Mohammad Yeasir Hasan

Mohammad Yeasir Hasan YES

মোহাম্মদ ইয়াসিন হাসান, একজন উদ্যোক্তা। ইংলিশে স্নাতক সম্পন্ন করে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে মার্চেন্ডাইজার এ চাকরি দিয়ে কর্মজীবন শুরু করেন। স্বল্প সময়ের ব্যবধানে চাকরি ইস্তফা দিয়ে আইটি ব্যবসা শুরু করেন।

উদ্ভাবনী সমাধানের মাধ্যমে, সমাজের ইতিবাচক পরিবর্তন ঘটাতে উৎসাহী ব্যবসায়িক উদ্যোক্ত।সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য সামাজিক দায়বদ্ধতার সাথে ব্যাবসায়িক দক্ষতাকে একত্রিত করে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অফিস সহকারী নিয়োগ দেওয়া হবে। deshify.com একটি ই-কমার্স প্রতিষ্ঠান এর জন্য। চাকরির দায়িত্ব: অফিস খোলা এবং বন্ধ নিশ্চিত ক...
11/02/2025

অফিস সহকারী নিয়োগ দেওয়া হবে। deshify.com একটি ই-কমার্স প্রতিষ্ঠান এর জন্য।

চাকরির দায়িত্ব:
অফিস খোলা এবং বন্ধ নিশ্চিত করা।
অফিসের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করা।
গ্রাহক, কর্মচারী এবং অতিথিদের আপ্যায়ণ করা।
কুরিয়ার থেকে প্রাপ্ত পণ্য বা নথি।
কুরিয়ার দ্বারা প্রেরিত পণ্য বা নথি।
অফিস এবং পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা।
প্রশাসন প্রধানের নির্দেশ অনুসারে সমস্ত কাজ করা।
কোম্পানি কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত কাজ করা।
ডাটা এন্ট্রি (এমএস. ওয়ার্ড, এক্সেল), ইনভয়েস প্রিন্ট করা।
অফিসের দৈনন্দিন কার্যক্রমে সহায়তা করা।
অফিসের বিভিন্ন প্রয়োজনীয় কাজে বাইক ব্যবহার করে বহিরাগত কাজ সম্পন্ন করা।
মেইল, ডকুমেন্ট ও পণ্য পরিবহন করা।

যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান।
কমপক্ষে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার ।
সময়নিষ্ঠ, দায়িত্বশীল ও কর্মঠ হতে হবে ।

বেতন ও অন্যান্য সুবিধা:
বেতন ১০০০০ থেকে ১২০০০ টাকা / আলোচনা সাপেক্ষে।
সন্ধ্যার নাস্তা ও মোবাইল বিল।
পারফরম্যান্স অনুযায়ী বোনাস সুবিধা।

কর্মস্থল:৭৮৯ পশ্চিম কাজী পাড়া, মিরপুর ঢাকা।
আবেদনের শেষ তারিখ: 28-02-2025

আবেদন পদ্ধতি:
অফিস :
সলফা ফার্নিশার্স
৭৮৯ পশ্চিম কাজী পাড়া, মিরপুর ঢাকা।
আপনি যদি এই পদের জন্য আগ্রহী হন, তাহলে নিম্নলিখিত ঠিকানায় ইমেইল অথবা হোয়াটসঅ্যাপে সিভি প্রদান করুন।
ই-মেইল: [email protected]
হোয়াটসঅ্যাপ: 01675144244
☎️ যে কোনো প্রয়োজনে সরাসরি কল করুন- : 01748870651

পিকআপ ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি !! সলফা ফার্নিশার্স এর জন্য পিকআপ ড্রাইভার নিয়োগ দেওয়া হবে। যারা অভিজ্ঞ ও দক্ষ ড্রাইভার, ...
08/02/2025

পিকআপ ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি !! সলফা ফার্নিশার্স এর জন্য পিকআপ ড্রাইভার নিয়োগ দেওয়া হবে। যারা অভিজ্ঞ ও দক্ষ ড্রাইভার, তারা আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা: হাই স্কুল /এসএসসি পাস
অভিজ্ঞতা: ৫-১০ বছর
ড্রাইভিং লাইসেন্স: বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক
কোম্পানিতে PICKUP ড্রাইভার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রঅধিকের দেওয়া হবে

বেতন ও অন্যান্য সুবিধা:
বেতন: ১৮,০০০ - ২০,০০০ টাকা
দৈনিক ভাতা: ১০০ টাকা
ওভারটাইম: ৫০ টাকা প্রতি ঘণ্টা
ছুটি: সপ্তাহে ০১ দিন ।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী।

চাকরির দায়িত্ব:
প্রতি দিন কাজের সময় ১২ ঘন্টা।
গাড়ির ধরণ: TATA ACE EX2-1.5 TON
গাড়ী চালানোর পাশাপাশি মালামাল লোডিং ও আনলোডিং এর কাজে সহযোগিতা করতে হবে।
নিজ দায়িত্বে গাড়ীতে মালামাল সাজিয়ে নিতে হবে।
গাড়ী চালানোর সময় সর্বদা সতর্কতা ও নিরাপত্তা বজায় রাখেতে হবে।
গাড়ী ও গাড়ীতে লোডিংকৃত মালামাল সবসময় নিরাপদে রাখতে হবে।

কর্মস্থল:৭৮৯ পশ্চিম কাজী পাড়া, মিরপুর ঢাকা।
আবেদনের শেষ তারিখ: 28-02-2025

আবেদন পদ্ধতি:
অফিস :
সলফা ফার্নিশার্স
৭৮৯ পশ্চিম কাজী পাড়া, মিরপুর ঢাকা।
আপনি যদি এই পদের জন্য আগ্রহী হন, তাহলে নিম্নলিখিত ঠিকানায় ইমেইল অথবা হোয়াটসঅ্যাপে সিভি প্রদান করুন।
ই-মেইল: [email protected]
হোয়াটসঅ্যাপ: 01675144244
☎️ যে কোনো প্রয়োজনে সরাসরি কল করুন- : 01712730507

We are seeking a Call Center Executive for an Online Shop. Company: Dhaka Hybrid. Location: Nikunja-1, Road-03, House:43...
05/02/2025

We are seeking a Call Center Executive for an Online Shop. Company: Dhaka Hybrid. Location: Nikunja-1, Road-03, House:43

Position Overview:
Dhaka Hybrid is seeking a highly motivated Call Center Executive to join our dynamic team. The ideal candidate will handle customer queries, process orders, and ensure excellent customer service while maintaining professionalism.

Key Responsibilities:
✔ Effectively listen to and understand customer queries.
✔ Receive calls from customers and assist with order placements.
✔ Provide appropriate solutions in accordance with company policies.
✔ Process and manage customer orders efficiently.
✔ Maintain proper records of customer interactions and order details.
✔ Oversee office reception and ensure a professional work environment.
✔ Manage emails and respond to customer inquiries promptly.

Requirements:
📌 Education: Minimum HSC passed or currently enrolled in an undergraduate program at a recognized university.
📌 Experience: Candidates with prior experience in call centers or e-commerce customer support will be given preference.

Additional Skills & Competencies:
✔ Proficiency in Microsoft Office (Word, Excel, Outlook).
✔ Strong communication skills with a professional and customer-friendly attitude.
✔ Ability to work under pressure and handle challenging
situations with patience.
✔ Self-motivated, energetic, and capable of multitasking.
✔ A smart and presentable appearance with a positive demeanor.
✔ Ability to work well within a team and maintain good workplace relationships.

Compensation & Benefits:
💰 Salary: BDT 15,000 - 20,000 (Based on experience and skills). 🎁

Additional Benefits:
● Two yearly bonuses.
● Personal leave facilities.
● Evening snacks provided.
● Commission-based incentives.
● Other benefits as per company policy.

📌 Priority will be given to candidates who:
✔ Have at least one year of experience in e-commerce or customer service.
✔ Reside in or near Nikunjo / Bashundora / uttara for easy commuting. ✔ Are proficient in Microsoft Office applications.
Interested candidates are encouraged to apply:

Drop your resume to [email protected] Or WhatsApp – 01329641745

📍 Office Address:
Dhaka Hybrid
Nikunja-1, Road: 03, House: 43
Google Map- https://maps.app.goo.gl/BBxgj4rfetabc9rH9

নিয়োগ বিজ্ঞপ্তি !!   নিয়োগ বিজ্ঞপ্তি !!পদের নাম: অফিস সহকারীপ্রতিষ্ঠান: deshify.com একটি ই-কমার্স প্রতিষ্ঠান।চাকরির দা...
30/01/2025

নিয়োগ বিজ্ঞপ্তি !! নিয়োগ বিজ্ঞপ্তি !!
পদের নাম: অফিস সহকারী
প্রতিষ্ঠান: deshify.com একটি ই-কমার্স প্রতিষ্ঠান।

চাকরির দায়িত্ব:
* অফিস খোলা এবং বন্ধ নিশ্চিত করা।
* অফিসের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করা।
* গ্রাহক, কর্মচারী এবং অতিথিদের আপ্যায়ণ করা।
* কুরিয়ার থেকে প্রাপ্ত পণ্য বা নথি।
* কুরিয়ার দ্বারা প্রেরিত পণ্য বা নথি।
* অফিস এবং পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা।
* প্রশাসন প্রধানের নির্দেশ অনুসারে সমস্ত কাজ করা।
* কোম্পানি কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত কাজ করা।
* ডাটা এন্ট্রি (এমএস. ওয়ার্ড, এক্সেল), ইনভয়েস প্রিন্ট করা।
* অফিসের দৈনন্দিন কার্যক্রমে সহায়তা করা।
* অফিসের বিভিন্ন প্রয়োজনীয় কাজে বাইক ব্যবহার করে বহিরাগত কাজ সম্পন্ন করা।
* মেইল, ডকুমেন্ট ও পণ্য পরিবহন করা।

যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান।
বাইক চালানোর দক্ষতা আবশ্যক।
কমপক্ষে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার ।
সময়নিষ্ঠ, দায়িত্বশীল ও কর্মঠ হতে হবে ।

বেতন ও অন্যান্য সুবিধা:
* বেতন ১০০০০ থেকে ১২০০০ টাকা /আলোচনা সাপেক্ষে।
* দুটি বোনাস, ব্যক্তিগত ছুটি, নাস্তা ,কোম্পানির নীতি অনুযায়ী কমিশন এবং অন্যান্য সুবিধা।

কর্মস্থল : সলফা হাউজ,কুমুল্লী নামদার বাজার, করটিয়া, টাঙ্গাইল সদর ।
আবেদনের শেষ তারিখ: 28-02-2025

আবেদন পদ্ধতি:
অফিস :
সলফা ফার্নিশার্স
৭৮৯ পশ্চিম কাজী পাড়া, মিরপুর ঢাকা।
আপনি যদি এই পদের জন্য আগ্রহী হন, তাহলে নিম্নলিখিত ঠিকানায় ইমেইল অথবা হোয়াটসঅ্যাপে সিভি প্রদান করুন।
ই-মেইল: [email protected]
হোয়াটসঅ্যাপ: 01675144244
☎️ যে কোনো প্রয়োজনে সরাসরি কল করুন- : 01748870651

We are seeking a highly creative and skilled Motion Graphics & Illustration Designer to join our team. If you have a pas...
22/01/2025

We are seeking a highly creative and skilled Motion Graphics & Illustration Designer to join our team. If you have a passion for storytelling through animation and illustration, and thrive in a collaborative environment, we want to hear from you!
You will be responsible for creating visually stunning motion graphics and custom illustrations that align with our brand’s vision and help communicate our message across various platforms.

Responsibilities:
• Design and produce high-quality motion graphics for videos, ads, and digital campaigns.
• Create custom illustrations for branding, social media, and marketing materials.
• Collaborate with marketing and creative teams to conceptualize and execute projects.
• Develop storyboards and visual concepts for animations and illustrations.
• Ensure all designs align with brand guidelines and project objectives.
• Edit and refine motion graphics and illustrations based on feedback.
• Stay updated on industry trends, tools, and techniques to continuously improve the creative output.

Requirements:
Technical Skills:
• Proficiency in motion graphics software: Adobe After Effects, Premiere Pro, and Cinema 4D or Blender.
• Expertise in digital illustration tools: Adobe Illustrator, Photoshop, or Procreate.
• Strong understanding of animation principles (e.g., easing, timing, keyframes).
• Knowledge of sound synchronization and video editing is a plus.
Creative Skills:
• Excellent illustration skills with a strong grasp of color theory, composition, and typography.
• Ability to create diverse styles of illustrations (minimalist, realistic, cartoon, etc.).
• Experience with storytelling and creating storyboards.
Soft Skills:
• Excellent communication and collaboration skills.
• Ability to meet tight deadlines and manage multiple projects simultaneously.
• Open to feedback and iterative design processes.

Preferred Qualifications:
• 3+ years of professional experience in motion graphics and illustration design.
• A strong portfolio showcasing motion graphics projects and custom illustrations.
• Experience working with eCommerce or digital marketing campaigns is a plus.

What We Offer:
• Competitive salary based on experience.
• Flexible work environment (remote or hybrid, depending on location).
• Opportunity to work with a creative and dynamic team.
• Room for growth and learning new skills.

How to Apply:
Solfa Technologies
789 West Kazipara Mirpur Dhaka-1216
Please submit the following to:
[email protected]
WhatsApp- 01675-144244
1. Mention “Your Next Creative Asset: Motion Graphics & Illustration Designer” in subject line.
2. Attach Your resume/CV properly.
3. A link to your portfolio showcasing relevant motion graphics and illustration work.
4. A brief cover letter explaining why you’re a good fit for this role.

📢 নিয়োগ সম্পন্নের নোটিশ  ২০/১/২৫ প্রিয় সকল,আমাদের পূর্ববর্তী কল সেন্টার এক্সিকিউটিভ নিয়োগ বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে প্রচু...
21/01/2025

📢 নিয়োগ সম্পন্নের নোটিশ ২০/১/২৫

প্রিয় সকল,
আমাদের পূর্ববর্তী কল সেন্টার এক্সিকিউটিভ নিয়োগ বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে প্রচুর আগ্রহ ও আবেদন পেয়েছি। আপনাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের প্রতি এতটা আগ্রহ দেখানোর জন্য।

আমাদের প্রয়োজনীয়তার ভিত্তিতে আমরা ইতোমধ্যে যোগ্য প্রার্থী নির্বাচন সম্পন্ন করেছি।
যারা এইবার সুযোগ পাননি, ভবিষ্যতে আমাদের অন্যান্য নিয়োগ বিজ্ঞাপনের জন্য অপেক্ষা করুন এবং আমাদের সাথে থাকুন।

আপনাদের আগ্রহ ও সমর্থনের জন্য আবারও ধন্যবাদ।

শুভকামনায়,
সলফা ইন্টারন্যাশনাল

নিয়োগ বিজ্ঞপ্তি !  নিয়োগ বিজ্ঞপ্তি !নিজ জেলায় ফ্রিল্যান্স মার্কেটিং এক্সেকিউটিভ নিয়োগ দেয়া হবে। শূন্যপদ: প্রতি জেলায় ১ ...
18/01/2025

নিয়োগ বিজ্ঞপ্তি ! নিয়োগ বিজ্ঞপ্তি !
নিজ জেলায় ফ্রিল্যান্স মার্কেটিং এক্সেকিউটিভ নিয়োগ দেয়া হবে।
শূন্যপদ: প্রতি জেলায় ১ জন করে।

আমরা বাংলাদেশে প্রত্যেকটি জেলায় মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দিতে যাচ্ছি। এই পদের জন্য যারা শিক্ষার্থী, তারাও পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করতে পারবেন। এটি আপনার ক্যারিয়ার এবং দক্ষতা উন্নত করার চমৎকার একটি সুযোগ।

পদের নাম:
মার্কেটিং এক্সিকিউটিভ (পার্ট টাইম / ফ্রিল্যান্সিং ভিত্তিতে)
যোগ্যতা:
ন্যূনতম এইচএসসি পাশ।
যোগাযোগ দক্ষতা ও মার্কেটিংয়ের প্রতি আগ্রহ।
নিজ জেলায় কাজ করার ইচ্ছা।
শিক্ষার্থী আবেদন করতে পারবে।

অন্যান্য যোগ্যতা :
অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবে।
স্ব-প্রণোদিত, পরিশ্রমী, গতিশীল এবং উদ্যমী হতে হবে।
অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
কম্পিউটার ব্যবহারে পারদর্শিতা ।
সর্বদা একটি পেশাদার আচরণের মনোভাব রাখা।
কঠিন এবং চ্যালেঞ্জিং পরিস্থিতি ম্যানেজ করার দক্ষতা থাকতে হবে।
নিজের পার্সোনাল মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

কাজের ধরন:
ফ্রিল্যান্সিং ভিত্তিতে ফার্নিচার বিক্রয়ের জন্য মার্কেটিং কার্যক্রম পরিচালনা।
স্থানীয় বাজারে সলফা ফার্নিশার্স এর ব্র্যান্ড প্রচার।
সম্ভাব্য ক্রেতাদের সাথে যোগাযোগ করা ও তাদের আকর্ষণ করা।
প্রতিদিন /সাপ্তাহিক ও মাসিক কাজের রিপোর্ট করা।
কর্মস্থল : নিজ উপজেলা ও জেলা।
বেতন সীমা: বেসিক বেতন ও বিক্রয় টার্গেট পূর্ণ হওয়ার পর কমিশন স্কেল অনুযায়ী বেতন ও অন্যান সুবিধা।

সুবিধাসমূহ:
প্রতিটি সফল বিক্রয়ের উপর কমিশন।
সুবিধা জনক সময়ে কাজের সুযোগ।
অভিজ্ঞতা সনদ প্রদান।
দক্ষতার ভিত্তিতে আরও বড় পদে উন্নীত হওয়ার সুযোগ।

আবেদন পদ্ধতি:
অফিস :
সলফা ফার্নিশার্স
৭৮৯ পশ্চিম কাজী পাড়া, মিরপুর ঢাকা।
আপনি যদি এই পদের জন্য আগ্রহী হন, তাহলে নিম্নলিখিত ঠিকানায় ইমেইল অথবা হোয়াটসঅ্যাপে সিভি প্রদান করুন।
ই-মেইল: [email protected]
হোয়াটসঅ্যাপ: 01675144244

✅ মানবিক হোন, অবলা প্রাণীর পাশে দাঁড়ান!আমাদের আশেপাশে প্রায়ই দেখা যায় গায়ে ঘা-ওয়ালা অসুস্থ কুকুর। মাত্র ৫০ টাকার একটি ঔষ...
13/01/2025

✅ মানবিক হোন, অবলা প্রাণীর পাশে দাঁড়ান!
আমাদের আশেপাশে প্রায়ই দেখা যায় গায়ে ঘা-ওয়ালা অসুস্থ কুকুর। মাত্র ৫০ টাকার একটি ঔষধের অভাবে এরা ধীরে ধীরে ধুঁকে ধুঁকে মারা যায়। এদের কথা বলারও কোনো ক্ষমতা নেই। আমরা যদি একটু সচেতন হই, তাহলে এ প্রাণীগুলোর জীবন বাঁচানো সম্ভব।

💊 আপনার একটি ছোট পদক্ষেপে বড় পরিবর্তন আসতে পারে:
ফার্মেসি থেকে ‘NEOMEC’ বা ‘Ivermectin’ গ্রুপের কোনো ঔষধ কিনুন। এটি মিষ্টি, রুটি বা অন্য যে কোনো খাবারের সাথে মিশিয়ে কুকুরটিকে খাওয়ান।

➡️ ফলাফল: কয়েক দিনের মধ্যেই কুকুরটি সুস্থ হয়ে উঠবে।

🌟 কেন করবেন?
* একটি সিগারেটের জন্য টাকা নষ্ট না করে সেই অর্থ একটি প্রাণীকে সুস্থ করতে ব্যয় করুন।
* এটি শুধু কুকুরটির জন্য নয়, আপনার জন্যও আত্মতৃপ্তি আনবে।
* মানবিকতা আর সচেতনতার মাধ্যমে সমাজকে আরও সুন্দর করে তুলুন।

⚠️ গুরুত্বপূর্ণ:
* ঔষধের গায়ে থাকা নির্দেশিকা দেখে সঠিক নিয়ম মেনে কাজ করুন।
* কোনো প্রয়োজনে অভিজ্ঞ কারও সাথে পরামর্শ করুন।

🙏 আপনার মানবিক কাজের গল্প ছড়িয়ে দিন!
➡️ এই পোস্টটি শেয়ার করুন এবং আরও মানুষকে উদ্বুদ্ধ করুন এই দায়িত্ব নিতে।

💚 একসাথে বদলে দিই আমাদের আশপাশের দুনিয়া।কারো কোনো কুকুর কে সহযোগিতা করতে টাকা প্রয়োজন হলে কুকুর এর ছবিসহ বিকাশ / নগদ নম্বর দিয়ে ইনবক্স করুন।

হৃদয় বলেছিল- সব শেষ আর মনোবল বলেছিল তোমার গল্প এখানেই শেষ নয়।কিছু আঘাত হৃদয়কে কাঁচের মতো টুকরো টুকরো করে দেয় আর মনোব...
10/01/2025

হৃদয় বলেছিল- সব শেষ আর মনোবল বলেছিল তোমার গল্প এখানেই শেষ নয়।কিছু আঘাত হৃদয়কে কাঁচের মতো টুকরো টুকরো করে দেয় আর মনোবল কে করে তুলে ইস্পাত এর মতো কঠিন।

মনোবল হৃদয়ের চেয়ে বেশি শক্তিশালী।হৃদয় কেবল আমাদেরকে আবেগের মাধ্যমে চালিত করে আর মনোবল লক্ষ অর্জনের পথে টিকে থাকার সাহস দেয়।হৃদয় এটি আবেগের কেন্দ্রবিন্দু।হৃদয় দিয়ে সম্পর্ক তৈরি হয়, আর মনোবল দিয়ে লক্ষ্য অর্জন হয়।

যখন আবেগে হার মানতে ইচ্ছে করবে, তখন মনোবলের কথা মনে করো।মনোবলই তোমাকে তোমার স্বপ্নের পথে নিয়ে যাবে।তোমার হৃদয়কে মানবিক আর মনোবলকে অদম্য হতে দাও। কারণ জীবনের সাফল্য এই দুইয়ের মিশ্রণেই লুকিয়ে আছে।

সফলতার পথে এখনো আমি হেঁটে চলেছি।হয়তো পথ কঠিন,কিন্তু আমার মনোবল বলে তুমি পারবে! হৃদয় হয়তো এখনো ব্যথিত, কিন্তু মনোবল আমাকে থামতে দেয়নি।আমি শিখেছি, কষ্ট মানুষকে ভাঙতে পারে, কিন্তু চেষ্টা মানুষকে গড়ে তোলে।

ইয়াসির -১০/১/২৫

📢 অনলাইন শপের জন্য কন্ট্রাকচুয়াল গ্রাফিক্স ডিজাইনার খুঁজছি!আমরা আমাদের অনলাইন শপের জন্য একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার খু...
09/01/2025

📢 অনলাইন শপের জন্য কন্ট্রাকচুয়াল গ্রাফিক্স ডিজাইনার খুঁজছি!

আমরা আমাদের অনলাইন শপের জন্য একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার খুঁজছি, যিনি প্রতিদিন মাত্র ২ ঘণ্টা রিমোট কাজ করবেন।

আপনার কাজের ধরণ:
• পণ্য সম্পর্কিত ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করা।
• ফেসবুক, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা।
• প্রমোশনাল ব্যানার, প্রোডাক্ট প্যাকেজিং এবং বিজ্ঞাপনের জন্য ডিজাইন তৈরি করা।

আমাদের প্রত্যাশা:
• অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর-এ দক্ষতা।
• ক্রিয়েটিভ এবং ট্রেন্ডি ডিজাইন করার অভিজ্ঞতা।
• দ্রুত কাজ করার দক্ষতা এবং সময়মত ডেলিভারি দেওয়ার মানসিকতা।
• রিমোট কাজ করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং ইন্টারনেট সংযোগ।

আপনার জন্য সুযোগ:
• প্রতিদিন মাত্র ২ ঘণ্টা কাজ।
• ঘরে বসেই কাজ করার সুযোগ।
• প্রতি মাসে সম্মানজনক পারিশ্রমিক।

আবেদনের প্রক্রিয়া:
আপনার পোর্টফোলিও এবং অভিজ্ঞতার সংক্ষিপ্ত বিবরণ সহ facebook এ ইনবক্স করুন অথবা ইমেইল করুন : [email protected]

টাঙ্গাইলে ই-কমার্স পরিচালনার জন্য কল সেন্টার এক্সিকিউটিভ নিয়োগ দেওয়া হবে।শূন্যপদ: ০৬ফুল টাইম সকাল ৯ টা থেকে ৬ টা পর্যন্...
09/01/2025

টাঙ্গাইলে ই-কমার্স পরিচালনার জন্য কল সেন্টার এক্সিকিউটিভ নিয়োগ দেওয়া হবে।
শূন্যপদ: ০৬

ফুল টাইম সকাল ৯ টা থেকে ৬ টা পর্যন্ত।
পাট‘টাইম :
ডে শিফট - সকাল ৯ টা থেকে ২ টা পর্যন্ত।
ইভিনিং শিফট -দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।

কাজের বিবরণ/দায়িত্ব:
# গ্রাহকের অনুসন্ধান অনুযায়ী অর্ডার গ্রহণ করা ও সমস্যার সমাধান করা।
#ফোন কলের মাধ্যমে গ্রাহকের নিকট থেকে অর্ডার গ্রহণ করা।
# কোম্পানির পলিসি অনুযায়ী গ্রাহকদের সমস্যা সমাধান করা।
# অনলাইন অর্ডার প্রসেসিং করা।
# ফাইল এবং প্রতিটি ডিলিং ইস্যুর রেকর্ড বজায় রাখা।
#অভ্যর্থনা/অফিসের উপস্থিতি এবং ইউটিলিটি সংক্রান্ত সমস্ত বিষয় পরিচালনা করা।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস/অনার্স যেকোনো বেসরকারি/সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবেদন করতে পারবে।

অন্যান্য যোগ্যতা :
* অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবে।
* সকল সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে।
স্ব-প্রণোদিত, পরিশ্রমী, গতিশীল এবং উদ্যমী হতে হবে।
অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
* কম্পিউটার ব্যবহারে পারদর্শিতা অবশ্যই থাকতে হবে।
* ই-মেইল গ্রহণ এবং প্রদান করা।
• রাগান্বিত ক্লায়েন্টদের সাথে শান্ত মেজাজে ডিল করার দক্ষতা।
* সর্বদা একটি পেশাদার আচরণের মনোভাব রাখা।
•কঠিন এবং চ্যালেঞ্জিং পরিস্থিতি ম্যানেজ করার দক্ষতা থাকতে হবে।

কর্মস্থল : কুমুল্লী নামদার বাজার, করটিয়া টাঙ্গাইল সদর ।
বেতন সীমা: ১২০০০ থেকে ১৬০০০ টাকা।
অন্যান্য সুবিধা: দুটি বোনাস, ব্যক্তিগত ছুটি, নাস্তা ,কোম্পানির নীতি অনুযায়ী কমিশন এবং অন্যান্য সুবিধা।

যোগাযোগের বিবরণ: আগ্রহী প্রার্থীগণ নিম্নলিখিত ইমেইল এ অথবা হোয়াটসঅ্যাপে সিভি প্রদান করুন।
ই-মেইল: [email protected]
হোয়াটসঅ্যাপে: 01675144244

ড. মোহাম্মদ ইউনুস, যিনি ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হয়েছিলেন, "সোশ্যাল বিজনেস" বা সামাজিক ব্যবসার ধারণাটি প্...
11/08/2024

ড. মোহাম্মদ ইউনুস, যিনি ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হয়েছিলেন, "সোশ্যাল বিজনেস" বা সামাজিক ব্যবসার ধারণাটি প্রবর্তন করেন। এটি একটি অনন্য ব্যবসায়িক মডেল যা মুনাফা অর্জনের পরিবর্তে সামাজিক সমস্যার সমাধানকেই মূল লক্ষ্য হিসাবে ধারণ করে।

সোশ্যাল বিজনেসের মূল বৈশিষ্ট্যসমূহ:

সামাজিক লক্ষ্য:সামাজিক ব্যবসার মূল লক্ষ্য হচ্ছে সামাজিক সমস্যার সমাধান করা, যেমন দারিদ্র্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবেশগত স্থিতিশীলতা ইত্যাদি। এটি লাভের পরিবর্তে মানুষের কল্যাণে কাজ করার উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়।

স্বয়ংসম্পূর্ণতা:সোশ্যাল ব্যবসায় কোনো ধরণের দান বা চ্যারিটির উপর নির্ভর করে না। বরং এটি এমনভাবে পরিচালিত হয় যে ব্যবসাটি নিজেই নিজের ব্যয়ভার বহন করতে পারে এবং সামাজিক সমস্যাগুলোর সমাধানেও অবদান রাখতে পারে।

লাভ পুনঃবিনিয়োগ:সোশ্যাল ব্যবসার মাধ্যমে অর্জিত মুনাফা মালিকের পকেটে নয়, বরং সেই মুনাফা পুনরায় ব্যবসায় পুনঃবিনিয়োগ করা হয়। এটির মাধ্যমে আরও বেশি সামাজিক প্রভাব সৃষ্টি করা যায়।

ব্যক্তিগত লাভ নয়: এই ধরনের ব্যবসার মালিকরা ব্যক্তিগতভাবে কোনো মুনাফা গ্রহণ করেন না। এর ফলে ব্যবসাটি সমাজের উন্নতির জন্য সম্পূর্ণভাবে নিবেদিত থাকে।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সহায়তা: সোশ্যাল বিজনেসের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এটি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নতির জন্য কাজ করে। এটি তাদের আর্থিক সেবা, শিক্ষা বা স্বাস্থ্যসেবা প্রদান করে।

"ড. মোহাম্মদ ইউনুসের সোশ্যাল বিজনেস মডেল একটি অনন্য উদাহরণ, যা প্রমাণ করেছে যে ব্যবসা শুধুমাত্র লাভের জন্য নয়, বরং সমাজের উন্নতির জন্যও পরিচালিত হতে পারে। এই মডেলটি আমাদেরকে শেখায় কিভাবে ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে বৃহত্তর সামাজিক সমস্যা সমাধান করা যায়। সোশ্যাল বিজনেস শুধু একটি ব্যবসার ধারা নয়, এটি একটি দৃষ্টিভঙ্গি—একটি নতুন পৃথিবী গড়ার প্রত্যয়।

আহা !! ইসলাম কত শান্তির ধর্ম। আমরা আল্লাহতালার প্রতি গভীর ভয়, শ্রদ্ধা, এবং ভালোবাসা নিয়ে জীবন যাপন করি। এই ভয় ও ভালোব...
10/08/2024

আহা !! ইসলাম কত শান্তির ধর্ম। আমরা আল্লাহতালার প্রতি গভীর ভয়, শ্রদ্ধা, এবং ভালোবাসা নিয়ে জীবন যাপন করি। এই ভয় ও ভালোবাসার জন্য কোন প্রতিকৃতি বা মূর্তির প্রয়োজন নেই, এবং ইসলামে তা নিষিদ্ধ।

একজন মহান নেতার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা হৃদয়ের গভীর থেকে আসে, এবং তার জন্যও কোন প্রতিকৃতি বা মূর্তি দরকার নেই। কিছু মানুষ হয়তো এই শ্রদ্ধা ও ভালোবাসাকে অতিরঞ্জিত করতে চান, কিন্তু তা করে কি আমরা সত্যিই তার সম্মান ধরে রাখতে পারি?

আসুন, আমরা আমাদের ধর্মের মূলনীতিকে মেনে চলি এবং প্রকৃত শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করি আমাদের কাজের মাধ্যমে, প্রতিকৃতি বা মূর্তির মাধ্যমে নয়।

10/08/2024

নাগরিক চেতনা ও দর্শন: গণতান্ত্রিক সমাজের মূলভিত্তি।

একটি গণতান্ত্রিক দেশের ভিত্তি তখনই মজবুত হয়, যখন তার নাগরিকরা সঠিক চেতনা ও দর্শনে উদ্বুদ্ধ হয়। গণতন্ত্রের মূল ধারণা হলো, জনগণের দ্বারা, জনগণের জন্য, এবং জনগণের মধ্যে সরকার প্রতিষ্ঠা করা। কিন্তু এই লক্ষ্য শুধুমাত্র তখনই সফল হতে পারে, যখন দেশের প্রতিটি নাগরিকের মধ্যে স্বাধীনতা, সমতা, ন্যায়বিচার, এবং সামাজিক দায়িত্বের মূল্যবোধ সুপ্রতিষ্ঠিত হয়।

নাগরিকদের প্রথমে তাদের অধিকার ও স্বাধীনতা সম্পর্কে সচেতন হতে হবে। ব্যক্তিগত স্বাধীনতা যেমন মত প্রকাশের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, এবং জীবনযাপনের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। তবে এই স্বাধীনতা কখনই অন্যের অধিকার ক্ষুণ্ণ করতে পারে না। আইন মেনে চলা এবং অন্যের অধিকার রক্ষা করা নাগরিকদের একটি মৌলিক দায়িত্ব।

সমতা ও ন্যায়বিচারের প্রতি প্রতিশ্রুতি থাকা প্রতিটি নাগরিকের কর্তব্য। সমাজে সকল মানুষকে সমান চোখে দেখা এবং জাতি, ধর্ম, লিঙ্গ বা সামাজিক অবস্থার ভিত্তিতে বৈষম্য না করা একটি সুস্থ সমাজের লক্ষণ। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য নাগরিকদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো প্রয়োজন এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখা অত্যাবশ্যক।

একটি গণতান্ত্রিক সমাজের প্রতি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য অপরিসীম। নিয়মিত ভোটাধিকার প্রয়োগ, কর প্রদান, আইন মেনে চলা এবং সমাজের সমস্যা সমাধানে অংশগ্রহণ একটি সক্রিয় নাগরিকের লক্ষণ। স্থানীয় সম্প্রদায়ের উন্নয়নে সহযোগিতা করা এবং দুর্বলদের পাশে দাঁড়ানোও একটি আদর্শ নাগরিকের বৈশিষ্ট্য।

মত পার্থক্যের প্রতি সহিষ্ণুতা এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ গণতন্ত্রের জন্য অপরিহার্য। গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকতে পারে, কিন্তু সেই মত পার্থক্যগুলোকে সমঝোতার মাধ্যমে সমাধান করা উচিত। সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমস্যা সমাধান করার মানসিকতা নাগরিকদের মধ্যে থাকা প্রয়োজন।

নাগরিকদের অবশ্যই সমাজের চলমান বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকা উচিত। সরকারের কর্মকাণ্ড এবং নীতির প্রতি নজর রাখা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সমালোচনামূলক মনোভাব পোষণ করা গণতন্ত্রের সফলতার জন্য জরুরি। এছাড়া, নাগরিকদের মধ্যে একটি সুস্থ, শিক্ষিত এবং সচেতন সমাজ গড়ে তোলার চেতনা থাকতে হবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করবে।

দেশপ্রেম গণতন্ত্রের অন্যতম শক্তি। কিন্তু এই দেশপ্রেম কখনই কট্টর জাতীয়তাবাদে পরিণত হওয়া উচিত নয়। দেশপ্রেমের সঙ্গে মানবতা ও আন্তঃজাতিকতার প্রতি শ্রদ্ধা থাকতে হবে, যা দেশের মর্যাদা ও শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তি গড়ে তোলে।

একটি গণতান্ত্রিক সমাজে নাগরিকদের চেতনা ও দর্শন যদি এইসব মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে ওঠে, তবে সেই সমাজ শুধু একটি শক্তিশালী গণতন্ত্র হিসেবেই প্রতিষ্ঠিত হবে না, বরং একটি মানবিক ও সহিষ্ণু সমাজ হিসেবেও গড়ে উঠবে।

আমাদের প্রত্যেকেরই উচিত এই চেতনাকে নিজেদের মধ্যে ধারণ করা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর, ও ন্যায়বিচারপূর্ণ সমাজ গড়ে তোলা। গণতন্ত্রের মূলে রয়েছে নাগরিকদের চেতনা ও দায়িত্ববোধ, আর তা যদি সঠিকভাবে পালন করা যায়, তাহলে আমাদের সমাজে একটি ন্যায়বিচারপূর্ণ এবং শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

একদল কুকুর সেই ফুটপাতেই খাবার খাচ্ছে, যেখানে আমরা প্রতিদিন হাঁটি। হয়তো তারা অভুক্ত, হয়তো তারা দিনের পর দিন এই খাবারের জন...
09/08/2024

একদল কুকুর সেই ফুটপাতেই খাবার খাচ্ছে, যেখানে আমরা প্রতিদিন হাঁটি। হয়তো তারা অভুক্ত, হয়তো তারা দিনের পর দিন এই খাবারের জন্য অপেক্ষা করেছে।

হয়তো সামান্য খাবারের টুকরো তাদের জন্য অনেক বড় কিছু। ফুটপাত আমাদের কাছে চলার পথ, কিন্তু কুকুরগুলোর কাছে সেটা বেঁচে থাকার একমাত্র স্থান।

কুকুরগুলো আমাদের মতোই এই শহরের বাসিন্দা, অথচ তাদের জীবন সংগ্রাম আমাদের চেয়ে অনেক কঠিন। খাবার খোঁজার জন্য তারা দিনের পর দিন রাস্তায় কাটায়, প্রতিটি ক্ষুদ্র খাবারের টুকরো যেন তাদের বেঁচে থাকার জন্য মহামূল্যবান।

ইয়াসির- ৯/৮/২৪ ইং

বাঘের লেজ দিয়ে কান চুলকিয়েছি,  সাহসিকতার নাচনে মুগ্ধ হয়েছি।  বনের রাজা ছিল সঙ্গী আমার,  অজানার পথে চলেছি নির্ভয়ে বার...
01/08/2024

বাঘের লেজ দিয়ে কান চুলকিয়েছি,
সাহসিকতার নাচনে মুগ্ধ হয়েছি।
বনের রাজা ছিল সঙ্গী আমার,
অজানার পথে চলেছি নির্ভয়ে বারবার।

হাঙ্গরের সাথে সাঁতার কেটেছি,
অতল জলের গভীরে ডুব দিয়েছি।
তাদের চোখে ছিল রহস্যের আভাস,
সেই পথে আমার ছিল অবিরাম আগ্রহ।

হাজার ফুট উচ্চতায় চীলের মত উড়েছি,
বাতাসের স্রোতে ডানা মেলে ছুটেছি।
নীল আকাশে ছিল মুক্তির ডাক,
সীমাহীন স্বপ্নের মতো উড়ে চলেছি আমি।

পাহাড়ে উদিত সূর্যের প্রথম কিরণ,
গর্জনের মত যার শান্তির আহ্বান।
সমুদ্রের বুকে অস্তমিত সূর্যের রঙ,
সেই সুরভিত মায়া ছেড়ে নিঃসঙ্গ আমি।

প্রকৃতির সাথে এই মধুর সম্পর্ক,
অনুভূতির কাব্য, হৃদয়ের স্পন্দন।
জীবনের রঙে রঙিন হয়েছি আমি,
প্রকৃতির কোলেই খুঁজে চলেছি জীবনের সীমান্ত।

ইয়াসির-৩১/০৭/২৪

Address

Tangail

Telephone

+8801675144244

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Yeasir Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad Yeasir Hasan:

Share