Amaderzakigonj.com " আমাদের জকিগঞ্জ"

Amaderzakigonj.com " আমাদের জকিগঞ্জ" আমাদের জকিগঞ্জ।। তৃনমূলের কথা বলে

Permanently closed.
ইমাম, খতিব, মাদরাসা শিক্ষক যখন তখন বিদায় কাম্য নয়, নীতিমালা জরুরি!দেখুন বিস্তারিত 👇
06/09/2022

ইমাম, খতিব, মাদরাসা শিক্ষক যখন তখন বিদায় কাম্য নয়, নীতিমালা জরুরি!

দেখুন বিস্তারিত 👇

বর্তমান সময়ে অনাকাঙ্ক্ষিত অনেক ইমাম-মুয়াজ্জিন ও মাদরাসা শিক্ষকদের হুট করে চাকরি থেকে অব্যহতি দেয়া হচ্ছে। কোনো ন....

https://amaderzakiganj.com/amaderzakiganj-4/
06/09/2022

https://amaderzakiganj.com/amaderzakiganj-4/

সিলেটে জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানী সম্পদ সহ রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে দেশের মস...

05/09/2022

পাকিস্তানে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত প্রায় এক হাজার তিনশ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দেশজুড়ে ত্রাণ কার....

05/09/2022

সিলেটে মধ্যরাত থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি।

বৃষ্টিতে সিলেট নগরের বিভিন্ন এলাকায় বাসা-বাড়িতে হাঁটু পানি।

রোববার দিবাগত থেকে আজ সোমবার সকাল ১০ পর্যন্ত টানা কয়েক ঘন্টা ভারী বৃষ্টিতে কোথাও হাঁটু পর্যন্ত পানি উঠেছে।

05/09/2022

মুশলধারার বৃষ্টিতে নির্ঘুম রাত কাটে সিলেট নগরবাসীর। কখন বুঝি ঘরেদুয়ারে ঢুকে পড়ে পানি। বৃষ্টির সময় দিশেহারা .....

05/09/2022

সিলেট- জকিগঞ্জ রোডে আবারো বাস লাইনচ্যুত!

সিলেট- জকিগঞ্জ রোডের কামালগঞ্জ নওয়াগ্রাম আনসারি মসজিদের সামনে সিলেট থেকে ছেড়ে আসা একে ফারুক নামের একটি বাসগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়ে যায়। ঘটনাটি সোমবার সকালে ঘটেছে। গাড়িতে যাত্রী সংখ্যা কম থাকায় কোন ক্ষতি হয় নি।
তবে ঘন-ঘন সড়ক দুর্ঘটনায় সাধারণ মানুষের মনে ভীতি বাড়ছে।

05/09/2022
05/09/2022

# ঝরে পড়া শিক্ষাথীদের মধ্যে নারী শিক্ষার্থীর হার ৬২ দশমিক ৬৩ শতাংশ # কমেছে বেশি কারিগরিতে, যশোর বোর্ডেও এ সংখ্যা ব.....

05/09/2022

আবু দারদা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, যখন কোনো বান্দা কোনো বস্তুকে অভিশাপ দেয়, তখন ওই অভিশাপ আকাশের দিকে অগ্রসর হয়। ...

05/09/2022

মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক অস্থিরতার দিকে নয়াদিল্লি নজর রাখছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত...

31/08/2022

ছাত্রনেতা সুলতান এর প্রবাসযাত্রা উপলক্ষে সংবর্ধনা প্রদান

জুবায়ের আহমদ::
ছাত্রজমিয়ত বাংলাদেশ, সোনাসার আঞ্চলিক শাখা, জকিগঞ্জ, সিলেট-এর সহ-সভাপতি মাওলানা সুলতান আহমদ এর প্রবাসযাত্রা উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২৯শে আগস্ট সোমবার বাদ মাগরীব সোনাসার অস্থায়ী কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা জাকির আহমদ এর সভাপতিত্বে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ছাত্রজমিয়ত ০৭নং বারঠাকুরী ইউনিয়ন শাখার সভাপতি কারী মাওলানা রফিকুল ইসলাম, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান প্রমূখ।

https://amaderzakiganj.com/horipuri-2/
29/08/2022

https://amaderzakiganj.com/horipuri-2/

মাদরাসাতুন নূর লন্ডন এর পরিচালক হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ সম্পাদিত বৃহত্তর সিলেটের আধ্যাত্মিক জগতের রাহবা...

28/08/2022

সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদের মসজিদ মাদ্রাসায় কিতাব ও জায়নামাজ প্রদান

সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদের মা বাবার ঈসালে সাওয়াব মাহফিল উপলক্ষে শনিবার জকিগঞ্জের বিভিন্ন মসজিদ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ, হাদীস শরীফ, শিশু শিক্ষা সামগ্রীসহ কিতাবাদি ও জায়নামাজ বিতরণ করা হয়েছে। মোস্তাক আহমদের বাড়ীতে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস ছালাম চৌধুরীর সভাপতিত্বে মোস্তাক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জকিগঞ্জ জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, মুন্সী বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাহমুদ হোসাইন, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাওলনা ফারুক আহমদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এমএজি বাবর,জকিগঞ্জ নিউজ সম্পাদক অধ্যক্ষ আল মামুন, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল গণি, জকিগঞ্জ বার্তা সম্পাদক এনামুল হক মুন্না, সোনার বাংলা সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জাফরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ১৫টি মসজিদ, ৫টি মাদ্রাসায় মূল্যবান ও দুর্লভ ধর্মীয় গ্রন্থাদি প্রদান করা হয়েছে। বক্তারা ব্যতিক্রমী এ অনুষ্ঠানের প্রশংসা করেন। অনুষ্ঠানে আলেম-উলামা,জনপ্রতিনিধি,রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

27/08/2022

প্রবল উপলব্ধি থাকা মানুষেরা এই গল্পে কাঁদবেন। স্যরি, এটি গল্প নয়। এটিই জীবন।

রাত ২.৩০ টায় রোগীটা মারা গেল। বয়স প্রায় ৭০, সাথে শুধু স্ত্রী।
জিজ্ঞেস করলাম, বাড়িতে খবর দিয়েছেন? রোগী তো সন্ধ্যা থেকেই খারাপ ছিলো। কেউ আসেনি?

এরপর এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হলাম যার জন্য আমার কোন মানসিক প্রস্তুতি ছিল না--

রোগীর দুই ছেলে, বড় জন সৌদি আরব, ছোট ছেলে বাড়িতে। বড় ছেলের জোরাজুরিতেই হাসপাতালে আসা। ছোট ছেলের আপত্তি অগ্রাহ্য করে কেন হাসপাতালে আনা হলো, এই অপরাধে বৃদ্ধ বাবাকে একবারও দেখতে আসেনি সে। উল্টো তাকে বাবার খারাপ অবস্থা জানানো হলে তার ভাষ্য ছিলো-
" আমি তো হাসপাতালে নিতে বলিনাই, সৌদি থিকা আইসা বাপেরে দেইখা যাইতে কও"!

জিজ্ঞেস করলাম, আত্মীয় স্বজন?

জানালো কেউ আসবে না, যখন তাদের প্রয়োজন ছিল তখন এসেছে। এখন লাশ নিতে আসলে যদি দুই পয়সা খরচ করতে হয়!
রাত ২.৩০ টায় ষাটোর্ধ্ব নারী তার সদ্য প্রয়াত স্বামীকে নিয়ে একটি উপজেলা হাসপাতালের ওয়ার্ডে, সাথে নেই কোন চেনা মুখ! কল্পনা করতেও বোধহয় কষ্ট হয়!
আমাকে জিজ্ঞেস করলেন, কয়টা বাজে? আজান দিতে আর কতক্ষণ?
আমি বললাম বেশিক্ষণ না, দুই-আড়াই ঘণ্টা!

ভদ্রমহিলা আমার হাত ধরে ফেললেন-
"আমারে হাসপাতাল থেকে বাইর করে দিয়েন না, সকাল হইলেই ভ্যান নিয়া চইলা যামু"!

শোকার্ত নারীটি যেন ঠিকমতো শোক প্রকাশ করারও সুযোগ পাচ্ছে না। একবার লাশের কাপড় ঠিক করছে, কিছুক্ষণ দোয়া পড়ছে, কিছুক্ষণ আস্তে আস্তে কান্না করছে, আবার একা একা এই লাশ বাড়ি পর্যন্ত কিভাবে নিয়ে যাবে সেটাও বোধহয় আনমনে ভাবছে।

আমি শুধু তার মাথায় হাত রেখে আস্তে করে বলতে পারলাম, "থাকেন। কোন সমস্যা নাই"।

ওয়ার্ড থেকে বের হয়ে ৭০ বছরের বৃদ্ধের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম জীবন ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে। শেষ পরিণতি হিসেবে মৃত্যুর পর লাশটা নেওয়ার মানুষটাও নেই।
আহারে জীবন!

এই জীবন নিয়ে আবার কত বড়াই!
অথচ ঠিকমতো দাফন-কাফন পাবো কিনা তার কোন নিশ্চয়তা নেই!

- সংগৃহীত পোস্ট

26/08/2022
https://amaderzakiganj.com/manobseba/
18/08/2022

https://amaderzakiganj.com/manobseba/

মানবসেবা ফাউন্ডেশন, জকিগঞ্জ-এর উদ্যোগে ও ইফজাল চৌধুরী এডুকেশন ট্রাস্টের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির...

সিলেট-জকিগঞ্জ রোডে নতুন ভাড়া নির্ধারিত।
07/08/2022

সিলেট-জকিগঞ্জ রোডে নতুন ভাড়া নির্ধারিত।

19/07/2022

একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়েছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের টেগরা গ্রামের সাদিনা বেগম (৩২)। পদ....

18/07/2022

 সংগীত জগৎকে বিদায় জানালেন ‘বাবা মানে হাজার বিকেল’ খ্যাত জনপ্রিয় ইসলামী সঙ্গীতশিল্পী জাইমা নূর। গত ১লা জুলাই সন.....

13/07/2022
জকিগঞ্জে আল খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে ১৪০০ পরিবারের মাঝে কুরবানির গোশত বিতরণ সম্পন্ন।
12/07/2022

জকিগঞ্জে আল খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে ১৪০০ পরিবারের মাঝে কুরবানির গোশত বিতরণ সম্পন্ন।

06/07/2022
জকিগঞ্জের বানভাসি মানুষের দ্বারে দ্বারে ত্রান নিয়ে যাচ্ছেন মানবিক ইউএনও একেএম  ফয়সালরিপন আহমদঃ সরকারি বড় কর্তা হলেও কোন ...
05/07/2022

জকিগঞ্জের বানভাসি মানুষের দ্বারে দ্বারে ত্রান নিয়ে যাচ্ছেন মানবিক ইউএনও একেএম ফয়সাল

রিপন আহমদঃ সরকারি বড় কর্তা হলেও কোন প্রকার অহংকার,অহমিকা নেই তার।যে কোন অফিসিয়াল সমষ্যা নিয়ে যে কেউ কথা বলতে পারেন তার সাথে।সাধ্যমত চেষ্টা করেন জনগণের সমষ্যা সমাধান করে দিতে।গত ২৭ই এপ্রিল যোগদান করেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) হিসেবে। যোগদানের পরপর প্রশিক্ষণে চলে যান।প্রশিক্ষণ শেষে আবার কর্মস্থল জকিগঞ্জে এসেই বণ্যার প্রথম দফায় শুরু করেন কার্যক্রম। প্রথম দফার রেষ কাটতে না কাটতেই আবার শুরু হয় জকিগঞ্জে ভয়াবহ বণ্যা। যে বণ্যা এখনো বিদ্যমান। চলতি বণ্যায় ইউএনও একেএম ফয়সাল প্রতিটি ইউনিয়নে মানুষের দ্বারে দ্বারে ত্রান নিয়ে গিয়েছেন এবং যাচ্ছেন। প্রশংসা কুড়িয়েছেন সাধারণ মানুষের।সকল ইউনিয়নে ও পৌরসভায় সরকারি ত্রান বিতরণে সঠিকভাবে বন্ঠনের ব্যবস্থা করেছেন তিনি।
প্রকৃত কেউ যেন ত্রান থেকে বঞ্চিত না হয়,সেদিকে নজরদারী রেখেছেন তিনি।জনপ্রতিনিধিদের মাধ্যেমে খুঁজ খবর রাখেন গোটা জকিগঞ্জ উপজেলার।
স্বল্প সময়ে তার মহত কর্ম দিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন মানবিক ইউএনও ফয়সাল।
এ কে এম ফয়সাল মৌলভীবাজার সদর এলাকার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারের সন্তান।
তিনি জকিগঞ্জের আঞ্চলিক ভাষা ভালভাবে বুঝেন। ৩৪তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে প্রশাসনে যোগদান করেন।
ইতিমধ্যে সহকারী কমিশনার(ভূমি),লক্ষীপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা,জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তার দায়ীত্ব পালন করেছেন।
এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল বলেন সকলের সহযোগীতায় প্রশাসনের সেবা কার্যক্রম আরো এগিয়ে নিতে চাই।তিনি বলেন আগামী ৭ই জুলাই বণ্যায় ক্ষতিগ্রস্ত ৪০৫টি পরিবারের মাঝে সরকারি ১০,০০০(দশ হাজার)টাকা অনুদান বিতরণ করা হবে।

ইমাম সমিতির সিলেট ও সুনামগঞ্জের নগদ অর্থ বিতরণসিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে ইমাম পরিষদ পট...
05/07/2022

ইমাম সমিতির সিলেট ও সুনামগঞ্জের নগদ অর্থ বিতরণ

সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে ইমাম পরিষদ পটুয়াখালী'র পক্ষথেকে নগদ দুই হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করেছে ইমাম সমিতি সিলেট ও সুনামগঞ্জ ।
মঙ্গলবার (০৫ জুলাই) বিকাল ০৪ঘটিকার সময় ইমাম প্রশিক্ষণ একাডেমি'র অডিটোরিয়ামে সিলেট জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা মুহাম্মদ এহসান উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় ডাইরেক্টর আবু ছিদ্দিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আবু ছিদ্দিকুর রহমান বলেন, অবর্ণনীয় দুর্ভোগের শিকার আজ সিলেট অঞ্চলের মানুষজন। তাদের দুঃখ-দুর্দ্দশার খবর নিচ্ছেন ইমাম পরিষদ পটুয়াখালী।

তিনি আরও বলেন, ইমাম সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকে আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। এই বন্যায় তারা মানুষের পাশে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। আজকের এই অর্থ সহায়তা মানবিকতার অনন্য দৃষ্টান্ত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ পরিচালক মাওলানা শাহ মোহাম্মদ নজরুল ইসলাম, শায়খুল হাদীস মাওলানা বদর বিন ইসহাক প্রমূখ।

উল্লেখ্য: জাতীয় ইমাম সমিতি সিলেট জেলার সভাপতি মাওলানা এহসান উদ্দীন বন্যার ১ম ধাপ থেকে শুরু করে আজ অবধি বানভাসি মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। ২য় ধাপের বন্যাকবলিত মানুষের মাঝে প্রতিদিন ৪টি স্পটে ৪হাজার মানুষের রান্না খাবার সহ শুকনো খাবার,কাপড় বিতরণ, ঘর নির্মাণ সহ যাবতীয় কাজে নিয়োজিত রয়েছেন। তিনি এপর্যন্ত ৭০লাখ টাকার মতো ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বলে জানা গেছে। সিলেটের কোম্পানিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর সহ কয়েকটি উপজেলায় একই সাথে কাজ করে যাচ্ছেন।

তার এই মহৎ কাজের প্রশংসা করে মাওলানা শাহ নজরুল ইসলাম বলেন, সিলেটে ২য় ধাপের বন্যায় সেনাবাহিনী মোতায়েন করার জন্য সর্বপ্রথম মাওলানা এহসান উদ্দীন দাবী জানান, এবং মোতায়েন হওয়ার পরও তাদের সাথে কখনো ইঞ্জিল নৌকা, কখনো স্পিটবোটের মাধ্যমে বানভাসিদেরকে উদ্ধার করেছেন। আমরা তার শুকরিয়া আদায় করছি।

আজ জকিগঞ্জের লামারগ্রাম টাইটেল মাদ্রাসায় ঢাকা গাজীপুরের হযরাত উলামায়ে কেরামের মাধ্যমে জকিগঞ্জের একশত জন মাদ্রাসা শিক্ষক ...
04/07/2022

আজ জকিগঞ্জের লামারগ্রাম টাইটেল মাদ্রাসায় ঢাকা গাজীপুরের হযরাত উলামায়ে কেরামের মাধ্যমে জকিগঞ্জের একশত জন মাদ্রাসা শিক্ষক ও একশত জন-সাধারণের মধ্যে যথাক্রমে ১৫০০/- ও ১০০০/- টাকা করে বিতরণ করা হয়েছে।
লামাগ্রাম মাদ্রাসার ব্যবস্থাপনায় ও মুফতী আবুল হাসান সাহেবের পরিচালনায় অত্যান্ত সু-শৃঙ্খল ভাবে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে সাড়ে পাঁচ হাজার ত্রাণ বিতরণসিলেটের জকিগঞ্জ উপজেলা দ্বিতীয় দফা বন্যায় ক্ষতিগ্রস...
04/07/2022

জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে সাড়ে পাঁচ হাজার ত্রাণ বিতরণ

সিলেটের জকিগঞ্জ উপজেলা দ্বিতীয় দফা বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৫ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা করেছে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে রোববার (৩ জুলাই) জকিগঞ্জ উপজেলার শাহবাগ জামেয়া মাদানিয়া কাসিমূল উলুম মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এক যুগে সারা উপজেলায় ২০টি মিনি ট্রাকে করে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।
জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে ও যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন চ্যানেল-এস এর সহায়তায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার সাড়ে ৫ হাজার বন্যার্ত পরিবারের মাঝে ১১ কেজি করে খ্যাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পেয়াজ, আলু, লবন, চিড়া, আদা ও রসুন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি জুনেদ আহমদ চৌধুরী, ইউনিয়ন প্রতিনিধিদের মধ্যে আব্দুল মালিক, আবিদ চৌধুরী, আব্দুল মন্নান, আব্দুল জলিল, আব্দুল বাইছ, মহসিন আহমদ, জুনাইদ আহমদ, সুহেল আহমদ, কাজী রকিব, লুকমান আহমদ চৌধুরী, রাসেল চৌধুরী, মামুন আহমদ, নাজমুল হোসাইন, আলতাফ হোসেন চৌধুরী ছাকিব, হেলাল আহমদ, গৌছ উদ্দিন, সাদেক আহমদ ও আব্দুর রহমান প্রমুখ।
ত্রাণ বিতরণের পূর্বে বক্তারা বলেন, জকিগঞ্জের মানুষের বিপদ-আপদে সর্বপ্রথম দাঁড়ায় জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে। এই সংগঠনটি নাড়ির টানে মানুষের পাঁশে দাঁড়িয়ে সাধারণের হৃদয়ে স্থান করে নিয়েছে। সংগঠনের সকল নেতৃবৃন্দ ও দাতাদের প্রতি জকিগঞ্জের মানুষের পক্ষ্য থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন ও ভবিষ্যতে এভাবে মানুষের পাঁশে দাঁড়ানোর আহবান জানান।

04/07/2022

EID MUBARAK

এবারও শ্রেষ্ঠ জকিগঞ্জ থানার এসআই মোহন রায় সিলেট জেলা পুলিশের শ্রেষ্ঠত্ব ধরে রাখার দৌড়ে এগিয়ে রয়েছেন জকিগঞ্জ থানা পুলিশের...
04/07/2022

এবারও শ্রেষ্ঠ জকিগঞ্জ থানার এসআই মোহন রায়

সিলেট জেলা পুলিশের শ্রেষ্ঠত্ব ধরে রাখার দৌড়ে এগিয়ে রয়েছেন জকিগঞ্জ থানা পুলিশের উপ পরিদর্শক এস আই মোহন রায়।জকিগঞ্জ থানায় যোগদানের পরপর শুরু করেন মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার,চুরি,মাদক,অপহরণ মামলার ভিকটিম উদ্ধার ও নিষ্পত্তি সহ একের পর এক চমক দেখিয়েছেন মোহন রায়।রবিবার সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পূনরায় জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন জকিগঞ্জ থানার এসআই মোহন রায়। ০৩/০৭/২০২২ খ্রিঃ তারিখ ১১টায় সিলেটের পুলিশ লাইন মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে সকল ক্যাটাগরীতে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে ক্রেস্ট প্রদান করেন সিলেটের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) শাহরিয়ার বিন সালেহ, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) মোঃ জাকির হোসাইন সহ পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
জানা যায়, জকিগঞ্জের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা তদন্ত, মাদক উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি, ওয়ারেন্ট তামিল ও আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতারসহ সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করা হয়।
এ বিষয়ে জকিগঞ্জ থানার এসআই মোহন রায় বলেন, পুরস্কার শুধুমাত্র একটি অর্জনই নয়, এটি অনুপ্রেরণার একটি সর্বোত্তম উৎস। পুরস্কার প্রাপ্তি সবসময়ই আনন্দের। সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আমাকে সকল ক্যাটাগরীতে সিলেট জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবেপুরস্কৃত করা হয়েছে। এই পুরস্কার আমাকে আমার কাজের প্রতি, সমাজের প্রতি দায়বদ্ধতার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।

জকিগঞ্জে ১০০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে মাদানী সোসাইটি বাংলাদেশ এর আওতাধীন একটি প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধ...
02/07/2022

জকিগঞ্জে ১০০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে মাদানী সোসাইটি বাংলাদেশ এর আওতাধীন একটি প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকা।

30/06/2022

হাতে পবিত্র কোরআন লেখার মতো কঠিন কাজ করে প্রশংসায় ভাসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জারিন তাসনিম দিয়া। তি.....

হাফিজ আহমদ মজুমদার এমপির পক্ষ থেকে জকিগঞ্জের বন্যার্ত মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হচ্ছে। জকিগঞ্জ ও কানাইঘাট এই...
28/06/2022

হাফিজ আহমদ মজুমদার এমপির পক্ষ থেকে জকিগঞ্জের বন্যার্ত মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হচ্ছে। জকিগঞ্জ ও কানাইঘাট এই দুই উপজেলায় তাঁর (এমপি) অর্থায়নে ৫০ লক্ষ টাকার ত্রাণ বিতরণ করা হবে। এ বিষয়টি জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী।

জকিগন্জে পাঁচ শত পরিবারে নগদ অর্থ বিতরণ।  স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জকিগন্জ উপজেলার  সকল ইউনিয়ন ও পৌরসভার প্রা...
28/06/2022

জকিগন্জে পাঁচ শত পরিবারে নগদ অর্থ বিতরণ।

স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জকিগন্জ উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার প্রায় পাঁচ শতাধিক বিপদগ্রস্ত মানুষকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হলো আজ।

সিলেট শহরের দারুল হুদা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান ক্বাসিমী ও সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন এর ব্যবস্থাপনায় এবং ফরিদাবাদ মাদরাসার মহাপরিচালক হাফিজ মাওলানা ফখরুজ্জামান ও মুফতি সিদ্দিক আহমেদ চিশতীর তত্বাবধানে দিনব্যাপী প্রতিটি ইউনিয়নের নির্ধারিত স্পটে জনপ্রতি A ক্যাটাগরীতে ৫০০০/- ও B ক্যাটাগরিতে ৩৫০০/- টাকা হারে নগদ অর্থ বিতরণ করেন রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী বারিধারা মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা মাসউদ আহমদ ও নবাবগঞ্জ উপজেলা উলামা পরিষদ নেতৃবৃন্দ।
এছাড়াও ক্ষতিগ্রস্ত কয়েকটি প্রতিষ্ঠানে কিছু অর্থ অনুদান দেওয়া হয়।

দিনব্যাপী এসব কার্যক্রম সার্বিক দিকনির্দেশনায় ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক।
বিভিন্ন স্পটে এসময় উপস্থিত ছিলেন জমিয়ত নেতা মাওলানা নুর আহমদ ক্বাসিমী, হজরত মাওলানা জাওয়াদুর রহমান,শায়খুল হাদিস মাওলানা মাহমুদ হোসাইন, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা কে এম মামুন, মাওলানা জামিল আহমদ, মাওলানা হুমায়ুন কবির কয়েস,ও মাওলানা জিয়াউর রহমান ফারুকী প্রমুখ।

আল্লামা মামরখানী রহ. ফাউন্ডেশনের উদ্যোগে জকিগঞ্জে বানবাসী মানুষের মাঝে  প্রথম দফায় ত্রান বিতরণ অনুষ্ঠিত।
26/06/2022

আল্লামা মামরখানী রহ. ফাউন্ডেশনের উদ্যোগে জকিগঞ্জে বানবাসী মানুষের মাঝে প্রথম দফায় ত্রান বিতরণ অনুষ্ঠিত।

Address

Kaligonj Bazar. Zakigonj.
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Amaderzakigonj.com " আমাদের জকিগঞ্জ" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Newspapers in Sylhet

Show All