Sheikh Rahad

Sheikh Rahad Content creator

৫০ বছর বয়সি বাবাকে বিয়ে ২৪ বছর বয়সী কন্যার! বললেন অনেক দিন ধরে শুধু ওকেই চেয়েছি!বিস্তারিত পড়ুন কমেন্ট লিঙ্কে।
04/12/2024

৫০ বছর বয়সি বাবাকে বিয়ে ২৪ বছর বয়সী কন্যার!
বললেন অনেক দিন ধরে শুধু ওকেই চেয়েছি!
বিস্তারিত পড়ুন কমেন্ট লিঙ্কে।

26/11/2024

ইস্কন হল ভারতের বিজেপির একটি অঙ্গ সংগঠন বাংলাদেশ থেকে তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।
মুমিনের রক্ত যেখানে পড়ে সেখান থেকে ইসলামের আলো প্রজ্বলিত হয়।
সাইফুল ইসলাম ভাইয়ের রক্ত বৃথা যাবে না কখনো ইনশাআল্লাহ।
জাগো মুসলিম জাগো ‚গা.জ.ওয়াতুল হিন্দ তোমাকে ডাকছে।

27/10/2024

সর্ব দুঃখের দুঃখী😥

Jumma ko bhi chutti nehi hoti💔
11/10/2024

Jumma ko bhi chutti nehi hoti💔

20/09/2024

পাকিস্তানের সিন্ধু প্রদেশে ধর্ম অবমাননায় অভিযুক্ত এক চিকিৎসককে গুলি করে হত্যা করেছে পুলিশ।

17/09/2024

সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনা কর্মকর্তারা❤️

15/09/2024

বানিয়াচং বড় বাজারে নীলা স্টুডিওতে অনীতিক কাজে মেয়ে সহ স্টুডিওর মালিক সজল দেব জনতার হাতে আটক।
আমি ভেবে পাইনা মুসলিম শাসিত দেশে মুসলমান মেয়েদের সাথে তার মত হিন্দু ছেলেরা কিভাবে অবাধ মিলামেশা করে?
সবাই এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন।

01/09/2024

আজ পর্যন্ত নিজেদের ইস্যু ছাড়া ডাক্তাদের কখনো এক হতে দেখা যায় নাই। তাদের সাথে কিছু একটা হইলেই সব ডাক্তার এক হয়ে কর্মবিরতিতে যায়। নিজেদের এইসব ব্যাপারে তারা খুব ঐক্যবদ্ধ কিন্তু দেশ রসাতলে গেলেও তাদের বিকার নাই আর এই কারণেই ডাক্তাররা সমাজ থেকে আলাদা জাতিতে পরিণত হইছে। তাদের প্রতি মানুষের আত্মবিশ্বাস দিন দিন কমে যাচ্ছে।

তখন সাল ১৯৬৬ এর ৫ ফেব্রুয়ারি, পাকিস্তানের লাহোরে ছয় দফা দাবির আন্দোলন চলছে। আন্দোলনের নামার আগ মুহূর্তে বন্ধু ফয়সালের ...
30/08/2024

তখন সাল ১৯৬৬ এর ৫ ফেব্রুয়ারি, পাকিস্তানের লাহোরে ছয় দফা দাবির আন্দোলন চলছে। আন্দোলনের নামার আগ মুহূর্তে বন্ধু ফয়সালের সাথে শেষ বারের মত কফি শপে আড্ডা হয়েছিল, আন্দোলন শেষে গ্রেফতার হওয়ার ভয়ে আমি চলে এসেছিলাম ততকালীন পূর্ব পাকিস্তান আর ফয়সাল পাঞ্জাবে তার দাদার বাড়িতে।

১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতা লাভের কিছুদিন পর আমি তাকে স্বাধীন বাংলাদেশে আসতে বললে সে আমার এলাকার কিছু অতি আগ্রহী পাতিনেতাদের ভয়ে আসতে চায়নি, অথচ সে নিজেও কিন্তু আমার সাথে পূর্ব পাকিস্তানের স্বাধীনতার পক্ষে আন্দোলন করেছিল। যাইহোক সে আসবেই না, অবশেষে আমি উদ্যোগ নিলাম আবারও পাকিস্তান যাওয়ার, কিন্তু আমার কাছে পাকিস্তানের পাসপোর্ট না থাকায় পাকিস্তানের সীমান্তরক্ষীরা আমাকে ঢুকতে দিল না। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে পাঞ্জাবের হরিয়ানা সীমান্ত থেকে ফিরে এসেছিলাম।

অনেক বছর পেরিয়ে গেলেও আমাদের বন্ধুত্ব ঠিকই ছিল, অবশেষে ২০২৩ সালে সৌদি আরবের রিয়াদে আমাদের দেখা হয়, অনেক চেষ্টার আর কয়েকজন গোবর খাওয়া জাতীর লোকেদের ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে এখন সেই ফয়সাল আর আমি একই কোম্পানিতে চাকরি করি।
মাঝে মধ্যে আমরা ডিউটি শেষ করে রেস্টুরেন্টে খেতে বসে বাংলাদেশ ও পাকিস্তানের কুটনৈতিক বিষয় নিয়ে নিজেদের মাঝে আলাপ আলোচনা করি।
সেরকমই এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় বসেছিলাম গত কাল🙂

বিঃদ্রঃ এটা সম্পুর্নই আমার সাজানো একটা কাহিনি। এর মাধ্যমে বুঝানোর চেষ্টা করেছি যে গত ১৫-১৬ বছরে কত শত বানোয়াট ইতিহাস রচনা করে আমাদের বই পুস্তকে পড়ানো হয়েছে।
যাদের মাথায় মাল আছে তারা ঠিকই বুঝতে পারবে।
তবে ছবির পাকিস্তানি ছেলেটার নামই ফয়সাল আর সে আমার খুব ভালো বন্ধু 🇧🇩❤️🇵🇰

বিমানবন্দরে ফ্রি টেলিফোন, ফ্রি ওয়াইফাই, হেল্প ডেস্ক, কাষ্টমার সার্ভিস, দ্রুত ল্যাগেজ প্রধান, এখন থেকে ল্যাগেজ ভাঙ্গলে বা...
27/08/2024

বিমানবন্দরে ফ্রি টেলিফোন, ফ্রি ওয়াইফাই, হেল্প ডেস্ক, কাষ্টমার সার্ভিস, দ্রুত ল্যাগেজ প্রধান, এখন থেকে ল্যাগেজ ভাঙ্গলে বা কোন কিছু চুরি হলে কর্মিদের বেতন থেকে টাকা কাটা হবে।
আগে থেকে কোন ঘোষণা দিলো না। সেলফি তুললো না। নেতা কর্মিদের নিয়ে ফুলের মালা গলায় পড়লো না। সাংবাদিক সম্মেলন করলো না। বাবা এবং স্বামীর স্বপ্ন দেখলো না। স্বজন হারানো কোন বেদনা ছাড়াই হুট করে একটি ফোন কলেই সব ঠিক করে ফেলেছেন!
আসলে শিক্ষিত লোকেরা কথা কম বলে কাজ বেশি করে।
রেস্পেক্ট ডক্টর ইউনুস স্যার 🇧🇩💝🫡

26/08/2024

ফারাক্কার ১০৯ টি গেইট খুলে দিয়েছে ভারত।
ভারতকে স্থায়ী ভাবে ইলিশ গ্যাস সহ বাংলাদেশের স্থল বন্দর ব্যবহার করতে দেওয়া বন্ধ করতে হবে।
সবাই আরো বড় দূর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত হোন।
আল্লাহ কারিম, আল্লাহ আমাদের এই দুর্যোগ মোকাবেলায় সহায় হোক🤲😥

ছাত্রলীগ দমে যাওয়ার সংগঠন নয় তারা বারবার ফিরে আসবে হয়তো অন্য কোন নামে অন্য কোন ভয়ংকর রূপে!কিন্তু আফসোস পাবলিক ভয় না পেয়ে...
26/08/2024

ছাত্রলীগ দমে যাওয়ার সংগঠন নয় তারা বারবার ফিরে আসবে হয়তো অন্য কোন নামে অন্য কোন ভয়ংকর রূপে!
কিন্তু আফসোস পাবলিক ভয় না পেয়ে আবারও তাদের কুত্তা পেটা করে ছাড়বে🤣

25/08/2024

ঢাকার রাস্তায় আনসাররা যে বিশৃঙ্খলা করছে তাতে এই বাহিনী বিলুপ্ত ঘোষণা করা উচিৎ।
এদেরকে বিগত দিনে ভোটের সময় ভোট চুরির জন্য অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছিল।
ইসুটাকে আফসোস লিগ টিস্যু হিসেবে ব্যবহার করার অনেক চেষ্টা চালাচ্ছে এখন।
এদের নিষিদ্ধ ঘোষণা করে নতুন বাহিনী গড়া দরকার।

23/08/2024

মনে একটু শান্তি ফেরাতে হলে
কমেন্টে চেক করুন।

22/08/2024

দেশপ্রেম, জিনিসটা খুবই মারাত্মক!
আপনার কাজের প্রতি মনোযোগ, ঘুম, খাওয়া দাওয়া সব কেড়ে নিবে😥

Address

Habiganj

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh Rahad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sheikh Rahad:

Videos

Share