Golapgonj-গোলাপগঞ্জ অল টাইম নিউজ

Golapgonj-গোলাপগঞ্জ অল টাইম নিউজ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Golapgonj-গোলাপগঞ্জ অল টাইম নিউজ, News & Media Website, golapgonj, Sylhet.

💥গ্রুপ - ❤আমাদের গোলাপগঞ্জ💙
💥পেইজ-Golapgonj-গোলাপগঞ্জ অল টাইম নিউজ
💥ইমেইল- golapgonj.all.time.news
👉গ্রুপে জয়েন হয়ে পেইজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ🌹✅ গোলাপগঞ্জ
এলাকার
কোন খবর
কিংবা
আপনার কোনো
এড/খবর
আমাদের পেইজে
পোস্ট করতে চাইলে
কল,ইনবক্স মেসেইজ
অথবা মেইল করেন।
আমাদের সাথে
থাকার জন্য
আপনাকে
অসংখ্য ধন্যবাদ
Contact
Call: 01811-94 24 82
Email: golapgonj.all.time.news
Group: Join Now Please https://www.facebook.com/groups/324201518522295/?ref=share_group_link

এশার নামাজরত অবস্থায় গোলাপগঞ্জ উপজেলার হাজীপুর এওলাটিকর বায়তুল মামুর মসজিদের সামন থেকে হাজিপুর লামাপাড়া গ্রামের প্রবীন ম...
30/12/2024

এশার নামাজরত অবস্থায় গোলাপগঞ্জ উপজেলার হাজীপুর এওলাটিকর বায়তুল মামুর মসজিদের সামন থেকে হাজিপুর লামাপাড়া গ্রামের প্রবীন মুরব্বি ও সমাজসেবক কবির আহমদ সাহেবের বাইক চুরি হয়ে গেছে।

ইগনোটর বাইক নাম্বার (সিলেট হ ১৫- ২৩৩৭)
কেউ যদি বাইকটি কারো কাছে দেখতে পান তাহলে অতিসত্বর আটকান।
যোগাযোগ, কবির আহমদ 01712788010
fans
#গোলাপগঞ্জঅলটাইমনিউজ

বর্তমানে পেয়াজের কেজি ২৫০/৩০০ নয়..! ((মাএ-৪০-৪৫৳)) টাকায় পাওয়া যাচ্ছে প্রতি কেজি পেয়াজ....আর সবজির দাম তো "আলহামদুলিল্লা...
29/12/2024

বর্তমানে পেয়াজের কেজি ২৫০/৩০০ নয়..!
((মাএ-৪০-৪৫৳)) টাকায় পাওয়া যাচ্ছে প্রতি কেজি পেয়াজ....
আর সবজির দাম তো "আলহামদুলিল্লাহ" হাতের নাগালেই আছে, বেশিরভাগ সবজিই -৩০-৩৫৳ মধ্যে প্রতি কেজি..!
৮/১০ বছরের কখনো পিয়াজের দাম এত কম ছিল না,,
মাত্র ৪০ টাকা এর আগে কোনদিনও ছিল না,,
সব সময় এই ভাবে চলতে থাকলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জীবন অনেক সহজ হয়ে যাবে,, ☺☺
ধন্যবাদ ড.ইউনুস স্যারকে,
"আলহামদুলিল্লাহ" ♥️🥰😍
fans
#গোলাপগঞ্জঅলটাইমনিউজ

🚫🚫নিখোঁজ সংবাদ।🚫🚫ফয়সল আহমেদ,পিতা: আব্দুল হক,গ্রাম:শুভেচ্ছা১৩৫, শেখঘাট,সিলেট।বর্তমান ঠিকানা :মোল্লাগ্রাম, হেতিমগঞ্জ সিলেট...
16/12/2024

🚫🚫নিখোঁজ সংবাদ।🚫🚫

ফয়সল আহমেদ,
পিতা: আব্দুল হক,গ্রাম:শুভেচ্ছা১৩৫, শেখঘাট,সিলেট।
বর্তমান ঠিকানা :মোল্লাগ্রাম, হেতিমগঞ্জ সিলেট।
গতকাল ১১/১২/২০২৪ ইং দুপুর ১২.০০ ঘটিকা হতে হেতিমগঞ্জ বাসা থেকে বাহির হইয়া সর্বশেষ গোলাপগঞ্জ বাজারে মার্কেটে দেখা যায় দুপুর ১টায় এর পর থেকে নিখোঁজ রহিয়াছেন। তিনির ব্যবহৃত মোবাইল নং বন্ধ পাওয়া যাচ্ছে। নিখোঁজ হওয়ার ২দিন হয়েগেছে।
কোন ব্যক্তি তাহার খোজ পাইলে নিম্নলিখিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
01747517408
01715481369

fans
#গোলাপগঞ্জঅলটাইমনিউজ

দেশের প্রতি ভালোবাসা একেকজন একেকভাবেই প্রকাশ করে। বাংলাদেশের Fahim Chowdhury ভাই এই ৫৩ তম বিজয় উদযাপন করেছেন খুবই ইউনিক ...
16/12/2024

দেশের প্রতি ভালোবাসা একেকজন একেকভাবেই প্রকাশ করে। বাংলাদেশের Fahim Chowdhury ভাই এই ৫৩ তম বিজয় উদযাপন করেছেন খুবই ইউনিক ওয়েতে। 🫡🌸

মোট ২৯০ নটিক্যাল মাইল দূরত্ব ২ ঘণ্টা ৪৫ মিনিট সময় ধরে উড্ডয়ন করে আমেরিকার আকাশে বাংলাদেশের মানচিত্র এঁকেছেন তিনি। বাংলাদেশের প্রতি এই উৎসর্গে তিনি ফ্লাই করেছেন Cessna 172 পাইলট বিমান।

বিজয় দিবস উপলক্ষে এমন উৎসর্গ দেখে এটাই শে-য়া-র করা থেকে নিজেকে বিরত রাখতে পারলাম নাহ।

১৬ই ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবস।
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ❤️🇧🇩
#গোলাপগঞ্জঅলটাইমনিউজ

11/12/2024

ভারতে ভাঙা হলো ১৮৫ বছরের পুরোনো মসজিদের একাংশ

বিস্তারিত কমেন্টে...

একজন মানুষ কে নিয়ে যা শুরু হয়েছে তা খুব জগন্য লেবেল এর নোংরামি।উনার হুজুর হয়ে জন্ম নেয়া যেনো ছিলো আজন্ম-পাপ। আমি জানি না...
10/12/2024

একজন মানুষ কে নিয়ে যা শুরু হয়েছে তা খুব জগন্য লেবেল এর নোংরামি।উনার হুজুর হয়ে জন্ম নেয়া যেনো ছিলো আজন্ম-পাপ। আমি জানি না তাদের মধ্যে সম্পর্ক টা কি।কিন্তু ধরে নেন তারা ভাই বোন আর যদি তাই হয়ে তবে চিন্তা করুন আপনার মজা নেয়ার ধরন টা কত নিম্নস্তরের।উনার কি বোন দের নিয়ে বাহির হওয়ার কোনো অধিকার নেই।আচ্ছা ধরে নেই আপনাদের ধারনা টা সঠিক,তাহলে প্রতিদিন নোংরামি করে বেড়ানো বাকিদের ভিডিও প্রচার করে কেনো মজা নিচ্ছেন না?? প্রভলেম আসলে আপনাদের মানসিকতায়।মজার বিষয় যারা মজা নিচ্ছে তারা চূড়ান্ত লেবেলের নোংরামি করে বেড়ায় এই গোলাপগঞ্জের মাটিতেই!

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দুনিয়াতে কোনো বান্দার দোষ গোপন রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন।’’ [মুসলিম ২৫৯০, আহমদ ২৭৪৮৪, ৮৯৯৫]

-ব্যক্তিগত মতামত!
fans
#গোলাপগঞ্জঅলটাইমনিউজ

আমাদের প্রানের এমসি একাডেমির প্রবেশ মুখে কবে দেখব😥...... এটা চট্টগ্রাম বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের প্রবেশ মুখ।...
30/11/2024

আমাদের প্রানের এমসি একাডেমির প্রবেশ মুখে কবে দেখব😥...... এটা চট্টগ্রাম বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের প্রবেশ মুখ। fans
#গোলাপগঞ্জঅলটাইমনিউজ

""""" ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।। __________________=__________________ফুলবাড়ী পূর্বপাড়া বাড়ীউল নিবাসী এ...
29/11/2024

""""" ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।।
__________________=__________________
ফুলবাড়ী পূর্বপাড়া বাড়ীউল নিবাসী এমসি একাডেমির অবসরপ্রাপ্ত চাকুরিজীবি অফিস সহকারি জনাব নেওয়াজ আলী চাচা অদ্য রাত ৮°৪৫ মি: এর সময় ইন্তেকাল করিয়াছেন। আগামীকাল ২ ঘটিকার সময় এমসি একাডেমি স্কুল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি।।

দোয়া করি আল্লাহ যেনো চাচা কে জান্নাতবাসী করেন আমিন।।

ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউনফুলবাড়ি-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) জনাব আব্দুল খ...
24/11/2024

ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন

ফুলবাড়ি-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) জনাব আব্দুল খালিক সাহেব ইন্তেকাল হইয়াছেন।
মরহুমের জানাযার নামাজ আজ বাদ আসর ফুলবাড়ি বড় মোকাম জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে, এতে আপনাদের দোয়া কামনা করি। আল্লাহ স্যারকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

17/11/2024

নিষিদ্ধ ‘ছাত্রলীগের আদলে’ নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

‘বিস্তারিত কমেন্টে’

💥  fans
17/11/2024

💥 fans

11/11/2024

এটাই ছিলো মুনতাহার দেওয়া শেষ ভয়েজ😥
#মুনতাহা fans

#গোলাপগঞ্জঅলটাইমনিউজ

11/11/2024

মুনতাহার জন্য ফেইসবুকে ডুকতে পারতেছি না। চোখের পানি অঝরেই ঝরতেছে।
ইয়া আল্লাহ🤲

এই তিনজন মুনতাহা হ,ত্যার সাথে জড়িত ছিলো। এদের বিচার কি হওয়া উচিত আপনারাই বলেন❓
10/11/2024

এই তিনজন মুনতাহা হ,ত্যার সাথে জড়িত ছিলো।
এদের বিচার কি হওয়া উচিত আপনারাই বলেন❓

মুনতাহাকে হত্যার পর পুঁতে রাখা হয় কাদামাটিতে, আটক ৩ বিস্তারিত...... 👇সিলেটের কানাইঘাটে নিখোঁজ হওয়া শিশু মুনতাহা আক্তার জ...
10/11/2024

মুনতাহাকে হত্যার পর পুঁতে রাখা হয় কাদামাটিতে,
আটক ৩ বিস্তারিত...... 👇

সিলেটের কানাইঘাটে নিখোঁজ হওয়া শিশু মুনতাহা আক্তার জেরিনকে (৬) হত্যার পর পুঁতে রাখা হয় কাদামাটিতে। পুঁতে রাখা মরদেহটি খাল থেকে সরিয়ে নিয়ে পার্শ্ববর্তী পুকুরে ফেলার চেষ্টার সময় মা-মেয়েসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১০ নভেম্বর) ভোর ৪টার দিকে মরদেহটি সরানোর চেষ্টাকালে জনতার সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলেন, মর্জিয়া আক্তার, তার মা আলীফজান ও আলীফজানের মা কুতুবজান। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মর্জিয়ার বসতঘর গুড়িয়ে দেন।

নিহত মুনতাহা সিলেটের কানাইঘাট উপজেলা সদর ইউনিয়নের বীরদল ভাড়ারীফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।

স্থানীয় বাসিন্দা আব্দুল ওয়াহিদ বলেন, ঘটনার দিন রোববার (৩ নভেম্বর) আমার বাড়িতে খেলা করছিল মুনতাহা। ওইদিন শিশুটিকে ধরে নিয়ে হত্যার পর মরদেহ ঘরের পাশে খালে পুঁতে রাখা হবে তা কল্পনা করতে পারিনি।

তিনি আরও বলেন, আমাদের বিশ্বাস ছিল শিশুটিকে জীবিত পাবো। কিন্তু ঘরের পাশে তার মরদেহ মিলবে, তাকে হত্যা করা হবে কল্পনা করিনি। এ হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, মুনতাহার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিবেশী মর্জিয়া আক্তার ও তার মা আলীফজান মিলে তাকে হত্যা করেছেন।

তিনি আরও বলেন, মুনতাহাকে অপহরণের পর ওইদিনই তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরের পাশের একটি খালে কাদামাটিতে পুঁতে রাখা হয়।এরপর আলীফজান বেগম রোববার (১০ নভেম্বর) ভোরে মরদেহ সরানোর চেষ্টাকালে স্থানীয়রা দেখে ফেলেন। এ সময় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় মর্জিয়া, তার মা ও নানিকে আটক করা হয়। এর মধ্যে আলীফজান ভিক্ষাবৃত্তি করতেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি।

ওসি বলেন, শনিবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে মর্জিয়াকে আটক করে থানায় নেওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলেও কোনো তথ্য উদঘাটন করা যায়নি। এরপর রোববার ভোরে মরদেহ উদ্ধারের পর তাকে আটক দেখানো হয়।
fans

10/11/2024

মুনতাহা আর বেচে নেই
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
রাজিউন
মুনতাহার মৃতদেহ বাড়ির কাছেই পাওয়া গেছে।

এটা কোনো সাধারণ রিক্সা নয়..এটি একটি ইতিহাস..! একটি বিজয়..!এরপরও কি আমরা ভুলে যাবো তাদের অবদান...?©
08/11/2024

এটা কোনো সাধারণ রিক্সা নয়..
এটি একটি ইতিহাস..! একটি বিজয়..!

এরপরও কি আমরা ভুলে যাবো তাদের অবদান...?
©

৫ দিনে ও খুঁজে পাওয়া যায়নি শিশু  #মুনতাহাকে 😰প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি🙏  দয়া করে আপনাদের সাহায্যের হাতটা মুনতাহার পরি...
08/11/2024

৫ দিনে ও খুঁজে পাওয়া যায়নি শিশু #মুনতাহাকে 😰
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি🙏 দয়া করে আপনাদের সাহায্যের হাতটা মুনতাহার পরিবারের দিকে বাড়িয়ে দিন।

নিখোঁজ সংবাদ:-
মুনতাহা নামের ছোট্ট মেয়েটার প্রাণের বিনিময়ে তার পরিবার সবকিছু দিতে রাজি কিন্তু কেউই মুনতাহাকে ফিরিয়ে দিচ্ছেনা।
মুনতাহাকে ফিরে না পেয়ে, সে কোথায় আছে কেমন আছে জানতে না পেরে তার পরিবার পাগলের মত কান্না করে দিকবিগিগ ছুটে বেড়াচ্ছে।
উল্লেখ্য আজ প্রায় 5/6 দিনের অধিক সময় সিলেটের কানাইঘাট থেকে মুনতাহা নিখোঁজ 😭।
#মুনতাহাকে ফিরে পেতে তার পরিবার সকল ফেসবুক ব্যবহারকারী ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগিতা প্রয়োজন। আপনারা মুনতাহাকে আদরের ছোট্ট মেয়ে, ছোট বোন মনে করে
পোস্টটি শেয়ার করে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিন। আপনাদের একটা শেয়ার ই পারে ছোট্ট মেয়েটাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে।

যোগাযোগ নাম্বার-
মাহবুব মোরশেদঃ ০১৭৯৯৬৭৫৬২৭
সেলিম আহমদঃ ০১৭৩২৪৭৩৪২৬
শামীম আহমদঃ ০১৭২৮১৮৭৬৫৫
শাহাবুদ্দিন আহমদঃ ০১৭৫৩১১২৪৪৮
fans #গোলাপগঞ্জঅলটাইমনিউজ

Address

Golapgonj
Sylhet
GOLAPGONJ

Telephone

+8801718010123

Website

https://www.facebook.com/groups/324201518522295/?ref=share_group_link, https://www.fac

Alerts

Be the first to know and let us send you an email when Golapgonj-গোলাপগঞ্জ অল টাইম নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share