The Beauty of SUST Campus

The Beauty of SUST Campus A platform that virtually represents the beauty, information and update about SUST and others

26/12/2024

ভার্সিটি লাইফ Hack 101

এক সিনিয়র ভাই জুনিয়র মেয়েকে ইনবক্সে প্রপোজ করলো, " আমি তোমাকে ভালোবাসি,।"

#জুনিয়র মেয়েঃ বেশ কিছুক্ষণ পর রিপ্লাই দিলো --- "আপনাকে অনেক ধন্যবাদ এটা বলার জন্য। আপনার ভালোবাসার পরিধি দেখে আমি মুগ্ধ। আসলেই ভালোবাসাটা খুবই দরকারি একটা জিনিস। ভালোবাসা ছাড়া দুনিয়াতে চলা যায় না। আমি যেমন আমার মাকে, আমার বাবাকে, আমার পরিবারের সবাইকে ভালোবাসি সে রকম আপনিও হয়তো আপনার সবাইকে ভালোবাসেন। কিন্তু এদিক দিয়ে আপনার পরিধিটা আমার চেয়েও বিশাল বেশি এতই বেশি যে আপনি ফ্যামিলি ডিঙিয়ে দূরের মানুষকেও ভালোবাসার কথা বলে দিচ্ছেন।
আপনার মত মানুষ পৃথিবীবাসীর কাছে আশীর্বাদ স্বরূপ। পৃথিবীতে এরকম আরো মানুষ আসুক। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার এই অসাধারণ ভালো উদ্যোগ দেখে। আপনি যেভাবে এটা ছড়িয়ে দেয়ার চেষ্টা করছেন সেটা অবশ্যই সুফল বয়ে আনবে। আপনার নিকট শ্রদ্ধাস্বরূপ স্মৃতিটা বজায় রাখার জন্য আমার বিয়েতে আপনাকে স্পেশালি ইনভাইট করবো মেসেঞ্জারে। আর এটা প্রমিজ।"

ওই ভাইয়ের আর কোনো রিপ্লাই আসেনি।

© শাকিল কবির

23/12/2024

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য A টু Z
➡️ আবেদনের তারিখ:-
🟠শুরু: ৫ই জানুয়ারি ২০২৫ইং
🟠শেষ: ২৫ই জানুয়ারি ২০২৫ইং রাত ১১:৫৯ পর্যন্ত
➡️ পরীক্ষার তারিখ:-
🟠 B ইউনিট: ২৮ ফেব্রুয়ারি,শনিবার সকাল(১০-১১:৩০)
🟠 A ইউনিট: ২৮ ফেব্রুয়ারি,শনিবার দুপুর(৩:০০-৪:৩০)
➡️ আবেদনকারীদের পাসের সাল:-
🟠 SSC - 2021/2022
🟠 HSC - 2023/2024
➡️ আবেদন যোগ্যতা:- এখনো প্রকাশিত হয়নি।
➡️ ভর্তি প্রক্রিয়া:-
দুইটি ইউনিটে অনুষ্ঠিত হবে।যথাক্রমে:-
🟠 A ইউনিট: শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে।
🟠 B ইউনিট: বিজ্ঞান,ব্যবসায় শিক্ষা,মানবিক ৷ বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে।
➡️ আসন সংখ্যা :-
🟠 A ইউনিট: ৯৮৫ টি
🟠 B ইউনিট: ৬০২ টি( বিজ্ঞান-২২০টি; মানবিক-৩১০টি;বানিজ্য:৮৩টি)
➡️ আবেদনের ফিস:-
🟠 A1(বিজ্ঞান) :- ১২৫০ টাকা
🟠 A2 (বিজ্ঞান + আর্কিটেকচার) :- ১৪০০ টাকা
🟠 B (বিজ্ঞান + মানবিক + বানিজ্য):- ১২০০ টাকা
➡️ মান বণ্টন:-
A1:- 🔸 ফিজিক্স- ২০
🔸 কেমিস্ট্রি - ২০
🔸 ম্যাথ/বায়োলজি - ২০
🔸 ইংরেজি - ১০
A2:- 🔸 ফিজিক্স - ২০
🔸 কেমিস্ট্রি - ২০
🔸 ম্যাথ - ২০
🔸 ইংরেজি - ১০
B(বিজ্ঞান):-
🔸 বাংলা - ১০
🔸 ইংরেজি - ২০
🔸 GK - ১০
🔸 ফিজিক্স - ১০
🔸 কেমিস্ট্রি - ১০
🔸 ম্যাথ/ বায়োলজি - ১০
B(মানবিক):-
🔸 বাংলা - ২০
🔸 ইংরেজি - ১০
🔸 ম্যাথ(এসএসসি) - ১০
🔸 সাবজেক্ট রিলেটেড - ৩০
B(বানিজ্য):-
🔸 বাংলা - ১০
🔸 ইংরেজি - ২০
🔸 জেনারেল ম্যাথ - ১০
🔸 হিসাববিজ্ঞান - ১০
🔸 ব্যবসায় সঃ ও ব্যঃ - ১০
🔸 GK - ১০
⚠️ সময় : ১:৩০ মিনিট
⚠️ বি: দ্র: ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

12/12/2024

গুচ্ছ থেকে বের হয়ে শাবিপ্রবি স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার পর পরীক্ষার্থীরা যেসব সুযোগ-সুবিধা পাবে-

১. পরীক্ষার হলে সায়েন্টিফিক/যেকোনো ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে।
২. রাফ করার জন্য আলাদা পেপার দিবে।
৩. ৭০ টা MCQ Answer করার জন্য ১ঘন্টা৩০ মিনিট সময় দিবে।
৪. সাথে প্রতি প্রশ্নে অপশন ও দিবে ৪ টার জায়গায় ৫ টা। যা একে অপরের ভাই ব্রাদার,যেইদিক থেকেই সলভ করবেন সেই এন্সার অপশনে পেয়ে যাবেন।

এত এত সুযোগ সুবিধা থাকতে একদল মানুষ বলবে শাবিপ্রবির স্বতন্ত্র ভর্তি পরীক্ষা পদ্ধতি মানি না !!

07/12/2024

গুচ্ছভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে এলো শাবিপ্রবি

সাধারণ, বিজ্ঞান ও টেকনোলজি (জিএসটি) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে এসেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শনিবার (০৭ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবির ভাইস চ্যান্সলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

তিনি বলেন, আমরা আজকে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে মিটিং করেছি, আমরা গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে এসেছি। আগামী সেশন থেকে আমরা নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাবো। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকতাসহ সংশ্লিষ্ট সকলে সহযোগিতা কামনা করেন ভাইস চ্যান্সলর ।

আগামী ১২ নভেম্বর একাডেমি কাউন্সিলের সভা রয়েছে তাতে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া, পরীক্ষার মানবন্টন সবকিছু নিয়ে আলোচনা হবে।

এদিকে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে শাবিপ্রবি বের হওয়ার উদ্যোগ নেওয়ার বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি সাধুবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা।

06/12/2024

present by RIM MUSICAL CLUB, SUST🤘🤟

06/12/2024

আমি ক্লাসে যাওয়ার পর..

30/11/2024
16/11/2024

স্মৃতিময় সেই দিনগুলি 🥺
follow : The Beauty of SUST Campus

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড, ১৯৯৮ সাল(ছবিটি সংগৃহীত)
11/11/2024

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড, ১৯৯৮ সাল
(ছবিটি সংগৃহীত)

📍 Central Library , SUST📷 Md Shohan Khan
09/11/2024

📍 Central Library , SUST
📷 Md Shohan Khan

বঙ্গবন্ধু হলের পুকুরের সৌন্দর্য! ❤️🌿সংগৃহীত! 🫣
08/11/2024

বঙ্গবন্ধু হলের পুকুরের সৌন্দর্য! ❤️🌿

সংগৃহীত! 🫣

06/11/2024

Only 13 𝘱𝘶𝘣𝘭𝘪𝘤 𝘶𝘯𝘪𝘷𝘦𝘳𝘴𝘪𝘵𝘪𝘦𝘴 from Bangladesh have made it to the 𝐐𝐒 𝐀𝐬𝐢𝐚 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐑𝐚𝐧𝐤𝐢𝐧𝐠–𝟐𝟎𝟐𝟓! 🇧🇩
Check out the list of universities and their rankings in Asia.📊

1. University of Dhaka — Rank (112)
2. BUET — Rank (158)
3. Jahangirnagar University — Rank (292)
4. University of Rajshahi — Rank (320)
5. SUST — Rank (342)
6. CUET — Rank (357)
7. KUET — Rank (401-410)
8. RUET — Rank (441-450)
9. DUET — Rank (461-470)
10. Khulna University — Rank (541-560)
11. JUST — Rank (601-620)
12. University of Chittagong — Rank (641-660)
13. HSTU — Rank (901+)


06/11/2024

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ৯৮৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাবি ১১২তম (গতবার ছিলো ১৪০তম) , জাবি ২৯২তম, রাবি ৩২০তম, শাবিপ্রবি ৩৪২তম ❤

05/11/2024

৭ কলেজকে নিয়ে ভাবার সময় এসেছে। ইতোমধ্যে সাবেক সাস্টিয়ান Aminul Islam সহ অনেক শিক্ষাবিদ ৭ কলেজ কে নিয়ে ভাবার জন্য কমিশনের পক্ষে মত দিয়েছেন, তাদের দাবিগুলি নিয়ে ভাবার জন্য বলেছেন। বর্তমান সরকারের উচিত, সাত কলেজের বিভিন্ন হয়রানির কথা চিন্তা করে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সাত কলেজের অধিভুক্তি বাতিল করে নতুন কিছু নিয়ে ভাবার। অধিভুক্তি বাতিল করা ঢাবি এবং ৭ কলেজ সকলেরই চাওয়া।

Address

Shahjalal University Of Science And Technology
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Beauty of SUST Campus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category