08/09/2025
একমাত্র ভালোবাসাতেই মানুষ মানুষকে সহজে ঠকাতে পারে। বিন্দুমাত্র ভালো না বেসেও দিনের পর দিন ভালোবাসার ভান করে যেতে পারে।
যে বা যারা আপনাকে আদতে ভালোবাসে, তারা কখনোই আপনাকে কষ্ট দিতে পারে না। আপনার ভেতরে থাকা সাধারণ মানুষটাকেই তারা নির্দ্বিধায় গ্রহণ করে৷ আপনি যেমনই হোন, আপনার ভালো সেই সাথে মন্দ টুকুও তারা খুব সহজে গ্রহণ করবে।
কিন্তু যে বা যারা আপনাকে পছন্দ করে না, আপনি যতই নিখুঁত হোন, তারা কোনোভাবেই আপনাকে গ্রহণ করবে না। তবে আপনার সামনে এমন ভান করবে, দেখে মনে হবে তারা আপনাকে সত্যি অনেক ভালোবাসে।
পৃথিবীতে কারো সত্যিকার ভালোবাসা মানুষ কমই পায়! যারা পায়, তারা অনেক ভাগ্য নিয়ে পৃথিবীতে জন্মায়। তবে ভালোবাসা না পেলে যতটা না কষ্ট হয়, তার চাইতে দ্বিগুণ কষ্ট হয়, যখন ভালো না বেসেও কেউ ভালোবাসার ভান করে।
পৃথিবীতে সব সম্পর্কের মধ্যে সবচেয়ে বেশি মিথ্যাচার করা হয়, এই ভালোবাসার সম্পর্কে! ভালোবাসার নাম করে মানুষকে সহজে বশে আনা যায় বলেই মানুষ এই একটামাত্র সম্পর্কে সবচেয়ে নিখুঁত খেলা খেলে! আর এ খেলায় যে যত মানুষকে বোকা বানিয়ে রাখতে পারে, সে তত বড় মাপের সার্থক খেলোয়াড়।
#কাব্যিক #উপন্যাস