Ahu toha Muhammad adnan waz

  • Home
  • Ahu toha Muhammad adnan waz

Ahu toha Muhammad adnan waz - রাসুল (সাঃ) বলেছেন..!

আমি যা জানি তা যদি তোমরা জানতে খুব কমেই হাসতে এবং প্রচুর কাঁদতে...!

[সুনানে ইবনে মাজাহ: ৪০১৪]🥺😢🥹।

25/12/2024

Abu Toha Mohammad Adnan speech.

কিছু না বুঝে লাফালাফি করা উচিত নয় । যেকোনো জায়গায় এসব কথা বলা থেকে বিরত থাকুন আর অনন্য ও জানিয়ে দিন আল্লাহ তাওয়াল্লা আমাদের সবাই কে এসব থেকে হেফাজত করুন আমিন 🤲🏻💔😓।

21/05/2024

দোআ: [৩০] ঘুমন্ত অবস্থায় ভয় এবং একাকিত্বের অস্বস্তিতে পড়ার দো‘আ

أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ وَأَنْ يَحْضُرُوْنِ

আমি আশ্রয় চাই আল্লাহ্‌র পরিপূর্ণ কালামসমূহের অসীলায় তাঁর ক্রোধ থেকে, তাঁর শাস্তি থেকে, তাঁর বান্দাদের অনিষ্ট থেকে, শয়তানদের কুমন্ত্রণা থেকে এবং তাদের উপস্থিতি থেকে

আ‘ঊযু বিকালিমা-তিল্লাহিত্তা-ম্মাতি মিন্ গাদ্বাবিহি ওয়া ইক্বা-বিহি ওয়া শাররি ‘ইবা-দিহি ওয়ামিন হামাযা-তিশ্‌শায়া-ত্বীনি ওয়া আন ইয়াহ্‌দুরূন

আবূ দাঊদ ৪/১২, নং ৩৮৯৩; তিরমিযী, নং ৩৫২৮। আরও দেখুন, সহীহুত তিরমিযী ৩/১৭১।


18/05/2024

আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর নামাজ নিয়ে যা বললেন। ডিজিটাল নামাজ ৪ রাকাআত নামাজ ৪ মিনিটে শেষ। আল্লাহ আমাদের সবাই এসব থেকে হেফাজত করুন আমিন। ইনশাআল্লাহ আমরা এসব নামাজ পবর না।

17/05/2024

দোআ: [২১১.২] অসুস্থতা ও বদ-নযরের মাসনূন দুআ

بِسْمِ اللّٰهِ أُرْقِيْكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيْكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنٍ حَاسِدٍ، اَللّٰهُ يَشْفِيْكَ، بِسْمِ اللّٰهِ أُرْقِيْكَ

আল্লাহর নামে তোমাকে ঝাড়ফুঁক করছি, সকল কিছু থেকে যা তোমাকে কষ্ট দেয়, সকল প্রাণী ও হিংসুক চক্ষুর অনিষ্ট থেকে, আল্লাহ তোমাকে রোগমুক্ত করবেন, আল্লাহর নামে তোমাকে ঝাড়ফুঁক করছি।

বিসমিল্লা-হি র্আক্কীক, মিন কুল্লি শাইয়িন ইউ’যীক, মিন র্শারি কুল্লি নাফসিন আউ আইনিন ‘হা-সিদিন, আল্লা-হু ইয়াশফীক, বিসমিল্লা-হি র্আক্কীক।

আবূ সাঈদ খুদরী (রা) বলেন,
জিবরাঈল (আ) রাসূলুল্লাহ (স)-এর কাছে আগমন করেন (তখন তিনি জ্বরাক্রান্ত ছিলেন)। জিবরাঈল (আ) বলেন, মুহাম্মাদ, আপনি কি অসুস্থ? তিনি বলেন: হ্যাঁ। তখন তিনি উপরের কথাগুলো বলেন।

মুসলিম (৩৯-কিতাবুস সালাম, ১৬-বাবুত তিব্ব) ৪/১৭১৮ (ভারতীয় ২/২১৯); ইবন মাজাহ (৩১-কিতাবুত তিব্ব, ৩৬-বাব মা উওয়িযা বিহী...) ২/১১৬৪ (ভারতীয় ২/১৮৪); রাহে বেলায়াত - যিকর নং ২২৯।

16/05/2024

বিপদ দিয়ে আল্লাহ তাওয়াল্লা আমাদের সতর্ক করেন। আপনি চলতে পথে হঁচট খান সতর্ক করেন ফিরে আসো।

আবু তোহা মোহাম্মদ আদনান লেকচার।

15/05/2024

দোআ: [৩১] খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখে যা করবে
সৎ ও ভাল স্বপ্ন আল্লাহর তরফ হতে হয়ে থাকে। আর মন্দ স্বপ্ন শয়তানের তরফ হতে হয়ে থাকে। তাই যখন কেউ পছন্দনীয় কোন স্বপ্ন দেখে তখন এমন লোকের কাছেই বলবে, যাকে সে পছন্দ করে। ...

আর, খারাপ বা অপছন্দনীয় কোন স্বপ্ন দেখলে যা যা করা উচিৎঃ

১. তার বাম দিকে হাল্কা থুতু ফেলবে। (৩ বার)

২. শয়তান থেকে এবং যা দেখেছে তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে প্রার্থনা করবে। (৩ বার)

৩. কাউকে এ ব্যাপারে কিছু বলবে না।

৪. অতঃপর যে পার্শ্বে সে ঘুমিয়েছিল তা পরিবর্তন করবে।

৫. যদি ইচ্ছা করে তবে উঠে সালাত আদায় করবে। [১]

[১] মুসলিম, ৪/১৭৭২, ১৭৭৩, নং ২২৬১, ২২৬[২]

15/05/2024

কিয়ামতের আগে সত্যবাদী কে বলা হবে মিত্যবাদী, আর মিত্যবাদী কে বলা হবে পরম সত্যবাদী। আপনারা আসে পাসে খেয়াল করলে দেখবেন যে এখন ঘটছে। আবু তোহা মোহাম্মদ আদনান। ৫ বছর আগে ডিলিট হওয়া যাওয়া বিডিও। যা বলেছিলেন তিনি।

14/05/2024

পাট--- ২। ইউনিভার্সিটি ছেলেদের দেখেন ম্যাক্সিমাম মাদকদ্রব্য সাথে জড়িত। আবু তোহা মোহাম্মদ আদনান লেকচার। আল্লাহ তাওয়াল্লা আমাদের সবাই কে হেদায়েত দান করুন আমিন।

12/05/2024

দোআ: [২৭.২] আয়াতুল কুরসি: সূরা আল-বাকারাহ্‌ ২৫৫

أَعُوْذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহ্‌র আশ্রয় নিচ্ছি।

আ‘ঊযু বিল্লা-হি মিনাশ শাইত্বানির রাজীম

اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الۡحَـىُّ الۡقَيُّوۡمُ

আল্লাহ্, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ্ নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক।

আল্লা-হু লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়্যূল কাইয়্যূমু

لَا تَاۡخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوۡمٌ

তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না, নিদ্রাও নয়।

লা তা’খুযুহু সিনাতুঁও ওয়ালা নাউম।

لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الۡاَرۡضِ

আসমানসমূহে যা রয়েছে ও যমীনে যা রয়েছে সবই তাঁর।

লাহূ মা-ফিসসামা-ওয়া-তি ওয়ামা ফিল আরদ্বি।

مَنۡ ذَا الَّذِىۡ يَشۡفَعُ عِنۡدَهٗۤ اِلَّا بِاِذۡنِهٖ

কে সে, যে তাঁর অনুমতি ব্যতীত তাঁর কাছে সুপারিশ করবে?

মান যাল্লাযী ইয়াশফা‘উ ‘ইনদাহূ ইল্লা বিইযনিহী।

يَعۡلَمُ مَا بَيۡنَ اَيۡدِيۡهِمۡ وَمَا خَلۡفَهُمۡ

তাদের সামনে ও পিছনে যা কিছু আছে তা তিনি জানেন।

ইয়া‘লামু মা বাইনা আইদীহিম ওয়ামা খালফাহুম।

وَلَا يُحِيۡطُوۡنَ بِشَىۡءٍ مِّنۡ عِلۡمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ

আর যা তিনি ইচ্ছে করেন তা ছাড়া তাঁর জ্ঞানের কোনো কিছুকেই তারা পরিবেষ্টন করতে পারে না।

ওয়ালা ইয়ুহীতূনা বিশাইইম মিন্ ইলমিহী ইল্লা বিমা শাআ।

وَسِعَ كُرۡسِيُّهُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ

তাঁর ‘কুরসী’ আসমানসমূহ ও যমীনকে পরিব্যাপ্ত করে আছে;

ওয়াসি‘আ কুরসিয়্যুহুস সামা-ওয়া-তি ওয়াল আরদ্ব।

وَلَا يَـــُٔوۡدُهٗ حِفۡظُهُمَا

আর এ দুটোর রক্ষণাবেক্ষণ তাঁর জন্য বোঝা হয় না।

ওয়ালা ইয়াউদুহূ হিফযুহুমা

وَهُوَ الۡعَلِىُّ الۡعَظِيۡمُ

আর তিনি সুউচ্চ সুমহান।

ওয়া হুয়াল ‘আলিয়্যূল ‘আযীম

সূরা আল-বাকারাহ্‌, ২৫৫।

যে ব্যক্তি সকালে তা বলবে সে বিকাল হওয়া পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে, আর যে ব্যক্তি বিকালে তা বলবে সে সকাল হওয়া পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে।

হাদীসটি হাকিম সংকলন করেছেন, ১/৫৬২ আর শাইখ আলবানী একে সহীহুত তারগীব ওয়াত-তারহীবে সহীহ বলেছেন ১/২৭৩ আর তিনি একে নাসাঈ, তাবারানীর দিকে সম্পর্কযুক্ত করেছেন এবং বলেছেন, তাবারানীর সনদ ‘জাইয়্যেদ’ বা ভালো।

লাইলাতুল কদরের দোয়া
31/03/2024

লাইলাতুল কদরের দোয়া

তাহাজ্জুদ নামাজের নিয়ম
14/03/2024

তাহাজ্জুদ নামাজের নিয়ম

06/03/2024

রিযিক প্রার্থনা দোয়া [৫:১১৪]

رَبَّنَاۤ اَنۡزِلۡ عَلَيۡنَا مَآئِدَةً مِّنَ السَّمَآءِ تَكُوۡنُ لَـنَا عِيۡدًا لِّاَوَّلِنَا وَاٰخِرِنَا وَاٰيَةً مِّنۡكَ‌ۚ وَارۡزُقۡنَا وَاَنۡتَ خَيۡرُ الرّٰزِقِيۡنَ

হে আমাদের রব, আসমান থেকে আমাদের প্রতি খাবারপূর্ণ দস্তরখান নাযিল করুন; এটা আমাদের জন্য ঈদ হবে। আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য। আর আপনার পক্ষ থেকে এক নিদর্শন হবে। আর আমাদেরকে রিযিক দান করুন, আপনিই শ্রেষ্ঠ রিযিকদাতা।

রব্বানা য় আন্যিল্ ‘আলাইনা- মা - য়িদাতাম্ মিনাস্ সামা - য়ি তাকূনু লানা-‘ঈদাল্ লিআওয়্যালিনা-অ আ-খিরিনা-অ আ-ইয়াতাম্ মিন্কা, অরযুক্ব না-অ আন্তা খাইর্রু রা-যিক্বীন্।

দোয়ার প্রেক্ষাপট: আল্লাহর দরবারে হযরত ঈসা (আ.)-এর প্রার্থনা।

সূরা আল মায়েদাহ - ৫:১১৪

#সূরা_আল_মায়েদাহ

22/12/2023

আবু তোহা মোহাম্মদ আদনান খুব সুন্দর একটি লেকচার। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন তিনি। Toha Mohammad Adnan old speech.....🖤🖤🖤

02/12/2023

হিসনুল মুসলিম

দোআ: [১৩৪] অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আশ্রয় চাওয়া [২:৬৭]

أَعُوْذُ بِاللّٰهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِيْنَ

আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি

আ‘ঊযুবিল্লা-হি আন্ আকূনা মিনাল্ জ্বা-হিলীন্

দোয়ার প্রেক্ষাপট: জাতির মিথ্যাচারের বিপরীতে আল্লাহর নিকট হযরত মূসা (আঃ) এর প্রার্থনা।

সূরা আল বাকারাহ - ২:৬৭

দোআ ও যিকির (হিসনুল মুসলিম)।

28/09/2023

আমি গর্ব করি আজ আমার জন্মদিন আমাদের সবাই কে নবীর চরিত্র অনুসরন করার তউফিক দান করুন আমিন। শেষ নিঃশ্বাস পর্যন্ত নবীর নাম নেওয়ার তউফিক দান করুন আমিন। 🌸🌸🌸 আর এ সব বেদাত হেফাজত করুন। ঈদের মিলাদুন্নবী উপলক্ষে অনুষ্ঠান এসব করা বেদাত। সাহাবীরা কখনো এসব করেননি চার ইমামও কখনো এসব করেননি তাহলে আমরা এইসব কোথা থেকে পেলাম। কখনো বলা হয়নি আজ নবীজির জন্মদিন শুধু বলা হয়েছে সোমবার তিনি জন্মগ্রহণ করেছেন কিন্তু কোন নির্দিষ্ট তারিখ বলা হয়নি কুরআনী কিন্তু অনেক অলি আউলা তারা গবেষণ করে ১২ রবিউল আওয়াল এই তারিখে নবীজির জন্মদিন করেছেন মনে করেন। হয়তো এসব বেদাত কারণে কোন নির্দিষ্ট তারিখ বলা হয়নি তাই আমাদের এইসব বেদাত থেকে দূরে থাকা উচিত। যদি আজ নবীজির জন্মদিন হয় তাহলে আমি অনেক গর্ব করি আমিন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahu toha Muhammad adnan waz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share