14/04/2024
॥ সফ্ট রিমাইন্ডার ॥
শাওয়াল মাসের ছয়টি নফল রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ।
বছর ঘুরে শুধু একবার শাওয়ালের এই নফল রোজার সুযোগ পাওয়া যায়।
চাইলে ছয়টি রোজা একসাথেও রাখতে পারেন, আবার সুবিধামত গেপ দিয়েও রাখতে পারেন। তাই, যারা এখনো শুরু করেননি, দ্রুত শুরু করে দিন। বিত্তাওফিক ইন শা আল্লাহ।