03/08/2024
আগামীকাল আওয়ামী লীগ সর্বশক্তি নিয়ে মাঠে নামবে। এই করবে, ওই করবে। এই টাইপের মেসেজগুলা প্রোপাগান্ডার অংশ। ছাত্রলীগ, যুবলীগ দিয়ে গণআন্দোলন দমন করা গেলে হাসিনাকে কারফিউ দিয়ে সেনাবাহিনী মোতায়েন করতে হইতো না। মানুষ যেদিন কারফিউ ভেঙ্গে, সেনাবাহিনীকে উপেক্ষা করে রাস্তায় নামছে, সেদিনই হাসিনাশাহীর পতন শুরু হইছে। আপনি যদি ছাত্রলীগ, যুবলীগের সদস্য হোন, তাইলে নিজের বাপ-মা-বউ-বাচ্চার কথা ভেবে বাসায় থাকেন। আপনাদের আপা চলে যাবে, হুদাই রিস্ক নিয়েন না। শেষ সময়ে ভালো একটা পরামর্শ দিলাম।