15/12/2024
"শীতার্ত মানুষের পাশে থাকি মানবিক হৃদয় জাগ্রত রাখি" স্লোগানকে সামনে রেখে রিপোর্টার্স ক্লাব,সিওমেকের উদ্যোগে প্রথম ধাপে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য "শীতবস্ত্র উপহার বিতরণ" প্রোগ্রামের আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সিওমেকের সম্মানিত অধ্যক্ষ ডা. জিয়াউর রহমান চৌধুরী,বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. আবুল হাশেম চৌধুরী, ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান ডা. নুরুল হুদা নাঈম সহ কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক,চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রোগ্রামের শুরুতে রিপোর্টার্স ক্লাবের পরিচালক ৫৭ তম ব্যাচের রেদওয়ানুল ইসলাম অতিথিবৃন্দের হাতে টিশার্ট তুলে দেন।
পরবর্তীতে প্রোগ্রামে উপস্থিত অতিথিবৃন্দ তাদের মতামত তুলে ধরেন। ডা. জিয়াউর রহমান স্যার তার বক্তব্যে বলেন,"আজকের এই মহতী উদ্যোগে অংশ নিতে পেরে আমি সত্যিই গর্বিত। শীতবস্ত্র বিতরণের এই কর্মসূচি মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ।
তোমাদের এমন মানবিক কর্মধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এটাই আমার প্রত্যাশা। শিক্ষা শুধু পুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি জীবনের প্রতি দায়বদ্ধতা শেখায়। এই উদ্যোগ তারই প্রকৃত প্রতিফলন। তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা জানাই।"
ডা. আবুল হাশেম স্যার তার বক্তব্যে বলেন,,"আমাদের শিক্ষার্থীরা শুধুমাত্র শিক্ষার আলোকবর্তিকা নয়, বরং সামাজিক দায়বদ্ধতার প্রতীকও বটে। তোমাদের এই উদ্যোগ শীতার্ত মানুষের মুখে হাসি ফুটাবে এবং তাদের কষ্ট কিছুটা লাঘব করবে।শিক্ষার্থী হিসেবে তোমাদের এই সাহসী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।"
আজকের প্রোগ্রামে স্যারদের থেকে পাওয়া অনুপ্রেরণা আমাদের পথচলার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে।সিওমেক ক্যাম্পাসকে নতুন আঙ্গিকে সাজাতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।