এম এ কে রাসেল

এম এ কে রাসেল কালোকে কালো বলি আর সাদাকে সাদা😀
সঠিক তথ্য পেতে হলে 👍 ফলো দেন দাদা

28/09/2024

আজ পা'গ'লীটার জন্ম দিবস ছিলো!
আগের মতো ফেসবুক ভর্তি উইশ না দেখে আমি হতাশ!!

আলহামদুলিল্লাহ!কামরুল ইসলামকে পাওয়া গেছে।আপনারা যারা দোয়া করেছেন, অনলাইনে পোস্ট করে, শ্রম দিয়ে, যোগাযোগের মাধ্যমেও সহযোগ...
06/09/2024

আলহামদুলিল্লাহ!
কামরুল ইসলামকে পাওয়া গেছে।
আপনারা যারা দোয়া করেছেন, অনলাইনে পোস্ট করে, শ্রম দিয়ে, যোগাযোগের মাধ্যমেও সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

.                         একটি হারানো বিজ্ঞপ্তিঃ নামঃ কামরুল ইসলাম (১৬ বছর, মানসিক সমস্যা)                              ...
05/09/2024

. একটি হারানো বিজ্ঞপ্তিঃ
নামঃ কামরুল ইসলাম (১৬ বছর, মানসিক সমস্যা) ঠিকানাঃ
গ্রাম - ছয়ছিড়ি, ইউনিয়ন - মাধবপুর, থানা - কমলগঞ্জ, জেলা - মৌলভীবাজার, বিভাগ - সিলেট।

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
01745-714745/01966-417459
বিঃদ্রঃ পোস্টটি শেয়ার করে দেশ-বিদেশের সকলের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

31/08/2024

ফটো সেশনের অ'ত্যা'চার থেকে বাঁ'চতে এখনও শত-শত পরিবার ত্রাণহীন অবস্থায় লু'কিয়ে রয়েছেন।

31/08/2024
এদেরকে মিস না করে, এদের আশায় বসে না থেকে নিজে কিছু করেন। পরনির্ভরশীল না হয়ে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করেন!৪০ লাখ মানুষ...
28/08/2024

এদেরকে মিস না করে, এদের আশায় বসে না থেকে নিজে কিছু করেন। পরনির্ভরশীল না হয়ে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করেন!
৪০ লাখ মানুষের জন্য ১৮ কোটি জনগণের জাতীয় শক্তি থাকা সত্বেও আপনি এদেরকে কেনো মিস করছেন?? এতো তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলেন! নাকি আপনিও দা লা লী শুরু করে দিয়েছেন?
এতো আবেগ দেখাইয়েন না বুঝলেন! আবেগকে দা'ফন করে বা'স্তব'বাদী হওয়ার চেষ্টা করেন। তা না হলে বি'প'দে পড়তে সময় লাগবে না!

লাগবে না মোদের ব্যারিস্টার সুমন, ফারাজ, আফ্রিদি সহ সকল স্বার্থপর ফেরিওয়ালাদের!আমাদের লাগবে এরকম নিঃস্বার্থ, নিবেদিত প্রা...
26/08/2024

লাগবে না মোদের ব্যারিস্টার সুমন, ফারাজ, আফ্রিদি সহ সকল স্বার্থপর ফেরিওয়ালাদের!
আমাদের লাগবে এরকম নিঃস্বার্থ, নিবেদিত প্রাণপ্রিয় আগামীর ভবিষ্যতদের!!
#জাতীয়_শক্তি

অতি লো'ভে তাঁতি ন'ষ্ট! এতো অধৈ'র্য্যশীল হলে এমন অবস্থা হওয়া স্বাভাবিক!!দেশের মানুষ বন্যার পানিতে ডুব'ছে!এদিকে তারা সচিবা...
25/08/2024

অতি লো'ভে তাঁতি ন'ষ্ট! এতো অধৈ'র্য্যশীল হলে এমন অবস্থা হওয়া স্বাভাবিক!!

দেশের মানুষ বন্যার পানিতে ডুব'ছে!
এদিকে তারা সচিবালয় ঘে'রাও দিচ্ছে!!
কোথায় যাবে বন্যার্তদের সাহায্য করতে!
স্বার্থপরের বাচ্চারা এখন আসছে দাবি জানাতে!!
সন্দেহ হচ্ছে এরা কি আসলেই প্রকৃত আনসার!
যদিও তারা তাদের যৌক্তিক দাবির দাবিদার!!

ছবি তোলা থেকে বিরত থাকুন প্লিজ 🙏🙏কুমিল্লা'র বুড়িচং উপজেলার একজন বন্যার্তের আর্তনাদঃভাই, প্রতিবছর কুরবানী ঈদে নিজের খামার...
25/08/2024

ছবি তোলা থেকে বিরত থাকুন প্লিজ 🙏🙏

কুমিল্লা'র বুড়িচং উপজেলার একজন বন্যার্তের আর্তনাদঃ

ভাই, প্রতিবছর কুরবানী ঈদে নিজের খামারের একটা গরু গরীবদের দিয়ে দিছি কুরবানির জন্য, নিজের পুকুরের মাছ যখনই বিক্রি করতাম আগে পাড়া প্রতিবেশীদের দিতাম, কোনোদিন ছবি তুলি নাই অথচ আজকে আপনারা আমারে এক পোটলা চিড়া আর মুড়ি দিয়া ছবি তুলতাছেন দশ জনে!!!! ভাই মাফ কইরা দেন আমাদের, আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দেন।"মাফ কইরা দেন ভাই!!!!

সৃষ্টিকর্তা তাকে এভাবেই সৃষ্টি করছে। এটা নিয়ে তাকে কেউ ছোট করছে না। তবে সে এখন যেটা করতেছে পুরাই ভন্ডামী।
25/08/2024

সৃষ্টিকর্তা তাকে এভাবেই সৃষ্টি করছে। এটা নিয়ে তাকে কেউ ছোট করছে না। তবে সে এখন যেটা করতেছে পুরাই ভন্ডামী।

সবাইকে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি
25/08/2024

সবাইকে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি

৫০ হাজার কোটি টাকা দিয়েও যদি বলেন,আপনারা বাংলাদেশের উমুক উমুক খাতে খরচ করে ভাউচারসহ আবার রাষ্ট্রকে বুঝিয়ে দিবেন।আমি আল্ল...
24/08/2024

৫০ হাজার কোটি টাকা দিয়েও যদি বলেন,আপনারা বাংলাদেশের উমুক উমুক খাতে খরচ করে ভাউচারসহ আবার রাষ্ট্রকে বুঝিয়ে দিবেন।
আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি,এই সম্মানিত মানুষগুলো পাঁচ পয়সা পর্যন্ত আপনাদেরকে বুঝিয়ে দিবে ইনশাআল্লাহ।আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে সৎ,যোগ্য,আমানতদার দায়িত্বশীলের বড় অভাব।
আল্লাহ তায়ালা
এই মানুষগুলোর হায়াতে বারাকাহ দান করুন,আমিন।

অনেকেই নৌকা, ট্রলার, স্পিডবোট নিয়ে ফেনী এসেছেন কিন্তু পরিমাণ মত ডিজেল বা তেল ম্যানেজ করে আসেন নাই, রাতে খোঁজ চালানোর জন্...
24/08/2024

অনেকেই নৌকা, ট্রলার, স্পিডবোট নিয়ে ফেনী এসেছেন কিন্তু পরিমাণ মত ডিজেল বা তেল ম্যানেজ করে আসেন নাই, রাতে খোঁজ চালানোর জন্য লাইট বা কোন প্রকার বাতি আনেন নাই, মোবাইল চার্জ দেয়ার জন্য পাওয়ার ব্যাংক আনেন নাই, নিজেরা খেয়ে বেঁচে থাকার মত পর্যাপ্ত পরিমাণ খাবার সাথে রাখেন নাই, কেমনে কি হবে বলেন? যেখানে কোথাও কোন দোকানপাট খোলা নাই, ফেনী ঢুকার পর মোবাইলে নেটওয়ার্কও থাকছে না, উদ্ধার করতে এসে এমন পরিস্থিতিতে পড়বেন যে আপনাদেরই উদ্ধার করতে টিম পাঠাতে হবে। প্লীজ সবাই প্রয়োজনীয় পানি, খাবার, লাইট, ডিজেল বা তেল, পাওয়ার ব্যাংক এগুলো সাথে রাখুন। আর নিজেদের এ্যাবিলিটি বুঝে দূরের গ্রাম গুলোতে যান। যাওয়ার আগে বোটের ডিজেল চেক করুন। স্থানীয় লোক সাথে রাখুন। পরে কোন দিকে ঢুকবেন আর কোনদিক দিয়ে বের হবেন কিছুই বুঝতে পারবেন না। ফেরত আসার সময় কি শহরের দিকে আসতেছেন নাকি সমুদ্রের দিকে যাইতেছেন কিছুই বুঝবেন না। দয়া করে সবাই সর্বাত্মক সতর্কতা অবলম্বন করে উদ্ধার অভিযানে যান।
জনস্বার্থে পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন।

আস সুন্নাহ ফাউন্ডেশন, ইসলামী আন্দোলন (চরমোনাই), লতিফী হ্যান্ডস (ফুলতলী), হেমায়েতে ইসলাম (ছারছীনা), মাজলিসুল মুফাসসিরীন ...
24/08/2024

আস সুন্নাহ ফাউন্ডেশন, ইসলামী আন্দোলন (চরমোনাই), লতিফী হ্যান্ডস (ফুলতলী), হেমায়েতে ইসলাম (ছারছীনা), মাজলিসুল মুফাসসিরীন (জামাত), খিদমাতুল উম্মাহ বাংলাদেশ সহ অসংখ্য জানা অজানা সংগঠন নিরলস কাজ করে যাচ্ছে বন্যাকবলিত মানুষের জন্য।

আল্লাহ তায়ালা সকলের এই প্রচেষ্টা এবং দেশ-বিদেশের সকলের সহযোগিতা কবুল করুক। 🤲(আমিন)
এদের কাছে জনগণের টাকা নিরাপদ।🤝

24/08/2024

ব্যারিস্টার সুমন ও মাশরাফি বিন মর্তুজা কি সুবর্ণ সুযোগ মিস করলেন!!

আপনারা যারা বলতেছেন এই মুহুর্তে সুমন, ফারাজ করিম আফ্রিদী, তাসরিফ তাদের কে খুব প্রয়োজন!এইটা বলার আগে আপনাদের দায়িত্বে কি ...
23/08/2024

আপনারা যারা বলতেছেন এই মুহুর্তে সুমন, ফারাজ করিম আফ্রিদী, তাসরিফ তাদের কে খুব প্রয়োজন!

এইটা বলার আগে আপনাদের দায়িত্বে কি পরেনা তাদের পাশে দাঁড়ানোর? না কি নিজেদের কোন দায়িত্ববোধ নাই এই দেশের জন্য?

নিজের দায়িত্ব সঠিক ভাবে পালন করেন দয়া করে!
প্লিজ নির্লজ্জের মত ওকে প্রয়োজন তাকে প্রয়োজন এই গুলো থেকে বিরত থাকুন।

ইনশাআল্লাহ! 🤲🤲
23/08/2024

ইনশাআল্লাহ! 🤲🤲

আপনার মানবতাকে জাগ্রত করুন! আর কত নিজেকে লুকিয়ে রাখবেন!
23/08/2024

আপনার মানবতাকে জাগ্রত করুন! আর কত নিজেকে লুকিয়ে রাখবেন!

23/08/2024

ফারাক্কা বাঁধের সামনে যদি আরেকটা বাঁধ নির্মাণ করা হয়,
তাহলে আপনি কিভাবে সাহায্য করবেন কমেন্ট করে জানান।

19/08/2024

প্রাইমারি স্কুলে ইসলাম শিক্ষা পড়ানোর জন্য বাধ্যতামূলক একজন আলেম নিয়োগ দেওয়া প্রয়োজন। বাংলাদেশে যত ইসলামিক দল আছে সবার পক্ষ থেকে সরকারের প্রতি দাবি জানাচ্ছি।

16/08/2024

আয়না ঘরের প্রতিষ্ঠাতা যে দল, সেই দলের সকল অ'পরা'ধীদের আয়না ঘরে রাখার দাবি জানাচ্ছি!!

সকলের প্রতি একটি বিশেষ দাওয়াত। সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি আশা করছি।
12/08/2024

সকলের প্রতি একটি বিশেষ দাওয়াত। সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি আশা করছি।

সবাইকে আমার পেইজটি লাইক, ফলো দিয়ে পাশে থাকার আহ্বান জানাচ্ছি।
10/08/2024

সবাইকে আমার পেইজটি লাইক, ফলো দিয়ে পাশে থাকার আহ্বান জানাচ্ছি।

Address

Sylhet

Telephone

+8801742240511

Website

Alerts

Be the first to know and let us send you an email when এম এ কে রাসেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to এম এ কে রাসেল:

Videos

Share