Things that makes me happy

Things that makes me happy welcome to my happy world.

পেজ এ কোন কোন আপু লন্ডনে থাকেন? কমেন্ট প্লিজ!!আপনাদের জন্য খুশির খবর!! এখন থেকে আমাদের যেকোন আইটেম, বিশেষ করে আবায়া, বুর...
07/04/2024

পেজ এ কোন কোন আপু লন্ডনে থাকেন? কমেন্ট প্লিজ!!

আপনাদের জন্য খুশির খবর!! এখন থেকে আমাদের যেকোন আইটেম, বিশেষ করে আবায়া, বুরকা, ড্রেস, শাড়ি বা ইউকে ছাড়া অন্য দেশের স্কিনকেয়ার প্রডাক্ট যেমন চন্দন-মূলতানি, pearl cream এগুলো লাগলে আমরা লন্ডনে পাঠিয়ে দিবো, তবে অবশ্যই কারগো চার্জ এড করে প্রডাক্ট এর দাম পাউন্ড এ পেমেন্ট করতে হবে Taptap send এপ্স বা অন্য যেকোন মাধ্যমে। ডেলিভারি সময় ১৫+ দিন, আমার দেয়া লোকেশন থেকে প্রডাক্ট পিকআপ করতে হবে। আর এই সার্ভিস চালু হবে ঈদের পরে, ইনশা আল্লাহ।

লন্ডনে যারা প্রডাক্ট নিতে চান তাদেরকে নতুন আরেকটা পেজ এ অরডার প্লেস করতে হবে, যারা প্রডাক্ট নিতে আগ্রহী কমেন্ট করলে তাদেরকে সেই পেজ লিংক দিবো।

Pov : You love these Jhilimili Balloons🫧✨© Lavender
05/04/2024

Pov : You love these Jhilimili Balloons🫧✨

© Lavender

৯০ এর দশকের এই অতি আশ্চর্য জিনিস কার কার বাসায় ছিলো??ইশ…মা-খালারা কত্ত যত্ন করে হাতের নাগালের বাইরে রাখত উনাকে 😆😆
04/04/2024

৯০ এর দশকের এই অতি আশ্চর্য জিনিস কার কার বাসায় ছিলো??
ইশ…মা-খালারা কত্ত যত্ন করে হাতের নাগালের বাইরে রাখত উনাকে 😆😆

তিন মাস হয়ে গেছে লতাকে বিয়ে করেছে মাসুদ।কিন্তু এই তিন মাসে ঘুমে বিভোর থাকা লতাকেই সে দেখেছে বেশি সময়।সারাদিনের অফিস শেষে...
01/04/2024

তিন মাস হয়ে গেছে লতাকে বিয়ে করেছে মাসুদ।কিন্তু এই তিন মাসে ঘুমে বিভোর থাকা লতাকেই সে দেখেছে বেশি সময়।
সারাদিনের অফিস শেষে বাসায় আসলে বউকে নিয়ে মায়ের অভিযোগ শুনতে শুনতে অতি'ষ্ঠ হয়েছে সে।সবথেকে বেশি অতি'ষ্ঠ সে লতার প্রতি।সে ভেবে পায় না একটা মানুষ এতো ঘুমায় কেমনে?
মনে পরে যায় বিয়ের দিনের কথা!
বিয়ে করে লতাকে গাড়ীতে তুলতেই সে দেখে লতা ঘুমিয়ে গেছে।হয়তো অনেক টায়ার্ড আর রাতও তখন ১১ টা তাই ঘুমিয়ে গেছে!
বাড়ি এসেও ঘুম ভাঙেনি লতার।বাসর ঘরে বোন ভাবীরা ধরে নিয়ে দিয়ে আসে।
মাসুদ ভেবেছিলো তার নতুন বউ ঘুমটা দিয়ে জেগে বসে তার জন্য কিন্তু সে রুমে এসে দেখে লতা নাক ডেকে ঘুমাচ্ছে।
খাওয়া নাওয়াটা কোনরকম সেরেই শুধু ঘুম আর ঘুম।
চিন্তায় চিন্তায় সে শেষ এতো ঘুমায় কেন তার বউ?
শশুড় বাড়ি ব্যাপারটা জানালে তারা বলে তাদের মেয়ে একটু বেশিই ঘুমায়!
ডাক্তার দেখানোর কথা বললেও সেখানে যায় না লতা।তার নাকি খালি ঘুম পায়!সে কোথাও যেতে পারবে না।
তার মায়ের মতে লতার সাথে নাকি জ্বীন আছে।মা অনেকদিন ধরেই এটা বলছিলো মাসুদকে।মাসুদ এতোদিন তেমন গুরুত্ব না দিলেও আজকে চিন্তা করেছে সে লতাকে নিয়ে হুজুরের কাছে যাবে।
যেই ভাবা সেই কাজ।
মাসুদ জোড় করে লতাকে নিয়ে যায় হুজুরের কাছে।
হজুর মাসুদের মুখে সবটা শুনে কিছুক্ষণ চুপ থাকে তার বলে।
-তোমার বউরে খুব কঠিন জ্বীনে ধরছে বাবা।খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে তোমার বউ ভালো হবে না,তার ঘুম ও ছুটার সম্ভবনাও খুব কম।
-তাহলে আমি কি করব হুজুর? প্রশ্ন করে মাসুদ।
-তোমাকে আবার বিয়ে করতে হবে।
তখনও লতার ঘুম ঘুম ভাব কিন্তু সজাগ ছিলো কিছুটা।
মাসুদের বিয়ের কথা শুনে সে এমন ভাবে চমকে উঠে চিল্লানী দিয়ে বলে " না এ হতে পারে না"
সেই যে লতার ঘুম ভাঙে এখন আর সে ঘুমায় না দিন রাত ২৪ ঘন্টায় জেগে থাকে।মাসুদের মাঝরাতে ঘুম ভাঙলেও দেখে লতা জেগে আছে। দেখে মনে হয় যেন মাসুদকে পাহারা দিচ্ছে।বড় বড় চোখ করে থাকিয়ে থাকে।কোন কোন রাতে ভয়ে আঁতকে ওঠে মাসুদ।
আবারও সে চিন্তায় পরে যায় তার বউ ঘুমায় না কেন?

ঘুম
অনুগল্প!

( ভয়ংকর লেখক। ওরে দুনিয়া থেকে গুম করে দেওয়া উচিত যেন জীবনে ও এমন গল্প লিখতে না পারে। একবার যদি আমার জামাইয়ের চোখে পড়ে এই গল্প আমার দিনের বেলার ঘুম হারাম হয়ে যাবে 😩😩😩)

আজ একটা জামাই নাই বলে গিফট দিতে পারলাম না 😪
01/04/2024

আজ একটা জামাই নাই বলে গিফট দিতে পারলাম না 😪

30/03/2024

আমাকে তো অনেক দিন ধরেই চেনো, বলো তো আমি মানুষটা কেমন? 🙂

💜 Khan's Eid Offer available now✨🌙🥰
28/03/2024

💜 Khan's Eid Offer available now✨🌙🥰

ম্যাচিং ম্যাচিং 💁🏻‍♀️💛
28/03/2024

ম্যাচিং ম্যাচিং 💁🏻‍♀️💛

কিউত কাপল ড্রেস 🌸
28/03/2024

কিউত কাপল ড্রেস 🌸

গতকাল বিকাল ৩:৩০ মিনিটে টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনে রাজশাহী হতে  ঈশ্বরদীর উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। ট্রেন ছেড়ে দেওয়ার ...
27/03/2024

গতকাল বিকাল ৩:৩০ মিনিটে টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনে রাজশাহী হতে ঈশ্বরদীর উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। ট্রেন ছেড়ে দেওয়ার ঠিক আগমুহূ্র্তে এক ভদ্রলোক আমার সামনের সিটে এসে বসলেন, অবশ্য সঙ্গে তার স্ত্রীও ছিলেন। যথারীতি ট্রেন ছুটে চলছে তার আপন গতীতে নির্দিষ্ট গন্তব্যে। হঠাৎ ভদ্রলোকটি বুঝতে পারলেন তার স্ত্রী ক্লান্তবোধ করছেন। তখন তিনি তার বাহুটি স্ত্রীর দিকে এগিয়ে দিয়ে তাকে চোখ দিয়ে ইসারা করে বললেন তার কাঁধে মাথা রাখতে। তিনি এতটাই ক্লান্ত ছিলেন যে, এমন নির্ভরযোগ্য আর বিশ্বস্ত একটি কাঁধ পেয়ে দ্বিতীয়বার না ভেবেই কাঁধে মাথাটি রাখলেন। দুজনেরই বয়স ৫০ উর্ধ হবে (আনুমানিক) তার পরেও একে অপরের প্রতি কি নিদারূন যত্ন আর ভালোবাসা। দেখে এতটাই ভালো লেগেছিল যে, পকেটে থাকা মুঠোফোনটি বের করে তাদের ২টি ছবি তুলি।

আহ্ কি মায়া! এভাবেই যেন প্রতিটি পুরুষ তার প্রিয় মানুষটিকে খুব যত্নে আগলে রাখেন। সৃস্টিকর্তা তাদের ভালো রাখুক... ❤️

কার্টেসিঃ Abu Hasnat Himel

25/03/2024

ঘুরার অনেক শখ ছিলো অতঃপর জীবন এমন ভাবে ঘুরালো যে আমার সব শখ মরে গেলো। 🙂
©

ঘুম না এলে চলো হাঁটি🌸🌕
25/03/2024

ঘুম না এলে চলো হাঁটি🌸🌕

ইদ মানের Uk products by Khan's এর স্পেশাল কাস্টমাইজড হেনা কোন লাগবেই!! যারা কাস্টমাইজড কোণ নিতে চান ঈদের জন্য তাড়াতাড়ি  ...
24/03/2024

ইদ মানের Uk products by Khan's এর স্পেশাল কাস্টমাইজড হেনা কোন লাগবেই!!

যারা কাস্টমাইজড কোণ নিতে চান ঈদের জন্য তাড়াতাড়ি নিয়ে নেন, একবার স্টক আউট হলে আর নাও আসতে পারে, কারণ এগুলো বানাতে অনেক সময় লাগে।

নেহা টিউব দিয়েও ঠিক এমন সুন্দর রেডিশ মেরুন কালার আসে🥰🥰তবে ডিপেন্ড করে স্কিন কালার এর উপর,যাদের স্কিন একটু ডার্ক তাদের স্কিনে এটার কালার বেশী ডার্ক হয়ে যায়,তাও সুন্দর লাগে 😍😍ঈদের জন্য আগে ভাগে কিনে রাখতে পারেন,

যারা টিউব দিয়ে দিতে পারেন না তাদের জন্য আমাদের নিজ হাতে কাস্টমাইজড করা নেহার কোণ আছে,প্রাইস-৮০ টাকা পরবে কোণগুলো,কোণ দিয়ে অনেক স্মুদলি আর ইসিলি দিতে পারবেন।

This couple are not together anymore and some of you want their type of marriage🌝. keep your life as private as possible...
23/03/2024

This couple are not together anymore and some of you want their type of marriage🌝.
keep your life as private as possible especially what makes you happy.

Not everyone is happy for you. (Evil eye is real)
What people don’t know, they can’t ruin

𝐌𝐢𝐬𝐬 𝐌𝐚𝐭𝐜𝐡𝐢𝐧𝐠 𝐂𝐨𝐦𝐛𝐨 🤎🥀©Uk Products By Khans
23/03/2024

𝐌𝐢𝐬𝐬 𝐌𝐚𝐭𝐜𝐡𝐢𝐧𝐠 𝐂𝐨𝐦𝐛𝐨 🤎🥀

©Uk Products By Khans

আমাদের কালচারে খুবই প্রচলিত একটা আপ্যায়ন হল "জামাই আদর"। যখন নতুন জামাই শ্বশুরবাড়ি যায়, মেয়ের বাবা-মা হু'মড়ি খেয়ে পড়ে, ক...
23/03/2024

আমাদের কালচারে খুবই প্রচলিত একটা আপ্যায়ন হল "জামাই আদর"।
যখন নতুন জামাই শ্বশুরবাড়ি যায়, মেয়ের বাবা-মা হু'মড়ি খেয়ে পড়ে, কিভাবে জামাইকে আপ্যায়ন করবে তা নিয়ে। সেইম ট্রিটমেন্ট কিন্তু নতুন বউরা শ্বশুরবাড়ি এসে পায় না।
যে মেয়েটা তার পরিবার ছে'ড়ে নতুন একটা পরিবেশে আসলো তার জন্যও তোহ কিছু করা উচিত তাই না?

এজন্যই আমরা আমাদের নতুন বউয়ের জন্য ছোটো করে "বউ আদর" আয়োজন করেছিলাম।
আমার আম্মু নিজ হাতে সব করে বউকে খাইয়ে দিচ্ছিলো তখনই ছবিটা তুলেছি ❤️

কি সুন্দর ছবি তাইনা?
📸 israt jahan oishee

নিজের জন্য কোন ড্রেস রাখবো কনফিউজড 😌🙆‍♀️
22/03/2024

নিজের জন্য কোন ড্রেস রাখবো কনফিউজড 😌🙆‍♀️

You think strong people are the ones who never get broken?? The ones who know how to defend themselves and not allow the...
21/03/2024

You think strong people are the ones who never get broken?? The ones who know how to defend themselves and not allow themselves weaknesses??
Let me tell you this.
Strong people are the opposite.
They’re the ones who can get broken. Who don’t over fortify themselves.
The ones who fail and fail but keep trying.
Who know and acknowledge their humanity comes with weakness.
Strong people are the ones who keep going.
Who never give on their dreams or lose faith.
The ones that keep the beauty of their hearts when things around them get ugly.
They are the ones who keep walking even if they’re bleeding and stand up again each time life gives them a hard blow and make them fall.
Strong people are just normal everyday people who chose to be strong.

Metanoia.

শুনলাম এবার ইদে কাপলরা ম্যাচিং ড্রেস না পরলে নাকি জরিমানা করা হবে!! 😌😅
20/03/2024

শুনলাম এবার ইদে কাপলরা ম্যাচিং ড্রেস না পরলে নাকি জরিমানা করা হবে!! 😌😅

20/03/2024

এ রোজায় তারাবীহ পড়তে গেলে, ফেরার সময় স্ত্রীর জন্য কখনো আইসক্রিম, কখনো কাপ দই নিয়ে আসবেন। সারাদিনের খাটুনির পর স্ত্রী অন্তত এতটুকু তো ডিজার্ভ করে।💖

স্বামী স্ত্রী পরষ্পরকে Own করতে শিখুন। Own করা মানে হচ্ছে, এই জিনিসটা একান্তই আমার, শুধুই আমার। যা কিছু আমরা own করি তার...
20/03/2024

স্বামী স্ত্রী পরষ্পরকে Own করতে শিখুন। Own করা মানে হচ্ছে, এই জিনিসটা একান্তই আমার, শুধুই আমার। যা কিছু আমরা own করি তার ভালো খারাপ সবকিছুই আমরা একান্তই আমাদের নিজস্ব বলে বোধ করি।

যা আমরা own করি তার খারাপ দিকগুলো আমরা গোপন রেখে মানিয়ে নেয়ার চেষ্টা করি। এবং এর ভালো দিকটাই সবার সামনে রাখার চেষ্টা করি। কারন জিনিসটা আমার, আমি এটি own করি।

একে অপরকে যখন own করা শিখে যাবেন, তখন শালাকে ফোন দিয়ে বলতে ইচ্ছে হবে না, "তোমার বোন এমন এমন"।

শাশুরিকে বলতে ইচ্ছে হবে না, "কি মেয়ে বানিয়েছেন, এইটা পারে না ঐটা করে না"।

বন্ধুদের সাথে আড্ডায় বলে বসবেন না, " ঠকসিরে ভাই"।

মা বাবা আত্মীয় কিংবা বান্ধবীরা যখন আপনার সম্মুখে আপনার স্বামীর কোনো ত্রুটি বর্ণনা করে উপহাসে মেতে উঠবে, আপনার গায়রত যেনো তা সহ্য না করে। কারন তারা যাকে নিয়ে উপহাস করছে, সে আপনার স্বামী। তাকে আপনি own করেন।

একে অন্যরে কথা দিয়ে হোক বা হাত দিয়ে হোক, আঘাত করে বসবেন না। কারণ যা একান্তই আপনার, তার আঘাতও আপনার।

স্বামী-স্ত্রী একজন আরেকজনের চাদর হয়ে উঠুন। আর এটি কতই না উত্তম চাদর।

#মুসাফির

Me when I pay through bkash so that parcel comes home with 0 tk. 😌
19/03/2024

Me when I pay through bkash so that parcel comes home with 0 tk. 😌

খেজুর মাঝখান দিয়ে কেটে, বিচিটা ফেলে দিয়ে সেখানে নারকেলের পুর ও কাজু/ কাঠবাদাম ভরে দিন।নারকেল না থাকলে বিচির জায়গায় একটা ...
18/03/2024

খেজুর মাঝখান দিয়ে কেটে, বিচিটা ফেলে দিয়ে সেখানে নারকেলের পুর ও কাজু/ কাঠবাদাম ভরে দিন।

নারকেল না থাকলে বিচির জায়গায় একটা কাজুবাদাম দিয়ে দিন।

ব্যাস হয়ে গেলো এনার্জি বোম 🤘🤘

©

𝐖𝐡𝐢𝐭𝐞 𝐋𝐨𝐯𝐞𝐫𝐬 𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥 🌸🤍🌸
17/03/2024

𝐖𝐡𝐢𝐭𝐞 𝐋𝐨𝐯𝐞𝐫𝐬 𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥 🌸🤍🌸

17/03/2024
এগুলো মনেহয় আম্বানি ফ্যামিলির খাবার🙂🙂🙂
17/03/2024

এগুলো মনেহয় আম্বানি ফ্যামিলির খাবার🙂🙂🙂

A feeling that only girls know! 🙂💔Artist: ig ._.art
17/03/2024

A feeling that only girls know! 🙂💔

Artist: ig ._.art

বউকে আমি বউ হতে দেই নি। দীর্ঘ ৭ বছরের প্রেমের পর বিয়ে।। এই তো মাস দুয়েক আগে বর্ষাকে ধুমধাম করে বিয়ে করলাম।। বর্ষা আমাকে ...
16/03/2024

বউকে আমি বউ হতে দেই নি। দীর্ঘ ৭ বছরের প্রেমের পর বিয়ে।। এই তো মাস দুয়েক আগে বর্ষাকে ধুমধাম করে বিয়ে করলাম।। বর্ষা আমাকে আমার দু:সময়ে যে পরিমান সহযোগিতা করেছে মানসিক ভাবে, আর্থিক ভাবে তার প্রতিদান হিসেবে এই বিয়ে, বলা যায়।। একসময় অন্য মেয়ের দিকে মন ঘুরে গেছিলো, বর্ষা সব জেনেও সেদিন চুপ ছিলো।। বছর খানেক অই মেয়ের সাথে খাবি খেয়ে যখন বর্ষার কাছে ফিরে এলাম, আর ভাবলাম বর্ষা হয়তো কিছুই জানে না।। যদিও মনে মনে অনুতপ্ততা কাজ করছিলো।। বর্ষাকে একদিন সব খুলে বলতে চাইলাম, বর্ষা আমাকে থামিয়ে দিয়ে বললো- আমি সব জানি রায়হান।। শুধু জানি না, বলতে পারো কাজটা আমিই করিয়েছি।। আসলে কি জানো রায়হান, পুরুষ মানুষ যাচাই করতে চাওয়াটাই ভুল।। তোমরা পুরুষরা খুব ভালোবাসতে পারো, কেয়ার করতে পারো- কিন্তু তা বিলিয়েও দিতে পারো জনাখানেকের মধ্যে।।......
আজ বর্ষার ভীষণ রকম মন খারাপ।। মন খারাপের দিনগুলি আমি বুঝতে পারি।। ঘুম ভেঙে উঠে ওর চোখের দিকে তাকিয়েই বুঝে গেছি, আজ সারাদিন ওর মন খারাপের সাথেই সখ্যতা হবে।। আমার সেই মানসিকতা কাজ করে না, ওর মন ভালো করার।। তবু দায়সারাভাবে দু' একবার চেস্টা করি।। শুকনো হাসিতে বর্ষা তা উড়িয়ে দেয়।।.....
তেমনি এক মন খারাপের দিনে বর্ষাকে নিয়ে বের হলাম।। উদ্দেশ্য আজ রাস্তার পাশের আবিজাবি যা পাবো দু'জন চেখে দেখবো।। আমাদের চেয়ে বর্ষাদের আর্থিক অবস্থা বেশ ভালো, সম্পর্কের শুরুতে আবিষ্কার করি- বর্ষার রাস্তার খাবারে এলার্জি আছে।। শুধু রাস্তার খাবার না কোন লোকাল পার্ক কিংবা সস্তা হোটেলে বসে থাকতেও সে অপারগ।। সেই মেয়ে বদলে গেছে, আমাকে ভালোবেসে কিংবা ছন্নছাড়া কারো সঙী হবার অপরাধে।।.....
বর্ষা দেখতে বেশ রূপবতী, ওকে আমার ভালোবাসার সাথী বানাতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিলো।। মাঝে মাঝে ভাবি- আমার যে চেহারা, বর্ষাকে বউ করে ফেলেছি মানে জিতে গেছি।। এই জয় আজীবনের।।
শাহাবাগ মোড়ে আজ লোকসমাগম তুলনামূলক বেশি।। প্রতি শুক্রবার এমনি হয়।। বর্ষাকে বললাম, চলো দই চিড়া খাবো।। বর্ষা মিস্টি একদমি পছন্দ করতো না, আমার পাল্লায় পড়ে খাওয়া শিখে গেছে- খাবার সময় ওর চেহারা দেখে বোঝার উপায় নেই, মিস্টি আসলে মিস্টি কিনা।। এক নির্লিপ্ততা নিয়ে আস্তে আস্তে তা গ্রহণ করে।।
দই চিড়া আমার অন্যতম প্রিয় খাবার।। দুটো বাটিতে দই চিড়া কলা মাখিয়ে আমাদের হাতে দিলো।। আমি গপাগপ খাচ্ছি, আহা মধু।। বর্ষা সামান্য দূরে তাকিয়ে এক বাচ্চাকে দেখছে।। পথ শিশুর প্রতি বর্ষার মায়া যেনো আজন্ম।। ওর একটা সংগঠন ছিলো, পথ শিশুদের নিয়ে।। শুরুতে এইগুলোই আমার বর্ষার প্রতি ভালোলাগা ছিলো, পরে এইসব কাজ আমার কাছে আদিক্ষেতা ছাড়া কিছুই মনে হয় নি।। আমার বাটি প্রায় খালি হবার জোগাড় আর বর্ষা এক চামচ চিড়াও মুখে তুলে নেয় নি।। বাচ্চাটার দিকে তাকিয়েই আছে, বাচ্চাটাও যেনো তার সব করুণ চাহনি, মায়ার মুখ দিয়ে বর্ষাকে দেখছে।। আমি জানি বর্ষা চাইছে, বাচ্চাটাকে দই চিড়া কিনে দিতে, কিংবা নিজেরটা দিয়ে দিতে।। আমি সাথে আছি তাই সাহস পাচ্ছে না।।.....
আমি ডাক দিলাম, অই শুনে যা।। বর্ষা ঝট করে আমার দিকে তাকিয়ে হেসে দিলো।। নিজেই এগিয়ে গিয়ে, বাচ্চাটাকে এনে বললো, দই চিড়া খাবা?
বাচ্চাটা মাথা নাড়ায়, ভ্যান গাড়ির উপর কাঁচে ঘেরা দই এর ছোট্ট খুটির দিকে আঙুল নির্দেশ করে।।
আমি কইলাম, খালি দই খাবি?
বাচ্চাটা- হুউউ করলো।। এক অস্ফুট কন্ঠ।।
দইয়ের খুটি কিনে ওর হাতে দিলাম।। বর্ষার দই চিড়া আমি হাতে নিয়ে খাওয়া শুরু করলাম।। আমার বর্ষাটা হেসে হেসে বাচ্চাটাকে এটা ওটা জিজ্ঞেস করছে।। বাচ্চাটা দোকানির দিকে তাকিয়ে চুপ মেরে আছে।। দোকানি বাচ্চাটাকে ধমক দিয়ে বললো, দই পাইছোস যা দূরে যা।। বাচ্চাটা এই কথা শুনেই দৌড়ে ভীড়ে মিশে গেলো।। আমি জানি আমার বর্ষার মনে আবার মেঘ উঁকি দিচ্ছে।।
আমি দোকানদারকে বিল পরিশোধ করতে করতে বললাম- বাচ্চাদের সাথে এমনন ব্যবহার করেন কেন?
লোকটা তিরস্কারের হাসি হেসে কইলো- ভাই এইগুলান ফাউল পুলাপান, এইসবরে আস্কারা দিলেই মাথায় উঠে।।.....
টিএসসিতে বসে আছি।। রাত সাড়ে আটটা বাজে।। বর্ষাকে বললাম চলো বাসায় যাই।। বর্ষা আর আমার পেট টইটম্বুর।। ভেলপুরি, পানিপুরি, হাকিম চত্বরের চিকেন ফ্রাই, চা, আইসক্রিম, দই চিড়া অনেক কিছু দিয়ে পেট ঠাসা।। হেঁটে হেঁটে দু'জন শাহাবাগের কাছে এলাম।। দই চিড়ার দোকান থেকে সামান্য দূরে, বাচ্চাটা ঠিক একই ভাবে দাঁড়িয়ে আছে।। দুইটা ছেলের দিকে আবার সেই অসহায় ভংগিমায় তাকিয়ে তাদের দই চিড়া খাওয়া দেখছে।।
ছেলে দুইটা, বাচ্চাটাকে ডাক দিলো।। অনেকটা আমাদের ঘটনার পুনরাবৃত্তি ঘটলো।। বর্ষার অবাক চোখ আমার দৃস্টি এড়ালো না, আমিও সাত পাঁচ ভেবে পাচ্ছিলাম না।।
ছেলেটা আবার দইয়ের খুটি নিয়ে হারিয়ে গেলো ভীড়ে।। আমরা বাসায় চলে যাবো।। ঠিক এমন সময় বাচ্চাটা আবার দোকানের কাছে এলো, ছেলেগুলোও চলে গেছে দোকান থেকে।।
বাচ্চাটা দোকানিকে বললো- আব্বা, নেও রাইখা দেও বলে দইয়ের খুঁটি এগিয়ে দিলো।। তোমার কিন্তুক ম্যালা লাভ করাইতাছি, এইবার আমাকে স্কুলে ভর্তি করান লাগবো কইলাম।।
দোকানি আশেপাশে তাকাইয়া, আচ্ছা বাপজান ভর্তি করামু- তুমি এইডা খাইলাও।। এইডা আর ফেরত নিমু না।।

#একটিদইএরগল্প

অনলাইনে পরিচয় হওয়ার পর ও খুব কাছের, এমন একজন প্রিয় মানুষকে Notification পাঠাও.! 🌸
16/03/2024

অনলাইনে পরিচয় হওয়ার পর ও খুব কাছের, এমন একজন প্রিয় মানুষকে Notification পাঠাও.! 🌸

Imagine staying here and listening to the sound of river 🥰
16/03/2024

Imagine staying here and listening to the sound of river 🥰

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Things that makes me happy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Things that makes me happy:

Videos

Share