সমাপ্তির ডায়েরি

সমাপ্তির ডায়েরি হতাশ পথিক পথ-বিভোল,
ভোল আজি বেদনা ভোল।

পাশ ফিরলেই তোমাকে দেখতে পাবো,এমন দিনের জন্য কতদিন অপেক্ষা করতে হবে?🥲🥲
14/01/2025

পাশ ফিরলেই তোমাকে দেখতে পাবো,
এমন দিনের জন্য কতদিন অপেক্ষা করতে হবে?🥲🥲

13/01/2025
13/01/2025
11/01/2025
অভাব যদি দাও খোদা এমন ডুপ্লেক্স বাড়িসহ দিয়ো! (🤧)
08/01/2025

অভাব যদি দাও খোদা এমন ডুপ্লেক্স বাড়িসহ দিয়ো! (🤧)

08/01/2025

দুই আপা ছাড়া স্বাধীন বাংলাদেশের প্রথম রাত। 🥲🥲

১৯৫ টাকার বাজার!২৯-১২-২০২৪এখানে সবগুলো হাফ কেজি করে আছে শুধু কফি আছে এক পিস১,আলু-২০   ৫০০গ্রাম২,আলু-২৫    ৫০০গ্রাম৩,মরিচ...
30/12/2024

১৯৫ টাকার বাজার!
২৯-১২-২০২৪
এখানে সবগুলো হাফ কেজি করে আছে শুধু কফি আছে এক পিস

১,আলু-২০ ৫০০গ্রাম
২,আলু-২৫ ৫০০গ্রাম
৩,মরিচ-১৫ ৫০০গ্রাম
৪,টমেটো-১৫ ৫০০গ্রাম
৫,শসা-২০ ৫০০গ্রাম
৬,কপি-১০ ১ পিচ
৭,আদা-২০ =
৮,ধনিয়াপাতা-১০
৯,বরবটি-১৫ ৫০০গ্রাম
১০,কলা-২০ ১হালি
১১,বেগুন-১০ ৫০০গ্রাম
১২,ছিম-১৫ ৫০০গ্রাম

=১৯৫ টাকা।

কয়দিন আগে জিনিসপত্রের দাম নিয়ে কিছু লোক ফেসবুকে তুফান শুরু করেছিলো আগেই ভালো ছিলাম,আজ তারা কই কোন পোস্ট করছে না তো..?তাদ...
29/12/2024

কয়দিন আগে জিনিসপত্রের দাম নিয়ে কিছু লোক ফেসবুকে তুফান শুরু করেছিলো আগেই ভালো ছিলাম,
আজ তারা কই কোন পোস্ট করছে না তো..?
তাদের মা/খালা/আপা পরামর্শ দিয়েছিল কাঁচা মরিচ শুকনা করে রেখে,,, আবার সেটাকে পানিতে ভিজিয়ে তাজা বানিয়ে খেতে.! বেগুনির পরিবর্তে পেপনি খেতে..!
বর্তমানে পেয়াজের কেজি ২৫০/৩০০ নয়..!
((মাএ-৪০-৪৫৳)) টাকায় পাওয়া যাচ্ছে প্রতি কেজি পেয়াজ.
আর সবজির দাম তো "আলহামদুলিল্লাহ" হাতের নাগালেই আছে, বেশিরভাগ সবজিই -৩০-৩৫৳ মধ্যে প্রতি কেজি..!
৮/১০ বছরের কখনো পিয়াজের দাম এত কম ছিল না,,
মাত্র ৪০ টাকা এর আগে কোনদিনও ছিল না,,
সব সময় এই ভাবে চলতে থাকলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জীবন অনেক সহজ হয়ে যাবে,, ☺☺
ধন্যবাদ ড.ইউনুস স্যারকে,
"আলহামদুলিল্লাহ"

লাখো কোটি শুকরিয়া আদায় করি ওই রবের প্রতি, যিনি আমাদের প্রতিপালক ও রব,,,। ওই মহান রব আল্লাহ আমাদের প্রতি রহমত নাযিল করেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।আলহামদুলিল্লাহ।।

ভোরবেলা স্ত্রীকে জাগিয়ে স্বামী জিজ্ঞেস করলঃ  **স্বামীঃ** হ্যাঁগো, তুমি কি আমার সাথে যোগ ব্যায়াম করবে? 😊  **স্ত্রীঃ** ও...
25/12/2024

ভোরবেলা স্ত্রীকে জাগিয়ে স্বামী জিজ্ঞেস করলঃ

**স্বামীঃ** হ্যাঁগো, তুমি কি আমার সাথে যোগ ব্যায়াম করবে? 😊
**স্ত্রীঃ** ও, তুমি আমাকে খুব মোটা ভাবো তাইনা? 😠

**স্বামীঃ** না..না, ব্যায়াম তো শরীরের জন্য ভালো... 😊
**স্ত্রীঃ** ও তাহলে আমার শরীর বুঝি খারাপ... 😒

**স্বামীঃ** না...না! আচ্ছা তুমি যখন উঠতে চাওনা তবে থাক... 😊
**স্ত্রীঃ** ও, এবার তুমি বলছো আমি কুঁড়ে? 😠

**স্বামীঃ** ওহো...তুমি আমায় বুঝতে পারছো না! 😖
**স্ত্রীঃ** ও, আমি তো অবুঝ? 😒

**স্বামীঃ** আমি তা বলিনি! 🐸
**স্ত্রীঃ** তাহলে কি আমি মিথ্যুক? 😠

**স্বামীঃ** সাজ সকালে ঝগড়া কোরো না প্লীজ... 🙁
**স্ত্রীঃ** হ্যাঁ, আমি তো ঝগড়ুটে। সকাল থেকেই ঝগড়া করি... 😒

**স্বামীঃ** ঠিক আছে, তাহলে আমিই যাবনা যোগ ব্যায়াম করতে... 😐
**স্ত্রীঃ** দেখছো, ইচ্ছে তোমার নেই, আমার ওপর দোষ চাপাচ্ছো... 😒

**স্বামীঃ** ঠিক আছে বাবা ঘুমাও তুমি, আমি একাই চললাম... 😑
**স্ত্রীঃ** তুমি তো সব সময় একা একাই ঘুরো আর ফুর্তি কর... 😒

**স্বামীঃ** উফফ, থাক এবার। আমার শরীর খারাপ লাগছে... 😖
**স্ত্রীঃ** দেখেছো, কি স্বার্থপর তুমি। খালি নিজের চিন্তা করো,
আমার শরীর স্বাস্থ্যের কথা কখনো ভাবো? 😒

স্বামী বেচারা আজ তিনদিন বসে বসে ভাবছে ; কোথায় কি ভুল বললাম?
এভাবে বসে আছে দেখে স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করেঃ
**স্ত্রীঃ** তিনদিন ধরে দেখছি ঝিম মেরে আছ।
কাকে নিয়ে চিন্তা কর? কার রঙ ধরছে মনে?

25/12/2024

কৃষকলীগের সদস্য, খুনের মামলার আসামী এবং মাদক ব্যবসায়ীকে জুতার মালা পড়ানো হয়েছে।

ডেইলি স্টার নিউজ করেছে, বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা।

শুধু ডেইলি স্টার না, অন্যান্য মিডিয়াগুলোর অবস্থাও সেইম।

মাত্র ৪ মাস হয়েছে একটা গণহত্যার। অমনি গণহত্যার পক্ষের লোক হয়ে গেছেন বীর মুক্তিযোদ্ধা।

একজন ক্রিমিনালকে আওয়ামী মিডিয়া পুনর্বাসন করতেছে বীর মুক্তিযোদ্ধা বলে।
আজ থেকে ১০ বছর পর ওবায়দুল কাদেরকেও বানানো হবে বীর মুক্তিযোদ্ধা। তোফায়েল হবেন বীর মুক্তিযোদ্ধা। আমু হবেন বীর মুক্তিযোদ্ধা।
বাকি সবাই হবে রাজাকার।

হাসিনা পালাইসে বাট হাসিনার দোসর মিডিয়াগুলো আগের মতোই সন্ত্রাসীই আছে। এই ডেইলি স্টারই বাবরকে সন্ত্রাসী লিখেছিলো, তারেক রহমানকে ২১ শে আগস্টের মাস্টারমাইন্ড বানাইছিলো। কোকোকে বানাইছিলো টাকা পাচারকারী।

ভাবছেন এরা ভালো হয়ে গেছে?
না। ভালো হয়নি।

চট্টগ্রামে নিহত ছাত্রদলের নিরীহ এবং বিপ্লবী ছেলেটাকে বানাইছিলো টোকাই। আর আজ আওয়ামীলীগের খুনিকে বানাইছে বীর মুক্তিযোদ্ধা।
এই ভয়ঙ্কর মিডিয়াকে যদি ঐক্যবদ্ধভাবে ইররেলেভ্যান্ট করে দিতে না পারেন, এরা আর ১০ বছর আপনাকে ইররেলেভ্যান্ট করে ফেলবে।

লিখে রাখেন কথাটা।

- সাদিকুর রহমান খান... সংগৃহীত .....

13/12/2024

- একটা ভুল হলেই লোক মুখ ফিরিয়ে নেয়🥲

- অথচ মায়ের সাথে কত ভুল করেছি মা কখনো মুখ ফিরায়নি.!❣️🥀

08/12/2024

তোমাকে ছাড়া বাঁচা খুব কঠিন,
কিন্তু তোমাকে ভুলে যাওয়া তার চেয়েও কঠিন।”

07/12/2024

প্রেম যদি দেহের হয়,
তবে পতিতারা কেন শেষ্ঠ প্রেমিকা নয়.!
শুনে রাখুন,কারো মায়ার আসক্ত হওয়াটাই একমাত্র প্রকৃত ভালোবাসা 😑

07/12/2024

আমি সত্যিই ব্যার্থ !!! কারণ আমি কখনোই
তোমাকে বুঝাতে পারি নাই আমি
তোমাকে কতটা ভালবাসি..😔

07/12/2024

কাউকে ঠকিয়ে নিজেকে
বড় ভেবো না.!!
সময়ের ব্যবধানে তুমিও
একদিন ঠকে যাবে।

Address

Tangail
1960

Telephone

+8801580716564

Website

Alerts

Be the first to know and let us send you an email when সমাপ্তির ডায়েরি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সমাপ্তির ডায়েরি:

Videos

Share