Kana_maachi.

Kana_maachi. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kana_maachi., Digital creator, Derai, Sylhet.

14/06/2024

স্বামী স্ত্রী উভয়ে নেককার হলে দুজনে জান্নাতে এক সাথে থাকবে🌸!
[সূরা"যুখরুফ:-৭০]

06/06/2024

আল্লাহ রাব্বুল আলামীন দুনিয়া এবং আখেরাতে ওই ব্যক্তির দোষ গোপন রাখবেন। যে কেউ কোন মুসলমানের দোষ গোপন রাখবে।

(মিশকাত শরীফ)

30/01/2024

আমরা কিছু মানুষকে দাম দিতে গিয়ে নিজেদের দাম কমিয়ে ফেলি।

20/12/2023

মনে রাখবেন, জীবনকে লোভ-লালসা মুক্ত রাখতে পারলে আপনি সবসময়ই সম্মানিত থাকবেন।

15/12/2023

“ এমন আনন্দের কি আদৌ প্রয়োজন আছে, যে আনন্দ ভুলিয়ে দেয় আমার পরিচয় । দূরে সরিয়ে দেয় আমার রব থেকে আমাকে। বরং এমন দুঃখ কতই না শ্রেয়,যে দুঃখ রবের কাছাকাছি আনে। ” 😔🥀

~ :)🙂

13/12/2023

তাড়া কিসের সব ভালো একটু দেরিতেই আসে,
ধৈর্য্য ধরে খারাপটা না-হয় একটু কাটিয়ে নাও।

04/12/2023

জীবন টা তোমার! তুমি তোমার! খারাপ সময় টা তোমার! লড়াই টা তোমার! হেরে যাওয়া টা তোমার। প্রত্যাবর্তন টা তোমার! ভালো সময় টাও তোমার! যা ই হোক,সবখানে তুমি নিজেই থাকবা! তুমি ই তোমার প্রিয়! ❤️

02/11/2023

জীবন ছোট, এমন মানুষদের সাথে কাটান যারা আপনার সাথে সুন্দর ব্যবহার করে, যারা আপনাকে হাসায় এবং আপনাকে শান্তি দেয়!💜

25/08/2023

নবীজি (ﷺ) বলেছেন🥰
সবচেয়ে উত্তম দো'আ হলো আলহামদুলিল্লাহ
(তিরমিযী: ৩৩৮৩)🥰

15/08/2023
 োবারক Eid Mubarak to u all! May Allah grace u nd ur family with His heavenly blessings..🍂🥰
28/06/2023

োবারক

Eid Mubarak to u all! May Allah grace u nd ur family with His heavenly blessings..🍂🥰

30/05/2023

আমি আলগা পিরিত দেকতেও পারিনা দেকাতেও পারিনা এই জন্য কারো চাথে আমার জমে না।।

30/05/2023

মস্তিষ্কে এতো এতো কথা, টেনশন, দুশ্চিন্তা কিন্তু আমি প্রকাশ করতে ব্যর্থ!

15/05/2023

প্রিয় মানুষের মেসেজ আসছে ভেবে বার বার ইনবক্স চেক করার অনুভুতি টা কাউকে বলে বুঝানো সত্যি অসম্ভব!🖤🌸

07/04/2023

-কুল্লু নাফসিন জাইকাতুল মাউত-

"জিন্দা মানুষের গা থেকে চামড়া টেনে টেনে খুলতে যতটা না কষ্ট হবে।
তার চেয়েও কয়েক শত কোটি বেশি কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা" [সূরা-বাকারা]

06/04/2023

আব্বার কাছে জানতে চাইলাম, পৃথিবীর সেরা সন্তানের পিতা হবার অনুভূতি কেমন?
আব্বা বললেন, এটা আমি বলতে পারবো না, এটা তোর দাদা বলতে পারবে।

05/04/2023

রেস্টুরেন্টে সেহরি খেতে যাওয়ার মতো বড়লোক হতে চাই.!🙂

05/04/2023

ধনী থেকে গরীব হতে বেশি টাইম লাগে না, বঙ্গবাজার তার প্রমান।

তারপরও তোরা অহংকার ছাড়বি না। হায়রে মানুষ.. 🙂🙂

05/04/2023

জীবনে কোন কিছুই সহজে পাওয়া যায় না।

05/04/2023

মেসেজ দিয়ে আমার খোঁজ খবর নেন, অহংকার কইরেন না অহংকার কইরা শয়তান ধ্বংস হইয়া গেছিলো।

30/03/2023

কথা বলার আচরণ যার যতো সুন্দর, সে মানুষটাও তত সুন্দর। কথা দিয়ে মানুষ মানুষের মন জয় করতে পারে, তেমনি মন থেকে উঠে ও যেতে পারে। তবে 'কথা' দিয়ে ই মানুষের মনে জায়গা করা যায়; সম্মান ও ভালোবাসা পাওয়া যায়।

কথার মায়ার থেকে বড় মায়া আর কিছুই নাই...🖤

29/03/2023

গরম না থাকার কারণে রোজা রাখাটা অনেক সহজ হয়ে গেছে।
আল্লাহ আমাদের এতো রহমত দান করেছেন যা আমরা কোনো দিন হিসেব করতে পারবো না।
আলহামদুলিল্লাহ

29/03/2023

হাল ছেড়ে দিও না আল্লাহ কাউকে নিরাশ করে নাহ!
আল্লাহর উপর বিশ্বাস রাখো,
সময় মতো সব আশা পুরণ হবে!!
ইনশাআল্লাহ️🤲

26/03/2023

একদিন রোজা রাখলে জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্ব তৈরি হয়।

- [মুসলিমঃ ২৭৬৯]

18/03/2023

না আছে কোনো Babu না আছে Sona
তার পরেও রাত একটা না বাজলে ঘুম আসে না।🙄

Address

Derai
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Kana_maachi. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies