Jtv 50

Jtv 50 শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতিক, মাহফিল, আন্দোলন-সংগ্রাম-সহ যে কোন প্রোগ্রামের প্রচারণায় আমরা আছি আপনার বিশ্বস্ত সঙ্গী হয়ে।

যোগাযোগ: নাম্বার 01739068530

বর্তমানে জাঙ্গালহাটা বাজারে পেঁয়াজের কেজি ৬৫ টাকা আর আলুর কেজি ৫০ টাকা করে বিক্রি হচ্ছে।
31/12/2024

বর্তমানে জাঙ্গালহাটা বাজারে পেঁয়াজের কেজি ৬৫ টাকা আর আলুর কেজি ৫০ টাকা করে বিক্রি হচ্ছে।

31/12/2024

পাখিদের কোনো থার্টিফার্স্ট নেই। ওদের ঘুমাতে দিন। দেশটা পাখিদেরও!

বলেন তো এই চেয়ারটি কার, চিনেন নি দেখেন তো?..
31/12/2024

বলেন তো এই চেয়ারটি কার, চিনেন নি দেখেন তো?..

মানুষদের মতো পাখিদের কোনো ক্যালেন্ডার নেই। তারা থার্টি ফার্স্ট চেনে না। অন্য আর দশটা সন্ধ্যার মতোই তারা ফিরে যায় যে যার ...
31/12/2024

মানুষদের মতো পাখিদের কোনো ক্যালেন্ডার নেই। তারা থার্টি ফার্স্ট চেনে না। অন্য আর দশটা সন্ধ্যার মতোই তারা ফিরে যায় যে যার নীড়ে, রাতে ঘুমিয়ে পরদিন সকালে উঠে আবার কিচিরমিচির করবে বলে।

কিন্তু সেই রাতে কী যেন হয় মানুষের। তারা ঘুমায় না। তীব্র হট্টোগোল শুরু হয়, যেন যুদ্ধ! বিকট শব্দে পাখিদের ঘুম ভেঙে যায়। তারা দেখে আকাশে শত শত ফানুস উড়ছে। হঠাৎ একটা ফানুস এসে পুড়িয়ে দেয় গাছে থাকা সমস্ত পাখির ঘর। কেউ কেউ পুড়ে মরে, কেউবা আতঙ্কিত হয়ে আকাশে উড়াল দেয়। কিন্তু আকাশটাই তো নিরাপদ না। কোনো কোনো পাখি মারা পড়ে তীব্র শব্দে, আবার কারও গায়ে লাগে আতশবাজি। এরপরও যেসব ভাগ্যবান পাখি তখনও বেঁচে থাকে, তাদের কেউ কেউ আতঙ্কিত হয়ে বিল্ডিংয়ের সাথে ধাক্কা খেয়ে প্রাণ হারায়।

জানি এই শহরে প্রচুর মানুষও মারা যায়, কারও কারও কাছে পাখির মৃত্যু তাই আদিখ্যেতা মনে হয়। কিন্তু মানুষের মৃত্যু দেখার জন্য তো সংস্থা আছে, সংখ্যা হিসাব করার প্রতিষ্ঠান আছে। আছে আহত মানুষের চিকিৎসা দেওয়ার হাসপাতাল। কিন্তু পাখিদের এসব কিছুই নেই। তাই পাখিরা মারা গেলে ডেথ সার্টিফিকেট হয় না, জানা যায় না মৃত্যুর কারণ। এমনকি মৃত পাখিদের সংখ্যাটাও জানি না আমরা কেউ। ফলে এই শহরের মতোই পাষণ্ড নাগরিকেরা ভাবে, পাখির মৃত্যু? ও আর এমন কী! কিন্তু মানুষ কেন ভাবে না যে প্রতিটি প্রাণের গুরুত্ব সমান!

শুধু পাখির কথা কেন, এই শহরের কুকুর-বিড়াল-মুরগি-কীটপতঙ্গসহ সবাই-ই অস্থির হয়ে যায় নগরবাসীর আতশবাজি আর ফানুস উৎসবে। এমনকি ডিমের ভেতর বাচ্চা পর্যন্ত নষ্ট হয়ে যায়। আর মানুষ? তারা তো মানুষের কথাও ভাবে না। ২০২২-এর জানুয়ারির ১ তারিখ যখন নগরবাসী সারারাত আতশবাজি উৎসব করে ঘুমাচ্ছে তখন মৃত্যুর সাথে লড়াই করছিল ৪ মাস বয়সী উমায়ের। একসময় সে পরাজিত হয় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। ছোট্ট উমায়েরের এই মৃত্যুর দায় কেন এই নগরবাসী নেবে না? আপনারা যারা আতশবাজি ফুটিয়েছিলেন তারা কেউ কি এই দায় থেকে মুক্ত?

এ বছরও হয়তো আপনারা আতশবাজি আর ফানুসের ঝলকানিতে নতুন বছরকে বরণ করে নেবেন। উৎসবের নামে এই তাণ্ডবলীলা চালানোর সময় কি এই অসহায় কুকুর-বিড়াল-পাখিসহ অসহায় প্রাণীদের করুণ মুখগুলো আপনাদের মনে পড়বে? আপনাদের কি মনে পড়বে শিশু উমায়েরের নিষ্পাপ মুখটির কথা? যদি এদের কারও কথা আপনার মনে না পড়ে, অথবা মনে পড়ার পরও যদি আতশবাজি আর ফানুসের তাণ্ডব চালিয়ে যান, তাহলে জেনে রাখুন, এই প্রাণীহত্যার দায় আপনারও।

প্রায় ৪ ঘন্টা পর দেখা গেলো বাস গোলাপগঞ্জ চৌমুহনী-তে।
31/12/2024

প্রায় ৪ ঘন্টা পর দেখা গেলো বাস গোলাপগঞ্জ চৌমুহনী-তে।

সিলেটের আলী আমজদের ঘড়ি দেখেছেন কিন্ত অনেকেই আলী আমজাদের বাড়ী দেখেন নি। 😲😲মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃত্থিমপাশার ঐ...
31/12/2024

সিলেটের আলী আমজদের ঘড়ি দেখেছেন কিন্ত অনেকেই আলী আমজাদের বাড়ী দেখেন নি। 😲😲

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃত্থিমপাশার ঐতিহাসিক নবাব বাড়ি ই হচ্ছে আলী আমজদের বাড়ী!

সুরমা নদীর তীর ঘেঁষে সিলেট সদর উপজেলায় অবস্থিত এই ঘড়ির ডায়ামিটার আড়াই ফুট এবং ঘড়ির কাঁটা দুই ফুট লম্বা। যখন ঘড়ির অবাধ প্রচলন ছিল না, সেসময় অর্থাৎ (১৮৭৪) খ্রিষ্টাব্দে সিলেট মহানগরীর প্রবেশদ্বার (উত্তর সুরমা) কীন ব্রিজের ডানপার্শ্বে সুরমা নদীর তীরে এই ঐতিহাসিক ঘড়িঘরটি নির্মাণ করেন সিলেটের কুলাউড়ার পৃত্থিমপাশার জমিদার আলী আহমদ খান, তার ছেলে আলী আমজদের নামকরণে। লোহার খুঁটির উপর ঢেউটিন দিয়ে সুউচ্চ গম্বুজ আকৃতির স্থাপত্যশৈলীর ঘড়িঘরটি তখন থেকেই আলী আমজদের ঘড়িঘর নামে পরিচিতি লাভ করে। #সিলেট

30/12/2024

ব্রেকিং নিউজ আগামীকাল থেকে সিলেট জকিগঞ্জ রোডে বাস চলবেনা। অনির্দিষ্টকালের পরিবহন ধ'র্ম'ঘ'ট !! #ব্রকিং_নিউজ #বাস #সিলেট #পরিবহন #শ্রমিক

30/12/2024

আগামীকাল থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধ'র্ম'ঘ'ট!..

কিছুক্ষণ আগে সুবিদ বাজারে ট্রাক সিএনজির মু'খা'মু'খি সং'ঘ'র্ষ  সিএনজি চালক গু'রু'তর আ'হ'ত!..😭😭
29/12/2024

কিছুক্ষণ আগে সুবিদ বাজারে ট্রাক সিএনজির মু'খা'মু'খি সং'ঘ'র্ষ সিএনজি চালক গু'রু'তর আ'হ'ত!..😭😭

29/12/2024

হাডুডু হাডুডু হাডুডু।

বৃহত্তর রাখালগঞ্জ ১ম নাইট হাডুডু টুর্নামেন্ট এর আজকের শুভ উদ্বোধনি ম্যাচ

মুখোমুখি।
তারেক জিয়া পুরকায়স্থ বাজার 🔸 vs 🔸ইনান প্যারিস ক্লাব হাওরতলা।

আয়োজনে: বৃহত্তর রাখালগঞ্জ ১ম নাইট হা-ডু-ডু টুর্নামেন্ট ২০২৪-২৫ ইংরেজি।

লক্ষণাবন্ধ (পুরাতন) পুরকায়স্থ বাজারে আজকে শীমের পাইকারি কেজি ২৩ টাকা, লাস্ট ২১ টাকা, করে বিক্রি হচ্ছে।
29/12/2024

লক্ষণাবন্ধ (পুরাতন) পুরকায়স্থ বাজারে আজকে শীমের পাইকারি কেজি ২৩ টাকা, লাস্ট ২১ টাকা, করে বিক্রি হচ্ছে।

ইন্না লিল্লাহ। সিলেট টু জকিগঞ্জ রোডে কামালগঞ্জ বাজারের পূর্ব পার্শ্বে সড়ক দু'র্ঘ'ট'না'য় ১২ বছরের এক টগবগে ছেলের মৃ'ত্য...
29/12/2024

ইন্না লিল্লাহ।
সিলেট টু জকিগঞ্জ রোডে কামালগঞ্জ বাজারের পূর্ব পার্শ্বে সড়ক দু'র্ঘ'ট'না'য় ১২ বছরের এক টগবগে ছেলের মৃ'ত্যু।😭😭

অত্যন্ত ঝু'কি'পূ'র্ণ এই সড়ক, অন্য দিকে এই সড়কে বে'প'রো'য়া ভাবে চলে বাস।

28/12/2024

কাবাডি খেলা দেখার জন্য হাজার হাজার দর্ষক মাঠে উপস্থিত।
স্থান: চন্দরপুর, গোলাপগঞ্জ, সিলেট।

দেশের মানুষ আর ভা'র'তে'র দা'দা'গি'রি পছন্দ করেন না। ডাঃ মিজানুর রহমান আজহারী।
28/12/2024

দেশের মানুষ আর ভা'র'তে'র দা'দা'গি'রি পছন্দ করেন না। ডাঃ মিজানুর রহমান আজহারী।

27/12/2024

ডা: মিজানুর রহমান আজহারীর মাহফিলে ২০-লক্ষ জনতা আসলেন হেলিকপ্টারে পেকুয়া কক্সবাজার।

27/12/2024

হাডুডু হাডুডু হাডুডু।

💥 দর্শকময় উত্তেজনার ফাইনাল ম্যাচ 💥

মুখোমুখি।
বানিঘাজি যুব সংগ 🔸 vs 🔸ইনান প্যারিস ক্লাব হাওরতলা।

আয়োজনে: বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা কর্তৃক আয়োজিত।
চন্দরপুর ব্রিজ সংলগ্ন মাঠ, গোলাপগঞ্জ, সিলেট

Address

Sylhet

Telephone

+8801739068530

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jtv 50 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jtv 50:

Videos

Share