Waz tv Tangail

  • Home
  • Waz tv Tangail

Waz tv Tangail দিন প্রচারের লক্ষ্যে Waz tv Tangail সাথেই থাকুন।

১.ঈদ কি? ২.ইসলামে ঈদ বলতে কি বুঝায়? ৩.মিলাদুন্নবী কী? ৪.জন্মবার কবে? ৫.জম্ম তারিখ কবে? (মতভেদ সহ) ৬.ঈদে মিলাদুন্নবী কখন...
06/09/2024

১.ঈদ কি?
২.ইসলামে ঈদ বলতে কি বুঝায়?
৩.মিলাদুন্নবী কী?
৪.জন্মবার কবে?
৫.জম্ম তারিখ কবে? (মতভেদ সহ)
৬.ঈদে মিলাদুন্নবী কখন থেকে শুরু?
৭.মিলাদুন্নবী তে করনীয় কী?
৮.মিলাদুন্নবী কে কেন্দ্র করে বিদআত পরিত্যাজ্য।
৯.কেউ কেউ বলেন যে ‘নবিজি করেননি, নিষেধও তো করেননি।’ এর জবাব কী?
১০.তখন তারা বলেন, ‘এই যে বাস, ফ্যান, মোবাইল, উড়োজাহাজ বিজ্ঞানের এইসব নানা আবিষ্কার, এগুলোও তো নবীযুগে ছিল না, তাহলে কি এগুলো ব্যবহার করাও বিদআত? এর জবাব কী?
১১.তাদের এই প্রশ্নও করতে শোনা যায় যে, ‘এতদিন ধরে সমাজের এত মানুষ করছে, তারা সবাই কি ভুল করছে? এর জবাব কী?
১২.সর্বশেষ কথা হলোঃ আমাদের কর্তব্য সম্পর্কে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশনা দিয়েছেন, তোমরা কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরে রাখবে।

বিস্তারিত কমেন্টে

26/08/2024
আবূ হুরায়রাহ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) বলেছেন: রমাদনের সিয়ামের পর সর্বোত্তম সওম হচ্ছে আল্লাহর মাস...
15/07/2024

আবূ হুরায়রাহ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) বলেছেন: রমাদনের সিয়ামের পর সর্বোত্তম সওম হচ্ছে আল্লাহর মাস মুহাররমের সওম এবং ফরয সলাতের পর সর্বোত্তম সলাত হচ্ছে রাতের (তাহাজ্জুদ) সলাত। (সহীহ মুসলিম: ১১৬৩)

আবদুল্লাহ ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) যখন আশূরার দিন সিয়াম পালন করেন এবং লোকদেরকে সিয়াম পালনের নির্দেশ দেন, তখন সাহাবীগণ বললেন, ইয়া রসূলাল্লাহ! ইয়াহুদ এবং নাসারা এ দিনের প্রতি সম্মান প্রদর্শন করে থাকে। এ কথা শুনে রসূলুল্লাহ (সা.) বললেন, ইনশাআল্লাহ আগামী বছর আমরা নবম তারিখেও সিয়াম পালন করব। বর্ণনাকারী বলেন, এখনো আগামী বছর আসেনি, এমতাবস্থায় রসূলুল্লাহ (সা.) এর ইন্তিকাল হয়ে যায়। (সহীহ মুসলিম: ১১৩৪)

কবর খননের সুন্নাহসম্মত পদ্ধতি কী..........?আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পদ্ধতির কবরের প্রচলন রয়েছে। কিন্তু অনেকের...
15/07/2024

কবর খননের সুন্নাহসম্মত পদ্ধতি কী..........?

আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পদ্ধতির কবরের প্রচলন রয়েছে। কিন্তু অনেকেরই কবর খননের সঠিক ও সুন্নাহসম্মত পদ্ধতি জানা নেই। কোন্ তরিকায় কিভাবে এবং কতুটুকু কবর খনন করতে হয় তা আমরা অনেকেই জানি না। তাই নিম্নে সংক্ষিপ্ত আকারে কবর খননের পদ্ধতি আলোচনা করা হলো।

কবর দুই ধরনের। ১. ‘লাহদ’ বা বগলী কবর। ২. ‘শাক্ব’ বা সিন্দুকী কবর।

‘লাহদ’ বা বগলী কবর হলো, প্রথমে স্বাভাবিক নিয়মে চার কোণা করে পুরো কবর খনন করবে। অতঃপর কিবলার দিকের দেয়ালের মধ্যে নিচে লম্বালম্বি করে একটি গর্ত খনন করবে। তারপর ঐ গর্তের মধ্যে লাশ রেখে কাঁচা ইট অথবা বাঁশ খাঁড়া করে দিয়ে গর্তের মুখ পুরোপুরি বন্ধ করে দিবে। সবশেষে কবর থেকে বের হওয়া সবগুলো মাটি ঢেলে কবর পূর্ণ করে দিবে।

আর ‘শাক্ব’ বা সিন্দুকী কবর হলো, স্বাভাবিক নিয়মে চার কোণা করে পুরো কবর খনন করবে। এরপর নিচের দিকে গিয়ে কবরের মাঝ বরাবর লম্বালম্বি করে লাশ শোয়ানোর মতো ছোট একটি গর্ত খনন করবে। তারপর সেই গর্তে লাশ রাখার পর উপরে কাঁচা ইট বা বাঁশ বিছিয়ে দিয়ে গর্তের মুখ পুরোপুরি বন্ধ করে দিবে। এতে কবরটি ছাদ বিশিষ্ট সিন্দুকের মতো দেখা যাবে। এরপর কবরে মাটি ঢেলে দাফনকাজ পূর্ণ করবে।

যেসব জায়গার মাটি শক্ত ও মজবুত সেসব জায়গায় বগলী কবর খনন করা সুন্নত। আর যেসব জায়গার মাটি নরম, বগলী কবর করলে মাটি ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে, সেসব জায়গায় সিন্দুকী কবর করবে।

আমির ইবনে সা’দ ইবনে আবূ ওয়াক্কাস রহ. থেকে বর্ণিত। তিনি বলেন-

أَنَّ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ قَالَ فِي مَرَضِهِ الَّذِي هَلَكَ فِيهِ: الْحَدُوا لِي لَحْدًا وَانْصِبُوا عَلَىَّ اللَّبِنَ نَصْبًا كَمَا صُنِعَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏

সা’দ ইবনে আবূ ওয়াক্কাস রা. তাঁর মৃত্যু-পীড়ায় আক্রান্ত অবস্থায় বললেন, আমার জন্য তোমরা লাহদ (বগলী) কবর তৈরী করবে এবং (কবরে শোয়ানোর পর) আমার উপরে কাঁচা ইট খাঁড়া করে দিবে যেভাবে করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাফনের ক্ষেত্রে। -সহীহ মুসলিম, হাদীস: ৯৬৬

আর কবরের গভীরতা সর্বনিম্ন নাভি পর্যন্ত থেকে সর্বোচ্চ একজন মধ্যম গড়নের ব্যক্তি দু’হাত উপরে তুলে দাঁড়ালে যতটুকু লম্বা হয় ততটুকুর মধ্যে রাখবে। তবে উল্লেখিত পরিমাণের মধ্যে যে এলাকায় যেটা প্রচলিত আছে সে এলাকায় সে পরিমাণই গভীর করা উচিত।

আর কবরের দৈর্ঘ্য হবে মৃতের দৈর্ঘ্য সমান এবং প্রস্থ হবে দৈর্ঘ্যের অর্ধেক বা তারচেয়ে কিছুটা কম।

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ১১৭৮৩, ১১৭৮৪, ১২১৭৭ হালবাতুল মুজাল্লী ২/৬২২; আলবাহরুর রায়েক ২/১৯৩; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৬; রদ্দুল মুহতার ২/২৩৪; ফাতাওয়া রহীমিয়া ৭/৬৬

উল্লেখ্য যে, মৃত ব্যক্তিকে ডান কাত করে সীনা ও চেহারা কেবলামুখী করে শোয়ানো সুন্নত। চিৎ করে শুইয়ে শুধু চেহারা ডান দিকে ঘুরিয়ে দেয়ার দ্বারা সুন্নত আদায় হবে না। তাই পূর্ণ ডান কাতে শোয়ানোর জন্য কবরের পূর্ব দেয়ালে টেক লাগিয়ে শোয়াবে কিংবা এমনভাবে কবর খনন করবে যেন লাশ কবরে রাখলে তা সহজেই কিবলামুখী হয়ে যায়।

-সুনানে আবু দাউদ, হাদীস ২৮৬৭; আলমুহীতুল বুরহানী ৩/৯০; বাদায়েউস সানায়ে ২/৬৩; শরহুল মুনইয়া, পৃ. ৫৯৭; খুলাসাতুল ফাতাওয়া ১/২২৬

04/05/2024

তাহেরি সমাচার, মুফতি মোস্তাকিম বিল্লাহ সিরাজী

Zazakallah Walton...
16/04/2024

Zazakallah Walton...

19/03/2024

ধ*র্ষ*ণে শীর্ষ ১০ দেশ || নারীদের ভ্রমণের জন্য সবচেয়ে নিরাপদ দেশ । আল্লামা হাসান জামিল

19/03/2024

🔴 আজকের লাইভ ওয়াজ আল্লামা হাসান জামিল দা.বা. বিষয়ঃ সফলতার জন্য তিনটি জিনিস জরুরী ও আমাদের ভূ*ল প্রচেষ্টা

19/03/2024

🔴 আজকের লাইভ ওয়াজ হযরত মাওঃ মুফতী নাসিরুদ্দিন যুক্তিবাদী

19/03/2024

🔴 আজকের লাইভ ওয়াজ হযরত মাওঃ মুফতী রফিকুল্লাহ আফসারী

18/03/2024

🔴 আজকের লাইভ ওয়াজ ক্বারী সাইদুল ইসলাম আসাদ

14/03/2024

🔴 আজকের লাইভ ওয়াজ আল্লামা হাসান জামিল দা.বা.

14/03/2024

ভাল না লাগলে বর্ডার খোলা আছে ভারত চলে যাও

14/03/2024
13/03/2024

🔴 আজকের লাইভ ওয়াজ আল্লামা ইয়াহ্ ইয়া মাহমুদ দা.বা.

Address


Telephone

+8801764464746

Website

Alerts

Be the first to know and let us send you an email when Waz tv Tangail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Waz tv Tangail:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share