Remove ur ex-

Remove ur ex- আমাদের ছোট পেইজটির সাথে থাকুন🤝

24/02/2024

🏖️🏖️

24/02/2024

চলো রাতের পথের ল্যাম্পপোস্টর মতো জেগে থাকি সারারাত। রাত হবে গভীর। রজনীগন্ধার সুগন্ধ ভেসে বেড়াবে পুরো শহর। উষ্ণতারা হবে দূর্বল। শীত হবে তীব্র। চাদরের সাথে গাঢ় বন্ধুত্ব। আকাশের চাঁদ ছড়াবে আলো। নীরবতা দিবে পাহারা।আলাপকাল কাটবে আলাপে আলাপে। মুগ্ধতায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাব। কথাগুলোর আয়ু ক্ষণে ক্ষণে ক্ষয়ে যাবে। একে অন্যকে আরো গভীরভাবে জানা হয়ে যাবে। ভোরের আলোতে সব আলাপের শেষে জানাশোনার আরো ইচ্ছে বেড়ে যাবে। 🥀

10/02/2024

আমাদের দেশের অধিকাংশ মানুষ রাগ করলে খাওয়া বন্ধ করে দেয়!🙂

10/02/2024

ঘুমহীন চোখ ,বুক ভরা বিষন্নতা নিয়ে ছটফট করা মানুষটাই জানে মায়া কতটা ভয়ংকর।😓

31/12/2023

Unsucksexfull year

27/12/2023

আমি একটু শান্তি চাই, পাখির মতো মুক্ত হতে চাই। পাহাড়ে গিয়া সবুজে চোখ ভরাইতে চাই, সমুদ্রের তীরে ভেজা বালিতে বইসা থাকতে চাই। একটু ভেজা বাতাসে নাক ডুবাইতে চাই। বৃষ্টিতে ভিজতে চাই, এই দিনদুনিয়ার ঝা'মেলা আর ভাল্লাগে না।

একটুখানি শান্তি চাই,.😓

30/11/2023

মদ, বেডি, জুয়া কাভী নেহি ছুয়া 🤍

30/11/2023

বার্ষিক পরীক্ষা শেষ হলেই শীতের ছুটি। এই সময়টা সম্ভবত ক্লাস ৯ এই আমরা ফেলে আসি। এরপর থেকে ডিসেম্বর মাস আর আগের মতন হয়নি, হবে না।

30/11/2023

এই শহরে আমাদের কোনো বন্ধু নেই আমরা একা, নভেম্বর - ডিসেম্বরের মতো একা!
💙

18/11/2023

কি ভাবছো? তোমাকে বন্ধু মহলের সবাই ভালোবাসে!!! আরেএএ না ভাই। এইযে তুমি একটু ফানি টাইপের সবাইকে হাসাও। সবার সাথে সুন্দর করে কথা বলো। রা*গ করে বেশিক্ষণ থাকতে পারোনা। আগ বাড়িয়ে কথা বলতে যাও।সবাইকে এফোর্ট দাও। টুকটাক সবার আবদার রাখার চেষ্টা করো।এইজন্য তারা তোমার সাথে ভালোবাসার অভিনয় করে।
একদিন শুধু একটু ব্যতিক্রম হও, কেউ ফিরে চাইবেনা তোমার দিকে!💟

09/11/2023

শতবছর পরেও বলবো আমি তোমাকে ভালোবাসি ❤️

31/10/2023

ওড়না বিলুপ্তির যুগে এসেও,যেসব মেয়েরা মাথায় এবং বুকে ওড়না রাখে তাদের Big Respect 🖤🌸

বেশির ভাগ স্মৃতিগুলো কিন্তু September - October November-December এই তৈরি হয়,আর তার রেশ থাকে বছর জুড়ে!😪
17/10/2023

বেশির ভাগ স্মৃতিগুলো কিন্তু September - October November-December এই তৈরি হয়,আর তার রেশ থাকে বছর জুড়ে!😪

14/10/2023

Yo Yo Rovi broo

মূলঘটনাঃঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয় হলের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফিরোজ।ঢাবির বঙ্গমাতা হলের এক মেয়েকে গোপনে বিয়ে করছিল ...
22/09/2023

মূলঘটনাঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয় হলের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফিরোজ।ঢাবির বঙ্গমাতা হলের এক মেয়েকে গোপনে বিয়ে করছিল সে। স্বামী থাকা সত্ত্বেও মেয়েটি অন্য ছেলের সাথে হাত ধরাধরি করে ঘুরে বেড়াতো। এজন্য তাদের মধ্যে কথা কাটাকাটি হলে একসময় মেয়েটি ফিরোজের সাথে সকল ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। এক পর্যায়ে ফিরোজের পরিবার মেয়েটির সাথে যোগাযোগের চেষ্টা করলে তাদের অপমান করে ফিরিয়ে দেয় মেয়েটি। আত্মসম্মানে আঘাত ফিরোজ স‌ইতে পারে নি।

- ফিরোজের বোনের ভাষ্যমতে

22/09/2023

- আমি তোমাকে ছাড়া বাঁচবো না
- এরকম ইয়ার্কি কী আপনার সাথে হইছে? 🙄

রাতের আকাশটার দিকে তাকালেই বুঝা যায়, নিরবতা কত সুন্দর!😅❤️
22/09/2023

রাতের আকাশটার দিকে তাকালেই বুঝা যায়, নিরবতা কত সুন্দর!😅❤️

22/09/2023

আপনার কি মনে পড়ে?
একটা সময় ছিল আপনি একটা মানুষের জন্য রাতের খাবারটা ও ঠিকমতো খাইতেন না! খালি তাড়াহুড়া করতেন তার সাথে একটু বেশি কথা বলার জন্য! অথচ আজ কেউ কাউকে চিনেন ই না !'🙂💔

©রোজা

22/09/2023

তোমারে লইয়া অনেক জায়গাতেই বড় গলা কইরা কইতাম, মানুষটা আমারে অসম্ভব ভালোবাসে। শেষমেষ সেই কথাটা সবার কাছে হাস্যকর কইরা দিয়া, তুমি মানুষটা হারাই গেলা।🌸

: রবি

21/09/2023

বুকে হাজারো ক'ষ্ট নিয়ে আলহামদুলিল্লাহ বলাটা। আল্লাহ'র প্রতি অগাধ বিশ্বাসের নমুনা।🖤🌸

21/09/2023

আপনাকে সবাই বলবে 'আরে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে!'
কিন্তু আপনি ই জানেন আপনার রাতে ঘুম হয়না, সকাল বেলা ঘুম থেকে উঠে অসহায় লাগে! আপনি ই জানেন আপনার খেতে বসলে গলা দিয়ে খাবার নামেনা! চোখের কোণায় কান্না জমে! আপনি ই জানেন আপনার মাঝেমধ্যে দম বন্ধ হয়ে আসে! আপনি ই জানেন আপনার কিভাবে প্রতিটা সেকেন্ড কাটে! দূর থেকে কেউ বুঝবেনা! যার সাথে হয়, সে ই বোঝে! আর কেউনা!😒

21/09/2023

তোমারে ঘন্টা খানেক জড়ায় ধইরা বইসা থাকতে পারতাম, দুনিয়ার সব চিন্তা ছাইড়া🥹

20/09/2023

পুরুষের এক চোখে পরিবার; অন্য চোখে ক্যারিয়ার, তৃতীয় কোন চোখ নেই নিজেকে দেখিবার আর এটা আপনি তখনি বুঝবেন যখন,
বাবার হোটেলে না খেয়ে নেতার পিছনে না দৌড়ে, বাজারের ব্যাগটা নিয়ে বাজারে যাবেন, দেখবেন দেশটা কতটা উন্নয়ন হয়েছে আর বাস্তবতা কতটা কঠিন আর নিজের পায়ে দাঁড়ানো কতটা কঠিন, পরিবারের চাপ ক্যারিয়ারের চিন্তা কতটা ভয়াবহ!😅💔

20/09/2023

রাগের সময় অটোমেটিক চোখ দিয়ে পানি পড়ে যাওয়ার ব্যাপারটা

ফিরোজ ভাইয়ের আত্ন*হননের বৃত্তান্ত: লিখেছেন তাঁর বেস্ট ফ্রেন্ড আতাউর অপু। বেস্ট ফ্রেন্ড হিসেবে নিয়মিত খুঁজ খবর নেয়ার অং...
20/09/2023

ফিরোজ ভাইয়ের আত্ন*হননের বৃত্তান্ত:
লিখেছেন তাঁর বেস্ট ফ্রেন্ড আতাউর অপু।

বেস্ট ফ্রেন্ড হিসেবে নিয়মিত খুঁজ খবর নেয়ার অংশ হিসেবে গত শুক্রবার(১৫-০৯-২০২৩) সকাল ১১ টায় ফোন দেই। জানতে পারি ওদের সম্পর্ক ঠিক করার জন্য ফিরোজের মা, বড় ভাই, ছোট ভাই ক্যাম্পাসে আসছে। মেয়েটা সবার নম্বর ব্লক লিস্টে রেখেছে। আমি ওদের কাছে যেয়ে আমার ফোন থেকে ফোন দেই। কথা না বলেই আমাকে ব্লক করে দিল!

মা ও পরিবার সুদূর গোপালগঞ্জ থেকে ঢাকা এসেও ব্যার্থ হয়ে বাসায় চলে যায়। ফিরোজকেসহ আমি গাড়িতে তুলে দেই। রবিবার ফিরোজ আবার ক্যাম্পাসে আসে। আমরা সারাদিন একসাথে ছিলাম, রাত ২ টা পর্যন্ত মুহসীন হলের ছাদে আড্ডা দিয়েছি। অনেক আলাপ করেছি। অনেক বুঝিয়েছি। ফিরোজের কষ্টের জায়গাটা হলো, বাসায় যেয়ে ফিরোজের মা মেয়েকে ফোন দিয়েছিল অন্য নম্বর দিয়ে। রিসিভ করার পর ফিরোজের মায়ের পরিচয় জানার সাথে সাথেই ফোন কেটে ব্লক দেয়। অথচ অনেক আগের ভিডিওতে দেখেছি ওর মার সাথে কত মুহাব্বতের সাথে কথা বলেছে। ওর নানার খুঁজ খবর নেয়ার পর ওর বাবার কথা জিজ্ঞেস করার সময় বলেছিল, " আর আমার বাবা কেমন আছে?"
সেই মেয়ে কিভাবে এত অপমান করতে পারলো!

ফিরোজ ওর মাকে কথা দিয়ে এসেছিল মেয়ের জন্য নিজের ক্ষতি করবে না। সেই কথা রাখতে পারেনি।

কতভাবে, কতজনের মাধ্যমে মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। একটু দেখা করার জন্য সারারাত বঙ্গমাতা হলের সামনে দাড়িয়ে থাকতো। মেয়ের সাথেও আমাদের পরিচয় ছিল, ওদের প্রেম ভালোবাসা দেখে বেস্ট কাপল মনে হতো।
আহা ওদের প্রেম, বিয়ে...

ফিরোজের মা আমাকে ওদের বাড়ি যেতে বলতো, আজ যাচ্ছি। তবে ফিরোজের লা*শ নিয়ে😭😪

20/09/2023

মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা কিপ্টে হয় না ভাই ওরা ওদের সাধ্য অনুযায়ী খরচ করে!🖤

09/09/2023

মানুষ যখন নিজের হার মেনে নিতে পারে না, তখন অন্যের দো'ষ খুঁজে বেড়ায়!🥺

09/09/2023

প্রিয় মানুষের মেসেজ আসছে ভেবে বার বার ইনবক্স চেক করার অনুভুতি টা কাউকে বলে বুঝানো সত্যি অসম্ভব!'🖤

Address

Tangail

Telephone

+8801781582391

Website

Alerts

Be the first to know and let us send you an email when Remove ur ex- posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like