MD Misbah Uddin

MD Misbah Uddin Inventor

03/12/2024

১. মানুষের জীবনে দুটো দিন সবচে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে তার জন্মদিন, আরেকটি হচ্ছে যেদিন সে আবিষ্কার করে কেন সে জন্ম নিয়েছে। প্রথমটির চেয়ে দ্বিতীয়টি অনেক গুরুত্বপূর্ণ।

২. একটু অপ্রয়োজনীয় ব্যয় মানে হচ্ছে আরেকটু দরিদ্র হওয়া।

৩. পরচর্চা মানে অন‍্যের কথা বলে নিজের মূল‍্যবান সময় নষ্ট করা। যার কথা বলছি তার কচুর ক্ষতিও হয় না।

৪. সবাই মা-বাবা হতে পারেন, কিন্তু অভিভাবক হতে পারেন না।

৫. কোনো প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন যখন কেবল তার প্রধানের ক্রেডিট দিয়ে শুরু হয়, আমি তা থেকে চোখ সরিয়ে নেই। কারণ এই মাত্র প্রতিষ্ঠানটির শত শত কর্মীর অবদান চেয়ারের জোরে হাইজ্যাক করা হয়েছে।

( বই থেকে নেওয়া।)

28/11/2024

ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পেছনে আর ফিরে না তাকানোই হচ্ছে শ্রেষ্ঠ প্রতিশোধ!

27/11/2024

"প্রেম, মরুতে ফুল ফোটায়।"─ আফ্রিকান প্রবাদ।

প্রিয়জনের জন্য ৩টি বৈভব রাখো:
─ মনোযোগ
─ অনুপ্রেরণা
─ প্রশংসা

এর বিনিময়ে যদি অবহেলা পাও, এর অর্থ─ জীবনের ৩টি সম্পদ অপচয় করছো তুমি:
─ সময়
─ যোগ্যতা
─ টাকা

সরে যাও।

মনে রেখো─ একজন পরিপক্ব মানুষ তোমার প্রতিটি উপহারের প্রতিদান দেবে। প্রতিদান হলো সম্পর্কের গভীরতা। যে-সম্পর্কে প্রতিদান নেই, সেটা একতরফা।

শিশুকে একতরফা ভালোবেসে যান বাবামা।

শিশুর সাথে রোমান্টিক প্রেম হয় না। তাকে লালনপালন করা যায়। প্রতিদানহীন একতরফা প্রেম করছো, এর অর্থ─ তুমি একটি শিশুকে লালনপালন করছো মাত্র।

রোমান্টিক সম্পর্ক শিশুপালন নয়। জোরজবরদস্তিতেও এই সম্পর্ক এগোয় না। একাই এই সম্পর্ক চালিয়ে যাওয়ার নাম─ ঘোর। ঘোরের অপর নাম─ নিজেকে অসম্মান।

অসম্মান সহ্য কোরো না, এমনকি নিজের নিজেকে অসম্মানও নয়। সম্পর্ক দু'জনকে নিয়েই হয়, যারা উভয়েই পরস্পরের মধ্যে ভালোবাসা খোঁজে। যে বলে 'ভালোবাসার প্রতিদান হয় না', সে শিশু পালছে─ খেলনা দিয়ে।

মরুতে ফুল ফোটাও, ভালোবাসায়।

Salah Uddin Ahmed Jewel

25/11/2024

গরু আমাদের দুধ দেয় না, আমরা কেড়ে নিই! গাধাও মোট বয় না, ধোপারা এককালে জোর করে কাজটি করাতো! হিসেব মত সিংহীও দুধ দেয়, সিংহও ওজন বইতে সক্ষম! কিন্তু সিংহকে দিয়ে ওসব করানো মানুষের ক্ষমতার বাইরে !!!

এই জন্য একটু বোকা আর ভালো মানুষদের গরু কিংবা গাধার সাথে তুলনা করা হয়! এই দু'টো প্রাণীর নামে কোনো মানুষকে ডাকা মানে তাকে অপমান করা! কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টো গর্ববোধ করবে!
সেই সিংহ- যে আজ অবধি মানুষের উপকার করল না, যার সামনে মানুষ গেলে মুহূর্তের মধ্যে পরপারে চলে যাবে, সেই সিংহ হচ্ছে মানুষের চোখে রাজা!
উপকারী গাধা হচ্ছে হাসির বস্তু !!!

অতিরিক্ত ভালো হওয়ার সমস্যা এটাই! অতিরিক্ত ভালো মানুষরা কারো কাছে গুরুত্ব পায় না !!!

তুমি নিঃস্বার্থভাবে ত্যাগ করতে থাকো, ভালো মনে কারো ক্রমাগত উপকার করতে থাকো, আঘাতের পর আঘাত সহ্য করেও হাসিমুখে কাউকে ভালোবাসতে থাকো, তুমি তার চোখে 'গাধা' ছাড়া আর কিছুই হবে না !!!

যদি মনে করো সে একদিন এগুলোর মূল্য বুঝবে, তাহলে তুমি সত্যিই গাধা!
কারো কাছে নিজের দাম পেতে গেলে একবার অন্তত সিংহের মত হতেই হয় !!!

13/11/2024
Dear Men, kindly listen up, The more you throw yourself into the pursuit of women, the farther you drift from greatness....
09/11/2024

Dear Men, kindly listen up,

The more you throw yourself into the pursuit of women, the farther you drift from greatness. Success demands a warrior’s discipline, and wasting your energy on endless conquests is the fast track to mediocrity. Make no mistake—a man isn’t measured by the number of women he’s flipped. In fact, indulging in this lifestyle is a surefire way to erode your ambition, sap your energy, and empty your bank account.

1. Self-Control is Your Power

You want to win in life? Start by mastering your desires. A man who can’t control his sexual appetite is like a ship without a rudder. Where’s your focus? Where’s your drive? If you can’t harness that energy and channel it into your goals, you’ll keep stumbling, wondering why success keeps slipping through your fingers. Conquer your lust, and you’ve won half the battles that life will throw at you.

2. S*x Isn’t a Trophy; It’s a Trap

Modern culture often glorifies sexual conquests as a badge of honor, but what’s the outcome? Financial drain, emotional chaos, wasted time. Every time you entertain another fleeting relationship, you’re spending hard-earned money on “bills” that don’t contribute to your future: transport, food, hotels, outings. In the end, what’s left? An empty pocket and a mind that could have been focused on building something real, something that lasts.

3. Success Demands Focus, Not Distraction

If you want to embody the true Alpha mindset, then prioritize your goals over your urges. Power, influence, wealth—these don’t come from chasing temporary pleasures. They come from grit, discipline, and a relentless focus on your purpose. Every second you’re caught up in drama, you’re taking a step back from greatness. Do you want to be a man of value or a man constantly distracted?

4. Invest in Your Future, Not Fleeting Fun

Think about what you’re throwing away. The money you spend on meaningless pursuits could be the seed of your financial success. That’s the money that could start a business, get you further education, or support your family. It’s time to look at where your resources are going and ask yourself if this path leads to a future you’re proud of. Imagine putting that cash toward your goals instead.

5. The Cost of Cheap Thrills

S*x today is cheap, easy, and available. But cheap and easy don’t lead to a man of strength and integrity. Every interaction exposes you to risks—financially, emotionally, physically. STDs, unwanted drama, emotional chaos—all of it is waiting for men who lack discipline. And the more entangled you become, the harder it is to climb back to a life of focus and purpose.

6. Prioritize Purpose Over Pleasure

What should drive you every morning? Your goals, your ambitions, your vision for your life. The grind doesn’t stop just because there’s an easy distraction around. Men who are focused on purpose don’t waste their time. They’re too busy building, leading, and making a difference. The Alpha Male isn’t led by his desires; he leads himself to greatness through hard work and self-restraint.

7. Your Legacy is Built on Discipline

When you look back on your life, what will you see? A trail of wasted nights and empty pockets, or the evidence of a man who invested in himself? Discipline defines legacy. Build something that lasts—a career, a reputation, a legacy—by keeping your eyes on the prize, not on fleeting distractions.

8. Marry for Stability, Not Temporary Satisfaction

If you’re not married, hold out until you’re ready to build a family with purpose. With marriage, you have a stable channel for sexual needs without the chaos of constantly seeking out new partners. Until then, stay focused. You’re not missing out on anything that matters; you’re positioning yourself for a better life.

9. Build Yourself First, the Right Partner Will Follow

If your life isn’t built, don’t expect to keep a high-quality woman. Women respect men who have a vision, a purpose, a foundation. Chase your goals first, and let the right woman find you on your way up. An incomplete man draws incomplete relationships.

10. Stay Focused, Chase Success Relentlessly

Close your mind to distractions and open it to ambition. Hustle hard for your future. Let your focus be on the empire you’re building, not on fleeting pleasures that will leave you poorer and weaker. Women will always be there, but a man on his grind? That’s a rare breed. Don’t let anyone block your success, not even yourself.

Wrap it up, Men: Discipline isn’t just part of success; it’s the very foundation. Control your desires, elevate your life, and keep your eyes on the ultimate prize. The world doesn’t owe you success, but you owe yourself the strength and focus to achieve it.
✍️✍️

Waiting for tha women 🥹
03/11/2024

Waiting for tha women 🥹

"Don't trust too easily!" 👀💔
30/10/2024

"Don't trust too easily!" 👀💔

21/10/2024

আস্থা ও সম্মান ছাড়া সম্পর্ক !
তেল ছাড়া গাড়ির মত...
গাড়িতে বসে থাকতে পারবেন ...
কিন্তু গাড়ি চলবে না.!
|| সম্মান ছাড়া প্রয়োজনে সম্পর্ক টিকে থাকে ঠিকই!
কিন্তু ভালোবাসার টিকে থাকে না..সামনেও এগোয় না !
জাস্ট গাড়ির মত সম্পর্ক আছে এইটা প্রকাশ করা যায় ... ||

এমন কোনো বিষয় নাই যা মানব জাতির সমস্যার সমাধানের কথা উল্লেখ নাই —আল্লাহু আকবর
01/10/2024

এমন কোনো বিষয় নাই যা মানব জাতির সমস্যার সমাধানের কথা উল্লেখ নাই —আল্লাহু আকবর

30/09/2024

ইচ্ছাশক্তি থাকলে পৃথিবীর সবাই সফল হতে পারে।

সফলতার ১৫টি সূত্রঃ১. আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কী ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের...
25/09/2024

সফলতার ১৫টি সূত্রঃ

১. আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কী ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন সেটার উপর।

২. এডিসন বলেন, সাফল্য হলো ৯৫% কঠোর পরিশ্রম আর ৫% অনুপ্রেরণার ফল।

৩. যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর যে ব্যক্তি পড়তে পারে না দুই-ই সমান।

৪. ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোন কথা বলার আগেই একজনের সাথে সাক্ষাত হওয়ার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। We never get a 2nd chance to make the first impression.

৫. আপনি কী অর্জন করেছেন, সাফল্য মাপার মানদন্ড সেটা নয় বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।

৬. পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও খারাপ।

৭. একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয়। কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্ম-মূল্য হারিয়ে ফেলে যেটা পরবর্তী পরাজয়ের কারণ।

৮. পরাজিতরা কোন কিছু ঘটার অপেক্ষায় থাকে। তারা কখনই কোন কিছু ঘটাতে পারে না।

৯. যে সবকিছু তৈরি পাওয়ার জন্য তৈরি, সে জীবনে কিছু করতে পারে না। সফল ও ব্যর্থ উভয়ের দিনই ২৪ ঘন্টায়।

১০. NO মানে একেবারে না নয়। NO = Next Opportunity.

১১. বাহ্যিক সাফল্য আচরণের উপর নির্ভর করে। যদি আপনি নিজেকে চরিত্রবান, সাহসী, সৎ বলে বিশ্বাস করেন তাহলে এগুলো আপনার আচরণে প্রতিফলিত হবে।

১২. জয়ী হতে হলে কী কী করতে হবে বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়। আর বিজিতরা যা যা পারে সেটার উপর গুরুত্ব দেয়।

১৩. আপনি সবসময় যা করে এসেছেন, এখনও যদি সেটাই করেন তাহলে সবসময় যা পেয়েছেন, এখনও তাই পাবেন।

১৪. সম্পর্ক তৈরি করা একটা প্রক্রিয়া, কোন ঘটনা না।

১৫. আপনার ইচ্ছা শক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে।


Centre for Career Development

(সংগৃহীত পোস্ট)

19/09/2024

একটি ময়লা কালো কাপড়ে যতোই দাগ লাগুক না কেনো সেটা ফুটে উঠে না,
কিন্তু একটি পরিষ্কার সাদা কাপড়ে হালকা একটু দাগ
লাগলেই সেটা ফুটে উঠে।
তেমনি কালো ময়লা কাপড়টা হচ্ছে চরিত্রহীন মানুষ,
তারা যতোই ভুল অন্যায় করুক না কেনো সেটা মানুষের চোখে পড়ে না।
আর সাদা পরিষ্কার কাপড়টা হচ্ছে চরিত্রবান মানুষ।
তারা যদি একটু ভুল করে তাহলে তাদের এই
সামান্য ভুলটাই মানুষের কাছে খুব বড় হয়ে দাঁড়ায়।

09/09/2024

ব্যাংকিং খাতের বাইরে চলে যাওয়া ৩০ হাজার কোটি টাকা ফেরত আসছে আজ
✊🏼🇧🇩

Address

Sylhet Dhaka
Sylhet
3100

Telephone

+8801729896877

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Misbah Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Misbah Uddin:

Videos

Share