আমাদের শুরু'র কথা-
জকিগঞ্জ এস.টিভ সিলেট থেকে প্রকাশিত সরকার অনুমোদিত সাপ্তাহিক "জকিগঞ্জ সংবাদ"-এর অনলাইন ভিত্তিক একটি টিভি সংস্করণ। তথ্য প্রযুক্তির ক্রমাগত অগ্রগতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন ভিত্তিক টেলিভিশনের কদর। প্রচলিত টেলিভিশন মাধ্যমে আর ঘরে বসে নয়, আসছে মানুষের হাতের কাছের ল্যাপটপ ও মুঠোফোনের মাধ্যমে সংবাদ-বিনোদন, টকশো ও ভিন্নধর্মী অনুষ্ঠান উপভোগের সুযোগ। হাতে হাতে শোভা পাবে এক চলন্ত টেল
িভিশন।
সেই ধারাবাহিকতায় ২০২১ সালের ১১ সেপ্টেম্বর সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ আনুষ্ঠানিকভাবে জকিগঞ্জ এস.টিভি নামে একটি অনলাইন টিভির যাত্রা শুরু করে। সবার দো'আ, সহযোগিতা ও ভালোবাসা থাকলে আমরা আর পিছিয়ে থাকতে চাইনা। সময়ের সাথে তাল মিলিয়ে আমরাও এগিয়ে যেতে চাই দূর বহুদূর। আমাদের যাত্রা পথে এবং কাজে ভূল থাকতেই পারে, সে ক্ষেত্রে সহযোগিতার মনমানসিকতা নিয়ে পরামর্শ দিবেন। বন্ধু হয়ে শত্রুর মতো আঘাত করে কষ্ট দিবেন না। সবার নিকট এমনটাই প্রত্যাশা।।
আপনাদের যেনে রাখা দরকার, আমরা ২০১১ সালের ১১ সেপ্টেম্বর জকিগঞ্জের প্রথম অনলাইন নিউজ পোর্টাল হিসাবে www.zakiganjsangbad.com শুরু করি। পরবর্তীতে ২০১২ সালের জুন মাসে সিলেট জেলা প্রশাসক-এর কার্যালয় থেকে সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ নামে একটি প্রিন্ট পত্রিকার সরকারি অনুমোদন লাভ করি। একই বছরের ২৫শে আগস্ট সাপ্তাহিক 'জকিগঞ্জ সংবাদ' আনুষ্ঠানিকভাবে প্রকাশনা শুরু করে।
আপনাদের বলে রাখা দরকার, www.zakiganjsangbad.com জকিগঞ্জ উপজেলার প্রথম অনলাইন নিউজ পোর্টাল। এর আগে জকিগঞ্জ উপজেলার নামে কোন অনলাইন নিউজ পোর্টাল চালু হয়নি। ঠিক তেমনি সাপ্তাহিক 'জকিগঞ্জ সংবাদ' সরকার অনুমোদিত জকিগঞ্জের প্রথম প্রিন্ট পত্রিকা। এর আগে 'জকিগঞ্জ'-এর নামে আর কোন পত্রিকা সরকারি অনুমোদন লাভে সক্ষম হয়নি।
দুঃখজনক হলেও সত্য, আমরা 'জকিগঞ্জ সংবাদ'-এর টিভি সংস্করণ শুরু করতে বেশী দেরী হয়ে যায়। ২০১৫ সালে আমাদের টিভি সংস্করণ করার ইচ্ছা থাকলেও কিছুদূর এগিয়ে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তাই দেরীতে হলেও ২০২১ সালে আমরা Zakiganj STV নামে জকিগঞ্জ সংবাদ-এর টিভি সংস্করণ শুরু করি। সব মিলিয়ে সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ প্রিন্ট পত্রিকা, অনলাইনে ই-পেপার, একই নামে অনলাইন নিউজ পোর্টাল ও টিভি সংস্করণ আমরা এক সাথে চালিয়ে যাচ্ছি। বলতে গেলে, সাপ্তাহিক 'জকিগঞ্জ সংবাদ' ও www.zakiganjsangbad.com জকিগঞ্জে যেমন প্রথম, ঠিক তেমনি জকিগঞ্জের সেরা গণমাধ্যম। প্রিন্ট, ই-পেপার, অনলাইন ভার্সন ও টিভি ভার্সন মিলে জকিগঞ্জবাসীর নিউজের চাহিদা পূরণে অন্যদের তুলনায় অনেক এগিয়ে।