24/12/2024
একমাত্র প্রযোজ্য, শুধুই একটি মাত্র জীবন দর্শন প্রয়োগযোগ্য। সেই জীবন দর্শনে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সেইসাথে উদ্দেশ্য পর্যন্ত পৌঁছার A টু Z নির্দেশিকা , আকা-বাকা পথে করণীয় , প্রতিটি যুগের মানব জীবনের প্রতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ক্ষেত্রের সফলতার সূত্র, যা কিছুর মুখোমুখি মানুষকে হতে হয় সেসব পরিস্থিতিতে সৃষ্টির সেরা জীব হিসেবে সেই গুণাবলী ধরে রাখার, এককথায় মানব জীবন পরিচালনার পাই to পাই বিবরণ সংবলিত পূর্ণাঙ্গ তথ্য বিদ্যমান ! এমন কোনো সেক্টর নাই যা নিয়ে সেখানে আলোচনা নেই ! এটাই এই জীবন দর্শনের অনন্য বৈশিষ্ট্য একই সাথে একমাত্র প্রযোজ্য হওয়ার যথেষ্ট কারণ। এর সমতুল্য দ্বিতীয় কিছু আপনি পাবেন না !
সেই দর্শনের রূপরেখা ❔
উৎস : মহাপরাক্রমশালী একক সত্তা যিনি মানুষের স্রষ্টা, চিরন্তন ও অপরিবর্তনীয় ।
উদ্দেশ্য : মানবজাতির ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি।
মূলনীতি : একমাত্র সেই সত্তার প্রতি পরিপূর্ণ আনুগত্য, ন্যায়বিচার ও সততা, দয়া ও মানবিকতা, সামগ্রিক
ভারসাম্য।
পরিণতি : পরম করুণাময় সেই একমাত্র সত্তার সন্তুষ্টি অর্জন, চূড়ান্ত জবাবদিহিতার মাধ্যমে ন্যায়বিচার, সফলদের শান্তি আর ব্যর্থদের শাস্তি ।
এই দর্শনের আলোকে জীবন পরিচালনার জন্য সে পথে সহায়ক অনুপ্রেরণা , যারা এ পথে চলতে পেরেছেন তাদের জীবন থেকে শিক্ষণীয় দিকগুলো, বিভিন্ন আধুনিক, প্রাচীন, বিশ্বসেরা বই থেকে কিছু অংশ হুবহু তুলে ধরে সংশ্লিষ্ট সব বিষয়গুলো জানাতে, বইয়ের পাতায় থেকে যাওয়া অজানা বিষয়গুলোকে জানাতে, যারা এ পথে মানুষকে ডেকে গেছেন ও যে দার্শনিকরা সেক্ষেত্রে অবদান রেখেছেন তাদের উক্তিসমূহ বিশ্লেষণ করে তাদের বাণীটুকু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা করার উদ্দেশ্যে এই Page টি ওপেন করা ।
এটাই মিশন। একটি আয়াতের মাধ্যমে হলেও যদি আপনাদের দ্বীনের বুঝ কিঞ্চিৎ পরিমাণ বাড়াতে পারি, যদি অনুপ্রাণিত করতে পারি চূড়ান্ত গন্তব্যের দিকে, এই আশা রেখে চেষ্টা করে যাব। ইনশাআল্লাহ্ ।
এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাকে জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবায় , সেটাই হবে সার্থকতা।
🔳 আমি এ পথে যাত্রা শুরু করেছি মাত্র। তাই আমি যা প্রচার করবো সেই সবকিছুর উপর আমলকারী আমাকে মনে করবেন না।
এই দর্শন VS মনুষ্য সৃষ্ট জীবন দর্শনের স্বরুপ তুলনা করা প্রয়োজন ।
উৎস: মানুষের জ্ঞান, অভিজ্ঞতা ও সীমাবদ্ধ চিন্তা।
উদ্দেশ্য: সাময়িক সুখ ও প্রয়োজন মেটানো।
মূলনীতি: সময় ও সংস্কৃতির উপর নির্ভরশীল।
পরিণতি: পরিবর্তনশীল ও সীমিত।
That's it ❕কোনটা অনুসরণীয় তা ভেবে দেখা মানুষের অনন্য বৈশিষ্ট্যের দাবি ❕
উদ্দেশ্যহীন জীবন যারা পার করছেন তাদের মনে করিয়ে দিতে চাই ,
মানুষকে এমনি এমনি ' অস্তিত্ব ' দেয়া হয়নি ❕
প্রতিনিয়ত সেই অন্তিম গন্তব্যের দিকে আমাদের যাত্রা এগিয়ে যাচ্ছে, খুব দ্রুত গতিতে !
চিন্তাশক্তি মানুষকে এমনি এমনি দেয়া হয়নি❕
সেটা ব্যবহার করে সেই ' দাতাকে ' চেনার জন্যই, শুধুমাত্র সেজন্যই দেওয়া হয়েছে !
অন্তর মানুষকে এমনি এমনি দেয়া হয়নি ❕
উপলব্ধি করার এবং শুধুই সেটা উপলব্ধি করার জন্য দেওয়া হয়েছে !
মহাবিশ্বের এত আয়োজন এমনি এমনি নয় ❕
এর প্রতিটি বস্তু এক একটি নিদর্শন। নিদর্শন সেই সত্তার বড়ত্বের ! নিদর্শন সেই সত্তার সৌন্দর্যের ! নিদর্শন সেই সত্তার মহামহিমার ! নিদর্শন সেই সত্তার ক্ষমতার ! তাঁর দাপটের !
এতকিছু কি মানুষকে ভাবায় না ❔মানুষের চিন্তা করার জন্য কি এই নিদর্শনগুলো যথেষ্ট নয় ❔
সেই চূড়ান্ত সত্য, সেই অন্তিম গন্তব্যের দিকেই তো মানুষ এগিয়ে যাচ্ছে। তবে কি তারা এমন কিছু পেয়ে গেছে যা তাদের সেই গন্তব্যের দিকে যাত্রা থামিয়ে দিবে❔সেজন্যই কি তারা এতো উদাসীন❔
' Remind ' করিয়ে দেয়ার চেষ্টা করবো মানুষের গন্তব্যের দিকে যাত্রার গতিশীলতা । অনুরোধ ভেবে দেখার , চিন্তা করার।
বিশেষ দ্রষ্টব্য : এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাকে ভাবায় আর উপলব্ধিহীন অন্তর , চিন্তাহীন মস্তিষ্ক, উদ্দেশ্য ভুলে যাওয়া কোনো মানব হৃদয়ে যদি পৌঁছে দেওয়া যায় , যদি কাউকে স্মরণ করিয়ে দেওয়া যায় তাদের সংক্ষিপ্ত পথের শেষ ঠিকানা, তাদের অস্তিত্বের কারন, তাহলে তাদের কাছে কি পৌঁছে দেওয়া যায় না ?
যদি একটু হলেও ভাবায় , যদি একটু হলেও মনে করিয়ে দেয় আপনাকে তবে পরিচিত কোনো উপলব্ধিহীন অন্তরের কাছে, উদ্দেশ্য ভুলে যাওয়া অন্তরকে মনে করিয়ে দিতে পৌঁছে দিন তাদের কাছে। হয়তো কোনদিন তাদেরও ভাবনা জাগবে ! হতে পারে তারা চিন্তা করে দেখবে !