Rojoni Islam happy

Rojoni Islam happy Rojoni islam happy is an official page.Various educational topics will be uploaded on this.

21/05/2024

আমার বাবাও ঠিক এমনটাই করতো।বলতো বিয়ে হলো তো স্বামীর ঘরেই চলে যাবে,যতদিন আমাদের সাথে আছে ওর যেন কোনো কষ্ট না হয়।আমাদের সমাজে ছেলে - মেয়ের মধ্যে যে বৈষম্য তার চোখে কোনোদিন দেখি নি,বরং দেখেছি নিজে আত্মত্যাগ করে মেয়েদেরকে খাওয়াতে।❤️তোমার মতো যত্ন, ভালোবাসা আর কোথাও পাই না বাবা।মিস ইউ😭

12/10/2023

ভালোবাসার সম্পর্ক গুলো হয় পাখির মতোন! শক্ত করে ধরে রাখার মতো না, ধরে রাখলে মরে যাবে।

আবার, অবহেলায় বা আলগা করে ধরলে উড়ে যায় অজানায়। শুধু ভালোবাসা আর মায়ায় ধরে রাখা সম্ভব।

খুব সহজ না, আবার খুব কঠিনও না। সম্পর্ক নিঃশ্বাসের আলোকে এক মায়ার বাঁধন ....🦋

23/09/2023

বিশাল স্যাক্রিফাইস নিয়ে যার কাছে যাবেন সেই আপনাকে মূল্যহীন ভেবে Taken for Granted বানিয়ে ফেলবে।
অপাত্রে সোনা কয়লারও মূল্য পায় না।

14/09/2023

যা সবার, তা আমার নয়
যা আমার, তা 'কারো নয়।

10/09/2023

যার মধ্যে মনুষ্যত্ব নেই, সে কখনো সম্মানের যোগ্য হতে পারে না।

06/09/2023

কারেন্ট হলো বাংলা সাহিত্যের রহস্যময়ী নায়িকা চরিত্র। যতোবার না দেখা দেয় তারচেয়ে বেশি চলে যায়

🤔🤔🤔
04/09/2023

🤔🤔🤔

03/09/2023

সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হয় কারণ সময় থাকতে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারলে কারো কাছেই নিজের সঠিক মূল্যায়নটা পাওয়া যায় না।

৫১ বছর ধরে প্রেমিকার ছবি বুকপকেটে নিয়ে বেঁচে আছেন একজন বীর মুক্তিযোদ্ধা। নাম তানেসউদ্দিন। প্রেমিকার নাম জোহরা।এক ইন্টারভ...
02/09/2023

৫১ বছর ধরে প্রেমিকার ছবি বুকপকেটে নিয়ে বেঁচে আছেন একজন বীর মুক্তিযোদ্ধা। নাম তানেসউদ্দিন। প্রেমিকার নাম জোহরা।

এক ইন্টারভিউতে বিয়ে কেন করেননি? প্রসঙ্গে তানেসউদ্দিন বলেছিলেন, ‘আমি এখনও স্বপ্নে জোহরাকে দেখি। জোহরার মতো সুন্দর কখনোই কাউকে লাগেনি।’

তানেসউদ্দিন আর জোহরার প্রেমের শুরু ১৯৬৪ সালে। তানেসউদ্দিন তখন ক্লাস টেনে পড়েন। আর জোহরা ক্লাস এইটে। কিশোর মনের চঞ্চলতা, ভীরুতা নিয়েই হয়েছিল প্রেমের শুরু।

জোহরার সঙ্গে দেখা করার জন্য প্রায়ই সন্ধ্যায় তানেসউদ্দিনকে মেঘনা নদী পার হতে হতো নৌকায় করে। দেখা করে আবার নৌকায়ই ফিরতেন তিনি। একদিন তাঁদের সন্ধ্যায় দেখা হওয়ার কথা। আগে থেকেই জোহরাকে খবর দেওয়া হয়ে গেছে। সন্ধ্যায় মেঘনা নদীর ওপারে জোহরা অপেক্ষা করছিলেন। এদিকে পারাপারের জন্য নেই কোনো নৌকা। কীভাবে ওপারে যাবেন তানেসউদ্দিন?

উপায় না পেয়ে সাঁতরে মেঘনা পার হয়েছিলেন তিনি। ওপারে উঠে জোহরার সঙ্গে দেখা করেন তিনি। সেই রাতে উত্তাল জোয়ারের মধ্যে সাচ্চা প্রেমিকের মতো ছুটে গিয়েছিলেন তিনি। এমন পাগলামীর জন্য জোহরার বকাও খেয়েছিলেন। তাতে কী? সম্পর্কের গভীরতাটুকু তো বোঝাতে পেরেছিলেন।

একসময় ঘনিয়ে এল মুক্তিযুদ্ধের বছর। সাল ১৯৭১।
চারদিকে যুদ্ধের ডাক। সেই ডাকে সাড়া দেওয়ার সিদ্ধান্ত নিলেন তানেসউদ্দিন। এ কথা শুনে কেঁদে বুক ভাসিয়েছিলেন জোহরা। প্রথমে আপত্তি করেছিলেন, কিন্তু পরে সম্মতি দিয়েছিলেন ঠিকই।

তানেসউদ্দিন জোহরাকে বলেছিলেন, ‘দেশ স্বাধীন করে তবেই তোমাকে বিয়ে করব। তুমি অপেক্ষা কইরো।’
বিদায় দেওয়ার সময় তানেসউদ্দিনকে খামে মোড়ানো একটি চিঠি দিয়েছিলেন জোহরা। খামের ভেতর ১০০ টাকার একটি নোট ছিল। আর চিঠিতে লেখা ছিল, ‘শুধু টাকাই রাইখো না, সঙ্গে আমার ভালোবাসাও রাইখো।’

কলকাতা, আগরতলায় যুদ্ধ প্রশিক্ষণ শেষে দেশে ফেরেন তানেসউদ্দিন। লোকেশন রেকি করেন। মিটিং করেন। শত্রুপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়েন। এভাবেই মুক্তিযুদ্ধের দিন কাটতে থাকে তাঁর। জোহরা কেমন আছে? কী করছে? এসব ভেবে মাঝেমধ্যে আনমনা হয়ে পড়েন। স্টেনগান মাথায় ঠেকিয়ে ভবিষ্যতের কথা ভাবতেন তানেসউদ্দিন।

দীর্ঘ নয়মাস পর যুদ্ধ শেষ হয়। যুদ্ধ শেষে তানেসউদ্দিন সর্বপ্রথম জোহরাদের বাড়িতে ছুটে যান। গিয়ে জানতে পারেন, জোহরা ও তার বাবাকে পাকিস্তানি মিলিটারিরা হত্যা করেছেন।

রণক্ষেত্রে বসেও যে মন পড়ে থাকতো মেঘনা নদীর কাছে, যেখানে উত্তাল স্রোত ঠেলে যেতে হয়। যেখানে চাঁদের আলোর নিচে জোহরার আঁচল বিছানো। সেই জোহরার স্থান হলো বুক পকেটে। ৫১ টা বছর মেয়েটি সেখানে আছে। সেখানেই থাকবে!

থাকুক 🙂

#সংগৃহীত

🥴🥴
27/08/2023

🥴🥴

26/08/2023

আজকে আমার জন্মদিন কেউ উইশ করে নাই 😭

স্বামীকে তালাক দিতে চাওয়ায় স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, তার কোন বিষয়টি আপনাকে কষ্ট দিয়েছে..?জবাবে স্ত্রী বললেন, বিবেকব...
26/08/2023

স্বামীকে তালাক দিতে চাওয়ায় স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, তার কোন বিষয়টি আপনাকে কষ্ট দিয়েছে..?
জবাবে স্ত্রী বললেন, বিবেকবান লোক কখনো নিজের স্বামীর গোপনীয়তা ফাঁস করে না! 🫣

যখন তালাক দিয়ে দিল! পুনরায় স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, আপনি তাকে তালাক কেন দিলেন..?
স্ত্রী বললেন, আমার কোনো অধিকার নেই কোনো পুরুষ সম্পর্কে মন্তব্য করার! 🫥

এটাই উত্তম মহিলার ব্যক্তিত্ব! 💝

তেমনি একটা উত্তম স্বামীকে প্রশ্ন করলে তার উত্তর ও এমন ই হওয়া উচিত! সম্পর্ক যে কোন কারনে নষ্ট হয়ে যেতে পারে! তাই বলে কেউ কাউকে দোষারোপ করা উচিত না এটা আল্লাহ্ তায়ালার একটা সিদ্ধান্ত ভেবে মেনে নেওয়া উচিত! আর বিশ্বাস করা উচিত আল্লাহ্ তায়ালা উত্তম পরিকল্পনাকারী সামনে আরো ভালো কিছু হবে ইনশাআল্লাহ!

25/08/2023

ভুলে যাওয়া গন্ধের মত কখনো তোমাকে মনে পড়ে। (সমর সেন)

25/08/2023

আজকে ঘুম দিবস থাকতে পারলো না🥴

24/08/2023

মাঝে মাঝে বাসের গতিতে মনে হয় এই বুঝি শেষ! আর হবে না বাড়ি ফেরা।😥

23/08/2023

বেশিরভাগ মেয়েরাই বোকা কারণ তারা ভালোবাসা আর মোহ এই দু'য়ের মাঝে পার্থক্য করতে পারে না বা পারলেও অনেক দেরি হয়ে যায়।

22/08/2023

অভিমান🥰

আমি বলেছিলাম  তােমাকে  শেষ পর্যন্ত ধরে রাখবো।আমি আমার কথা রেখেছি, কিন্তু তুমি? 😥😥শখের জিনিস গুলোই এমন হয়😔তবুও তুমি থাকবে...
21/08/2023

আমি বলেছিলাম তােমাকে শেষ পর্যন্ত ধরে রাখবো।আমি আমার কথা রেখেছি, কিন্তু তুমি? 😥😥

শখের জিনিস গুলোই এমন হয়😔তবুও তুমি থাকবে আমার ই।
তারিখ ২১/০৮/২০২৩
সময়: সন্ধ্যা ৫:৩০ মিনিট

সিংহ শিয়ালকে বলে - যা আমার জন্য খাবার নিয়ে আয়।শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে- ভাইজান কেমন আছেন?ঘোড়া চিন্তা করে- যে শিয়াল খ্যা...
20/08/2023

সিংহ শিয়ালকে বলে - যা আমার জন্য খাবার নিয়ে আয়।

শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে- ভাইজান কেমন আছেন?
ঘোড়া চিন্তা করে- যে শিয়াল খ্যাক খ্যাক করা ছাড়া কোনো কথা বলে না- সে আজ এতো মধুর স্বরে ডাকছে কেন?
নিশ্চয়ই কোনো বদ মতলব আছে।
ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না।

শিয়াল এবার ময়ুরীর কাছে গিয়ে বলে- আপুমনি কেমন আছো। দেখতে খুবই মিষ্টি লাগছে।
ময়ুরীও বুঝতে পারে- শিয়ালের মুখে মিষ্টি বচন। নিশ্চয়ই লক্ষণ ভালো না।
সে ও সাড়া দেয় না।

শিয়াল এবার গাধার কাছে গিয়ে বলে- বাহ! তোমাকে খুবই হ্যান্ডসাম মনে হচ্ছে।
এরকম হ্যান্ডসাম একটা প্রাণী খেটে খেটে জীবনটা নষ্ট করে দিলো।
তোমাকে আর কষ্ট করতে হবেনা। রাজার বয়স হয়ে গেছে।
তিনি অবসরে যাবেন। আর তোমাকে রাজা বানাবেন।
চলো আমার সাথে সিংহাসনে চলো।

গাধা খুব খুশি হয়। শিয়ালের সাথে সিংহাসনে আসে।

সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক থাবায় গাধা তার কান দুটো হারায়।
কিন্তু কোনো রকমে পালিয়ে বাঁচে।

শিয়াল গাধার কাছে এসে বলে- এতো বোকা হলে রাজা হবে কিভাবে।
রাজা তোমার মাথায় মুকুট পরাবে। কিন্তু দুপাশে দুটো কান থাকলে কি রাজমুকুট ঠিকমতো মাথায় বসবে।
তাইতো তোমার কান দুটো তোলে নেয়া হয়েছে।
কিছু বুঝনা অবুঝ প্রাণী- এটাকে গ্রুমিং বলে।
চলো চলো আমার সাথে চলো। দেরি হলে অন্য কেউ আবার রাজা হয়ে যাবে।

গাধা আবার সিংহের কাছে আসে। এবার সিংহের আরেক থাবায় তার লেজখানা খসে পড়ে।
কিন্তু এবারও পালিয়ে বাঁচে।

শিয়াল যথারীতি গাধার কাছে এসে বলে- আবারও ভুল করলে।
লেজ থাকলে রাজ সিংহাসনে বসবে কিভাবে।
তাই তোমার লেজটা খসানো হয়েছে।
অবুঝ প্রাণী দূরদর্শী চিন্তা করতেই পারোনা।
এটা হলো আলট্রা গ্রুমিং। মানে একেবারে ফাইনাল টাচ।
চলো চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো।

গাধা আবারও সিংহাসনে আসে।
এবার আর সে বাঁচতে পারে না।
সিংহের থাবায় তার ক্ষত বিক্ষত দেহ খানা মাটিতে পড়ে আছে।
সিংহের দাঁতে মুখে রক্তের দাগ।

শিয়াল সিংহকে বলে - মহারাজ এতো কষ্ট করে আপনি খাবেন।
মাথাটা আমাকে দেন। সুন্দর করে প্লেটে সাজিয়ে দেই।
শিয়াল গাধার ব্রেণটুকু খেয়ে মাথার অবশিষ্ট অংশ সিংহকে দেয়।
সিংহ বলে- ব্রেণ কোথায়।
শিয়াল বলে- মহারাজ যে বারবার ধোকা খেয়েও আপনার কাছে এসেছে- আপনি কি মনে করেন তার ব্রেণ বলে কিছু আছে।

গাছের ডালের উপর থেকে ময়ুর বলে-
তার ব্রেণ ঠিকই আছে। কিন্তু অতি সহজ সরল হওয়ায় প্রতারকদের বুঝতে পারেনি।


প্যাঁচা তার সন্তানকে বলে -এই ঘটনা থেকে তোমরা কি শিখলে।

শিখলামঃ

হঠাৎ করে কেউ যদি বড় আপন হয়ে ওঠে, বুঝতে হবে তার গোপন দূরভিসন্ধি আছে।
এটাও শিখলাম- যার যে কাজ তাকে সেটাই করতে হয়। অন্যের কুমন্ত্রণা শুনতে হয়না।
লোভের ফল কখনো মিষ্টি হয়না।
সাদাসিদা হওয়া ভালো। কিন্তু বোকা হওয়া ভালো না।
সবচেয়ে বড় জিনিসটা শিখলাম তা হলো- প্রতারকদের একবার বিশ্বাস করা যায়। কিন্তু বারবার বিশ্বাস করা যায় না।
অতি বিশ্বাস করে সে ঠকেছে। আর নিজের জীবন দিয়ে তার বিশ্বাসের মর্মন্তুদ পরিসমাপ্তি ঘটেছে।

🤣🤣
19/08/2023

🤣🤣

19/08/2023

কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না। মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস। আপনি কাউকে ঠকিয়েছেন? কাঁদিয়ে,শ্বাসিয়ে হৃদপিণ্ডে আগুন লাগিয়ে চলে গেছেন?কষ্ট দিয়েছেন? অতিরিক্ত অবহেলা করেছেন.?মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন.?
যে মানুষটা আপনাকে অন্ধের মত বিশ্বাস করত তার বিশ্বাস ভেঙে দিয়েছেন!

মনে রাখবেন, মানুষটা আপনার উপর কোনো প্রতিশোধ না নিলেও সে যতবার আপনার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলবে ততবারই তার আত্মা একটা নালিশ নিয়ে যাবে সৃষ্টিকর্তার কাছে। সৃষ্টিকর্তা সব দেখেন।
আপনি যত ভালো মানুষের মুখোশ পড়ে থাকেন না কেন, অথবা কাউকে ঠকিয়ে যতই সুখের সাগরে ভাসেন না কেন, কারো অন্তরে আঘাত দিলে সেটার শাস্তি আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে।
যে মানুষটাকে আপনি ঠকিয়েছেন সে যদি একসময় এসে আপনাকে মাফ করে দেয়, কোন অভিশাপ না দেয়,তবুও শাস্তি আপনাকে ভোগ করতেই হবে।
"রুহের হায়" বলতে একটা কথা আছে। আমরা যেটাকে "Revange of Nature" বলি। প্রস্তুত থাকবেন সর্বদা, মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না.
Copied….

15/08/2023

একটা সুন্দর, স্বচ্ছ মানসিকতার পরিবেশ
কোথায় পাবো?😔

সর্বোপরি বিশ্বাসে🥰
13/08/2023

সর্বোপরি বিশ্বাসে🥰

অর্ধেক বাস্তব তুমি অর্ধেক কল্পনা....
10/08/2023

অর্ধেক বাস্তব তুমি অর্ধেক কল্পনা....

ফলবতী বৃক্ষ নত হয়,নত হয় গুণীজন।নত হয় না শুষ্ক বৃক্ষআর মূর্খরা!! (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)
10/08/2023

ফলবতী বৃক্ষ নত হয়,
নত হয় গুণীজন।
নত হয় না শুষ্ক বৃক্ষ
আর মূর্খরা!!

(ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)

09/08/2023

সবচেয়ে কাছের বলতে আমি আল্লাহকে বুঝি ❤️
যাকে সুখে দুঃখে সবসময় কাছে পাওয়া যায় ❤️

 #তারপরও হাল ছাড়া যাব না !
07/08/2023

#তারপরও হাল ছাড়া যাব না !

❤️❤️❤️❤️
06/08/2023

❤️❤️❤️❤️

05/08/2023

বন্ধু হলে এমনই হওয়া উচিত🥰

Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when Rojoni Islam happy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rojoni Islam happy:

Videos

Share

Category



You may also like