সাথে রাগারাগি করে ঘর ছেড়ে বের হয়ে যাওয়ার আগে তার স্বামী দেখেছিল,তার স্ত্রীর কান্নারত চেহারা তার পর ও সে তার স্ত্রী কে একা ঘরে রেখে চলে যায়।

রাত ২টায় স্বামী বাড়ি ফিরে দেখে স্ত্রী মাটিতে শুয়ে আছে। স্বামী ধরফরিয়ে কাছে গিয়ে স্ত্রী কে ডাকে কিন্তু স্ত্রীর কোনো সাড়া শব্দ নেই। কিছু টা ভীতি নিয়ে তাকে বার বার ঝাঁকি দিতে থাকে। চোখে মুখে পানি ছিটিয়ে দেয়, কিন্তু তাতে ও কোন লাভ হয় না। কারন ততক্ষণে স্ত্রী পরপারে পাড়ি জমিয়েছে।

স্বামী সেইদিন স্ত্রী হারানোর শোকে খুব কেঁদেছিলেন। স্ত্রী যদি এই কান্না দেখতো হয়তো উপহাস করে বলতো, আপনি জানতেন আমার অতিরিক্ত কান্না আসলে শ্বাস নিতে সমস্যা হতো। নিঃশ্বাস টা ক্রমে বন্ধ হয়ে আসতে চাইতো। দুই বার স্টক ও হয়েছিল। তবু ও আপনি আমায় একা রেখে চলে গেছিলেন। অথচ আপনি পারতেন,আমাকে বুকে জড়িয়ে আগলে রাখতে, আমাকে শান্তনা দিতে। তাহলে আমি অতিরিক্ত পেরেশানি তে আর একাকিত্বে আমার শ্বাসরোধ হতো না। আমি বেঁচে থাকতাম। আপনি তিন বার কবুল বলে স্বামী হতে পেরেছিলেন, কিন্তু স্ত্রীর আপনাকে কখনোই যত্নশীল স্বামী হিসেবে খেতাব জয় করে নিতে পারেননি। আপনি জীবনসঙ্গী হয়েছেন, কিন্তু মনসঙ্গী হতে পারেননি।

#কালেক্টেড

#সংসারজীবন

আসসালামু আলাইকুম সবাই কে....😍 সুপ্রভাত 🍵♥🌱🌿💕
03/10/2023

আসসালামু আলাইকুম সবাই কে....😍 সুপ্রভাত 🍵♥🌱🌿💕

আসসালামু আলাইকুম। সবাইকে জানাই "শুভ সকাল "🌱🌻💚
02/10/2023

আসসালামু আলাইকুম।
সবাইকে জানাই "শুভ সকাল "🌱🌻💚

আমিন।।🌱💚🌻
30/09/2023

আমিন।।🌱💚🌻

সকাল টা আপনার জন্য সু-খবর নিয়ে আসুক।আমিন।🌱🌻💚শুভরাত্রি 🌻
28/09/2023

সকাল টা আপনার জন্য সু-খবর নিয়ে আসুক।আমিন।🌱🌻💚

শুভরাত্রি 🌻

আসসালামু আলাইকুম। সবাই কে জানাই   পেইজ থেকে শুভ সকাল।🌱🌻💚
27/09/2023

আসসালামু আলাইকুম।
সবাই কে জানাই পেইজ থেকে শুভ সকাল।🌱🌻💚

সারাদিন তো আমরা ফেসবুকে চ্যাটিং আর কত কি করে সময় পার করি।আসুন সবাই ২ মিনিট ব্যায় করে একটু নেকি অর্জন করি🌱🌻১. “সুবহানাল্ল...
25/09/2023

সারাদিন তো আমরা ফেসবুকে চ্যাটিং আর কত কি করে সময় পার করি।আসুন সবাই ২ মিনিট ব্যায় করে একটু নেকি অর্জন করি🌱🌻

১. “সুবহানাল্লাহ”(سبحان الله⁦)/ (3বার)
২.“আলহামদুলিল্লাহ”(الحمد لله)/ (3বার)
৩.“লা ইলাহা ইল্লাল্লাহ”(لأ إله إلا الله)/(3বার)
৪.“আল্লাহু আকবার”(الله اكبر)/(3বার)
৫.“আস্তাগফিরুল্লাহ”(استغفر الله)/ (3বার)
৬.“আল্লাহুম্মাগফিরলি”(اللهم اغفر لي)/(3বার)
৭.“ইয়া রব্বিগফিরলি”(يا رب اغفر لي)/ (3বার)
৮.“আল্লাহুম্মা আজিরনি মিনান-নার”(اللهم اجرني من النار)/(3বার)
৯.“সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”(صلى الله عليه وسلم)/(3বার)
১০.“লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ”(لا هول ولا قوه الا بالله)/(3বার)
১১.“লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনায জোয়ালিমিন”(لأ إله إلا أنت سبحانك إني كنت من الظالمين)/(3বার)
১২.“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাঃ”(لأ إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم)/(3বার)

পড়া শেষে আলহামদুলিল্লাহ 🌱🌻💚

ইন শা আল্লাহ 🌱🌻
23/09/2023

ইন শা আল্লাহ 🌱🌻

ইন শা আল্লাহ। আমিন।।।🌱🌻
22/09/2023

ইন শা আল্লাহ। আমিন।।।🌱🌻

21/09/2023

Fb lite -এর হা হা রিয়েক্ট টা খুব কিউট নাহ্?🤗☺😃

#ফানপোস্ট

আসসালামু আলাইকুম সবাই কে😍সুপ্রভাত ☕কেমন আছেন সবাই?🌱🌹
12/09/2023

আসসালামু আলাইকুম সবাই কে😍
সুপ্রভাত ☕কেমন আছেন সবাই?🌱🌹

মুখের সব সমস্যা দূর করতে ব্যাবহার করুন "স্ন্যাপচ্যাট "ধন্যবাদ। 🤭😆🤣😂🥰
08/09/2023

মুখের সব সমস্যা দূর করতে ব্যাবহার করুন "স্ন্যাপচ্যাট "
ধন্যবাদ। 🤭😆🤣😂🥰

কি-কান-ডো 😬🤭🤣ছবি-কালেক্টেড
07/09/2023

কি-কান-ডো 😬🤭🤣
ছবি-কালেক্টেড


মা শা আল্লাহ 😍💓🤗প্রত্যেক টা নারীর জীবনে এমন একটা করে শখের পুরুষ থাকুক💓🤗জীবন সুন্দর 💓আলহামদুলিল্লাহ
04/09/2023

মা শা আল্লাহ 😍💓🤗
প্রত্যেক টা নারীর জীবনে এমন একটা করে শখের পুরুষ থাকুক💓🤗

জীবন সুন্দর 💓আলহামদুলিল্লাহ





03/09/2023

আমার বউকে কিছুতেই আমার সাথে আসতে দিবে না। মা বলে,বউ তাদের সাথে থেকে সেবা করবে।

আমি সুন্দর করে বুঝালাম,
-“মেয়েদের বিয়ের পর সর্বপ্রথম প্রাধান্য হচ্ছে স্বামী।তাছাড়া আমি একা থাকি,বউ সাথে থাকলে আমার খাওয়া, যত্নের বিষয় টাও সহজ হয়ে যাবে।”

বিয়ের পর বউ স্বামীর থেকে দূরে থাকবে, আমি সবসময়ই এটার বিপক্ষে ছিলাম।

পড়ালেখার জন্য বাবা মায়ের থেকে দূরে আছি বহুবছর। ভেবেছিলাম পড়া শেষ করে গ্রামে চলে যাবো কিন্তু তা আর হয়নি,চাকরির জন্য এখনো বাবা মায়ের থেকে দূরে থাকতে হচ্ছে।বাবা মায়ের ইচ্ছে তে বিয়ে টাও করে নিলাম।কিন্তু বিপ'ত্তি বাঁধলো,বাবা মাকে নিজের সাথে আনতে চাইলেও তারা আসবেন না,আবার আমার বউ আমার সাথে থাকবে সেটাও মানতে নারাজ।আমি মাকে বললাম,

-“মা সেই ছোট থেকে দেখে আসছি তুমি একদিনও বাবাকে ছেড়ে আমাদের নানাবাড়িতে বেড়াতে না,দিনে গেলেও সেদিনই চলে আসতে।বাবার কিছুর প্রয়োজন হলে কোথাও গেলে সবসময়ই তোমাকে সাথে নিয়ে যেত।কই তখন তো আমার দাদি তোমাদের বাঁধা দেয়নি।আমারও শখ আছে আমি বউকে নিয়ে ঘুরবো,গল্প করবো।সেও তো মনে কত স্বপ্ন বুনেছে বিয়ের পর বরের সাথে ঘুরাঘুরির।শশুড় শাশুড়ির সেবার নাম করে তাকে তো স্বামীর হক থেকে ব'ঞ্চি'ত করতে পারি না।”

এভাবে অনেক বুঝানোর পরে মাহাকে আমার সাথে করে নিয়ে এসেছিলাম।আমার ছোট্ট সংসার টা ভালো চলছে।এখানো প্রয়োজনীয় অনেক কিছু নেই তবে মাহা মানিয়ে নিচ্ছে। মাহাকে যত দেখি তত অবাক হয়ে যাই, অল্পের মধ্যেও কত তুষ্ট থাকে মেয়ে টা।পাশে বসে এটা সেটার কথা বলে।আমি বুঝতে পারি কিন্তু পকেটে টাকা কম তাই তার কথা গুলো শুনেও না শুনার মত করে থাকি।আমার এমন নিরবতা দেখে মাহাও চুপ হয়ে যায়, আর কিছুর আবদার করে না।হয়তো বার বার বলতে বলতে তারও মন ম'রে গেছে।আমিও তো নিরু'পায়।একদিন আমার বউটাকে তার শখের সব কিনে দিবো।সেদিন আমার ওপর আর অভি'মান করে থাকতে পারবে না আমি জানি।

মা প্রায়ই ফোন করে, আমাদের খবর নেয়।খবর নেয় বলতে কেমন আছি এতটুকুই জিজ্ঞেস করে। আর বাকি সময় টুকু শুধু তার এটা লাগবে,তার ওটা লাগবে এসবই বলে।কখনো জিজ্ঞেস করে না,
আজকে কি রান্না হয়েছে,আমাদের কিছুর প্রয়োজন আছে কিনা,ঠিকঠাক ভাবে চলতে পারছি কিনা।ছেলে হয়ে জন্ম নিলে হয়তো মায়েরা এসব জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না।চাকরি করি বলেই যে আমাদের কোনো অভা'ব নেই এই ভু'লটা কবে ভা'ঙবে আমার জানা নেই।এমনও সময় যায় আমরা ডিম ভেজে খেয়ে দুজনে পেট ভরি।আমি ছেলে বলে,মাকে বলতে পারি না,
-“মাগো এই মাসে হাত খালি,মাগো সংসার চালাতে ক'ষ্ট হচ্ছে।"
মাঝে মাঝে মাকে বলতে ইচ্ছে করে,
-“মা তুমি শুধু তোমার যা লাগবে তা বলেই কল রেখে দাও ,আমার কিছু লাগবে কিনা তা তো কখনো জানতে চাও না!মায়েরা নাকি নিঃ'স্বার্থ ভাবে ভালোবাসে,মা?"

মনের কথা মনেই থেকে যায় কিন্তু কখনো বলতে পারবো না।

অথচ মেয়ে হলে কত শান্তি। বাবা মা টাকার জন্য অপেক্ষা করে না, বউ নিয়ে হিং'সা করে না বরং মেয়ের জামাই কে পারলে মাথায় তুলে রাখে।মেয়ের কি লাগবে তা জেনে কতকিছুই পাঠিয়ে দেয়।এই দিক থেকে তো আমি মনে হয় মেয়েরাই অনেক সুখী, যারা চাকরি করে না, যাদের বাবা মা মেয়ের টাকার জন্য অপেক্ষা করে না।

বউটা আমার শুরুতে আমার মাকে মন থেকে আপন ভাবতে চাইলেও এখন আর পারে না। মা কখনো আমার বউয়ের সাথে কথাই বলতে চায় না।সে যেন মনে করে আমার সব টাকা বউ শেষ করে দেয়।

বউ একদিন গো'ম'ড়া মুখ করে বলেই দিলো,
-“দেখো ফাহাদ, প্রতি মাসে তুমি তোমার মায়ের প্রয়োজনীয় সব কিনে দাও, টাকাও দাও কিন্তু তাতে আমার সম'স্যা নেই।সম'স্যা হচ্ছে তুমি শুধু তার টা দেখো,আমাদেরও যে কতকিছু প্রয়োজন সেসব দেখার মত চোখ কি তোমার নেই? আমি মানিয়ে নিচ্ছি বলে আমার ওপর এভাবে অন্যা'য় করতে পারো না।আমারও তো সংসার টা গোছাতে ইচ্ছে হয়,আমারও অনেক কিছুই প্রয়োজন!শুধু পোশাক আর কাপড় বাদেও মেয়েদের অনেক কিছুর শখ থাকে।"

আমি কিছু বলতে পারলাম না। আসলেই তো, বউকে দিবো দিবো করে বিয়ের এক বছর পার হয়ে গেলেও তাকে শুধু অপেক্ষাই করাচ্ছি।এই মাসে মায়ের জন্য একটু কম টাকা পাঠিয়ে,বউয়ের জন্য একটা পারটেক্সের আলমারি কিনে আনলাম।বউ তো আমার অনেক খুশি।পারলে আমাকে কোলে নিয়ে নাচে।

অপরদিকে মা আর আমার সাথে কথা বলে না, আমাকে ফোন দেয়া বন্ধ করে দিয়েছে।অথচ আমার বউটাকে যে কত অপেক্ষা করিয়েছি, কখনো তো আমার সাথে একটুও খা'রাপ ব্যবহার করেনি।অনেকেই বলে বউ নাকি পরের মেয়ে। বিয়ের পর এই পরের মেয়ে, পরের ছেলেই দুজন দুজনার সুখ দুঃ'খের সাথী। বাকি আর কেউ কারো না।স্বা'র্থে আ'ঘাত লাগলে কিছু মায়েরাও মুখ ফিরিয়ে নেয়,তবে সব মায়েরা না!

আবার আমার ছোট ভাইয়ের কথা যদি বলি।সে সবসময় তার বউয়ের প্রয়োজনীয় জিনিস দেয়, মাকে কখনো এক টা টাকাও দেয়নি।মায়েরও তার কাছে কোনো আবদার নেই, অভি'যোগ নেই।

মাঝে মাঝে শুনি আমার ভাইয়ের বউয়ের পেছনে সব টাকা খরচ করার পরেও তার বউ বলে,
-তুমি আমার জন্য জীবনে কি করছো?

আসলে সব নারী যেমন স্বামীর অল্পতে সন্তুষ্ট থাকতে পারে না, আবার সব মায়েরা সন্তানকে নিঃ'স্বার্থ ভাবে ভালোবাসতেও পারে না।

post by - fahad ahmed

02/09/2023

বাবার ডেড বডি নিয়ে অপেক্ষা করছে সবাই। একমাত্র রত্ন ছেলে আমেরিকায়। মস্ত ইঞ্জিনিয়ার। যেকোনো মুহূর্তে হয়তো এসে যাবেন।

খালার কাছে ফোন এল, 'কোম্পানি গতকালই আমাকে অনেক উঁচু পদে প্রমোশন দিয়েছে। আসতে অক্ষম। যত টাকা দরকার পাশ বই থেকে মা তুলে নিক। খুব ঘটা করে যেন চল্লিশার ভোজন হয়। পরে আসব। দুঃখিত।'

মা কান্নায় ফেটে পড়েন। বলেন, 'খোকা। তোর কাছে বস-ই সব, বাবা কিচ্ছু না? পাড়াতে ছিঃ ছিঃ পড়ে যাবে। সবাই মুখ লুকিয়ে হাসবে। তোর অন্ধ গোলামী দেখে। যে করে হোক বাবা অন্তত চল্লিশার আগের দিন আয়।'

ছেলে বলে 'কিছু মনে কোরো না মা। দাদু যেদিন মা’রা গেলেন সেদিনও তুমি আমাকে স্কুলে পাঠিয়েছিলে জোর করে। বলেছিলে, অন্যের দিকে, কারোর দিকে না তাকিয়ে নিজের কাজ করো। এটাই উন্নতির চাবিকাঠি। তোমার শিক্ষাই তো.....।

কাঁপতে কাঁপতে মা ফোনটা ছেড়ে দিলেন হঠাৎ।😶
©
#পারিবারিকশিক্ষা

01/09/2023

আপনি কি জানেন???

আজকে এক নয় তেইশ তারিখ🤗

যারা কি-না আমার মত ডিমপোচ প্রেমি তারা এভাবে ডিমপোচ শুঁটকি করে রেখে দিতে পারো😆🤭 #ফানপোস্ট  #ডিমপোচ
31/08/2023

যারা কি-না আমার মত ডিমপোচ প্রেমি তারা এভাবে ডিমপোচ শুঁটকি করে রেখে দিতে পারো😆🤭

#ফানপোস্ট
#ডিমপোচ

13/08/2023

⭐২০২১ সালে করা আমার কিছু হাতের কাজ।🤗









Note ⚠️
I do not own the song and do not take any credit for it whatsoever. [This Following Audio is Strictly meant for Promotional Purpose.] ©️ All copyrights belong to Respective owners. No copyright infringement intended. For Promotional Use Only.

স্কাই এন্ড নেবি-ব্লু কালেকশন.....😍অর্ডার কনফার্ম করতে এখনি ইনবক্স করুন...🥳🥳
10/09/2022

স্কাই এন্ড নেবি-ব্লু কালেকশন.....😍

অর্ডার কনফার্ম করতে এখনি ইনবক্স করুন...🥳🥳

12/04/2022

♦সকলের সুবিধার্থে ভিডিও টি,যারা কিনা সোফা কভার সোফায় পড়ানো নিয়ে চিন্তিত থাকেন।।।

আসসালামু আলাইকুম ...পৃথীবিতে যত শান্তির যায়গা রয়েছে তার মধ্যে ঘর হচ্ছে অন্যতম একটি যায়গা। সারাদিন মানুষ কাজ শেষে একটু প্...
05/04/2022

আসসালামু আলাইকুম ...

পৃথীবিতে যত শান্তির যায়গা রয়েছে তার মধ্যে ঘর হচ্ছে অন্যতম একটি যায়গা।

সারাদিন মানুষ কাজ শেষে একটু প্রশান্তির আশায় ঘরে ফিরে। তাই প্রত্যেক মানুষ চায় তার ঘরটি হোক সুন্দর করে সাজানো গোছানো, পরিপাটি এবং ছিমছাম।

একটা ঘর সাজাতে হলে অনেক সময় এবং অর্থের দরকার পড়ে।

কিন্তু একটু বুদ্ধি খাটিয়েও খুব কম সময়ে এবং কম খরচে নিজের ঘরটি সাজানো যায়।

তবে একটি বিষয়ের উপর খুবই গুরুত্ব দিতে হবে তা হলো যার ঘর গোছাচ্ছেন তার রুচি ও পছন্দের সাথে মানানসই কিনা।

সোফা ও চেয়ার কভার।
তুর্কিস কাপড়ের স্প্যান্ডেক্স স্টিচ করা।

অর্ডার করতে এখনি ইনবক্স... 🥰

🌺রুচিসম্মত মার্জিত কভার  হোক আপনার ব্যবহৃত ফার্নিচার এর  নিত্য দিনের সঙ্গী 🌺অফিস কিংবা বাসায়  সব জায়গায় পছন্দের ফার্ন...
30/03/2022

🌺রুচিসম্মত মার্জিত কভার হোক আপনার ব্যবহৃত ফার্নিচার এর নিত্য দিনের সঙ্গী

🌺অফিস কিংবা বাসায় সব জায়গায় পছন্দের ফার্নিচার সাজিয়ে তুলুন আপন রুচিতে ।
🌺বেস্ট কালেকশন, কম্ফোর্ট।
🌺পাকা রং এবং কালার কম্বিনেশনে সেরা।
🌺 আপনার রুমের রঙের সাথে ম্যাচিং করে আপনারা নিতে পারেন আপনাদের পছন্দের কালার।এতে করে আপনার রুমের আকর্ষণ আরোও অনেকখানি বেরে যাবে এবং আপনার মুল্যবান জিনিসটা ও থাকবে পরিস্কার।

অর্ডার কনফার্ম করতে এখনি ইনবক্স করুন🤗

আসসালামু আলাইকুম। আমরা নিয়ে এসেছি তুর্কি টেকনোলজির সোফা, চেয়ার, টেবিল, বালিশ ও বেডের কভার। আপনার ঘর টি  সাজানোর জন্য। আপ...
24/03/2022

আসসালামু আলাইকুম। আমরা নিয়ে এসেছি তুর্কি টেকনোলজির সোফা, চেয়ার, টেবিল, বালিশ ও বেডের কভার। আপনার ঘর টি সাজানোর জন্য। আপনাদের পছন্দের গুনগত মান সম্পন্ন সোফা ও চেয়ার কাভার এখন ঘরে বসেই, খুব সহজে কিনতে পারবেন।
আমাদের সোফা চেয়ার ও ডিভান কভারের বৈশিষ্ট্য সমুহ:
♦ ২৪ টি কালার রয়েছে।
♦️ ৮ টি স্ট্রাইপ কালার।
♦এগুলো রাবার ষ্টীচ স্প্যনডেক্স কাপড় দিয়ে তৈরি। তাই ফিট হয় যেকোনো স্টাইল ও মাপের ছোফা, চেয়ার ও ডিভানে।
♦আমাদের কাভারগুলো ডাস্ট রিফ্লেক্টিভ কাপড়। তাই এতে ময়লা খুব কম আটকায়। সারাদিন পর ঝাড়ু দিয়ে একটা ঝাড়া দিলেই সব ময়লা খালাস।
♦ড্রাই ওয়াস ও নরমাল ওয়াস দুটোই করা যাবে।
♦চেয়ার ও সোফার কাভার গুলো আপনার ঘরের সৌন্দর্য অনেকগুন বাড়িয়ে দিবে।
♦গিফট আইটেম হিসেবেও এটি দেয়া যাবে।
বি:দ্র:
আপনাদের সোফা বা চেয়ারের মাপ যে রকমই হোক না কেন, এই ষ্টীচ কাপড়ের কাভার গুলো রাবারের মত ফিটিং হবে। আপনার সোফা বা চেয়ারকে ধুলাবালি হতে রক্ষার পাশাপাশি এব় সৌন্দর্য বৃদ্ধি করবে।

★আমি জান্নাত সারাফ
★কাজ করছি চেয়ার/সোফা কভার নিয়ে।

★অর্ডার করতে এখনি ইনবক্স করুন 🥰

Address

Na
Tangail
1974

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saraf's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saraf's World:

Videos

Share



You may also like