04/11/2024
একটা পেইজ প্রফেশনাল ভাবে সেটআপ করা কতটা দরকার জানেন কি????
একটা ছোট গল্প শোনাই।
ধরুন, নীলা নামের এক তরুণী একটি অনলাইন ব্যবসা শুরু করেছে। প্রথম দিকে, সে শুধু তার পরিচিতদের মাঝে প্রোডাক্ট বিক্রি করত। একদিন তার এক বন্ধু পরামর্শ দিলো, "তুই একটা ফেসবুক পেইজ খুলে সব প্রোডাক্টগুলো সেখানে আপলোড কর, এতে অনেকেই দেখতে পাবে!"
নীলা সেই পরামর্শে পেইজ খুলল ঠিকই, কিন্তু সেটিকে প্রফেশনালভাবে সাজালো না। প্রোফাইল ছবিতে শুধু নিজের সেলফি আর কাভার ফটোতে এলোমেলো একটা ডিজাইন। পেইজের "About" সেকশনেও কিছু তথ্য দেওয়া নেই। প্রোডাক্টগুলোর ছবি আছে, কিন্তু সেগুলো খুব একটা আকর্ষণীয় নয়, এবং দামগুলোও সঠিকভাবে উল্লেখ করা হয়নি।
এমন অবস্থায় তার পেইজে হয়তো কিছু মানুষ আসত, কিন্তু কেউ ঠিকভাবে তার প্রোডাক্ট বা ব্যবসার প্রতি আগ্রহ দেখাত না। নীলার মনে হলো, "এভাবে কাস্টমারদের আস্থা পাওয়া যাচ্ছে না!"
একদিন সে এক সফল ব্যবসায়িক পেইজ দেখল, যেখানে প্রতিটি জিনিসই খুব গোছানো। পেইজের প্রোফাইল ছবিতে ছিল ব্র্যান্ডের লোগো, কাভার ফটোতে প্রোডাক্টের সুন্দর প্রোমোশনাল ব্যানার। "About" সেকশনে সব তথ্য দেওয়া, এবং প্রোডাক্ট ক্যাটালগে প্রতিটি প্রোডাক্টের ছবি, বিবরণ, ও দাম ছিল। তার পেইজের রিভিউ ও রেটিং সেকশনে কাস্টমাররা ফিডব্যাক দিয়ে ব্যবসার প্রতি তাদের আস্থা প্রকাশ করেছে।
নীলা তখন বুঝতে পারলো, "একটা প্রফেশনাল পেইজ থাকা কতটা গুরুত্বপূর্ণ!" সে তার পেইজটি সুন্দরভাবে সাজালো, প্রতিটি প্রোডাক্টের পেশাদার ছবি তুলল, ক্যাটালগ তৈরি করল, এবং কাস্টমারদের ফিডব্যাক পেতে রিভিউ অপশনও চালু করল। এবার তার পেইজে অনেকেই আস্থা নিয়ে আসতে শুরু করল। আর যারা একবার কিনেছে, তারাও আবার ফিরে আসছে, নতুন কাস্টমারও আসছে।
এই গল্পের মূল শিক্ষা? প্রফেশনাল সেটআপ শুধু সৌন্দর্য নয়, এটি কাস্টমারের আস্থা ও ব্যবসার সফলতার মূল চাবিকাঠি।
🚫 copy করা নিষেধ
Page: Freelancer Hena