আমি খুব অসহায়

আমি খুব অসহায় সত্যের সন্ধানে আলোর পথে আমরা আছি আপনার পাশে সব সময়....

দুই নারীর বিয়ের সাক্ষী এবার কলকাতা:দুই নারীর বিয়ের সাক্ষী এবার কলকাতাএটি আর পাঁচটা মেয়ের গল্পের মতো নয়। এ এক অন্য ধরনে...
24/05/2023

দুই নারীর বিয়ের সাক্ষী এবার কলকাতা:

দুই নারীর বিয়ের সাক্ষী এবার কলকাতা
এটি আর পাঁচটা মেয়ের গল্পের মতো নয়। এ এক অন্য ধরনের ভালোবাসার কাহিনি। অনলাইনে ডেটিং অ্যাপে পরিচয়, সেই থেকে তিল তিল করে গড়ে ওঠে ভালোবাসা। সেই ভালোবাসার টানেই গত রোববার (২৩ মে) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা থেকে মৌমিতা মজুমদার ছুটে আসেন কলকাতায় মৌসুমী দত্তের কাছে। তবে দুই নারীর ভালোবাসার সম্পর্ক মেনে নেয়নি পরিবারের সদস্যরা। তবু ভালোবাসা বাধা মানেনি। মন্দিরে মালাবদল করে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা।

মৌসুমী জানান, দু’মাস আগে তাদের পরিচয় হয় ডেটিং অ্যাপে। তারপর থেকেই শুরু হয় চ্যাটিং। ধীরে ধীরে দুজনেই জড়িয়ে পড়েন প্রেমের সম্পর্কে। ভালোবেসে ফেলেন দুজন দুজনকে।

মৌসুমীর কথায়, পানি ছাড়া যেমন মাছ বাঁচে না, তেমনি মৌমিতাকে ছাড়া আমিও বাঁচবো না।

প্রেমিক যুগল পরিবারের সদস্যদের কাছে তাদের ভালোবাসার কথা জানিয়েছিলেন। কিন্তু দু’পক্ষ থেকেই পরিষ্কার উত্তর, তোমরা দুজনেই নারী। এই সম্পর্ক সমাজ ও আমরা কেউ মেনে নেবো না।

শেষপর্যন্ত নিরুপায় হয়ে মৌসুমি ও মৌমিতা সিদ্ধান্ত নেন, পালিয়ে বিয়ে করবেন। সেই মোতাবেক মন্দিরে গিয়ে মালাবদল করে সিঁথিতে সিঁদুর পরিয়ে বিয়ে করেন তারা।

মৌমিতা বলেন, আমরা জানি সমাজ আমাদের মানবে না। কিন্তু আমি ওর সঙ্গে থাকতে চাই। বাঁচলে ওর সঙ্গে বাঁচবো, মরলে মরবো ওর সঙ্গে মরবো। প্রশাসন যদি আমাদের মেরে ফেলতে চায়, তাহলে দুজনকে একসঙ্গে মারতে হবে। আর বাঁচিয়ে রাখতে হলে দুজনকে একসঙ্গে বাঁচিয়ে রাখতে হবে।

মৌসুমী দত্ত বলেন, যদি বড় ধরনের কোনো বাধা আসে, তাহলে দুজনে একসঙ্গে হাতে হাত রেখে লড়াই করবো।

মৌসুমী-মৌমিতার বিয়ে নিয়ে বর্তমানে আলোচনা চলছে গোটা শহরে। এই বিয়ে দুই পরিবারের কপালে চিন্তার ভাঁজ ফেললেও কলকাতা ঠিকই সাক্ষী হয়ে রইলো অন্য ধরনের এক ভালোবাসার আপাত সফল পরিণতি হিসেবে।

04/05/2023

সিলেট সিটি মেয়র নির্বাচন নিয়ে অনেক আলোচনা সভা অনেক পক্ষে বিপক্ষে কথা বলা দল এবং বিরোধী দলের নেতাদের নিয়ে অনেক কটুক্তি করে আলোচনা করা হচ্ছে আমার কথা হচ্ছে এই সিলেট সিটি নির্বাচন নিয়ে পক্ষে-বিপক্ষে কটুক্তি কর আলোচনা না করে চলুন সবাই একসাথে মিলে আমাদের মহামূল্যবান ভোট দিয়ে যোগ্য ব্যক্তিকে সিলেট সিটি মেয়র নির্বাচিত করি আর আরেকটি কথা হল মানুষ বলতে ভুল ত্রুটি হবে কিন্তু নির্বাচনে মেয়র পদে ধারিয়ে একজন মানুষের দোষ নিয়ে শুধু আলোচনা করলে হবে না তার ভালো দিকটা ও দেখতে হবে সুতরাং তার ভালো দিকটা নিয়ে আলোচনা করেন সবার ভালো পাত্র হতে পারবেন আর আশা করি সিলেটের মানুষ সুন্দর একটা নির্বাচন দেখতে চায়.....

বিএনপি উল্টাপাল্টা স্বপ্ন দেখলে বেগম জিয়াকে কারাগারে ফেরতের কথা ভাবতে হবে’প্রকাশ : ১৩ অক্টোবর ২০২২, ১৭:৫১বিবার্তা প্রতিব...
12/11/2022

বিএনপি উল্টাপাল্টা স্বপ্ন দেখলে বেগম জিয়াকে কারাগারে ফেরতের কথা ভাবতে হবে’
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২২, ১৭:৫১

বিবার্তা প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশ পরিচালনার বিষয়ে আমান উল্লাহ আমান সাহেবরা যদি উল্টাপাল্টা স্বপ্ন দেখতে থাকেন তাহলে সরকারকে ভাবতে হবে বেগম খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বদান্যতা দেখিয়েছেন সেটির আদৌ প্রয়োজন আছে না কি, তাকে আবার কারাগারে পাঠাতে হবে।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বিএনপি নেতা আমান উল্লাহ আমানের সাম্প্রতিক মন্তব্য ‘১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার কথায় দেশ চলবে’ এ নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, আমান উল্লাহ আমান সাহেব সম্ভবত এ ধরণের কোন কিছু স্বপ্নে দেখেছেন। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃপা-বদান্যতায়ই বেগম খালেদা জিয়া কারাগারের বাইরে আছেন।

মানবাধিকারকর্মী সুলতানা কামালকে নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর মন্তব্য সম্পর্কে প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, বেগম সুলতানা কামালের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তিনি একজন মানবাধিকারকর্মী, বিশিষ্ট বুদ্ধিজীবী এবং তার অনেক বক্তব্যের সাথে আমি নিজেও একমত নই। তার বেশিরভাগ বক্তব্যই সরকারের বিরুদ্ধে। তাই বলে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কথা বলা শালীনতা ও শিষ্টাচার বিবর্জিত।

যারা এ ধরণের মানবাধিকারকর্মী বা সমালোচক তারা নিজেদের দৃষ্টিভঙ্গিতেই বিষয়গুলো দেখেন, তাদের বক্তব্যের সমালোচনা হতে পারে কিন্তু ব্যক্তিগত আক্রমণ হওয়া সমীচীন নয় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, রিজভী সাহেব সুলতানা কামালের ব্যাপারে যেভাবে বক্তব্য রাখতে গিয়ে যেভাবে তাকে আওয়ামী লীগের দালাল বলেছেন, কখন যে রিজভী সাহেব মির্জা ফখরুল সাহেবকেও আওয়ামী লীগের দালাল বলে বসেন, আমি সেই শঙ্কার মধ্যে আছি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘পাকিস্তানই ভাল ছিল’ মন্তব্যের বিষয়ে প্রশ্নের জবাবে সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল সাহেবের বক্তব্য বিশ্লেষণ করলে তার অর্থ দাঁড়ায়- বাংলাদেশ হওয়াটা সঠিক হয় নাই। অর্থাৎ, তার মতে জিয়া মেজর থাকলেই ভাল ছিল। কারণ বাংলাদেশ সৃষ্টি না হলে জিয়া তো মেজরই থাকতো, মেজর জেনারেল হতে পারতো না। আমি মনেকরি এই বক্তব্যের মাধ্যমে মির্জা ফখরুল সাহেব আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধে শহিদ সবার প্রতি অবমাননা করেছেন এবং তিনি বাংলাদেশে রাজনীতি করার অযোগ্য হওয়া উচিত। অন্য কোনো দেশ হলে তার বিরুদ্ধে নানা আইনগত ব্যবস্থা নেওয়া হতো এবং তিনি সেই দেশে রাজনীতি করার অযোগ্য হতেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য এ নিয়ে যেভাবে কথাবার্তা ও বিশ্লেষণ হওয়া দরকার ছিল সেটি আমি দেখতে পাচ্ছি না।

দেশে গণতন্ত্র নিয়ে বিএনপি মহাসচিবের সমালোচনার জবাবে মন্ত্রী ড. হাছান বলেন, বন্দুকের নলের আগা থেকে যাদের জন্ম, অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলের জন্ম, যারা ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচন করেছিল, যে রাজনৈতিক দল তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল করে দুর্নীতিবাজদের, দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্তদের রাজনীতি করার অধিকার দিয়েছে, তারা যখন গণতন্ত্রের কথা বলে তখন মানুষ হাসে।

সাহস থাকলে পারলে আইসা নির্বাচন কর : সেলিম১১ নভেম্বর, ২০২২ ১৬:২৩>  যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে...
12/11/2022

সাহস থাকলে পারলে আইসা নির্বাচন কর : সেলিম
১১ নভেম্বর, ২০২২ ১৬:২৩
>
যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়া যুব মহাসমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সভাপতিত্ব করছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামশ পরশ।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘বিএনপি কোন রাজনৈতিক দল নয়। এরা পাকিস্তানের এজেন্ট। ২১ বার বিএনপি-জামাত শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। কিসের গণতন্ত্র তাদের? খালেদা জিয়ার গণতন্ত্র হলো মানুষ মারার গণতন্ত্র। ’

এখন তারা হুমকি দেয় ১০ ডিসেম্বর শেখ হাসিনার পতন ঘটাবে, সন্ত্রাসী তারেককে দেশে আনবে এবং বিএনপি ক্ষমতায় চলে যাবে। আরে, পাগলে কিনা করে, ছাগলে কিনা খায়। ওরা তো পাগল, ওরা খুনি। তারেকের তো যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। সে তো ভয়েেই আসবে না এদেশে। আর খালেদা জিয়াও তো কারাদন্ডে দন্ডিত। শেখ হাসিনার মানবিকতায় সে মুক্তি পেয়েছে। কিন্তু কোন সহানুভূতি দেখানো উচিত নয়। '

তিনি বলেন, ‘পারলে, সাহস থাকলে আইসা নির্বাচন কর। ষড়যন্ত্র করো না। বঙ্গবন্ধুর বিরুদ্ধেও ষড়যন্ত্র করা হয়েছিল। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক সজাগ ‘

শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘বঙ্গবন্ধু মনি ভাইকে বলেছিলো- মনি, আমার ডাকে এই যুব সমাজ যেভাবে সাড়া দিয়েছে, যেভাবে তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে-এ দেশ গড়তে হলে আমাদের এসব সোনার ছেলে দরকার। আর যুবলীগই হলো আমার সোনার ছেলে। তারাই পারবে বাংলাদেশকে গড়তে। এরপরও খুব অল্প সময়ে মনি ভাই যুবলীগকে শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে শক্তিশালী সংগঠনে পরিণত করেছিলেন। কিন্তু তিনি বেশি সময় পান নাই; তাকেও হত্যা করা হয়েছিল।

শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘এই যুবলীগ যদি ঐক্যবদ্ধ থাকো তাহলে ওই ছাগলের বাচ্চারা শুধু লাফাবে। আওয়ামী লীগ পালাবার দল নয়। আবার সুষ্ঠু নির্বাচন হবে আগামীতে। ’

02/11/2022

সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় একটি শিশুর মৃত্যু

এই হাসপাতালে বারবার ভুল চিকিৎসা দিয়ে মানুষকে মৃত্যুর পথ যাত্রী করে দিচ্ছে।
তাই বিশেষ করে সিলেটবাসীকে বলতে চাই রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যাবেন না যদি যান তাহলে লাশ হয়ে ফিরতে হবে নিজ বাসভবনে।

02/11/2022

সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে কেউ চিকিৎসার জন্য যাবেন না যদি চিকিৎসার জন্য যান তাহলে এভাবে রোগীকে লাশ হয়ে ফিরতে হবে 😭

পাগড়ি দিয়ে ইমামের আত্মহত্যা, যা লিখে গেছেন সুইসাইডাল নোটেSep 13, 2022 12:45 PMপাগড়ি দিয়ে ইমামের আত্মহত্যা, যা লিখে গেছেন...
13/09/2022

পাগড়ি দিয়ে ইমামের আত্মহত্যা, যা লিখে গেছেন সুইসাইডাল নোটে
Sep 13, 2022 12:45 PM
পাগড়ি দিয়ে ইমামের আত্মহত্যা, যা লিখে গেছেন সুইসাইডাল নোটে
ভোলার দৌলতখানে মো. আবদুল হালিম (২৪) নামে এক ইমাম নিজের মাথার পাগড়ি দিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। নিজের হাতে সুইসাইডাল নোটে লিখে গেছেন- তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এছাড়া তার লাশ পুড়িয়ে পাহাড়ে ছিটাতে লিখে গেছেন। সোমবার রাত সাড়ে ৩টায় চরখলিফা ৭নং ওয়ার্ডের হাসমত বেপারী বাড়ির জামে মসজিদে এ ঘটনা ঘটে। ৯৯৯ নম্বরে সংবাদ পেয়ে পুলিশের এসআই মো. মনির হোসেন ঘটনাস্থলে গিয়ে সুইসাইডাল নোটসহ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। আবদুল হালিম ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর চন্দ্রপ্রসাদ গ্রামের ফারুক ফরাজির ছেলে। তিনি ইমামতির পাশাপাশি দৌলতখান উপজেলার চরখলিফা কওমি মাদ্রাসায় দাওরা হাদিস বিভাগে পড়তেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে ইমাম আব্দুল হালিম এশার নামাজ পড়িয়ে মসজিদের সঙ্গে তার রুমে চলে যান। রাত ১২টার দিকে আত্মীয়-স্বজনের মোবাইলে তিনি বেঁচে থাকবেন না বলে একটি খুদে বার্তা পাঠান। পরে তার মোবাইলে স্বজনরা একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি। এ অবস্থায় তার ভগিনীপতি রাসেদ রাত সাড়ে ৩টার দিকে ওই মসজিদে আসেন। মসজিদে এসে আব্দুল হালিমের রুমের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে ভয়ে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন। পরে দৌলতখান থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। একাধিক বিয়ে করা ইমাম আবদুল হালিম সুইসাইডাল নোটে লিখেছেন- ‘আমার লাশটা আগুনে পুড়িয়ে পাহাড়ে নদীতে বাতাসে উড়িয়ে দিও। কারণ আমার জীবনটাই হলো পাপিষ্ঠ। জীবনে আমি এমন কোনো জায়গায় যাইনি যে জায়গা আমার পাপের সাক্ষী হয়নি। অর্থাৎ যেখানে গিয়েছি পাপ করেছি। সবাইকে বলছি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ছোটবেলা থেকেই অনেক গুনাহ করেছি। তাই এ দুনিয়া ভালো লাগে না।’ সেই সাথে তার ৪ মাসের সন্তানের দিকে খেয়াল রাখার কথাও লিখেছেন এবং তার কাছ থেকে কারা কারা টাকা পাবে সেটিও চিরকুটে উল্লেখ করেছেন। ইমাম আবদুল হালিমের ভগিনীপতি মো. রাসেদ জানান, আবদুল হালিমের দুই স্ত্রী ছিল। প্রথম স্ত্রীর ঘরে ৪ মাসের একটি কন্যাসন্তান আছে। স্ত্রীরা তার মনমতো না চলায় তিনি উভয় স্ত্রীকে তালাক দেন। এছাড়া এলাকায় কিছু ধারদেনাও করেছিলেন। এসব কারণে মানসিক চাপ থেকে আত্মহত্যা করে থাকতে পারেন। ৪ মাসের কন্যাসন্তানকে দত্তক দেওয়া হয়েছে। ওসি মো. জাকির হোসেন আবদুল হালিমের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, তার দুই স্ত্রীকেই তালাক দেওয়া এবং ধারদেনার কারণে মানসিক চাপ থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে মনে হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Address

Sylhet
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when আমি খুব অসহায় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমি খুব অসহায়:

Videos

Share


Other Sylhet media companies

Show All