Ferdous Pramanik

Ferdous Pramanik Daily Karatoa Online News reporter (দৈনিক করতোয়া)

20/08/2023

র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া কর্তৃক চাঞ্চল্যকর চলমান এইচএসসি পরীক্ষার্থীদের সাথে প্রতারণার অভিযোগে শাহ সুলতান কলেজের দুইজন অফিস সহকারী গ্রেফতার

15/08/2023

আজ ১৫ই আগস্ট, জাতীয় শোক দিবস।
৪৮ বছর আগে এই দিনে বাংলাদেশ হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন জাতির পিতার সহধর্মিণীসহ পরিবারের সদস্যরা। শোকাবহ এই দিনে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সকল শহীদকে।

Video : Muhammad Ferdous Pramanik

14/08/2023

দুনিয়াটা একটা সমুদ্রের মতো। মা বাবার দোয়া হচ্ছে লাইফ জ্যাকেটের মতো। লাইফ জ্যাকেট ছাড়া এই সমুদ্র পার হওয়া যায় না।
___ হুমায়ূন আহমেদ (ইস্টিশন)

29/06/2023

মাহাবুব ভাই ঈদ মুবারক 🤍

19/06/2023

বগুড়ার তালোড়া পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জনাব মোঃআমিরুল ইসলাম বকুল কে নির্বাচিত করার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে,

19/06/2023

ভোটের হাওয়া পুরো দমে লেগেছে তালোড়া পৌরসভা নির্বাচনে,

19/06/2023

ইভিএম মেশিনে যেভাবে ভোট দিবেন, || EVM election Talora Bazar ||

27/05/2023

মানুষের ক্ষতি করার জন্য অনেক সময় পাওয়া যায় বা বের হয়, কিন্তু উপকার করার জন্য সময় মিলে না সহজে,

তাই বলি, সমই থাকতে মানুষের উপকারে এগিয়ে আসুন 🤍

12/05/2023

মুক্তিযুদ্ধে সংগ্রামের ইতিহাস তুলে ধরছে দুপচাঁচিয়ার বধ্যভূমিগুলো,
একাত্তরে মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম দেশ, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য একটি লাল সবুজের পতাকা। কিন্তু এর পেছনে রয়েছে লাখো মুক্তিকামী মানুষের
সংগ্রাম....

11/05/2023

সমসাময়িক বিষয় নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লবের সাক্ষাৎকার |

03/05/2023

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ স্যার এর বক্তব্য |

01/05/2023

বগুড়ার দুপচাঁচিয়ায় নানা আয়োজনে পালিত হয়েছে মহান মে দিবস |
#মে_দিবস_2023

01/05/2023

দুপচাঁচিয়াতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

30/04/2023

সারা দেশের ন্যায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

29/04/2023

দুপচাঁচিয়ায় কিশোর মালেক হত্যাকান্ডে আপন ভাই সহ ৩জন গ্রেফতার

29/04/2023

কিশোর আব্দুল মালেক সরদার হত্যার রহস্য উন্নোচন , হত্যাকান্ডেরর সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে তার নিজের ভাই তারেক সহ গ্রেফতার ৩ |

28/04/2023

দুপচাঁচিয়ায় একটি ধান ক্ষেত থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

28/04/2023

দুপচাঁচিয়াতে ধানক্ষেতে মিললো কিশোর আব্দুল মালেক সরদার (১৫) এর লাশ | কেন এই হত্যাকান্ড ?

13/03/2023

ইতিহাস এবং উইকিপিডিয়ার সূত্র অনুযায়ী জানা যায়, প্রায় পাঁচ শত বছর পূর্বে তৎকালীন সময়ে নন্দিনী প্রিয়া নামক এক সাধক বরেন্দ্র এলাকায় বর্তমানে উপজেলার গোপীনাথপুর থেকে ১কিঃমিঃ উত্তরে গভীর জঙ্গলে নদীর ধারে একটি মন্দির স্থাপন করে পূজা আর্চনা শুরু করেন। তৎকালীন বাংলার শাসক নবাব আলাউদ্দিন হোসেন শাহ এই এলাকার গোপীনাথপুরে বেড়াতে আসেন। গহীন বনের ভীতরে ওই সাধকের সাথে তার সাক্ষাৎ হয় এবং তার আতিথেয়তা গ্রহণ করেন। এখানে তার আতিথেয়তায় মুগ্ধ হয়ে নবাব ওই সাধককে তাম্রফলকে লিখে পূর্ণ গোপীনাথপুর ও গোপালপুর মৌজার সম্পত্তি দেবোত্তর হিসেবে দান করে দিয়ে যান, যার উৎস থেকে প্রতি বছর দোল যাত্রা উপলক্ষে মেলা উৎসব চলে আসছে।

পাঁচ শত বছরের পুরানো এই মেলা শুরু থেকেই ঘোড়ার জন্য প্রসিদ্ধ ছিল। পরবর্তীতে মেলায় ভুটান, নেপাল, ভারত, পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে উন্নত জাতের ঘোড়া আসতো। বর্তমানে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন অঞ্চলের ঘোড়া সওয়ারি ও ঘোড়া মালিকরা এ মেলায় ঘোড়া ক্রয় বিক্রয়ের জন্য আসেন।

01/03/2023

ফুল ভিডিও
আলহামদুলিল্লাহ আমার Video Graphy তে আমাদের বগুড়া জেলার সুস্থ সংস্কৃতির এক অনন্য প্রতিষ্ঠান আল উম্মাহ শিল্পীগোষ্ঠীর
পর্দায় কালজয়ী হামদে বারিতায়ালা সাগর নদী আর পাহাড় বনে।
সকলকে দেখার আমন্ত্রণ।

20/02/2023
18/02/2023

নেতৃত্ব বিকাশে স্কাউটিং

৭ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৩
মহাতাবু জলসা ও ক্যাম্প ফায়ার। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রানের প্রিও স্যার উপজেলা নির্বাহী অফিসার সহস্র সুমন স্যার

স্থান : তালোড়া আলতাব আলী উচ্চবিদ্যালয়, দুপচাঁচিয়া, বগুড়া।

17/02/2023

স্কাউট মেয়েদের ডিসপ্লে ,

পরিবেশনায়ঃ তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়

17/02/2023

দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী স্যার এর অসাধারণ নৃত্য পোলা তো নয় যেনো আগুনেরই গোলা 😅🥰

সহস্র সুমন স্যার,

15/02/2023

অসাধারণ ডিস্প্লে না দেখলেই মিস,পরিবেশনায় আছির উদ্দিন চিসতি মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ❣️

Talora Altaf Ali High school

14/02/2023

২য় দিবস...
৭ম উপজেলা স্কাউট সমাবেশ,
বাংলাদেশ স্কাউটস দুপচাঁচিয়া উপজেলা, বগুড়া।
স্থানঃ তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়, দুপচাঁচিয়া, বগুড়া।
তারিখঃ ১৩-১৭ ফ্রেবরুয়ারি ২০২৩ খ্রিঃ

শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউট সভাপতি জনাব সুমন জিহাদী স্যার!

09/02/2023

Manik Bhai Er Jonmodin,

31/01/2023

আলহামদুলিল্লাহ আমার Video Graphy তে আমাদের বগুড়া জেলার সুস্থ সংস্কৃতির এক অনন্য প্রতিষ্ঠান আল উম্মাহ শিল্পীগোষ্ঠীর
পর্দায় আজকে রিলিজ হলো কালজয়ী হামদে বারিতায়ালা সাগর নদী আর পাহাড় বনে।
সকলকে দেখার আমন্ত্রণ।
লিংক কমেন্টে

29/01/2023

দুপচাঁচিয়া উপজেলা তালোড়া পৌরসভার সুভাষ বাবুর মিলে রাত ৯:30 টা নাগাদ আগুন লেগেছে! এসময় সাধারণ মানুষসহ ফায়ার সার্ভিস এর কর্মীরা এবং পুলিশ সদস্য যারা ছিল সবাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এবং আগুন নিয়ন্ত্রণে এনেছে,

29/01/2023

Reactivate My page, Alhamdulillah, অবশেষে ফিরে পেলাম,Thank You Najim uddin vai

30/10/2022

সরকারি শাহ এয়েত বাড়িয়া ডিগ্রি কলেজ, ❣️🥲
বিদায় এমন একটি কথা যেটা কোনদিন ভোলা যায় না। যেমন আপনি যাকে ভালো রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন দিন শেষে সেই আপনাকে অপমান করে বিদায় জানিয়ে দেবে। বিদায় জিনিসটা কষ্টকর হোক সেটা ক্ষণিকের চিরতরের। জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে। আপনি যদি বিদায় জানাতে যথেষ্ট সাহসী হোন তবে জীবন আপনাকে নতুন কিছু দিয়ে পুরস্কৃত করবে।

মানুষের জীবনে দুটি সময় খুবই একা কাটাতে হয়। তাহলো শুরুর দিকে এবং শেষের দিকে কারণ সর্দি কেউ থাকেনা এবং যখন আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখন আপনার পাশে কেউ থাকেনা। এই দুটি সময় আমাদের একা পার করতে হয়। একজন মানুষ যদি চিরতরে হারিয়ে যায় তখন মানুষ অনেক কষ্ট পেয়ে থাকেন। মিলনের যেমন আনন্দ রয়েছে তেমনি বিদায়ের বেলা অনেক যন্ত্রনা রয়েছে। আবার বিদায় মানেই কষ্ট না কিছু কিছু বিদায় আছে যা আমাদের ভালো কিছু এনে দেয়।

🎥 ভিডিওঃ সাজিদ
©️Copyright

21/10/2022

আলতাফনগর,মেলাই আমি আমার বন্ধুরা,সেই সাথে কিছু খাওন দাওন,আপনারা পুরো ভিডিও দেখুন এবং পুরুনো দিন গুলো মনে করুন,যারা ছোট্ট বেলাই মেলাতে গিয়েছেন,,আর অবশ্যয় ভিডিও তে আমার কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ❣️

©️Copyright

14/10/2022

তালোড়া পৌরসভার গেটের সামনেই সুস্বাদু খাবার এর দোকান দিয়েছে,শাহিন ভাই,আজকে তাকে নিয়ে আমার এই ছোট্ট প্রতিবেদন,ভুল হইলে ক্ষমা করবেন ধন্যবাদ
ক্যামেরাই ছিলেনঃ মোঃ রবিউল ইসলাম

08/10/2022

তিন গ্যাদা, নাটকের কিছু দৃশ্য,ভালো লাগলে অবশ্যয় শেয়ার করবেন,

25/09/2022

নাটকের নামঃ-আমি আমার মাকে চাই-
ডিরেক্টরঃ-মান্নান
মূল অভিনেতাঃ-মরিউম মান্নান
তার অভিনয় প্রতিভা দেখে আইম তো অবাক🙂

28/08/2022

Awww💙

Address

Talora

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ferdous Pramanik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ferdous Pramanik:

Videos

Share