বিএনপি সিলেট BNP Sylhet

বিএনপি সিলেট BNP Sylhet সিলেট জেলা, মহানগর,বিভাগ ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, সহ সকল অঙ্গ সঙ্ঘটন ওর মিলন কন্দ্র।

21/11/2024

বেগম #খালেদা #জিয়ার প্রতি জুলাই #বিপ্লবের #সমন্নয়ক ও #উপদেষ্টা,দের এই সম্মান প্রদর্শন তাদের #বিএনপি,র নেতা কর্মীদের অনেক কাছে নিয়ে যাবে।
সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন #মাহফুজ- #আসিফ ও #নাহিদ।
#রাজনীতি

21/11/2024

#সেনা #সদরে #বেগম #খালেদা #জিয়া ও #ডক্টর #ইউনুস, তার #আপসহীন ব্যক্তিত্ব তাকে সব প্রজন্মের কাছে সম্মানের করে রাখবে। বেগম খালেদা জিয়ার সম্মান পেতে প্রধানমন্ত্রী হয়ার প্রয়োজন নাই।
#ভাইরাল

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জ...
20/11/2024

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় সেনাকুঞ্জের উদ্দেশে গুলশানের বাসা থেকে বের হবেন বিএনপি চেয়ারপারসন।
বুধবার (২০ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপাসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।
এর আগে, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন তিনি। ২০১৮ সালের পর খালেদা জিয়া এই প্রথম প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।

18/11/2024
 #সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগ  #নিষিদ্ধ করা হোক,  #আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠন নয়।
08/11/2024

#সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগ #নিষিদ্ধ করা হোক, #আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠন নয়।

গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় ফ্র্যান্সে যাওয়ার পথে সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টের সামনে অন্তবর্তিকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাথে কতিপয় আওয়ামী দুস্কৃতিকারীর উদ্ধত আচরণ করে। বিদেশের মাটিতে নিজ দেশের সরকারের একজন উপদেষ্টার সাথে এহেন শিষ্টাচার বর্হিভূত আচরণ শুধু অনভিপ্রেতই নয় বরং দেশ ও জনগণের আত্মমর্যাদার ওপর প্রচন্ড আঘাত। ফ্যাসিবাদের হিংস্র রুপের প্রকাশ এখনো দেশে-বিদেশে অনেক স্থানে মাথাচাড়া দিয়ে উঠছে। প্রবাসে আওয়ামী নেতাকর্মীরাও শেখ হাসিনার ফ্যাসিবাদের অভয়ক ধারণ করে সুযোগ পেলেই গণতান্ত্রিক শক্তির ওপর আক্রমণ চালাচ্ছে। আইন উপদেষ্টার সাথে তাদের উশৃঙ্খল আচরণে আবারও প্রমানিত হলো এরা বিশৃঙ্খলা, হানাহানি, বিভাজন, সংকীর্ণতা, অনৈক্য, রাষ্ট্রীয় অর্থনীতির হরিলুট এবং বিপুল অঙ্কের টাকা পাচারসহ অসৎ অনাচারের মাধ্যমে কর্তৃত্ববাদী শেখ হাসিনার হত্যা ও গুমের রাজনীতির বিশ্বাস থেকে সরে আসেনি। এরা গণতন্ত্র স্বীকৃত মানবাধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও জনগণের নাগরিক স্বাধীনতায় বিশ্বাসী নয়। গণতন্ত্রের সাথে শত্রুতা আওয়ামীলীগের চিরদিনের বৈশিষ্ট্য। রক্তাক্ত পন্থায় ছাত্র-জনতার আন্দোলনকে পরাজিত করতে না পেরে দেশ ছেড়ে চলে যাওয়ায় শেখ হাসিনার ক্রোধ যেমন থামছে না তেমনি দেশে-বিদেশে তার সমর্থকরাও প্রচন্ড হাতাশা নিয়ে সুযোগ পেলেই গণতন্ত্রকামী মানুষদের হত্যা করছে বা শারিরীকভাবে আঘাতসহ নানাভাবে হয়রানীর কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সুইজারল্যান্ড জেনেভা এয়ারপোর্টের সামনে ড. আসিফ নজরুলের সাথে অশোভন আচরণ শেখ হাসিনার তৈরি করা সেই দু:শাসনেরই অভিব্যক্তি।

পতিত শেখ হাসিনা দেশের রাজনীতিকে জটিল করে তুলতে বাইরে থেকে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লুটপাটের সুবিধাভোগীরা বিদেশে গভীর চক্রান্তে মেতে উঠেছে। গণতন্ত্রের স্বপক্ষের ব্যক্তিবর্গকে হেনস্থা করাসহ বাংলাদেশের ভেতরেও অন্তর্ঘাত সৃষ্টির গভীর চক্রান্তজাল বুনে যাচ্ছে। লুটপাটের স্বর্গরাজ্য পুনরুদ্ধারের জন্য উদগ্রীব ফ্যাসিবাদের দোসররা দেশে-বিদেশে নানা এজেন্ডা নিয়ে কাজ করছে। আওয়ামীলীগ বরাবরই ক্ষমতার নেশায় আচ্ছন্ন অপরাধ প্রবণ রাজনৈতিক দল। ক্ষমতা হারানোর মনোবেদনায় এরা দিশেহারা হয়ে পড়েছে। এরা মতপ্রকাশের স্বাধীনতা বিশ্বাস করেনা বলেই সন্ত্রাসী কর্মকান্ড বেছে নেয়। আত্মপ্রত্যয়হীন, যুক্তিবিমুখ, মানবতাবিরোধী আওয়ামী ফ্যাসিবাদের সন্ত্রাসী দোসরদের চিহ্নিত করে রাখতে হবে। এদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। বিদেশে গণতন্ত্রকামী প্রবাসী বাংলাদেশীরা ফ্যাসিবাদী দোসরদের বিষয়ে সংশ্লিষ্ট দেশের আইন ও বিচার বিভাগকে অবহিত করতে হবে। বাংলাদেশে আওয়ামী দৈত্যকে জনগণই বোতল বন্দি করেছে। আন্তর্জাতিক পরিসরে এই সমস্ত আওয়ামী কুচক্রীদের বিচারের আওতার মধ্যে আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের ওপর ফ্যাসিস্ট দোসরদের অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

06/11/2024

"৭ নভেম্বর বিপ্লবের মহানায়ক - শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

৭ নভেম্বর ১৯৭৫,
সদ্য স্বাধীন বাংলাদেশের সর্বস্তরের জনগণ আর সৈনিকদের সম্মিলিত স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষার অনন্য গৌরবদীপ্ত এক মহান দিন। দেশের কঠিনতম ক্রান্তিকালে দেশের আপামর জনগণের অনাবিল ভালোবাসা আর প্রত্যাশার স্বপ্নপুরুষ হয়ে নতুনভাবে আবির্ভূত হয়েছিলেন ৭ নভেম্বর বিপ্লবের মহানায়ক দেশের সফলতম রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। এই সেই একই জিয়াউর রহমান, যিনি ২৬শে মার্চ ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রহরে বিপর্যস্ত আর নেতৃত্বহীন জাতির সামনে প্রত্যাশা আর প্রত্যয়ের প্রতীক হয়ে অসীম সাহসে বিদ্রোহী কন্ঠে উচ্চারণ করেছিলেন “We Revolt’’ আর তার পরপরই তারই প্রত্যয়ী কন্ঠে ঘোষিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। দেশের সকল ক্রান্তিকালে সকল ভয়কে জয় করে সামনে থেকে বারবার নেতৃত্ব দেয়ার এমন অনন্য উদাহরণের নাম জিয়াউর রহমান।

স্বাধীনতার সকল প্রত্যাশাকে ম্লান করে স্বাধীনতা পরবর্তী আওয়ামী শাসনের সীমাহীন অরাজকতা, দখলদারিত্ব, আইন-শৃঙ্খলার লজ্জাজনক অবনতি, স্মরণকালের ভয়াবহ দুর্ভিক্ষ, ডাস্টবিনে মানুষ আর কুকুরের উচ্ছিষ্ট কাড়াকাড়ি, রক্ষী বাহিনীর নির্মম নির্বিচার হত্যাকাণ্ড, মানুষের সীমাহীন অধিকার হীনতার প্রেক্ষাপটে ১৯৭৫ এর আগস্ট হত্যাকাণ্ডে রাষ্ট্রপতি নিহতের পরবর্তী অস্থিতিশীল বাংলাদেশ সেনা বিদ্রোহ, পাল্টা বিদ্রোহ আর দেশ-বিদেশের ষড়যন্ত্রে সদ্য স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব যখন বিপন্ন এবং অস্তিত্ব ঝুঁকিতে ঠিক তখনই দেশের মানুষের জন্য নতুন প্রত্যাশা আর স্বপ্নের সম্ভাবনা হয়ে এসেছিল ৭ নভেম্বর ১৯৭৫ এর সোনালী সকাল । ঐদিন এদেশের মানুষ সম্পূর্ণ এককভাবে নিজেদের শক্তিতে সফল করেছিল সিপাহী জনতার এই অবিস্মর্ণীয় বিপ্লব, দেশের জনগণের এদিন প্রথমবারের মতো উপলব্ধ করেছিল তাদের ভিতরে জমে থাকা অমিত শক্তি, সারা বিশ্ব স্তম্ভিত হয়ে প্রত্যক্ষ করেছে এদেশের সার্বভৌমত্ব আর স্বাধীনতা সুরক্ষায় কতটা সক্ষম এই ঐক্যবদ্ধ জাতি। জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহি জনতার অবিস্মরণীয় বিপ্লবের মহাসমীকরনে বাংলাদেশ নামের রাষ্ট্রটি সেদিন শিশুমৃত্যুর কবল থেকে রক্ষা পেয়েছে।

বাংলাদেশের মানুষের এমন অনন্য বিজয়গাঁথাকে দেড় যুগ ধরে বন্দি রাখা হয়েছিল ইতিহাসের আবদ্ধ কূপে । কারন দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব রক্ষার এমন অনন্য ইতিহাস যেন কোন ভাবেই নতুন প্রজন্মের সামনে আসতে না পারে।
এই বিপ্লব আর সংহতির দিনে জনগণের স্বতঃস্ফূর্ত অভিষেকে জন্ম নেয়া জিয়াউর রহমান এ দেশের মানুষকে হতাশ করেননি কখনই। বাকশালের শৃঙ্খলে বন্দী গণতন্ত্র মুক্তি পেয়েছিল তাঁর হাত ধরেই, মত প্রকাশে স্বাধীন হয়েছিল শৃঙ্খলিত সংবাদ মাধ্যম, অন্তহীন দুর্ভিক্ষের বাংলাদেশ দেখেছিল স্বয়ংসম্পূর্ণতা, উষর ফসলহীন জমিতে এসেছিল সবুজের সমারোহ। বেকার যুবকের হতাশার স্থান নিয়েছিল আত্মনির্ভর বৈদেশিক কর্মসংস্থান, অবহেলিত নারী পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল আত্মমর্যাদায়, পরিণত হয়েছিল কর্মীর সম্পদে । ছাত্র-শিক্ষক-জনতার সহযোগিতায় শতশত মাইলের খাল খনন হয়েছে কৃষি জমিতে সারা বছরের সেচ সংরক্ষণের জন্য, দেশের অর্থনীতিতে যুক্ত হয়েছিল তৈরি পোশাক রপ্তানি আর বৈদেশিক কর্মসংস্থানের মত অনাবিষ্কৃত সম্ভাবনা যা আজও আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি, বারডেম হৃদরোগ ইনস্টিটিউট, পঙ্গু ও শিশু হাসপাতালের মত প্রতিষ্ঠানে সেবায় আধুনিকায়ন, শিশু-কিশোরের প্রতিভায় নবজাগরণের সূচনা করেছে নতুন কুড়ি টেলিভিশন প্রতিযোগীতা, আন্তর্জাতিক বিশ্বে সম্মানিত হয়েছে বাংলাদেশ, ইরান ইরাক যুদ্ধের মধ্যস্থতায় আল-কুদস কমিটিতে জিয়াউর রহমান ছিলেন ভ্রাতৃত্বের সেতুবন্ধন, সূচনা হয়েছিল সার্কের, বাংলাদেশ সম্মানিত হয়েছিল জাতীয়সংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসাবে। এসব কিছুরই উজ্জ্বল পটভূমি ছিল ৭ নভেম্বরের বিপ্লব, হয়েছিল এক অসাধারণ রাষ্ট্রনায়কের আবির্ভাব আর অভাবিত জাতীয় ঐক্যের সাক্ষী হয়েছে কোটি কোটি বাংলাদেশী।
দেশের মানুষের নয়নের মনি একজন নির্ভেজাল দেশপ্রেমিক, একজন অমিত সাহসী বীর মুক্তিযোদ্ধা আর একজন প্রশ্নহীন সৎ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান আজও স্মৃতিতে ভাস্বর । দেশের জন্য তার ভালোবাসার দায় তিনি শোধ করেছেন এদেশের মাটির সাথে তাঁর শহীদী রক্ত একাকার করে দিয়ে, বিনিময়ে জনতাও তাকে দিয়েছে উজার ভালোবাসা আর অকৃত্রিম সমর্থন, তার অন্তিম বিদায় কে স্মরণীয় করেছে ইতিহাসের বৃহত্তম জানাযায়,
লাখো কোটি শোকার্ত গুনমুগ্ধের ভালোবাসায় নির্ভেজাল অশ্রু বিসর্জনে। বাংলাদেশের ইতিহাসের পাতায় ৭ নভেম্বর আমাদের একক গৌরবের সর্বোচ্চ উদাহরণ, স্বাধীনতা আর সার্বভৌমত্ব রক্ষায় সেই অবিস্মরণীয় ইতিহাসের ধারাবাহিকতায় আমাদের প্রত্যয়ী অগ্রযাত্রা অব্যাহত থাকুক, নিরাপদ হোক বাংলাদেশ ইতিহাসের উত্তরাধিকারে নব প্রজন্মের অগ্রযাত্রায়।

#৭নভেম্বর
#জিয়া
#জাতীয়বিপ্লবওসংহতিদিবস
#ভাইরাল

 #ট্রাম্পে,র জয়, চট করে ডুকে, টুস করে জেলে চলে যান। সন্ত্রাসী সংগঠন  #আওয়ামী লীগ এখন নতুন মুক্তি দাতার খুজে। #জয়  #ট্রাম...
06/11/2024

#ট্রাম্পে,র জয়, চট করে ডুকে, টুস করে জেলে চলে যান। সন্ত্রাসী সংগঠন #আওয়ামী লীগ এখন নতুন মুক্তি দাতার খুজে।

#জয় #ট্রাম্প জয়তু #হাসিনা
#ভাইরাল

04/11/2024

৭ নভেম্বর #১৯৭৫ সালের সিপাহী জনতার বিপ্লবকে স্মরন করি। বিপ্লবের মহানায়ক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি হাজার সালাম।
#বিএনপি #ভাইরালভিডিওシ

ইনশাআল্লাহ ৮ই নভেম্বর ইতিহাসের সর্ববৃহৎ  #র‍্যালি সফল করার মাধ্যমে শুধু ইতিহাস ই গড়বে না!  #বিএনপি,র প্রতি জনসাধারণের স...
04/11/2024

ইনশাআল্লাহ ৮ই নভেম্বর ইতিহাসের সর্ববৃহৎ #
র‍্যালি সফল করার মাধ্যমে শুধু ইতিহাস ই গড়বে না! #বিএনপি,র প্রতি জনসাধারণের সমর্থন জানান দেওয়ার মাধ্যমে সকল ষড়যন্ত্রকারীদের একটি মেসেজ ক্লিয়ার করে দেয়া হবে যে; বিএনপিকে বাদ দিয়ে কোনো বিরাজনীতিকরণের চেষ্টা করলে! জনগণ ই তার জবাব দিবে।

বাংলাদেশ জিন্দাবাদ ✊🏻।

১ নভেম্বর ২০১৭, এই সিলেটের মাটিতে জাতীয়তাবাদী ছাত্রদল এর সামনে ক্ষমতায় থেকেও সন্ত্রাসী সংঘটন ছাত্রলীগ সামনে দাড়াতে পারে ...
03/11/2024

১ নভেম্বর ২০১৭, এই সিলেটের মাটিতে জাতীয়তাবাদী ছাত্রদল এর সামনে ক্ষমতায় থেকেও সন্ত্রাসী সংঘটন ছাত্রলীগ সামনে দাড়াতে পারে নাই আগামীতে ও যে কোন অপশক্তি মোকাবিলা করতে জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর রাজপথে আছে থাকবে।

মহাসচিব মির্জা  #ফখরুল_ইসলাম আলমগীর বলেছেন,  #বিএনপি কোন  #রাজনৈতি'ক দল নিষিদ্ধ চায় না।  #আওয়ামীলীগ হচ্ছে একটি মাফিয়া দল...
03/11/2024

মহাসচিব মির্জা #ফখরুল_ইসলাম আলমগীর বলেছেন, #বিএনপি কোন #রাজনৈতি'ক দল নিষিদ্ধ চায় না। #আওয়ামীলীগ হচ্ছে একটি মাফিয়া দল, তারা দেশেকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিনত করেছে তাই তাদের নিষিদ্ধ করলে বিএনপির আপত্তি নাই।

03/11/2024

ছেলে বিএনপি করার অপরাধে তার বাবাকে খু★ন করেছিল আওয়ামী হায়েনা রা।

#বিএনপি #রাজনীতি

27/10/2024
এমন দিনে তোমার কথা মনে পড়ে, আবরার।আলো হয়ে চলে গেছ আগে আগেতোমাকে জানাতে বড় সাধ জাগেআমরা পেরেছি, ভাই। আমরা পেরেছি।নিষিদ্ধ ...
23/10/2024

এমন দিনে তোমার কথা মনে পড়ে, আবরার।

আলো হয়ে চলে গেছ আগে আগে
তোমাকে জানাতে বড় সাধ জাগে
আমরা পেরেছি, ভাই। আমরা পেরেছি।
নিষিদ্ধ হল #ছাত্রলীগ

21/10/2024

#আওয়ামীলীগ নিষিদ্ধে #বিএনপি #জামায়াত শিবিরের মধ্যে ঐক্যের ডাক হাসনাতের।
#রাজনীতি
#হেফাজত

20/10/2024

সিলেট আদালতে পিপি নিয়োগে আওয়ামীপন্থী আইনজীবী,পিপির রুমে তালা।

#আওয়ামীলীগ

18/10/2024

তারেককে পাশে রেখে জোবায়দা রহমানের ভাষণ। তিনি সিলেটের কৃতি সন্তান আতাউল গনি ওসমানী ভাইয়ের মেয়ে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when বিএনপি সিলেট BNP Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিএনপি সিলেট BNP Sylhet:

Share