Bdn এই পেজটি বিভিন্ন আনন্দদায়ক জিনিষের প?
(5)

04/01/2025

কাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন?
মা বাবা- ভাই বোন- স্ত্রী - বন্ধু- সন্তান - নিজেকে -স্বামী কে

একজন ফেসবুকে পুস্ট করছে এখানে নাকি ২০০ টাকার বাজার,,এদেরকে কি বলা উচিৎ, আপনার ধারণা মতে এখানে কতো টাকার বাজার হতে পারে?
03/01/2025

একজন ফেসবুকে পুস্ট করছে এখানে নাকি ২০০ টাকার বাজার,,
এদেরকে কি বলা উচিৎ,
আপনার ধারণা মতে এখানে কতো টাকার বাজার হতে পারে?

এক রাজা একদিন দেখতে চাইলেনতার রাজ্যবাসীদের ঘরে কার হুকুম চলে?স্বামীর... নাকিস্ত্রীর।তিনি রাজ্যে ঘোষণা করলেন...যার ঘরে বউ...
03/01/2025

এক রাজা একদিন দেখতে চাইলেন
তার রাজ্যবাসীদের ঘরে কার হুকুম চলে?
স্বামীর... নাকি
স্ত্রীর।
তিনি রাজ্যে ঘোষণা করলেন...
যার ঘরে বউ এর কথা মানা হয় সে রাজপ্রাসাদে এসে একটা করে আপেল নিয়ে যাবে।
আর যার ঘরে স্বামীর কথা চলে সে পাবে একটা ঘোড়া।
পরের দিন সমস্ত রাজ্য বাসী হাজির,
সবাই একটা করে আপেল নিয়ে ঘরে চলে যেতে লাগলো...
রাজা ভাবলেন সন্ধ্যে হয়ে গেল এখনো কি এমন একজন কেও পাওয়া যাবে না যার ঘরে স্বামীর কথা চলে!😄
এমন সময় একজন এলো লম্বা চওড়া স্বাস্থ্য, ইয়া বড় গোঁফ। সে এসে বললো,
"আমার ঘরে আমারই কথা চলে।"
রাজা বেজায় খুশি হলেন তিনি বললেন,
"যাও, আমার ঘোড়াশাল থেকে সব থেকে ভালো ওই কালো ঘোড়াটা তোমায় দিলাম।"
লোকটা ঘোড়া নিয়ে চলে গেলো।
রাজা খুশি মনে বললেন
"যাক অন্ততপক্ষে একজন তো পাওয়া গেলো"।
কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল সেই লোকটা ঘোড়া নিয়ে ফিরে এলো এবং বললো,
"রাজা মশাই আমাকে ঘোড়াটা পাল্টে দিন,
আমার বউ বললো যে কালো রং অশুভ,
সাদা শান্তির প্রতীক, তাই সাদা ঘোড়া দিন।"
রাজা রেগে গেলেন...
"তুই ঘোড়া রেখে একটা আপেল নিয়ে এখুনি আমার সামনে থেকে বিদায় হও।"
রাতের বেলা মন্ত্রী এলো, বললো"রাজা মশাই, সবাই তো আপেলই নিলো! আপেলের বদলে আপনি যদি অন্তত পাঁচ কেজি করে চাল দিতেন তো আপনার প্রজাদের কিছু সাশ্রয় হত।"
রাজা বললেন, "আমি ও সেটাই ভেবেছিলাম কিন্তু বড় রানী বললো আপেলই ভালো হবে।"
মন্ত্রী শুধালো, "রাজা মশাই আপনাকেও কি একটা আপেল কেটে দেবো?"
রাজা লজ্জিত হয়ে বললেন,
"সে কথা থাক, আগে বলো তুমি রাজসভায় এই মতামত না দিয়ে এখন কেন দিতে এসেছো এই রাতের বেলায়?😲
মন্ত্রীর লাজুক উত্তর,
"আগামীকাল সকালেই বলতাম কিন্তু আমার বউ বললো এখনই যাও আর রাজামশাইকে বুদ্ধিটা এখনই দিয়ে এসো যাতে করে পরের বারে চাল দেওয়ার ঘোষণা দেন উনি।"
রাজা স্বস্তির হাসি হেসে বললেন,
"আপেলটা তুমি নিয়ে যাবে?
নাকি ঘরে পাঠিয়ে দেবো?

🌶️ 🌶️🌶️ঝালখোরদের দেখতে চাই🌶️🌶️🌶️
03/01/2025

🌶️ 🌶️🌶️ঝালখোরদের দেখতে চাই🌶️🌶️🌶️


03/01/2025

কারো প্রিয়জন না হয়ে প্রয়োজন হও

এটা কারা কারা চিনেন, এবং কি নামে বলেন
03/01/2025

এটা কারা কারা চিনেন, এবং কি নামে বলেন

03/01/2025

🌷 শুভ সকাল 🌷

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
02/01/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

02/01/2025

কোনো স্বার্থ ছাড়া কে আপনাকে
ভালোবাসে

কোথায় যাচ্ছিস - আপনার আঞ্চলিক ভাষায় এটা কিভাবে বলবেন?
02/01/2025

কোথায় যাচ্ছিস - আপনার আঞ্চলিক ভাষায় এটা কিভাবে বলবেন?

🌷 গরিব কেন সারা জীবন গরিব থাকে? 🌷আয় সাধারণত তিন ধরনের হয়ে থাকে:1. একটিভ ইনকাম2. প্যাসিভ ইনকাম3. পোর্টফোলিও ইনকাম---🌷১. এ...
02/01/2025

🌷 গরিব কেন সারা জীবন গরিব থাকে? 🌷

আয় সাধারণত তিন ধরনের হয়ে থাকে:
1. একটিভ ইনকাম
2. প্যাসিভ ইনকাম
3. পোর্টফোলিও ইনকাম

---

🌷১. একটিভ ইনকাম 🌷

একটিভ ইনকাম মানে হচ্ছে এমন আয় যা আপনি সরাসরি পরিশ্রম এবং সময় দিয়ে উপার্জন করেন। যেমন: চাকরি, ব্যবসা, অথবা এমন কোনো কাজ যা আপনি যতটুকু সময় দেবেন, ততটুকু আয় করবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি দোকান চালান, তবে আপনি যতক্ষণ দোকান চালাবেন, ততক্ষণ আয় হবে; কিন্তু যদি আপনি দোকানে না যান, তবে আয় হবে না।

এই ধরনের আয় বেশিরভাগ মানুষের কাছে সহজ এবং দ্রুত মনে হয়। এটি সাধারণত সবার কাছে পরিচিত একটি মাধ্যম, এবং বেশিরভাগ মানুষ একটিভ ইনকামের দিকে ছুটে চলে। উদাহরণস্বরূপ, চাকরি পাওয়া, মাসে নির্দিষ্ট স্যালারি পাওয়া, কিংবা ছোটখাটো ব্যবসা করা। কিন্তু এই ধরনের আয় সীমিত, কারণ আপনি যতটুকু পরিশ্রম করবেন, ততটুকু আয় হবে। আর একজন মানুষ প্রতিদিন সর্বোচ্চ ১০-১২ ঘণ্টা পরিশ্রম করতে পারে, এর বেশি নয়।

যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অভিনেতা হোন না কেন, একটিভ ইনকামে আপনি সর্বোচ্চ কতটুকু আয় করতে পারেন? এর পরিমাণ নির্দিষ্ট, এবং এক সময় আপনি সেই সীমার মধ্যে আটকে পড়বেন। তাই, একটিভ ইনকাম দীর্ঘমেয়াদী ধন-সম্পদ গড়ার জন্য যথেষ্ট নয়।

--

🌷২. প্যাসিভ ইনকাম

প্যাসিভ ইনকাম হচ্ছে এমন আয় যা আপনি কাজ না করেও উপার্জন করতে পারেন। অর্থাৎ, আপনি ঘুমাচ্ছেন, বা অন্য কোনো কাজ করছেন, তবুও আপনার আয় চলতে থাকে। যারা প্যাসিভ ইনকাম তৈরি করেন, তারা অনেক সময় ধনী হয়ে ওঠেন। কারণ, প্যাসিভ ইনকামের একটা বড় সুবিধা হলো, এটি সময়ের সাথে বৃদ্ধি পায় এবং কখনো থেমে যায় না।

উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি একটি বাড়ি ভাড়া দেন, তবে আপনি প্রতি মাসে ভাড়া পাবেন, আর আপনাকে বাড়ির দিকে কোনো বিশেষ মনোযোগ দিতে হবে না। এছাড়া বই লেখা, ইউটিউব চ্যানেল চালানো, ওয়েবসাইট তৈরি করে আয় করা, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম থেকে আয়, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ (Cost Per Action) এই সবই প্যাসিভ ইনকামের উদাহরণ।

প্যাসিভ ইনকাম শুরু করা সহজ নয়, কারণ এর জন্য প্রথমে কিছু সময় এবং পরিশ্রম দিতে হয়। আপনি যদি ইউটিউব চ্যানেল শুরু করেন, তবে প্রথম কয়েক মাস হয়তো আপনি আয় পাবেন না, কিন্তু একসময় যখন আপনার ভিডিওগুলো জনপ্রিয় হবে, তখন আয় আসতে থাকবে। অনেক সময়, এই ধরনের ইনকাম শুরু করতে কিছু পুঁজি এবং পরিকল্পনা প্রয়োজন।

চলবে- বাকি অংশ পরের পুস্ট

01/01/2025

যাদের হার্ট দুর্বল দেখবেন না

আজ নতুন বছরের আয়োজন কেমন হলো
01/01/2025

আজ নতুন বছরের আয়োজন কেমন হলো

নতুন বছর কে স্বাগত জানাতে গিয়ে নিরিহ পাখিগুলোর প্রান কেড়ে নেওয়া কি ঠিক হচ্ছে,এইসব আতসবাজি বন্ধ করেন,,
01/01/2025

নতুন বছর কে স্বাগত জানাতে গিয়ে নিরিহ পাখিগুলোর প্রান কেড়ে নেওয়া কি ঠিক হচ্ছে,
এইসব আতসবাজি বন্ধ করেন,,

হাওরের মাছে এই সাদা ডিমগুলি কিসের বলুন তো?
01/01/2025

হাওরের মাছে এই সাদা ডিমগুলি কিসের বলুন তো?

31/12/2024

বিদায় ২০২৪ - স্বাগতম ২০২৫
যারা ২০২৫ এ ভালো কিছু আশা করেন একটা করে লাভ রিয়েক্ট দিন

এটাকে আপনার আঞ্চলিক ভাষায় কি নামে বলেন?
31/12/2024

এটাকে আপনার আঞ্চলিক ভাষায় কি নামে বলেন?

30/12/2024

অতি ভক্তি চোরের লক্ষণ।
আপনি যাকে পচন্দ করেন- সে-ই
চোর নয়তো তো? গল্পটি আমার, আপনার, সকালের

Address

Kulaura
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bdn posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category