10/12/2024
আমরা নিজেই নিজের কাছে হেরে যাই,
অন্যের সাথে জিতব কি করে?
বাস্তবতা কোনদিন ভালো থাকতে দিবে না, তাই বলে কি বসে থাকবো? কখনোই না নিজের মতো আগানোর চেষ্টা করে যেতে হবে সফলতা একদিন না একদিন আসবে। শুধু ধৈর্য ধরতে হয়! কোনদিন খুব খারাপ ভাবে আঘাত পেয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ো না 🙂 জীবন এখনো অনেক বাকি 🙂 জীবনে কোন কিছু অসম্ভব নয়। শুধু তোমাকে চেষ্টা করে যেতে হবে। অবহেলিত হয়ে ভুল কিছু করে বসো না। কারণ একদিন সে নিজে থেকেই তোমার কাছে ফিরে আসতে চাইবে। তখন তোমার সময়। এটা ভুলে যেওনা সময় সবার আসে। যে থাকার জন্য আসে সে হাজার কষ্টে হলেও থাকবে। 🙂 জীবনের সব কষ্ট ভুলে নতুন করে চলতে শিখো সেও একদিন তোমাকে পাওয়ার জন্য অপেক্ষা করবে। পুরোনো স্মৃতি গুলোকে মুছে দাও। নতুন করে চলতে থাকো দেখবে তার চেয়েও অনেক ভালো কেউ একজন জীবনে আসবে 🙂 ব্যস্ত থাকতে শিখো কাউকে মনে পড়বে না। মনে রেখো যে চলে গেছে সে কখনোই তোমার উপযুক্ত ছিলো না।যে উপযুক্ত সে দেরী করেই আসে জীবনে।