Sylhet Blog24

Sylhet Blog24 All Kind Of Music And Blogs
Call+8801714238778
আসসালামু ওয়ালাইকুম পেইজে লাইক কমেন্ট
ফলো শেয়ার দিয়ে সাথে থাকবেন🙏

16/12/2024

দয়ামীর ফুটবল প্রিমিয়ার লীগ হাড্ডা হাড্ডি খেলা চলছে

15/12/2024

১৬ ই ডিসেম্বর মহান স্বাধীনতা দিবসে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী

04/12/2024

আতাউল্যাহ খাদিমুল কুরআন যুব সংঘের উদ্যোগ আয়োজিত আজকের তাফসিরে শেষ অধিবেশন।

👉♦️সরাসরি সম্প্রচার♦️
👉সৌজন্য Sylhet Blog24 page
👉Like comment share flow diye satei takun

30/11/2024

দয়ামীর বাজার বণিক কল্যাণ সমিতির নির্বাচনে বিজয়ী হইলেন আব্দুস শহীদ ভাই আনারস মার্কা।

30/11/2024

দয়ামীর বাজার বণিক কল্যাণ সমিতির ত্রী বার্ষিক
নির্বাচনের বিজয় জিনি হলেন।

👉♦️সরাসরি সম্প্রচার♦️
👉সৌজন্য Sylhet Blog24 page
👉Like comment share flow diye satei takun

30/11/2024

দয়ামীর বাজার বণিক কল্যাণ সমিতির ত্রী বার্ষিক নির্বাচনের ভোট গ্রহন চলছে

14/10/2024

সিদ্দিক ভাইর জানাযার নামাজ।

নীরবতা ভাঙলেন শাকিব, ৮ মাস পর সুখবর পেলেন বুবলীঢালিউডের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকতেন এ...
15/09/2024

নীরবতা ভাঙলেন শাকিব, ৮ মাস পর সুখবর পেলেন বুবলী
ঢালিউডের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকতেন একের পর এক। সেই আলোচনার জোয়ার কিছুটা কমেছে। কাজ নিয়ে ব্যস্ত থাকলেও বেশ কিছুদিন হলো সেই খবরও পাননি দর্শক। সম্প্রতি বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে ছুটে যেতেও দেখা যায়। কিন্তু ৮ মাস পর কাজের খবর দিয়ে আবারো ফিরছেন বুবলী।

বিরতি কাটিয়ে এবার জানা গেল প্রায় ৮ মাস পর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। মেহেদি হাসানের ‘নীল টিপ’ ছবিতে দেখা যাবে তাকে। শিগগিরই শুরু হবে শুটিং।

মেহেদি বলেন, ‘বুবলীর সঙ্গে আমরা নাটকের একজন অভিনেতাকে নিতে চাই। এখনো চূড়ান্ত হয়নি বলে নাম বলতে চাই না।’

তিনি আরও বলেন, ‘ছবিটির গল্প বুবলীর ওপরই। তিনিও গল্পটা বেশ পছন্দ করেছেন। আসলে আমাদের দেশে নারীপ্রধান গল্পে ছবি নির্মিত হয় কম। একটা সময় শাবানা ম্যাডামের ওপর ছবি নির্মিত হতো। আমিও এই সময় বুবলীর ওপর বাজি ধরেছি। দর্শকদের ভালো একটা ছবি উপহার দিতে চাই।’

এদিকে নীরবতা ভেঙে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার বুবলীর প্রাক্তন শাকিব খানও। শাকিব খান তার কসমেটিকস ও হোম কেয়ার প্রতিষ্ঠান ‘রিমার্ক হারল্যান’-এর মাধ্যমে বন্যা-পরবর্তী সময়ে কয়েক হাজার বানভাসি মানুষকে ত্রাণ দিয়েছেন

প্রসঙ্গত, গত রোজার ঈদে সিনেমা হলে সবচেয়ে বেশি শো পেয়েছিল মিশুক মনি পরিচালিত ও বুবলী অভিনীত ‘দেয়ালের দেশ’ সিনেমাটি। কিন্তু দর্শক চাহিদা না পাওয়ায় হল কর্তৃপক্ষ সে সিনেমা নামিয়ে ফেলার সিদ্ধান্ত নেন।

15/09/2024

পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)

সালমানশাহ কে কোনোদিনও ভুলে যাওয়া সম্ভব নয়,মৌসুমীপ্রয়াত বরেণ্য চলচ্চিত্র পরিচালিক সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থে...
10/09/2024

সালমানশাহ কে কোনোদিনও ভুলে যাওয়া সম্ভব নয়,মৌসুমী

প্রয়াত বরেণ্য চলচ্চিত্র পরিচালিক সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই ইন্ডাস্ট্রিতে ১৯৯৩ সালে অভিষেক হয় নতুন এক জুটির। সেই জুটি ছিল সালমান-মৌসুমী জুটি। প্রথম সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়েই সারা দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন তারা দুজন। এরপর তারা জুটি হয়ে একে একে ‘অন্তরে অন্তরে’,‘ স্নেহ’ ও ‘দেন মোহর’ সিনেমাতে অভিনয় করেন।

তারপর একটি বিশেষ কারণে সালমান শাহ ও মৌসুমী আর কখনো সিনেমাতে অভিনয় করেননি। পরে অনেকেই চেষ্টা করেছিলেন তাদের দু’জনকে নিয়ে সিনেমা নির্মাণ করতে, কিন্তু সম্ভব হয়ে উঠেনি।

তাই আজ বন্ধুর মৃত্যুবার্ষিকীতে ভীষণ আবেগ নিয়ে মৌসুমী বলেন, ‘সালমান আমার এমন বন্ধু ছিল যাকে কোনোদিনই ভুলে যাওয়া সম্ভব নয়। চলার পথে প্রতিটি মুহূর্তেই সালমানকে মিস করি। সালমান বেঁচে থাকলে হয়তো আমাদের ইন্ডাস্ট্রিটা আরও সুন্দর হতে পারত। আরও অনেক কিছুই হতে পারত। সালমান যেদিন মারা যায়, তার মৃত্যু সংবাদটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। আমার মনে পড়ে আমি, সানী আর গুলজার ভাই একসঙ্গে তাকে শেষবারের মতো দেখতে গিয়েছিলাম। এমন একজন নায়ককে আমরা অকালে হারিয়ে ফেলেছিলাম বলে ইন্ডাস্ট্রিটা কিন্তু থমকে গিয়েছিল। বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম আমরা সবাই। আজও তার ভক্তরা তাকে খুব মিস করে, বিশেষ করে তার মৃত্যুবার্ষিকীতে তাকে গভীর শ্রদ্ধা ভালোবাসা নিয়ে সবাই স্মরণ করে। এটা তার অনেক বড় প্রাপ্তি। কারণ মৃত্যুর এত বছর পরেও তাকে সবাই স্মরণ করে পরম ভালোলাগা নিয়ে।’

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!!আলিনুর ভাই এর একমাত্র ছেলে রানা সিলেটের!!তেতলি নামক স্থানে মটর বাইক ট্রাকের সাথে...
04/09/2024

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!!

আলিনুর ভাই এর একমাত্র ছেলে রানা সিলেটের!!
তেতলি নামক স্থানে মটর বাইক ট্রাকের সাথে এক্সিডেন্ট করে মারা যায়!

10/08/2024

ডক্টর ইউনুস এলেন কুটা আন্দোলনকারী শহীদ আবু সাঈদের বাড়িতে










সিলেটের সার্কিট হাউজ বাংলাদেশের সিলেট শহরে অবস্থিত একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ভবন। এটি প্রশাসনিক ও সরকারি কাজে ব্যবহ...
13/07/2024

সিলেটের সার্কিট হাউজ বাংলাদেশের সিলেট শহরে অবস্থিত একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ভবন। এটি প্রশাসনিক ও সরকারি কাজে ব্যবহৃত হয়। সিলেট সার্কিট হাউজটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং এর আশেপাশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এটি সাধারণত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের থাকার জন্য ব্যবহৃত হয় এবং সরকারি মিটিং, সেমিনার ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়।

সিলেট সার্কিট হাউজটি সুন্দর স্থাপত্যশৈলীতে নির্মিত এবং এর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দর্শকদের মুগ্ধ করে। এটি শহরের ইতিহাস ও সংস্কৃতির অংশ হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

22/06/2024

বৃষ্টি থামলেই থামে নাই পানি সময় যতই যাচ্ছে পানি ততই বাড়ছে।

20/06/2024

সময় যত যাচ্ছে ততই বাড়ছে পানি।

19/06/2024

বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

19/06/2024

টানা বৃষ্টির কারণে বাড়ছে পানি বন্যায় প্লাবিত হচ্ছে ঘরবাড়ি।

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুমআসসালামু ওয়ালাইকুম দেশ-বিদেশের অবস্থানরতসবাইকে জা...
16/06/2024

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
আসসালামু ওয়ালাইকুম দেশ-বিদেশের অবস্থানরত
সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Blog24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sylhet Blog24:

Videos

Share