Happy Dreams Creation

Happy Dreams Creation আসসালামু আলাইকুম।। পেইজে ফলো, লাইক করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
😍নামাজ কায়েম কর😍
(3)

16/12/2024

মহান বিজয় দিবসের শুভেচ্ছা

13/12/2024

[আল ওয়াক্বিয়াহ্‌ঃ আয়াত নং ১]

إِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ

অর্থঃ যখন কিয়ামতের ঘটনা ঘটবে,
[আল ওয়াক্বিয়াহ্‌ঃ আয়াত নং ২]

لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ

অর্থঃ যার বাস্তবতায় কোন সংশয় নেই।

12/12/2024

Spoken English এ দক্ষ হতে চাইলে পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

সাধারণত Formal English ব্যবহৃত হয় Academic এবং Official ক্ষেত্রে।
Informal English ব্যবহৃত হয় সাধারণ কথোপকথনে, everyday spoken English এ।

যেগুলো উভয়ক্ষেত্রে ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে neutral word/expression

যেমন: very good, excellent (এরা neutral) অর্থে splendid, fabulous হচ্ছে formal আর terrific, fantastic, awesome, fab হচ্ছে informal

Formal: You look splendid/fabulous in that dress.

Informal: You look awesome/fantastic/fab/terrific in that dress.

Formal : The book 'Master' is really excellent for English for competitive exams.

Informal : The book 'Master' is really top-notch for English for competitive exams.

Informal: Master is really a top-notch book of English for competitive exams.

top-notch (informal) = excellent, of the highest quality

জনস্বার্থে: মাস্টার জাহাঙ্গীর আলম

Informal expression শুধু spoken/informal conversation এ ব্যবহার করবেন, Formal writing এ এসব ব্যবহার না করাই উত্তম।

the lot of you (তোরা/তোমরা সবাই)
Get out of my house, the lot of you!
(তোরা সব আমার বাড়ি থেকে বের হয়ে যা)

wanna = want to
I don't wanna go there.

gonna = going to
I'm gonna buy that car.

gotta = got to
You just gotta look at this.

lotta, lotsa = lot of
I invited lotta/lotsa friends.

outta /outa = out of
I'm outta here. (এখন আমি চলে যাচ্ছি)

dunno = don't know, doesn’t knoe
I dunno and she dunno.

hafta = have to
I hafta go now.

Havva = have a
Havva nice day.

innit? = isn't it?
That's great innit?

We're gonna have a lotta/lotsa fun.
(আমরা খুব মজা করতে যাচ্ছি)
I'm outta here! ( = I'm leaving now.)
(আমি যাচ্ছি তো)
জনস্বার্থে : Master Jahangir Alam

12/12/2024

আসসালামু আলাইকুম
শুভ সকাল

৯ জমাদিউস সানি ১৪৪৬
২৭ অগ্রহায়ণ ১৪৩১
১২/১২/ ২০২৪ ইং।

27/11/2024

আল্লাহ তুমি সাহায্য করো।

26/11/2024

[আল ফাতিহাঃ আয়াত নং ২]

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعٰلَمِينَ

অর্থঃ যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।

বাচ্চাকে ব্যাগে ভরে এক মায়ের বাজারের ছবিটি (বামে) ১৯৮৭ সালে বুদাপেস্টের এক বাজার থেকে তোলা। পরের ছবিটি ৩৩ বছর পর ২০২০ সা...
25/11/2024

বাচ্চাকে ব্যাগে ভরে এক মায়ের বাজারের ছবিটি (বামে) ১৯৮৭ সালে বুদাপেস্টের এক বাজার থেকে তোলা। পরের ছবিটি ৩৩ বছর পর ২০২০ সালে তোলা (ডানে)। এবারও একই মা-মেয়ে আগের মতো ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন!

25/11/2024
22/11/2024

চেষ্টা করলে সফল হবে, নয়তো শিখবে।
কখনও ব্যার্থ হবেনা।

"অন্তিম যাত্রা"রুশ শিল্পী ভাসিলি পেরোভের এক  অমর পেইন্টিং "অন্তিম যাত্রা"।   ১৮৬৫ সালে আঁকা হয়। এই চিত্রকর্মে শিল্পী আপ...
20/11/2024

"অন্তিম যাত্রা"

রুশ শিল্পী ভাসিলি পেরোভের এক অমর পেইন্টিং "অন্তিম যাত্রা"। ১৮৬৫ সালে আঁকা হয়। এই চিত্রকর্মে শিল্পী আপনজনের মৃত্যুতে দুঃখে নীল হয়ে যাওয়া এক পরিবারের বেদনাবিধুর অনুভূতি ফুটিয়ে তুলেছেন।

ছবিতে এক মহিলা তার স্বামীর মৃতদেহ একটি কফিনে করে শেষ যাত্রায় নিয়ে যাচ্ছেন। যা একটি ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে। সাথে রয়েছে তার দুটি সন্তান।

মহিলার মুখাবয়ব চিত্রে অপ্রকাশিত । কারণ তিনি অন্য দিকে মুখ করে আছেন। তবে তার মাথা নিচু করে থাকার ভঙ্গি এক সুতীব্র দুঃখ এবং বেদনার গভীরতা প্রকাশ করছে। তার বসার ভঙ্গি ঘোড়ার গতির সাথে একাত্মতা পেয়েছে। ঘোড়াও যেন তার মালিকের প্রস্থানে গভীর শোকে মুহ্যমান।

তুষারে আচ্ছাদিত এক শীতল এবং শুনসান বুনো জায়গায় স্পষ্টতই মৃত ব্যক্তির শেষ যাত্রায় আর অন্য কেউ সাথী হয়নি। শুধুমাত্র তার স্ত্রী এবং সন্তানরা ছাড়া । তীব্র শীতে জমে গেছে চারপাশ। এই শীত যেন নীল বেদনার আরেক রুপ।

তিনজনই একই দুঃখের অনুভূতিতে একত্রিত। বামপাশে ছেলে একটি টুপি এবং কোট পরেছে। তার চোখ এবং মুখাবয়বে শোক এবং ক্লান্তির ছাপ। তার বোন কফিনটিকে আঁকড়ে ধরেছে পরম শোকে আর মমতায়। আর মনে হয় কিছুক্ষণ সময় পিতাকে শেষ আকড়ে ধরা। তারপর.......তারপর .সব অন্ধকার। সব শূণ্য প্রকৃতি। সব অন্ধকার বুকের গহীন।

প্রাকৃতিক দৃশ্যের এক ভয়ঙ্কর শূন্যতা, ভারী আকাশ, ঘন মেঘ, এবং বরফে ঢাকা বনভূমি এই শোকময় পরিবারকে প্রবল দুঃখ ও বিষণ্নতায় এক দুঃখের সাগরে নিপতিত করে যেন বারবার বলছে-

এই পৃথিবীর সবকিছুই রিপ্লেস করা যায়। কর্ম, খ্যাতি, প্রতিপত্তি , পদবী সব। কারো জন্য কোনো কিছু থেমে থাকেনা। বিজ্ঞানী চলে গেলে ল্যাব খালি পড়ে থাকেনা, রাজা চলে গেলে সিংহাসনও পূর্ণ হয়। কিন্তু প্রিয়জন চলে গেলে -হৃদয়টা যে খালি হয়- সে নিঃস্ব হৃদয় পৃথিবীর কোনো কিছুতেই আর পূর্ণ হয়না।

Copied FM Arif Mahmud wall.

আলহামদুলিল্লাহ
20/11/2024

আলহামদুলিল্লাহ

08/11/2024

আপন মানুষগুলো যখন বিশ্বাসঘাতকতা করে,আঘাত করে,সার্থ শেষ হলে ছুড়ে ফেলে দেয়,তখন সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনা। মানসিকভাবে ভেঙে পরে,মানসিক বিপর্যয় ঘটে। মানসিক বিপর্যয় ঘঠলে একসময় পাগলামি শুরু করে। আর এই পাগলামি পারিবারের মানুষ থেকে শুরু করে,গুটা সমাজ, রাষ্ট্র সকলের জন্যই অকল্যাণকর ও অতিষ্ঠ করে তোলে।

29/10/2024

আল্লাহ তুমি হেফাজত করো।

29/10/2024

কবে আসবে তুমি।
আমি যে শুধু তোমারই অপেক্ষায় প্রহর গুনছি।

29/10/2024

শুধু তোমারই অপেক্ষায়।

29/10/2024

তুমি সুখ দুঃখের অনুভূতি।

07/10/2024

পুরুষের ভালোবাসা ততক্ষণ খাঁটি, যতক্ষণ তর পকেট খালি থাকে।

Address

Hospital
Sylhet
HABIGANJ

Telephone

+8801934127989

Website

Alerts

Be the first to know and let us send you an email when Happy Dreams Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Happy Dreams Creation:

Videos

Share