অভিজাত মিডিয়া

  • Home
  • অভিজাত মিডিয়া

অভিজাত মিডিয়া চরিত্র,সম্মান নিরাপত্তা ও গৌরবের বাতিঘর। Writer
(1)

02/09/2024

বিনোদন খান সাব

08/06/2024

যারা ভালোবাসার নামে প্রতারণা করে, ভান করে, ছলনা করে, মানুষ ঠকায়, তারা কখনোই কাউকে ভালোবাসতে পারে না–ভালোবাসে না। এরা বসন্তের কোকিল হয়ে জীবনে আসে, বসন্ত শেষে ঠিকই ফিরে যায় আপন ঠিকানায়।

এদের ভালো লাগা কখনোই নির্দিষ্ট একটা মানুষের প্রতি কাজ করে না। নির্দিষ্ট একটা মানুষের প্রতি তাদের অনুভূতিও কাজ করে না। যেখানে শুধুমাত্র নিজের ভালো থাকা, নিজের ভালো লাগা এবং যার কাছে আনন্দ পায়, এরা মূলত তার সাথেই জড়ায়।

মানুষের বিশ্বাস এবং আবেগ-অনুভূতির বিন্দুমাত্র মূল্য এরা দেয় না। ভালোবাসার নামে মানুষ ঠকানো মানুষ কখনোই কারো মায়ায় জড়ায় না। মানুষের আবেগ-অনুভূতি আর বিশ্বাস নিয়ে খেলা করাই এদের কাজ। সম্পর্কে এরা থাকে ভাসমান অবস্থায়। সুযোগ বুঝে যেকোনো মূহুর্তে এরা নিজেকে সরিয়ে নিতে পারে সম্পর্ক থেকে।

এদের সম্পর্ক গড়তেও যেমন সময় লাগে না, তেমনি সম্পর্ক নষ্ট করে দিতেও সময় লাগে না। এমন ভণ্ড এবং সুবিধাবাদী মানুষের পাল্লায় যে পড়ে, জীবনের সবটুকু আনন্দ হারিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে!

এদের সাথে সম্পর্ক ঠিক রাখতে চাইলে, ঠিক এদের মতোই হতে হয়। এদের খেলার পুতুল হয়ে সারাজীবন শুধু তাদের সুবিধা অনুযায়ী যেমন চায়, তেমন হয়েই থাকতে হয়। নিজের ইচ্ছে, ভালো লাগা, আবেগ আর অনুভূতির কোনো মূল্য তাদের কাছে পাওয়া যায় না।

08/06/2024

তোমার জীবনের খুটিনাটি দুঃখের খবর যে রাখে,তোমার ছোট্ট-খাটো শখের প্রতি নজর আছে যার, যেকিনা পাশে থাকার বায়নায় তোমার হাসির দায়িত্ব নেয়, তাকে নিশ্চয়ই নরম অক্ষরে বলো "ভালোবাসিইইই" এবং তাকে শক্ত করে বুকে জাপ্টে ধরো। এমন মায়ার মানুষকে হারাতে দিও না!

পেইজটা ফলো করুন

11/11/2023

সমসাময়িক ভন্ডদের তান্ডব নিয়ে একটি গজল।

বিশ্ব বিখ্যাত দাঈ কলিম সিদ্দিকি এখন মুক্ত বাতাসে।
05/05/2023

বিশ্ব বিখ্যাত দাঈ কলিম সিদ্দিকি এখন মুক্ত বাতাসে।

16/04/2023
স্বপ্ন পুড়ে ছাই
05/04/2023

স্বপ্ন পুড়ে ছাই

হুশ ফিরছে🤪
05/04/2023

হুশ ফিরছে🤪

আলহামদুলিল্লাহ তাকরিমের ১ম স্থান অর্জন
04/04/2023

আলহামদুলিল্লাহ তাকরিমের ১ম স্থান অর্জন

[চোখের জ্যোতি জীবনের গতি, আমাদের প্রতিশ্রুতি]প্রিয় গোয়াইনঘাটবাসী,আগামীকাল বুধবার (২৯শে মার্চ ’২৩) মাদানিয়া কিন্ডারগার্টে...
28/03/2023

[চোখের জ্যোতি জীবনের গতি, আমাদের প্রতিশ্রুতি]

প্রিয় গোয়াইনঘাটবাসী,
আগামীকাল বুধবার (২৯শে মার্চ ’২৩) মাদানিয়া কিন্ডারগার্টেন গোয়াইনঘাটে (মসজিদে আবু বকরের পাশে) ভার্ড চক্ষু হাসপাতালের উদ্যোগে একটি ফ্রি চক্ষু চিকিৎসার আয়োজন করা হয়েছে। এতে আগ্রহী রোগীদের যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ করা যাচ্ছে।

{আমাদের সেবা সমূহ}
▶️ চক্ষু পরীক্ষা (ফ্রি)
▶️ নির্ধারিত সংখ্যক ছানি রোগীদের ছানি অপারেশন (ফ্রি)

ভেন্যু⤵️
মাদানিয়া কিন্ডারগার্টেন গোয়াইনঘাট। (মসজিদে আবু বকরের পাশে)
তারিখ⤵️
২৯শে মার্চ ’২৩, বুধবার।

স্বাধীনতা দিবস❤️‍🩹
26/03/2023

স্বাধীনতা দিবস❤️‍🩹

19/03/2023

এদেশের অসংখ্য তরুণ-তরুণী দীন পালনে পারিবারিক সাপোর্ট তো পাচ্ছেই না, উল্টো ব্যঙ্গ-বিদ্রূপের শিকার হচ্ছে।

কোনো যুবক হয়তো হ্যান্ডসাম বেতনের হারাম পেশা উপেক্ষা করে স্বল্প আয়ের হালাল পেশা বেছে নিতে যাচ্ছে, তখন পরিবার ও আত্মীয়-স্বজনের দিক থেকে ছুটে আসছে বিদ্রূপের তির।

কোনো তরুণী হয়তো স্মার্ট বেতনের হারাম উপার্জনকারী পাত্র উপেক্ষা করে নির্বাচন করতে যাচ্ছে স্বল্প আয়ের দীনদার পাত্র, তখনো বিদ্রূপের চাবুক নিয়ে মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়ছে স্বজনেরা।

এই ছেলে-মেয়েগুলো হয়তো দু বছর আগেও দীনের ব্যাপারে উদাসীন ছিল। স্বজনেরা ওই উদাসীন সময়ের খোঁটা দিয়ে বলে, আগে কেমন ছিলি, জানি তো! এখন বিরাট হুজুর হয়ে গেছিস। এত হুজুরগিরি দিয়ে সমাজ চলে না!

গতকাল যারা দীনের ব্যাপারে উদাসীন ছিল, সেই অপরাধে আজ তাদের দীন পালনের আগ্রহকে প্রশ্নবিদ্ধ করতে পারেন না। এটা যুক্তিবিবর্জিত আচরণ।

যাদের ঘরে এমন সন্তান আছে, আমি সেই বাবা-মার উদ্দেশ্যে বলতে চাই, প্লিজ, আর যা-ই করুন, সন্তানদের সাথে এই আচরণটা করবেন না।

আপনারা এমন সন্তানের জন্য আল্লাহর কাছে হয়তো দোয়াও কখনো করেননি। তারপরও আপন করুণায় আপনাদের ঘরে এমন সন্তান আল্লাহ দান করেছেন। এটা আপনাদের ওপর আল্লাহর অপার দয়া।

এরা সন্তানই শুধু নয়, এরা আপনাদের উভয়জাহানের সম্পদ। এই সম্পদের যত্ন নিন, বুকে আগলে রাখুন। এদের বুকের ভেতর তড়পাতে থাকা অব্যক্ত ভাষার পাণ্ডুলিপি পড়ার চেষ্টা করুন।

প্রিয় অভিভাবক, আপনারা হয়তো সালাত আদায় করেন, সামনের রমাদানে সিয়াম পালন করবেন। কিন্তু শুধু সালাত-সিয়ামের নামই ইসলাম নয়। ইসলাম সামগ্রিক জীবনব্যবস্থার নাম। সন্তানের সামগ্রিক দীন পালনের চেতনাকে আপনারা আহত করতে পারেন না।

না বুঝে আজ যাদের দীনি আবেগকে রক্তাক্ত করছেন, হতে পারে এদের অশ্রুসিক্ত দোয়াই আপনার পরকালীন মুক্তির সোপান হবে।
✍️✍️ Ahmadullah

16/03/2023

এক গর্ভবতী স্ত্রী তার স্বামীকে জিগ্যেস করলো, “তোমার কি মনে হয়, ছেলে হবে না মেয়ে হবে ?”
স্বামী – যদি ছেলে হয় তাহলে ওকে আমি অঙ্ক পড়াবো, ওকে নিয়ে রোজ খেলতে যাবো, মাছ কিভাবে ধরতে হয় সেটা শেখাবো…
স্ত্রী- আর যদি মেয়ে হয় ?
স্বামী - আর যদি মেয়ে হয় তাহলে তাকে কোন কিছু শেখানোর দরকার নেই।
স্ত্রী- কেন ?

স্বামী - কারন, আমার মেয়ে আমাকে দ্বিতীয়বার নতুন করে সবকিছু শেখাবে… কি পরতে হবে…কিভাবে খেতে হবে… কোথায় কি বলতে হবে না বলতে হবে… একদিক থেকে দেখলে সে আমার দ্বিতীয় মায়ের মতই…আমি তার জন্য কিছু করতে পারি আর নাই পারি সে আমাকে চিরদিন নিজের হিরো মনে করবে… … যখন আমি কোন কিছু করতে তাকে নিষেধ করবো সে আমাকে বুঝতে চেষ্টা করবে। আর সবসময় তার স্বামীর সঙ্গে আমার তুলনা করবে। সে যে বয়সেই পৌঁছাক, সারাজীবন এটাই চাইবে যে আমি তাকে একটা Baby Doll এর মতই ভালবাসি। মেয়ে বলেই সে আমার জন্য পুরো সংসারের সাথে লড়াই করবে, যখন কেউ আমাকে দুঃখ দেবে সে তাকে কোনদিন ক্ষমা করবে না।

স্ত্রী- তার মানে হচ্ছে, তোমার মেয়ে তোমার জন্য যা কিছু করবে তা তোমার ছেলে করতে পারবে না ?
স্বামী- সেটা না… এমন হতে পারে আমার ছেলেও এসব করতে পারে… কিন্তু সে শিখবে। আর মেয়ে এই সব গুন নিয়েই পৃথিবীতে জন্ম নেবে।
স্ত্রী- কিন্তু সে তো চিরকাল আমাদের সাথে থাকবে না।
স্বামী- কিন্তু আমরা তার মনের ভেতরেই থাকবো। এতে কোন কিছু যায় আসে না সে কোথায় গেল না গেল…কারন মেয়েরা সবসময় বিনাশর্তে ভালবাসা আর দেখাশোনার জন্যই জন্ম নেয়। একটা কথা মনে রাখবে মেয়ে ভাগ্য সবার হয় না… যে ঘর সৃষ্টিকর্তার পছন্দ সে ঘরেই মেয়ের জন্ম হয়।। ❤️🌼
❤️❤️❤️❤️❤️❤️❤️

চরম বাস্তবতা
14/03/2023

চরম বাস্তবতা

সুখে থাকা মানে তিনতলার পুরো ফ্ল্যাটটা আমাদের! তবে স্বামী-স্ত্রীর দুজনের মধ্যে এক পৃথিবী দুরত্বে বাধা।এক ছাদের নিচে থেকেও...
03/02/2023

সুখে থাকা মানে তিনতলার পুরো ফ্ল্যাটটা আমাদের! তবে স্বামী-স্ত্রীর দুজনের মধ্যে এক পৃথিবী দুরত্বে বাধা।এক ছাদের নিচে থেকেও রোজ রোজ কতশত অভিযোগ নিয়ে রাত পাড়ি দিতে হয়। দুজনের মধ্যেই মন খারাপের পাহাড় জমেছে অথবা অভিমানে কেউ একজন বলেই ফেলে আগের সেই ভালোবাসার মানুষটাকে খুঁজে পায় না আজকাল।

সুখে থাকার বর্ণনা এমন নয়।সুখ বড় আপেক্ষিক বিষয়।সুখকে যদি কেনা যেত তবে পৃথিবীর ধনী ধনী মানুষগুলো টাকার বিনিময়ে বস্তা বস্তা সুখ কিনতো।

আর গরীবরা পড়তো হতাশায়।যারা বলে টাকা পয়সা সব তারা বোকার স্বর্গে বাস করছে। কারণ সুখ কিনতে টাকা লাগে না লাগে ভালোবাসা।

শেষ বয়সে এসেও একসাথে সুদীর্ঘ পথচলা চারটে খানি কথা নয় একসাথে ভালোবাসায় একজন আরেকজনকে বেঁধে রাখাই তো সুখ।

তুমি যদি হও এই হৃদয়ের ফুল দিবনিশি তুমাতেই রব মশগুল
01/02/2023

তুমি যদি হও এই হৃদয়ের ফুল
দিবনিশি তুমাতেই রব মশগুল

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when অভিজাত মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share