Bijit Chakraborty

Bijit Chakraborty I am my own person and I love blogging

পৌষ সংক্রান্তি 🥰উত্তর :-"পিতামহ ভীষ্মের মৃত্যুদিনই পৌষ সংক্রান্তি"🔰গঙ্গা পুত্র ভীষ্ম (দেবব্রত) তার পিতা শান্তনু থেকে বর ...
15/01/2024

পৌষ সংক্রান্তি 🥰

উত্তর :-"পিতামহ ভীষ্মের মৃত্যুদিনই পৌষ সংক্রান্তি"
🔰গঙ্গা পুত্র ভীষ্ম (দেবব্রত) তার পিতা শান্তনু থেকে বর পেয়েছিলেন যে তিনি ইচ্ছা মৃত্যুবরণ করেতে পারবেন। অর্থাৎ তার নিজের ইচ্ছা ছাড়া কখনো মৃত্যু তাঁকে স্পর্শ করতে পারবে না।
🔰মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে শিখন্ডীর হস্তক্ষেপে অর্জুন পিতামহ ভীষ্ম কে তীর দ্বারা বিদ্ধ করে এবং শরশয্যা নির্মাণ করে। পিতামহ সেই সময়ে মৃত্যুবরণ না করে ৫৮দিন পর পৌষ সংক্রান্তির শুভ দিন বেছে নেন। সেদিন ভগবান শ্রীকৃষ্ণ মূলরুপ নারায়ণ রুপে ও পিতামহ ভীষ্ম কে দর্শন দেন,ভগবান উনাকে আশ্বস্ত করেন যে মৃত্যুর পর তাকে মোক্ষ প্রদান করবেন।
🔰পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভোরবেলা আগুন লাগানো হয় খড় ও বাঁশ দিয়ে বানানো স্থুপে। এটি মূলত : পিতামহ ভীষ্মের চিতার স্বরূপ।
🔰পৌষ সংক্রান্তির দিন সূর্য উত্তর মেরুতে হেলে পরতে থাকে যার জন্য একে মকড় সংক্রান্তি বা উত্তরায়ণ বলে। আবার একে সাকরাইন ও বলা হয়
🔰এই দিনে অনেকে আবার যার যার স্বর্গীয় বাবা-মা ও দাদা-দিদার আত্মার উদ্দেশ্য হরিলোট ও প্রার্থনা করেন।

সবাইকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা 🙏

19/07/2023

Freelancing work💪45$

19/07/2023

“তুমি যতো মূল্যবান হবে, ততো বেশি তুমি সমালোচনার পাত্র হবে।” – নেলসন ম্যান্ডেলা

19/07/2023

ছক্কা খাওয়ার ভয়ে যদি বোলিং করতে না যান, তাহলে ব্যাটারকে আউট করবেন কিভাবে......?

Like Same....."

পরিশ্রম ও করতে চান না ,আবার লাইফস্টাইল ও ভালো চান। এটা কিভাবে সম্ভব........"😊

30/04/2023

জীবনে ভালো কিছু করতে চাইলে নিজেকে পরিবর্তন করতে হবে। সঠিক রাস্তা বেছে নিয়ে ওই পথে হাঁটতে হবে(পরিবর্তন বিনা জীবন মূল্যহীনা)

সুতরাং লেগে থাকো আগামী দিনে সফল ব্যক্তি তুমিই হবে 👉👉

27/04/2023

ঘুমাতে দিল না🥱🥱🥱

19/04/2023

Yes💪

15/04/2023

বন্ধু😂🤭

13/04/2023

✒️ক্যারিয়ার হিসেবে ফ্রিল্যান্সিং হতে পারে স্মার্ট চয়েজ। সামান্য কিছু দক্ষতা ও কাজের ইচ্ছেশক্তি থাকলেই ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে ডলার উপার্জন করা সম্ভব🔥

ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার নিয়ে আগাতে হলে স্কিল ডেভেলপমেন্টের বিকল্প নেই। বিশেষ করে বর্তমান প্রতিযোগিতার যুগে যোগ্য প্রার্থী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করাই সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়। বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা যত বাড়াতে পারবেন, আপনার কাজের পরিধিও তত বাড়বে। এক্ষেত্রে প্রয়োজন একজন সুদক্ষ এবং প্রফেশনাল মেন্টরের কাছ থেকে সরাসরি ক্যারিয়ার গাইডলাইন যা আপনার ফ্রিল্যান্সিং বিষয়ক দিক নির্দেশনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।



#বেকারত্ব
#সময়

13/04/2023

Ignore but still careing😍
Ei valo ei kharap😍

11/04/2023

এই ভাইয়ের জীবনের সাথে আমার পারসোনাল লাইফের সাথে অনেক মিল পাইলাম।
তার মতো একদিন আমিও হবো।🥰👍

★৩-৪ বছর এর মদ্ধে ফ্রিল্যান্সিং করে কোটি টাকা আয়😍
★দুই ধরণের লোক রয়েছে যারা আপনাকে বলবে যে- আপনি কখনই সফল হতে পারবেন না:
★এক যারা চেষ্টা করতে ভয় পায়,
★এবং দুই- যারা আপনার সফলতা কে ভয় পায় ।🕊️

সুতরাং : অন্যের সমালোচনা তে কান দিবেন না। নিজের সপ্ন পূরন এর জন্য কাজ করে যান একদিন আপনি ঠিক আপনার লক্ষে পৌঁছে যাবেন।

✊🤝

Address

Sylhet Habiganj
Sylhet

Telephone

+8801791556766

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bijit Chakraborty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bijit Chakraborty:

Videos

Share