07/10/2021
টাঙ্গুয়ার হাওর (Tanguar Haor) সুনামগঞ্জ জেলার প্রায় ১০০ বর্গকিলোমিটার পর্যন্ত বিস্তৃত দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি। কখনো আকাশের মতো নীল, কখনো আয়নার মতো স্বচ্ছ—এমন স্নিগ্ধ রঙে রাঙা পানিতে টইটুম্বর হাওর-বাঁওড়। দূরে মেঘালয় রাজ্যের পাহাড়, ঝরনা থেকে নেমে আসা স্বচ্ছ পানি, অগণিত পাখির কলতান আর করচ-হিজল বনের অপরূপ সৌন্দর্যের সমাহার দেখা যাবে শুধু টাঙ্গুয়ার হাওরেই।
বর্ষাকাল টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়। টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সাথে আরো যা দেখতে পারেন ফরেস্ট, শহীদ সিরাজ লেক (নিলাদ্রি লেক), বারিক টিলা, যাদুকাটা নদী, শিমুল বাগান।
সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে সুনামগঞ্জ যাবার লোকাল ও সিটিং বাস আছে। সিটিং বাস ভাড়া ১২০ টাকা, সুনামগঞ্জ যেতে দুই ঘন্টার মত সময় লাগবে।অথবা হাইয়েস,নুহা রিজার্ভ করে যেতে পারেন।নগরির চুহাট্রা থেকে রিজার্ভ করে যেতে পারবেন।
সুনামগঞ্জ নেমে সুরমা নদীর উপর নির্মিত বড় ব্রীজের কাছে লেগুনা/সিএনজি/বাইক করে তাহিরপুরে সহজেই যাওয়া যায়। তাহিরপুরে নৌকা ঘাট থেকে সাইজ এবং সামর্থ অনুযায়ী নৌকা ভাড়া করে বেড়িয়ে আসুন টাঙ্গুয়ার হাওর থেকে। অথবা বর্ষাকালে শহরের সাহেব বাড়ি নৌকা ঘাট থেকে ইঞ্জিন বোটে সরাসরি টাঙ্গুয়া যাওয়া যায়। ইঞ্জিন বোটে ৫ ঘন্টা সময় লাগে।
সুনামগঞ্জ - টাঙ্গুয়ার হাওড় - সুনামগঞ্জ
শুক্রবার, শনিবার ও ছুটির দিনে ২১ হাজার টাকা এবং অন্যান্য দিনে ১৯ হাজার টাকা।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন সরাসরি ফোনে।
ফোন - 01797979399
Full 4k Views:
https://youtu.be/07uzLakSklg
For Business Inquiries Contract me :
[email protected]
Travelling Vlog :
1. https://www.youtube.com/watch?v=J-2mFqvCfyc
2. https://www.youtube.com/watch?v=a6l9avNdOeo&t=4s
✅ if you like this video, please like, comment and share.
✅ Don't forget to subscribe to this channel.
✅ Subscribe now: https://cutt.ly/qnRn9wT
Stay connected with:
➡️ Facebook Profile: https://www.facebook.com/profile.php?
➡️ Instagram: https://www.instagram.com/shiputalukderbd/