26/12/2024
ভার্সিটি লাইফ Hack 101
এক সিনিয়র ভাই জুনিয়র মেয়েকে ইনবক্সে প্রপোজ করলো, " আমি তোমাকে ভালোবাসি,।"
#জুনিয়র মেয়েঃ বেশ কিছুক্ষণ পর রিপ্লাই দিলো --- "আপনাকে অনেক ধন্যবাদ এটা বলার জন্য। আপনার ভালোবাসার পরিধি দেখে আমি মুগ্ধ। আসলেই ভালোবাসাটা খুবই দরকারি একটা জিনিস। ভালোবাসা ছাড়া দুনিয়াতে চলা যায় না। আমি যেমন আমার মাকে, আমার বাবাকে, আমার পরিবারের সবাইকে ভালোবাসি সে রকম আপনিও হয়তো আপনার সবাইকে ভালোবাসেন। কিন্তু এদিক দিয়ে আপনার পরিধিটা আমার চেয়েও বিশাল বেশি এতই বেশি যে আপনি ফ্যামিলি ডিঙিয়ে দূরের মানুষকেও ভালোবাসার কথা বলে দিচ্ছেন।
আপনার মত মানুষ পৃথিবীবাসীর কাছে আশীর্বাদ স্বরূপ। পৃথিবীতে এরকম আরো মানুষ আসুক। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার এই অসাধারণ ভালো উদ্যোগ দেখে। আপনি যেভাবে এটা ছড়িয়ে দেয়ার চেষ্টা করছেন সেটা অবশ্যই সুফল বয়ে আনবে। আপনার নিকট শ্রদ্ধাস্বরূপ স্মৃতিটা বজায় রাখার জন্য আমার বিয়েতে আপনাকে স্পেশালি ইনভাইট করবো মেসেঞ্জারে। আর এটা প্রমিজ।"
ওই ভাইয়ের আর কোনো রিপ্লাই আসেনি।
© শাকিল কবির