Creative Islamic bd

Creative Islamic bd authentic unity

31/07/2022

হিজরি নববর্ষের শুভেচ্ছা

30/07/2022

ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ এর উদ্দ্যোগে জাতীয় প্রেস ক্লাব,ঢাকায়"বোর্ড পরীক্ষায় ধর্মশিক্ষা বহালের দাবিতে আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব‍্য রাখছেন
__হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

৩০ জুলাই ২০২২

যুগের হাতেম তাঈ আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী (বড় ছাহেব কিবলাহ ফুলতলী)
22/06/2022

যুগের হাতেম তাঈ

আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী (বড় ছাহেব কিবলাহ ফুলতলী)

21/06/2022

প্রধানমন্ত্রী সিলেট আসার কারণে রাস্তা বন্ধ খাবার নিয়ে যাওয়া যাচ্ছে না। এই হল আমার সোনার বাংলাদেশ😭

14/06/2022

দুনিয়ার ইতিহাসে আল্লাহর রাসূল (সা) এর নামে যারাই বদনাম করেছে, শক্রুতা করেছে, তারা কেউ টিকে থাকে নাই!

https://youtu.be/wYQLo0pXq4oy
13/06/2022

https://youtu.be/wYQLo0pXq4oy

দুনিয়ার ইতিহাসে আল্লাহর রাসূল (সা) এর নামে যারাই বদনাম করেছে, শক্রুতা করেছে, তারা কেউ টিকে থাকে নাই! মারজান আহমদ চৌধ...

13/06/2022

সিলেট তালামীয

09/06/2022
ভারতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটুক্তি ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে সিলেটে তালামীযে ইসলামিয়ার বিক্...
08/06/2022

ভারতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটুক্তি ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে সিলেটে তালামীযে ইসলামিয়ার বিক্ষোভ মিছিল।

৮ জুন, বুধবার।

06/06/2022

চলমান রাজনীতি নিয়ে তালামীযে কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা দুলাল আহমদের বক্তব্য..

https://youtu.be/JVPuJM1O8eM
03/06/2022

https://youtu.be/JVPuJM1O8eM

রাজনীতি ও ছাত্র সংগঠনঃ উদ্দেশ্য, করণীয় ও বর্জনীয়,প্রেক্ষিতে বাংলাদেশ বনাম বহির্বিশ্বে শিরোনামে বিশেষ টকশোতে সম.....

03/06/2022
পবিত্র রামাদান মাসে আল কুরআনুল কারীম শিক্ষার স্বার্থে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সরকারের প্রতি তালামীযে ইসলামিয়ার আ...
31/03/2022

পবিত্র রামাদান মাসে আল কুরআনুল কারীম শিক্ষার স্বার্থে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সরকারের প্রতি তালামীযে ইসলামিয়ার আহবান

রামাদান মাস পবিত্র কুরআন নাযিল ও কুরআন শিক্ষার মাস। মুসলিম উম্মাহর নিকট এ মাস পবিত্র কুরআন শরীফের মাস হিসেবে পরিচিত। বাংলাদেশে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদেরকে পবিত্র কুরআনের সহীহ তিলাওয়াত শিক্ষাদানের জন্য উলামায়ে কিরাম এ মাসটিকেই বেছে নিয়েছেন। বিশেষত শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। প্রতি বছর রামাদানে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে পবিত্র কুরআন শরীফের সহীহ-শুদ্ধ তিলাওয়াত শিক্ষা দেওয়া হয়।

গত দুই বছর করোনা মহামারীর কারণে অন্যান্য শিক্ষা কার্যক্রমের ন্যায় কুরআন শরীফ শিক্ষার কার্যক্রমও ব্যাহত হয়েছে।করোনা মহামারীর কারণে গত দুই বছর শিক্ষাক্ষেত্রে যে ক্ষতি হয়েছে, তার অজুহাত দেখিয়ে রামাদান মাসে এ বছর স্কুল, কলেজ ও মাদরাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখে কুরআন শিক্ষার সুযোগ সংকোচিত করা হচ্ছে।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সভাপতি দুলাল আহমদ ও সাধারণ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান এক বিবৃতিতে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে এ মাসে সব ধরনের স্কুল, কলেজ ও মাদরাসা বন্ধ রেখে সহীহ কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালনায় সরকারের নিকট সব ধরনের সহযোগিতা প্রদানের জোর দাবি জানিয়েছেন।
যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, সাধারণ শিক্ষাক্ষেত্রে যেমন গত দুই বছরে অনেক ক্ষতি হয়েছে, তেমনি কুরআন শিক্ষা ক্ষেত্রেও শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়েছে। তাই এ বছর রামাদানে কুরআন শিক্ষার ক্ষেত্রে আরো বেশি গুরুত্ব প্রদান করা জরুরি। কারণ মুসলমানদের নিকট কুরআন শিক্ষার গুরুত্ব অন্যান্য শিক্ষার চেয়ে কোনভাবেই কম নয়। এজন্য মহামারীর কারণে শিক্ষা কার্যক্রমের ক্ষতির দোহাই দিয়ে কুরআন শিক্ষার সুযোগ সংকোচিত করা এদেশের জনগণ কোনভাবেই মেনে নেবে না।

Address

Sylhet

Telephone

+8801710888324

Website

Alerts

Be the first to know and let us send you an email when Creative Islamic bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Creative Islamic bd:

Videos

Share