Kamrul Hasan-কামরুল হাসান

Kamrul Hasan-কামরুল হাসান লিখবো, নিজের জন্য।

17/10/2024

সাধারণ প্রবাসী ভাইদের তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য আমি বিভিন্ন ভিডিও আমার প্রোফাইলে আপলোড করি। সহজে যেন খুঁজে পান তাই প্রোফাইল লিংক দিয়ে রাখলাম।

https://www.facebook.com/Kamrul.fm295?mibextid=ZbWKwL

13/09/2024

খেলাপী ঋণ আদায়ে ইনোভেটিভ আইডিয়া নাম্বার - ০১
আইডিয়ার নাম: তাগাদ ভ্লগ
আইডিয়া ক্রেডিট: মো: আবু তারেক
সতর্কতা: এই আইডিয়া ইমপ্লিমেন্ট করতে গিয়ে মাইর খাইলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
Just for fun dont take it seriousey.....

30/08/2024

২০০৫ ও ২০০৭ সালে অল্প কিছুদিন রোজভ্যালীতে শিক্ষকতা করেছি আর ঐ সময়টায় কিছু স্টুডেন্টকে প্রাইভেট পড়াতাম। দীর্ঘ প্রায় দুইযুগ পড়েও আমার ছাত্ররা আমাকে মনে রেখেছে, রাস্তাঘাটে বা বাজারে দেখা হলে অসম্ভব শ্রদ্ধা করে। তাদের শ্রদ্ধা ও ভালোবাসায় এলাকায় আমার পরিচিতিই হয়ে গেছে "কামরুল স্যার" নামে যদিও আমার পেশা শিক্ষকতা না। আমার মনে আছে- আমাদের প্রাইমারী স্কুলের শিক্ষক মজনু স্যারকে আমরা নিজেরা ভ্যান চালিয়ে বাড়ি পৌছে দিয়ে এসেছিলাম স্যারের বিদায়ের দিন। স্যারের প্রতি আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থেকেই আমরা দলবেঁধে ঐদিন স্যারের বাড়ি পর্যন্ত গিয়েছিলাম। তেমনি জোয়াদ আলী স্যারকেও আমরা এখনো স্মরণ করি। বড়দের মুখে এখনো আমরা নস্কর স্যারের নাম শুনি।

কিন্তু শিক্ষকরা কবে, কখন এবং কেন এই শ্রদ্ধার আসন থেকে সরে গেলেন - সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়া উচিত। দোষ শুধু ছাত্রদের দিলে হবে না। পদলেহন, দলীয়করণ ও রাজনীতি শিক্ষকদের আজকের এই অবস্থার জন্য দায়ী। শিক্ষকদের মেরুদন্ড বিক্রি করে দিলে তো চলে না। কিছু শিক্ষক নামধারী দলদাস-অপদার্থ-পা চাটাদের জন্য অনেক শিক্ষক তাঁদের সেরাটা দিতে পারেন নি, মাথা উচু করে চলতে পারেন নি। শুধু প্রতিষ্ঠান প্রধানদের অপসারণ করলে আজকের উদ্ভুত সমস্যার সমাধান হবে না। আরেক দল আসবে - আবার কিছু দলদাস শিক্ষক তৈরি হবে। পুনরাবৃত্তি হবে আগের সিস্টেমের।

তাই পুরো সিস্টেমটাই বদলাতে হবে।

আর ম্যানেজিং কমিটির সভাপতি কারা হয় এটা নিয়ে কোন কথা না বলাই ভালো। তাঁদের না আছে শিক্ষাগত যোগ্যতা, না আছে এলাকায় গ্রহণযোগ্যতা। স্কুলে তাঁদের কি ভূমিকা, দুই একটা নিয়োগে টাকা পয়সা খাওয়া ছাড়া তা আমার বোধগম্য নয়।

মহানগরের ওসি হারুনের একটা ডায়ালগ ছিল যে
- বুঝলা মলয়, এই সিস্টেমের গোঁড়ায় গোঁড়ায় ভূত। এই ভূত তাড়াতে হলে তোমাকে মাঝে মাঝে ভূত হতে হবে।

তাই সিস্টেম চেঞ্জ করতে হলে মাঝে মাঝে সিস্টেমের বাইরে গিয়েও কাজ করতে হয়।

ভালো-খারাপ মানুষ যেমন সব পেশায় আছে তেমনি আমি বিশ্বাস করি আমাদের বেশীর ভাগ শিক্ষক যোগ্য ও সৎ।

শিক্ষকতা মহান পেশা। কিন্তু বর্তমানে কয়জন শিক্ষক রুটি রুজি আর ব্যবসায়িক চিন্তা ভাবনার উর্ধে গিয়ে মহান হতে পেরেছেন! পদলেহন আর দালালি করে আর যাই হোক শামসুজ্জোহা হওয়া যায় না।

07/06/2024

বাজেট পরবর্তী বাজারের উত্তাপ জাস্ট নেওয়া যাচ্ছে না। সূর্যের উত্তাপে যেমন আমরা সাধারণ মানুষ - আমাদের কিছুই করার নেই তেমনি বাজারের উত্তাপেও আমাদের মত সাধারণের কিছুই করার নেই। দিন দিন নিত্য-প্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বাড়ছে তাতে এই ছাপোষা কেরানীগিরি করে যে কয় পয়সা বেতন পাওয়া যায় তাতে মাসের পনের দিন পরই পকেট ব্যবিলনের শূন্য উদ্যাণ হয়ে যায়। সরকারী কেরানীগিরি বাইরে থেকে যতটা লোভনীয় ও আকর্ষণীয় মনে হয়ে আসলে সবার জন্য ততটা আকর্ষণীয় ও লোভনীয় নয়। বর্তমান যে দ্রব্য মূল্য আর মান্ধাতার আমলের যে পে স্কেল - এই দুইয়ের যাতাকলে পিষ্ট আমার মত হাজারো প্রথম শ্রেণীর সরকারী কেরানীরা।

একটা মাঝারি সাইজের লাউ কিনলাম ৬০ টাকায়, ধুন্দল ৬০ টাকা কেজি, কাকরোল ৬০ টাকা, পিয়াজ ৮০ টাকা কেজি। ৬০-৮০ টাকার নিচে কোন সবজি নাই। যে পেঁপে ১৫-২০ টাকা কেজি গড়াগড়ি খেত সেই পেঁপে ৬০ টাকা কেজি। বাসায় ঘামি ভ্যাপসা গরমে আর বাজারে গেলে ঘামি জিনিসপত্রের দাম শোনে। আমার ভায়রা একটা কথা বলে মজা করে যে - আমরা খাইই পাঙ্গাস আর পোল্ট্রি তাও যদি এগুলোর দাম হয় ২৫০-৩০০ টাকা কেজি তাহলে কি খেয়ে বাঁচবো! কথা কিন্তু সত্য।

এখন মাঝে মাঝে ভাবি - যদি অন্য কিছু করার সুযোগ থাকতো। কি হতো বা কি করতে পারতাম আসলে জানি না। তবে একথাও সত্য যে বাংলাদেশের ছোট ব্যবসায়ীরাও ভালো নেই। ব্যবসাও ঠিক মত করা যাচ্ছে না।

তাহলে একটা প্রশ্ন অবধারিত ভাবেই এসে যায় যে, তাহলে ভালো আছে কারা???

যারা বিবেক বিসর্জন দিতে পারে বা পেরেছে তারাই এই বাজারে ভালো আছে। কিন্তু সবাই বিবেক বিসর্জন দিতে পারে না। সবাই বিক্রি হয়ে যায় না।

শ্রীজাতের কবিতার মত - তুমিও মানুষ, আমিও মানুষ, তফাত শুধু শিরদাড়ায়।

এই শিরদাড়াই মানুষে মানুষে পার্থক্য গড়ে দেয়।

যার বিবেক বেঁচে থাকে, তার সুখ মরে যায়। সুখী হবার সহজ উপায় বিবেকহীন হওয়া। বিবেক বিবশ হলেই
বাঁচি - বুদ্ধদেব গুহের এই লেখাটা বর্তমানে বেশ প্রাসঙ্গিক - অন্তত আমার লাইফে।

17/05/2024

Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when Kamrul Hasan-কামরুল হাসান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kamrul Hasan-কামরুল হাসান:

Videos

Share