Yousuf

Yousuf IF YOU BELIEVE, YOU CAN ACHIEVE. �

আলোর শহর,পারিস।
04/01/2025

আলোর শহর,পারিস।

Nothing to complain about.🫰
28/12/2024

Nothing to complain about.🫰

I'm only 23. I'm only 23 but life feels so heavy lately. This age really hits me so hard, and I'm not prepared because n...
07/12/2023

I'm only 23. I'm only 23 but life feels so heavy lately.

This age really hits me so hard, and I'm not prepared because no one told me how challenging and and uncomfortable this adult transition would be.

05/11/2023

Being so tried during the day but never being able to fall asleep at night is the worst feeling.

18/10/2023

ধরে নাও একজনের সাথে তোমার বছর পাঁচেক সম্পর্ক। খুব সুন্দর একটা সম্পর্ক দিনের পর দিন, বছরের পর বছর লালন করতে করতে এত দূর এসেছ।

মোটামুটি দু ফ্যামিলি তোমাদের বিষয়ে জানে। এটাও জানে যে কিছুদিন গেলেই হয়তো দু ফ্যামিলি মিলে এক হবে। বসবে। বিয়ের কথা আগাবে।

দুজন নিয়মিত ক্যাফেতে বসে আড্ডা দাও। কাঁধে মাথা রেখে সংসার বোনার স্বপ্ন বুনতে থাক।তপ্ত দুপুরে নীলক্ষেতে দাঁড়িয়ে চা খাও।বই কিনে তাতে একটা ছোট চিঠি লিখে সারপ্রাইজ দাও।

রিকশায় করে শহরের এ মাথা থেকে ও মাথায় ঘুরে বেড়াও।গান গাও।গল্প কর।হেড ফোন শেয়ার করে গান শুন।

মাঝ দিয়ে হুট করে ৩য় একজন এসে তোমার মানুষটার প্রিয় মানুষ হয়ে গেল।হুট করেই তারা সম্পর্কে জড়িয়ে গেল।তারা খাচ্ছে, ঘুরছে,ফিরছে,ছবি তুলছে আর এসব নিয়ে তুমি প্রশ্ন করলেই বলছে - আরে আমার বেস্ট ফ্রেন্ড। তুমি যা ভাবছ আসলে তেমন কিছু না।

এভাবে কিছুদিন চলার পর তুমি ক্লান্ত।তুমি সব জেনেও চুপ। কিছু বলতেও পারছ না।মাঝ দিয়ে তোমার জীবন এলোমেলো হয়ে যাচ্ছে।

দিন দিন মানসিকভাবে ভেঙে যাচ্ছ।কাজে মন দিচ্ছ না।পড়াশোনা গোল্লায় যাচ্ছে। হাসিখুশি মানুষটা স্রোতহীন নদীর মত শান্ত হয়ে যাচ্ছে।

যে মানুষটা একসময় দাঁপিয়ে বেঁড়িয়েছে সে মানুষটা এখন নিজেকে গুটিয়ে নিয়েছে।যে শহরের প্রতিটি গলি তাকে চিনতো
সে শহর এখন তার অজানা।এই মানুষটা ভিতর থেকে ভাল নেই।

একদিকে ক্যারিয়ার একদিকে মনের সাথে যুদ্ধ চলতে পারে না।তাই তোমাকে যা করতে হবে তা হল- তোমার নিজের সুখের জন্য সেই সম্পর্ক থেকে বেড়িয়ে আসা।তাদেরকে সুখে থাকতে দাও।নিজে সাময়িক কষ্ট সহ্য কর।

Sometimes you just need to distance yourself from people. Sometimes you need to let people go from your life in order to be happy and healthy.

একদিন এমন সময় আসবে যেদিন তারা অসুখী হবে।সেদিন তোমার প্রাক্তন বুঝবে - কাউকে ঠকিয়ে কেউ ভাল থাকে না।তোমার সাথে করা প্রতিটা অন্যায় তার জীবনে ফিরে আসবে। মাঝ দিয়ে আল্লাহ তোমাকে টেনে তুলবে।

একদিন তোমার জীবনে এমন কেউ আসবে যে দুঃখকে সুখ বানাতে শিখবে।এমন একজন মানুষকে তুমি পাবে যে বট গাছের মত ছায়া দিবে।আগলে রাখতে শিখবে।

তুমি শুধু নিজেকে শেষ করে দিও না।অপেক্ষায় থাক।নিজেকে গোছাতে সময় দাও। সুদিন ফিরে আসবেই।তবে ক্ষমা করে দাও। অতীতকে ক্ষমা করে দিয়ে নিজে সুখী হও।

09/10/2023

হেসে না হয় মুক্তি দিলাম,
কেদে আর পেলাম কই।
যতই বলি তুমি আমার,
তুমি আর আমার কই।

08/10/2023

নিজেকে ভালোবাসতে শিখ।নিজেই নিজের ভালো বন্ধু হতে শিখ।নিজেকে সাপোর্ট করতে শিখ।অন্যদের যতটুকু ভালোবাস,নিজেকে তার চেয়ে দ্বিগুন পরিমাণ ভালোবাসা দাও।

নিজের প্রতি যত্নশীল হও।কখন মন খারাপ হয়,কেন হয়, কি নিয়ে দুশ্চিন্তা হয়- সে সব খবর নাও।মন খারাপের দিনে নিজেকে সাপোর্ট করতে শিখ।

তুমি তোমার মনের খবর নাও।মন কি চায় তা জেনে নাও।মনের উপর অযাচিত চাপ দিও না।মনকে অস্থির কর না।মনকে নিয়ন্ত্রণ করতে শেখা একটা স্কিল,একটা যোগ্যতা,একটা আর্ট।

যাদের সাথে থাকলে মন খারাপ হয় তাদের সাথে মিশ না।যাদের কথা শুনলে বিরক্ত লাগে তাদের এড়িয়ে চল।যারা তোমাকে অবহেলা করে, তুমি তাদেরকে ভালোবাসতে যেও না।Ignore people who ignore you.

মনকে সমুদ্রের মত উন্মুক্ত কর।মনের কথা শুন।মনের গল্পগুলো পড়।যাকে তাকে মন দিয়ে ফেল না।যার তার সাথে মিশতে যেও না।এতে কষ্ট বাড়ে।

নিজেকে অন্যদের সাথে তুলনা কর না।তুমি যে অবস্থানে আছ তার জন্য সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানাও।পিছিয়ে আছ বলে নিজেকে অবহেলা কর না।নিজেকে অভাগা বল না।

বরং নিজের বন্ধু হয়ে নিজেকে বুঝাও।
Do not tell yourself that you are a failure.

নিজেকে ছোট করে দেখ না।যা নেই তার জন্য কষ্ট পেও না।যাকে হারিয়ে ফেলেছ তার জন্য দুঃখ পেও না।কিছু মানুষ জীবনে না থাকাই ভাল।বরং নতুন করে বাঁচতে শিখ। নিজেকে নিয়ে নতুন নতুন প্লান কর।

আজ যা হয় নাই কাল তা হবে।
আজ যা পাও নি কাল তা পাবে।

নিজের মত করে চলতে শিখ।

একবার যদি নিজের মত করে নিজেকে সাজাতে পার একাকিত্বটা তোমাকে পেয়ে বসবে না।মানুষকে হারানোর দুঃখ থাকবে না।কোন না পাওয়া তোমাকে আঘাত করবে না।জীবন তখন হবে জোৎস্নাপ্লাবিত সমুদ্রের মত শান্ত, গভীর আর আলোময়।

MD Taukir Hossain
IELTS Bangladesh

30/09/2023

লেগে থাকেন!
আমার এক গুরুর ৫/৬ বছর লেগেছে! উনার সেই Full Funding এর PhD নিয়ে বিমানবন্দরের শেষ হাসিটা, আমার এখনো মনে পড়ে 🔥

15/09/2023

আহ__

চোখের শান্তি 😍✌️💪

15/09/2023

The land of Nature 😍

15/09/2023

Pleasure to spend time with nature😍

Adresse

Paris

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Yousuf publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Vidéos

Partager