Zahid & Juwel

Zahid & Juwel শুনতে ভালোবাসি
লিখতে ভালবাসি
দেখতে ভালোবাসি

—আমার একান্তই ব্যক্তিগত এমন একটা রুম হোউক। 🤍
01/11/2024

—আমার একান্তই ব্যক্তিগত এমন একটা রুম হোউক। 🤍

28/10/2024

_যত্ন করে সবকিছু রাখা গেলেও মানুষকে রাখা যায় না,অথচ আমরা বোকা মানুষ, যারা থাকতে চায় না তাদেরকে আগলে রাখতে চাই!💔😅

শুভ রাত্রি...!! 🍂🙂

21/10/2024

শুনেছি তার খোঁজ নেবার মানুষ হয়েছে, তাইই আজ থেকে আমার ছুটি..!!

শুভ সকাল...!! 🌺💔🥹

20/10/2024

“তোমারে না পাওয়ার আফসোস হইতো অনেক। যে জীবনে তুমি নাই, সেই জীবন তো আফসোসেরই। চেনা গলিটায় হাঁটতে গেলে, চায়ের কাপে চুমুক দিয়ে পাশে তাকাইলে, শহরের অসময়ের বৃষ্টিতে তোমার মুখের আবছা অবয়ব দেখার হ্যালুসিনেশন হইতো অনেক।।

একদিন খাতা কলম নিয়ে জীবনের না পাওয়ার লিস্ট বানালাম। যে জোনাকি পোকা হাত ফসকায়ে গেলো, যে রেজাল্টের নোটিশে আমার নাম আসলো না, যে চাকরিটা হয়েও হইলো না, যে অ্যাম্বুলেন্স থেকে কাছের মানুষষ্টা আর ফেরত আসলো না, যে বন্ধু আমারে বন্ধু ভাবে নাই, যে শখটা দাফন করে দিছিলাম বহু আগে সব লিখলাম সেই না পাওয়ার লিস্টে, সব।

আমি টের পাইলাম, আমার বুকে সমুদ্র সমান আফসোস। যে আফসোসকে প্রশ্রয় দিলে আমি ধীরে ধীরে তলিয়ে যাবো, নিঃশেষ হয়ে যাবো। সেদিন থেকে আমি না পাওয়ার সমস্ত আফসোসকে উড়ায়ে দিলাম। আমি ভেবে নিলাম, যা কিছু আমার হয় নাই, তা কখনোই আমার হওয়ার ছিলো না। যা কিছু আমি পাই নাই, তা পাইলে বরং আরো কষ্ট হইতো। এইটারে মিথ্যা সান্ত্বনা বলাই যায়, কিন্তু যে মিথ্যা আমারে ভালো থাকতে দেয়, সে মিথ্যারে আমি চোখ বুজে ভালোবাসি।

যে জীবন আমার হইলো না, তার জন্য আফসোস করতে গিয়ে যে জীবন আমার হইলো, তার প্রতি অবিচার করার কোনো মানে হয় না।”🤍

#কাব্যিক

20/10/2024

Thank you Very much!😅💔

19/10/2024

আমাকে যদি কেউ পাগলের মতো ভালোবাসতো তাহলেই আমি "ভালোবাসি কথাটা বিশ্বাস করমু এবং ভালোবাসমু",.....!!🥹🌺

19/10/2024

টাকার সুখের আশায় বা নিজের স্বার্থের জন্য যে ছেড়ে যায় বা যারা ভাবে যে,
"টাকা দিয়েই বুঝি প্রিয়জনকে সুখী করা যায়"
এদের বা তাদের ভাবনাটা শুধু কল্পনাতেই সুন্দর ইতিহাসের বাস্তবতা ভিন্ন কথা বলে কিন্তু, মানষিক শান্তিটা এবং অন্তরের ভালোবাসা তারা পায় না কখনোই...!! 🍂🌺🙏

#কাব্যিক

18/10/2024

নিজের ভুল স্বীকার করে নেওয়া বেশ বড় একটা গুন। এতে অপমানিত হবার কোনো প্রশ্ন কখনোই থাকে না। ভুল স্বীকার করলে বিপরীতে থাকা মানুষ বা সমাজের চোখে আপনি ছোট হয়ে যাবেন, এই কথাই ভাবছেন তো? তো আমি কি বলি, এইগুলো ভাবার কোনো প্রয়োজন ও নেই। মানুষের অধিকার থাকে না অপর মানুষটিকে ছোট করার বা অপমান করার। হয়তো সমস্ত ই ঈশ্বর পরিকল্পিত। আমি বা আপনি কখনোই তার পরিকল্পনা বুঝতে পারি না। পারার কথা ও নয়। যার আদেশে বাতাস অবধি থমকে দাঁড়িয়ে থাকে, তার ক্ষমতা আছে বইকি। ভুল স্বীকার করে নিন। অনেক সময় এমন ও হতেই পারে, আপনার হয়তো ততটাও ভুল নেই। তবুও আপনাকে অপমান করা হচ্ছে অনেক অনেক বেশী। তবুও উত্তর দেবেন না। প্রতিবাদী সত্ত্বা অবশ্যই ভালো, কিন্তু অনেক সময় সেই প্রতিবাদের কোনো সুফল হয় না। আপনার অনেকটা শক্তি খরচ হয় শুধু। যাকে বোঝাতে চাইলেন, সে তো বুঝলোই না। তবে আর কি হলো বলুন! শান্ত থাকুন, নিজের কাজ নিজে শেষ করুন। স্বপ্ন দেখছেন যখন, জেদ রাখুন। জেদ না থাকলে কিছুই হয় না। হয়তো কেউ আপনাকে অপমান করছে মানে, আপনার সহ্যশক্তি দেখছেন পরমপিতা। তাই পরীক্ষা দিন সাহস নিয়ে। মন শক্ত রাখুন। পরীক্ষা দিতেই হবে। আপনি একবার স্বপ্ন দেখলেন, আর সেটা সফল করার চেষ্টা করছেন, মানে আপনি আর পাঁচটা মানুষের থেকে আলাদা একদম। তো সাহস রাখতে হবে। শক্ত থাকুন। আপনি জিতলে, আর পাঁচটা মানুষ আপনাকে দেখে শিখবে।।

--- অনিবেন্দ্র ২ বই থেকে 🍁
নিজের কপি টি সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ করুন
097271 92776
#অনিবেন্দ্র

ভিক্ষুকে'র মতো ভি'ক্ষার ভ'ঙ্গিতে চেয়েছিলাম তোমাকে আর তুমি ভি'ক্ষু'ক ভেবেই খুচরা পয়সার ন্যায় -কিছু স্মৃতি দিয়ে বিদায় দিলে...
18/10/2024

ভিক্ষুকে'র মতো ভি'ক্ষার ভ'ঙ্গিতে চেয়েছিলাম তোমাকে আর তুমি ভি'ক্ষু'ক ভেবেই খুচরা পয়সার ন্যায় -কিছু স্মৃতি দিয়ে বিদায় দিলে আমাকে.!💔😅

10/10/2024
10/10/2024

কাউকে ঘৃণা করার মতো সময় বা মন-মানসিকতা কোনোটাই নেই আমার। হয় খুব ভালোবাসবো, নয়তো চুপচাপ অনেক দূরে সরে যাবো!🖤

শুভ রাত্রি....!! 🌺🍂

08/10/2024

যেখানে তোমার প্রায়োরিটি নেই,
সেখানে মন খারাপে’র গল্প শুনাতে যেওনা।
মনের প্রান্তি খোঁজতে গিয়ে—
উল্টো নতুন করে অশান্তি নিয়ে ফিরবে!

-মাহবুব সরদার সবুজ

শুনি, জেদ থাকলে সাথে থাকার মানুষ মেলে সহজেই।যে তোমার অভ্যাসে থাকে, সেও তোমায় দিনের শেষে গল্প বলে, মাথায় হাত রেখে ঘুম প...
07/10/2024

শুনি, জেদ থাকলে সাথে থাকার মানুষ মেলে সহজেই।
যে তোমার অভ্যাসে থাকে, সেও তোমায় দিনের শেষে গল্প বলে, মাথায় হাত রেখে ঘুম পাড়িয়ে দেয়।
আবার কেউ কেউ রোদ ওঠা থেকে নতুন দিনের রোদ ওঠার সাহস অভ্যাস রাখে। কেউ কেউ বলে ওরা বোকা।
তবে কী জানো!
ওরা যত্ন করতে জানে।
একটু গল্প হলেও তাতে স্বপ্ন থাকে।
ভাতের থালায়, তরকারির বাটিতে পুড়ে যাওয়া গন্ধ থাকলেও, জেদ টা থাকে।
ওই জেদ একদিন ইতিহাস লেখে।
তখন ওই মানুষটা আবার ও সাথে থাকে।
নতুন সূর্য আর নূতন আবার একটা গল্প।
একটু হাতে হাত। দুজোড়া জড়িয়ে আসা চোখ
আর কপালের ঘাম ছুঁয়ে দুটো রোদে পোড়া ঠোঁট।
ব্যাস, এতটুকুই।।
--- অনিবেন্দ্র 🍁

ছবি সংগৃহীত

05/10/2024

আপন বলতে আমরা ঠিক কাদের বুঝি?
যারা সবসময় আমাদের খোঁজ নেয়?
আমরা যাদের খোঁজ নিই?
নাকি বিনিময় প্রথা চলে যেইখানে?
কেউ খোঁজ নেয়, তো কেউ নেয় না।
সভ্যতা যত এগিয়েছে, মানুষ তত বেশি Move On করতে শিখেছে।
তোমরা ভাবছো,
Move On বলতে নিশ্চয়ই প্রেম বা ওইরকম কিছু সম্পর্কের কথা বলছি।
উহু, তা নয়।
মানুষ হারিয়ে যাচ্ছে। ভালো করে বলতে গেলে, ইচ্ছে করে হারিয়ে ফেলছে।
WhatsApp এ রাগ করে Block বা Mute করা মানুষগুলোর ফোন নাম্বার নতুন ফোনে থাকে না।
থাকার প্রয়োজন ও নেই।
যাদের সাথে তুই তোকারি চলতো, হঠাৎ করেই তুমি করে বলার অভ্যাস হয়ে যাবে,
এইটা সম্মান বাড়ানো নয়, দূরত্ব বাড়ানো।
তবে কিছু মানুষ যেচে সবার খোঁজ নেয়। সবাই তাদের সস্তা ভাবে। আবার ভাগ্যের ফেরে সে ই আবার খুব Important মানুষ হয়ে যায়। তখন সময় ধরে কথা বলতে হয়।
মানুষ Available না থাকলে, খারাপ সময়ে কে তোমাকে আগলে নেবে, বলো দেখি?
এতো ইগো, আত্মসম্মান এর ভিড়ে নিজেদের না হারিয়ে ফেলি।
দেবী আমাদের সুবুদ্ধি দিক।।

---- অনিবেন্দ্র 🍁

যতই বলি সব ধরনের মানুষ চেনা হয়ে গেছে ততই মানুষ;নতুন নতুন রূপ নিয়ে ধরা দেয়.!💔🙂
30/09/2024

যতই বলি সব ধরনের মানুষ চেনা হয়ে গেছে ততই মানুষ;নতুন নতুন রূপ নিয়ে ধরা দেয়.!💔🙂

Address

Tangail
1997

Alerts

Be the first to know and let us send you an email when Zahid & Juwel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zahid & Juwel:

Videos

Share

Nearby media companies