Sharmin Sultana

Sharmin Sultana গতকাল বড়ো মুখোমুখি ছিল সারাজীবনের চা?

আমি হবিগঞ্জের মেয়ে। আমার ভিডিওতে আমার আঞ্চলিক ভাষাটা তুলে ধরার চেস্টা করেছি। (মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ) স্যার যদি নিজের ভাষায় উনার আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন। আমি কেন পারবো না আমার আঞ্চলিক ভাষায় কথা বলতে,,,,
সময় হলে ঘুরে আসবেন আমার
YouTube channel এ https://youtube.com/channel/UC1O_6cuVzv-QF1HWayYKDiA
Plz Like, Comment, Share & Subscribe myYouTube channel

সব জায়গায় মাস্টার গিরি...।
19/12/2024

সব জায়গায় মাস্টার গিরি...।

আস্তাগফিরুল্লাহ ✅
17/12/2024

আস্তাগফিরুল্লাহ ✅

13/12/2024

আইফোন কিনছি
অবাক হওয়ার কিছুই নেই 😎
নোয়াখালী ভাষায় আবার পড়ুন...😂

আলহামদুলিল্লাহ
12/12/2024

আলহামদুলিল্লাহ

11/12/2024

কাউকে ধার দেয়ার পর নিজের টাকা নিজে চাইতে যেই শরমটা লাগে। বিয়ের দিন কবুল বলতেও এত শরম লাগে না।

এক মহিলা একটা অজগর সাপ পুষতেন,সাপটাও ওই মহিলাকে অসম্ভব ভালবাসতো,অজগরটা লম্বায় ৪ মিটার এবং বেশ স্বাস্থ্যবান,হঠাৎ করেই এক...
11/12/2024

এক মহিলা একটা অজগর সাপ পুষতেন,
সাপটাও ওই মহিলাকে অসম্ভব ভালবাসতো,
অজগরটা লম্বায় ৪ মিটার এবং বেশ স্বাস্থ্যবান,
হঠাৎ করেই একদিন আদরের অজগরটি খাওয়া দাওয়া বন্ধ করে দিলো,
এভাবে কয়েক সপ্তাহ চলে গেলো,সাপ কিছুই খায় না,
আদরের সাপের এমন অবস্থায় মহিলা দুশ্চিন্তায় পড়ে গেলেন,
উপায় বুদ্ধি না পেয়ে শেষমেশ সাপটাকে তিনি ডাক্তারের কাছে নিয়ে গেলেন,
ডাক্তার মনযোগ দিয়ে সব শুনে জিজ্ঞেস করলেন,সাপটা কি রাতে আপনার সাথে ঘুমায়,
মহিলা উত্তর দিলেন,হ্যাঁ,
ডাক্তার,ঘুমানোর সময় এটা কি আস্তে আস্তে আপনার কাছে ঘেঁষে,
‘হ্যাঁ’মহিলার উত্তর,
ডাক্তার, ‘তারপর আস্তে আস্তে আপনাকে চারপাশে পেঁচিয়ে ধরে,
মহিলা বিস্মিত হলেন এবং জবাব দিলেন,
তখন চিকিৎসক বললেন,ম্যাডাম, সাপটি আপনাকে জড়িয়ে এবং চারপাশ থেকে পেঁচিয়ে ধরে,কারণ এটা আপনার মাপ নিচ্ছে,নিজেকে প্রস্তুত করছে, আপনাকে আক্রমণ করার জন্য,আর হ্যাঁ,সে খাওয়া দাওয়া বন্ধ করেছে যথেষ্ট জায়গা খালি করতে,যাতে সহজেই আপনাকে হজম করতে পারে,
এই গল্পের একটা মোরাল আছে,আপনার চারপাশে হয়ত এমন অনেকেই আছেন, যাদের আপনি কাছের মানুষ ভাবেন,যাদের দেখে মনে হয় আপনাকে তারা অসম্ভব ভালবাসেন,কিন্তু আপনি জানেন না,আপনার ক্ষতিই তাদের প্রধান উদ্দেশ্য,আমাদের সমাজে এখন এমন সাপের অভাব নাই!

সংগ্রহীত।

আল্লাহ ভরসা,,
08/12/2024

আল্লাহ ভরসা,,

ইনশাআল্লাহ,,
08/12/2024

ইনশাআল্লাহ,,

05/12/2024

28/11/2024

আসলেই এই কারণেই তো খাই না,,,🙄🙄

রিহ্যাব নিয়ে খুব লিখতে ইচ্ছে করে।সবাই ভাবে রিহ্যাবে শুধু নেশাগ্রস্ত লোকেই যায়।এই ধারণা কতটা ভুল,আমি রিহ্যাবে না গেলে জ...
27/11/2024

রিহ্যাব নিয়ে খুব লিখতে ইচ্ছে করে।

সবাই ভাবে রিহ্যাবে শুধু নেশাগ্রস্ত লোকেই যায়।
এই ধারণা কতটা ভুল,আমি রিহ্যাবে না গেলে জানতাম না।

আমার সঙ্গে কোথাও গেলেই সবাই কেন জানি কথা বলতে চলে আসে, জানি না হয়তো আমার চেহারা এমন।

তো একটা মেয়ে নাম জয়ন্তী, তাঁর বর তাকে রিহ্যাবে দিয়ে গিয়েছে,ওর বর একটা বায়িং হাউজে জব করে,সে নারী আসক্ত।তাই ওকে মেরে এখানে রেখে গিয়েছে।
দুই বছর সে এই আপন রিহ্যাবে। এদের দরকার টাকা,ওর বর টাকা দেয়,ওকে ওষুধ খাইয়ে পাগল বানিয়ে রেখেছে,ওর বাবা নাই,মা ভাইদের সঙ্গে ফ্রান্স থাকে।

আরেকজনের সঙ্গে কথা হয়েছে সেই মেয়ের বাবা,মা কেউই নাই।এক ভাই এক বোন।ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে MBA করা।ওর ভাই ওকে সম্পত্তির জন্য এই রিহ্যাবে রেখে গিয়েছে।এত সুন্দর করে কথা বলে মেয়েটা।

আমাকে শুধু বলেছিলো,আপু আপনার বাবার,দাদাদের এত ক্ষমতা আমাকে বের করে দেন। আমি চাকরি করে আপনার টাকা শোধ করে দিব।

আরেকটা মেয়ে ছিল পরীর মতো সুন্দর।ও মাত্র ইন্টারে পড়ে,এই রিহ্যাবের এক লোক ওকে ধর্ষণ ও করে যাচ্ছে।কি যেনো বলেছিলো নাম টা।

আমি যখন চলে আসব, বারবার কান্না করে বলেছিলো,আপু আমাকে নিয়ে যান। আমি আপনার বাসার কাজের মেয়ে হয়ে থাকব।

ওর মা সৎ মা।মুগদা বাসা।

এখন এতো ক্রাইম রিহ্যাব, বৃদ্ধাশ্রম গুলোতে। যতক্ষন না মিডিয়ায় আসবে ততক্ষন কেউই এইসব বন্ধ করতে পারবে না।

আমি এমনেই নিজের পরিবারের সবার জীবন নিয়ে বাঁচতেছি না।

বাচ্চা একটা মেয়েকে ধর্ষণ করে যাচ্ছে।আমরা কিছু করতে পারতেছি না।

আমি আব্বুকে বলছি, আব্বু বলে তুই নিজে বাঁচ মা।আর কোনো ক্রাইম এর বিরুদ্ধে লিখিস না।

মানুষ কতো খারাপ হয়। সবাই নিজে বাঁচতে চায়।কেউই অন্যকে সাহায্য করতে চায় না। ফেসবুকে হুজুর সেজে স্ট্যাটাস দেয় অথচ এরাই ধর্ষণ করে বেশি।

এই মেয়েটাকে কেউ যদি বাঁচাতে পারতো?

আপন রিহ্যাব শ্যামলী।

আমার কেন জানি মনে হচ্ছে সবই আল্লাহর ইচ্ছা।ওনি আমাকে রিহ্যাব পর্যন্ত নিয়েছে এই ক্রাইম গুলো দেখাতে।
কবে না জানি, খুন হয়ে যাই।

আমি অলরেডি তিনটা কেইস করেছি। নড়িয়া থানা, শরীয়তপুর একটা, যাত্রাবাড়ী থানায়1860,Rab 3 শাহজাহানপুর একটা।

শুধু যাত্রাবাড়ী থানার কেইস নাম্বার জানি।১৮৬০ কেইস নাম্বার।

আমাকে রিহ্যাবে দিয়েছিলো আমার কাজিন, আমার বাবা সেজে, ফোন করে।
আমাদের পরিবার এত বিশাল লোকেরা বুঝে নাই,টাকার জন্য নিয়ে গিয়েছে।

গত ৩/১১/২০২৪ রিহ্যাবের লোকেরা আমাকে যাত্রাবাড়ী থেকে তুলে নিয়ে যায়।
৫/১১/২০২৪ আমার স্বামী আর বাবা আমাকে গিয়ে নিয়ে আসে।
আমি অন্ত্বঃসত্ত্বা তিন মাসের। বুঝতে পারছেন আমার অবস্থা।

লিখেছেন : hafizaa afroz bablee from dse group.

পোস্ট টি বেশী বেশী শেয়ারে অনেকেই রিহ্যাবের আসল চেহেরা সবার নজরে আসবে। ব্যাপার টা নিয়ে মানুষ ভাববে৷

সবাই বলেছিল বিয়ে হোক, বাচ্চা হোক, সব পা'গ'লা'মি শে'ষ হয়ে যাবে!বিয়ে বাচ্চা হওয়ার পর লে আমি:, 🙂
27/11/2024

সবাই বলেছিল বিয়ে হোক, বাচ্চা হোক, সব পা'গ'লা'মি শে'ষ হয়ে যাবে!
বিয়ে বাচ্চা হওয়ার পর লে আমি:, 🙂

26/11/2024

'ঠান্ডা' এর "ঠ" বাদ দিয়ে নিজের নামের প্রথম বর্ণ বসিয়ে দিন,দেখি কারটা হাস্যকর হয়!🤣

26/11/2024

জিবনে অনেক উচিত শিক্ষা পেয়েচি কিন্তু আমি খারাপ স্টুডেন্ট বিধায় মনে রাখতে পারিনা।

যেমন আমি 😓😓
25/11/2024

যেমন আমি 😓😓

বিনা পয়সায় যারা পিছনে বদনাম করো তুমাদের জন্য🩴
25/11/2024

বিনা পয়সায় যারা পিছনে বদনাম করো তুমাদের জন্য🩴

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Sharmin Sultana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sharmin Sultana:

Videos

Share

Category