15/01/2024
পৌষ সংক্রান্তি 🥰
উত্তর :-"পিতামহ ভীষ্মের মৃত্যুদিনই পৌষ সংক্রান্তি"
🔰গঙ্গা পুত্র ভীষ্ম (দেবব্রত) তার পিতা শান্তনু থেকে বর পেয়েছিলেন যে তিনি ইচ্ছা মৃত্যুবরণ করেতে পারবেন। অর্থাৎ তার নিজের ইচ্ছা ছাড়া কখনো মৃত্যু তাঁকে স্পর্শ করতে পারবে না।
🔰মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে শিখন্ডীর হস্তক্ষেপে অর্জুন পিতামহ ভীষ্ম কে তীর দ্বারা বিদ্ধ করে এবং শরশয্যা নির্মাণ করে। পিতামহ সেই সময়ে মৃত্যুবরণ না করে ৫৮দিন পর পৌষ সংক্রান্তির শুভ দিন বেছে নেন। সেদিন ভগবান শ্রীকৃষ্ণ মূলরুপ নারায়ণ রুপে ও পিতামহ ভীষ্ম কে দর্শন দেন,ভগবান উনাকে আশ্বস্ত করেন যে মৃত্যুর পর তাকে মোক্ষ প্রদান করবেন।
🔰পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভোরবেলা আগুন লাগানো হয় খড় ও বাঁশ দিয়ে বানানো স্থুপে। এটি মূলত : পিতামহ ভীষ্মের চিতার স্বরূপ।
🔰পৌষ সংক্রান্তির দিন সূর্য উত্তর মেরুতে হেলে পরতে থাকে যার জন্য একে মকড় সংক্রান্তি বা উত্তরায়ণ বলে। আবার একে সাকরাইন ও বলা হয়
🔰এই দিনে অনেকে আবার যার যার স্বর্গীয় বাবা-মা ও দাদা-দিদার আত্মার উদ্দেশ্য হরিলোট ও প্রার্থনা করেন।
সবাইকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা 🙏